সবচেয়ে ভালো ভিপিএন (VPN) কোনটি – (সেরা ৯টি তালিকা)

যখন কথা হচ্ছে সবচেয়ে ভালো VPN এর তালিকা নিয়ে (Top Best VPN List) তখন আমরা প্রথমে কোন জিনিস গুলোর ওপরে নজর দেওয়া জরুরি ?

অবশই, একটি সেরা ভিপিএন সেবার মধ্যে hide your IP address, bypass internet geo-blocks, encrypt internet traffic এবং speed এর মতো সুবিধা গুলো থাকতেই হবে।

তাই আজকের আর্টিকেলের মধ্যে আমরা সেরা কিছু VPN services গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি।

যদি আপনারা একটি best VPN service খুঁজছেন, তাহলে আমাদের আজকের তালিকাটি আপনাদের কাজে অবশই আসবে।

এছাড়া, মনে রাখবেন যিহেতু আমরা সেরা এবং ভালো ভিপিএন পরিষেবা বা কোন ভিপিএন সব থেকে ভালো নিয়ে কথা বলছি,

তাই, ফ্রি ভিপিএন সেবা গুলোর বিষয়ে এখানে বলা যাবেনা।

কারণ, আমরা প্রত্যেকেই জানি free VPN service গুলো অনেক সীমিত সেবা প্রদান করে থাকে।

সবচেয়ে ভালো VPN কোনটি – (Best VPN services)

সবচেয়ে ভালো VPN কোনটি
সবচেয়ে ভালো VPN কোনটি ?

নিচে আমি সরাসরি সেরা এবং ভালো ভিপিএন (VPN) সেবা গুলোর বিষয়ে সরাসরি একটি তালিকার মাধ্যমে বলে দিচ্ছি।

এবং, আমার হিসেবে এই ভিপিএন গুলো কেন সেরা ও ভালো এবং এদের সেবা আমার কেন পছন্দ, সেই বিষয়েও আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি।

১. ExpressVPN – Best VPN for Streaming

২. NordVPN – Best VPN for Security

৩. PIA VPN: Best VPN for Torrenting

৪. Surfshark VPN – Best Cheap VPN

৫. IPVanish VPN – Best VPN for Firestick

৬. CyberGhost VPN – Best VPN Free Trial

৭. PrivateVPN – Best VPN for Public WiFi

৮. Proton VPN – Best VPN for Encryption

৯. Windscribe VPN – Best Free VPN

চলুন, এবার প্রত্যেকটি VPN এর বিষয়ে বিস্তারিত ভাবে তাদের সুবিধা, সেবা এবং ফিচার গুলো জেনেনেই।

১. ExpressVPN

সোজা ভাবে বলতে গেলে এই VPN সব থেকে দারুন ও ভালো যখন কথা হচ্ছে,  streaming, gaming এবং torrenting এর।

২০২২ এর সেরা সব থেকে ভালো VPN service এর কথা বললে এই ExpressVPN এর কথা আমি বলবো।

এই VPN ধারাবাহিকভাবে (consistently) অনেক fast কাজ করে থাকে এবং highly secure বলে বলা যাবে।

এছাড়া, প্রত্যেক ধরণের device গুলোতে অনেক smoothly কাজ করে থাকে।

এই VPN সেবারটি বিশ্বজুড়ে বিশেষভাবে, fast HD/4K streaming, lag-free gaming এবং private torrenting এর জন্যে উপযুক্ত।

এদের সেবা নিয়ে কোনো ধরণের অসুবিধা বা সমস্যা হয়ে থাকলে, আপনারা ExpressVPN এর excellent customer support team এর সাথে যোগাযোগ করতে পারবেন যারা 24/7 live chat এর মাধ্যমে উপলব্ধ রয়েছেন।

এদের সবচেয়ে সস্তা প্ল্যান হলো, $ 6.67 month যদি আপনি ১২ মাসের জন্যে একসাথে পেমেন্ট করছেন।

এছাড়া, এর আরেকটি প্ল্যান হলো $ 12.95, যদি আপনি প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে চাইছেন।

  • 3,000 সার্ভার আপনারা পাবেন।
  • 92Mbps speed পাবেন।
  • US Netflix ব্যবহার করা যাবে।

>> Check ExpressVPN pricing

২. NordVPN

এখানে আপনারা মূলত পাবেন খুব দ্রুত স্পিড এবং অ্যাডভান্সড সিকিউরিটির সুবিধা।

NordVPN হলো বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় একটি VPN সার্ভিস এবং মূলত ইন্টারনেট নিরাপত্তার ক্ষেত্রেও এটা সেরা ভিপিন সেবা।

এটাও কিন্তু ExpressVPN এর মতোই একটি সেরা ভিপিএন সার্ভিস, তবে তুলনামূলক ভাবে অধিক সস্তা।

Internet traffic গুলোকে সুরক্ষিত রাখার জন্যে এর দ্বারা strong encryption প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং তা সত্ত্বেও দ্রুততা (speed) নিয়ে কোনো সমস্যা আপনার হবেনা।

NordVPN এর দ্বারা OpenVPN এবং WireGuard এর মতো secure encryption protocols গুলো ব্যবহার করা হয়।

ExpressVPN এর মতোই NordVPN আপনার ডাটা গুলোকে AES-256 encryption এর মাধ্যমে সুরক্ষিত করে রাখে।

NordVPN এর কিছু extra features গুলো হলো, kill switch, split tunneling এবং Double (multihop) VPN ইত্যাদি।

NordVPN কখনো আপনার personal web logs গুলোকে সংগ্রহ করেনা।

এছাড়া, আপনার IP address, browser history, or bandwidth usage data গুলোকেও এর দ্বারা record করা হয়না।

যদি আপনারা একসাথে ২ বছরের জন্যে এর সেবা কিনতে চান, তাহলে $3.29/mo হিসেবে টাকা দিতে হবে।

তবে এখানে ১ বছরের একসাথে এবং মাসে মাসের প্ল্যান গুলো অবশই রয়েছে।

>> NordVPN pricing  

৩. PIA VPN

এই VPN সেবাটিকে torrenting এর জন্যে সব থেকে ভালো ও সেরা VPN হিসেবে বলা হয়ে থাকে যেখানে রয়েছে secure servers এর বৃহত্তম নেটওয়ার্ক।

এখানে আপনারা পাবেন, Fast 17,087 servers গুলো 84 countries এর মধ্যে। 

এই VPN এর মাধ্যমে আপনারা US Netflix স্ট্রিম করতে পারবেন।

Private Internet Access (PIA) হলো অধিক নিরাপদ zero-logs VPN যেখানে বৃহত্তম server network রয়েছে।

প্রত্যেক server গুলো প্রদান করে থাকে, fast connection speeds মূলত file-sharing এর ক্ষেত্রে।

এই American-based VPN সেবাটি আরো অন্যান্য advanced security settings গুলো আমাদের দিয়ে থাকে।

এখানেও আপনারা পাচ্ছেন worldwide servers গুলোতে Unrestricted access এবং streaming + file sharing এর ক্ষেত্রে Blazing-fast speed.

এছাড়া পাচ্ছেন, Technical experts দের 24/7 support যেটা call এর মাধ্যমে আপনারা পাবেন।

এই VPN সেবাতে আপনারা 93Mbps এর speed পাবেন।

এখানে আপনারা ৩ ধরণের আলাদা আলাদা প্ল্যান গুলো পাবেন।

  1. ₹ 915/mo – যদি মাসে মাসে পেমেন্ট করতে চাইছেন।
  2. ₹ 165/mo – যদি ২ বছরের পেমেন্ট একসাথে করছেন।
  3. ₹ 570/mo – যদি ৬ মাসের পেমেন্ট একসাথে করছেন।

>> PIA VPN Plan 

৪. Surfshark

মাত্র $2.49 প্রত্যেক মাসে দিয়ে আপনারা লাভ নিতে পারবেন সেরা ভিপিএন পরিষেবা গুলোর লাভ।

মোবাইল এর মধ্যে আপনারা 7-day free trial এর ব্যবহার করে এই সেবা টেস্ট করতে পারবেন।

Netflix, HBO Max ইত্যাদি বিভিন্ন platform গুলো আপনারা stream করতে পারবেন এই সেবার ব্যবহার করে।

এছাড়া, এই VPN এর সব থেকে দারুন feature হলো, Unlimited device connections সাপোর্ট। 

Surfshark একটি অনেক ফাস্ট VPN সেবা হলেও অনেক কম টাকা দিয়ে আপনারা এর সেবা ব্যবহার করতে পারবেন।

যা আমি আগেই বললাম, এই VPN এর মাধ্যমে আনলক করা যাবে, Netflix, Disney+ এবং অন্যান্য  streaming services গুলো।

দ্রুততার কথা বলতে গেলে, এখানে আপনারা পাবেন 85Mbps speed এবং 95 countries এর server.

যদি আপনারা ২ বছরের সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে থাকেন, তাহলে কেবল $2.49 per month হিসেবে আপনি পেমেন্ট করতে হবে।

IP-based geo-blocks গুলোকে bypass করার ক্ষেত্রে Surfshark কিন্তু অনেক কার্যকর।

>> Surfshark subscription & plans 

৫. IPVanish VPN

এই VPN এর কাছে রয়েছে সেরা VPN app আপনার Amazon Fire TV Stick এর জন্যে।

IPVanish অনেক fast এবং secure তবে এর দ্বারা আপনার streaming activity logs গুলো রাখা হয়না।

এই পরিষেবা আপনারা 84Mbps দ্রুততার সাথে ব্যবহার করতে পারবেন।

এছাড়া, এখানে রয়েছে 50 Countries এর server support.

তবে, অন্যান্য VPN সেবা গুলোর মতো IPVanish কিন্তু Netflix এবং এর মতো অন্যান্য popular streaming apps গুলোকে unlock করবেনা।

এর  Android .APK file নিজের Android device এর মধ্যে install করে এই VPN নিজের মোবাইলেও ব্যবহার করতে পারবেন।

IPVanish হলো একটি দারুন ও সেরা সবচেয়ে private VPN services গুলোর মধ্যে একটি।

আপনার কোনো ধরণের internet activity গুলো IPVanish এর দ্বারা monitor বা store করা হয়না।

>> Visit IPVanish website 

৬. CyberGhost VPN

আপনারা যদি একটি premium VPN service ব্যবহার করে দেখতে চাইছেন, তবে কোনো ধরণের পেমেন্ট ডিটেলস না দিয়েই,

তাহলে CyberGhost VPN এর free trial এর লাভ অবশই নিতে পারবেন।

এখানে আপনারা, 24-hour, three-day এবং seven-day free trials এর সুবিধা পাবেন। 

আপনারা পাবেন 91 countries এর মধ্যে 8,800 টি server গুলো।

যা আমি আগেই বলেছি, এই high-performing VPN আপনারা ফ্রীতে কোনো credit card বা payment option ছাড়া ব্যবহার করে দেখতে পারবেন।

এই VPN সেবাতে আপনারা 89Mbps speed পেয়ে থাকেন।

এখানেও আপনারা ৪ রকমের আলাদা আলাদা subscription ও payment option গুলো পাবেন।

Free trial এর বিষয়টা আরো স্পষ্ট ভাবে বলতে গেলে,

  • Desktops এবং laptops এর জন্য দেওয়া হয়েছে 24-hour free trial.
  • iPhone/iPad এর জন্যে থাকছে সাত দিনের ফ্রি ট্রায়াল।
  • Android devices গুলোর জন্য থাকছে three-day trial.

>> CyberGhost VPN Plans 

৭. PrivateVPN

যদি আপনি মূলত free public WIFI network ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলোকে সিকিউর করার জন্যে PrivateVPN আপনার জন্য একটি সেরা এবং user-friendly সেবা প্রমাণিত হতে পারে।

এখানে আপনারা মূলত পাবেন, High level of encryption এবং no-logs servers এর সুবিধা।

এছাড়া, এই VPN সেবার মূল আকর্ষণ হলো, Fast এবং secure short-distance connections.

এই VPN সেবা অত্যন্ত নির্ভরযোগ্য প্রচুর streaming websites গুলোকে unlock করার ক্ষেত্রে।

94Mbps দ্রুততার (speed) সাথে আপনারা এর সেবা ব্যবহার করতে পারবেন।

এখানে থাকছে 63 দেশের সার্ভার সাপোর্ট।

PrivateVPN যেভাবে নতুনদের ব্যবহারের জন্যে অনেক সুবিধাজনক, সেভাবেই অত্যন্ত নিরাপদ।

এখানে, AES-256 cipher এবং 2048-bit RSA handshake এর মাধ্যমে internet connections গুলোকে encrypt করা হয়ে থাকে।

>> PrivateVPN Plans & Pricing 

৮. Proton VPN

এই VPN service এর মূল সুবিধা ও লাভের মধ্যে কিছু হলো, প্রাইভেট ব্রাউসিং, blocked content access করার সুবিধা এবং Worldwide streaming.

এছাড়া, এখানে পাচ্ছেন No-logs policy এবং High speed.

ProtonMail নামের একটি private email service এর team এর দ্বারা Proton VPN তৈরি করা হয়েছে।

এই সফটওয়্যার এর মূল আকর্ষণ হলো, privacy এবং security.

এই VPN সেবা আপনারা free বা paid version দুই ভাবেই ব্যবহার করতে পারেন।

এখানে 96Mbps দ্রুততার (speed) সাথে এই সেবার ব্যবহার করা সম্ভব।

এই VPN software ব্যবহার করে থাকে, OpenVPN এবং WireGuard protocols, AES-256 cipher এবং Forward Secrecy (FS).

এই কারণে, Proton VPN হয়ে দাঁড়িয়েছে একটি highly secure এবং encrypted VPN connections গুলোর মধ্যে একটি।

>> ProtonVPN Plans 

৯. Windscribe VPN

একটি অধিক নিরাপর VPN পরিষেবা যেটাতে free এবং premium উভয় সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে।

এর free version ব্যবহার করেই প্রায় অনেক streaming services গুলোকে unlock করা সম্ভব।

এর প্রত্যেক free server গুলোর ব্যবহার করে torrenting করতে পারবেন।

এই VPN সেবার দ্বারা আপনার personal traffic logs গুলো সংগ্রহ করা হয়না।

এছাড়া, Unlimited connections এর সুবিধা অবশই দেওয়া হয়েছে।

প্রত্যেক ফ্রি ভিপিএন সেবা গুলোর মধ্যে Windscribe VPN আমার তালিকায় সব থেকে ওপরে থাকছে।

তবে, এর paid version এর মধ্যে streaming blocks গুলোকে সহজে bypass করতে পারবেন।

94Mbps speed আপনারা এই VPN এর মধ্যে পাবেন।

>> Visit official website 

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, যদি আপনারাও সবচেয়ে ভালো VPN কোনটি ? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, তাহলে হয়তো আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে উত্তর অবশই পেয়ে গিয়েছেন।

এমনিতে, ইন্টারনেটে আপনারা প্রচুর premium VPN services গুলো পাবেন।

তবে, সব থেকে সেরা এবং ভালো ভিপিএন পরিষেবা গুলো খুঁজে বের করাটাই হল আসল সমস্যা।

যাই হোক, আমাদের বলা VPN software গুলো অবশই ব্যবহার করে দেখুন এবং নিচে কমেন্ট করে নিজের অভিজ্ঞতা জানিয়ে দিন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top