কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়? (১০০% কাজ করবে)

Last updated on April 16th, 2024 at 07:12 pm

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো কি? কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়? ইত্যাদি মোবাইলে টাকা ইনকাম করার উপায় গুলোর বিষয়ে আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি। ঘরে বসে মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় এমনিই প্রচুর রয়েছে যেগুলোর বিষয়ে আজকে আমরা আলোচনা করবো।

মোবাইল দিয়ে টাকা ইনকাম
মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় ?

আপনি কি অনলাইন পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা ইনকাম করতে চান ?

যদি হে, তাহলে আপনার ওই Android mobile আপনাকে মাসে মিনিমাম ১০ হাজার থেকে ৩০ হাজার আয় করে দিতে পারবে।

হে, এটা একদম সত্যি।

আজ টেকনোলজি এতো ফাস্ট এবং অ্যাডভান্সড হতে চলেছে যে, এন্ড্রয়েড মোবাইলে টাকা ইনকাম করা এখন একটা ট্রেডিশন বা ফ্যাশন হয়ে উঠেছে।

মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার এমনিতে অনেক উপায় আছে।

কিন্তু আমি আপনাকে কেবল ওই ৫ টি সহজ উপায় গুলো বলবো যেগুলি আপনাকে সত্যি অনলাইনে টাকা আয় করার সুযোগ দিয়ে থাকবে।

আর্টিকেল শুরু করার আগে আমি আপনাকে একটা কথা ভালো করে বলেদিতে চাই।

Android মোবাইল দিয়ে টাকা আয় করার যেগুলি অনলাইন উপায় আমি বলবো সেগুলি আজ অনেকেই ব্যবহার করে আনলিমিটেড ইনকাম করছেন।

আর সেটা আপনিও করতে পারবেন।

কিন্তু, একটা কথা অবশ্যই মনে রাখুন যে, কোনো কষ্ট আর কাম না করে জীবনে কিছুই পাওয়া যায়না।

আর, তার জন্যই আপনাকেও নিজের মোবাইল দিয়ে ভালো মানের টাকা কমানোর জন্য অল্প পরিশ্রম করতেই হবে।

বাকি এতটুকু জেনেরাখুন, এই স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করার উপায় গুলি দিয়ে লোকেরা হাজার কেন লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে আয় করছেন।

আর্টিকেল সূচি: show

মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়? তালিকা

ইনকামের উপায়:কি করতে হয়:
Blogging এবং website তৈরি করে,মোবাইল দিয়ে ব্লগিং করুন।
YouTube channel দ্বারা,ইউটিউবে চ্যানেল তৈরি করতে হবে।
Android earning apps,নানান ছোট ছোট কাজ করতে হয়।
OLX website,পুরোনো জিনিস অনলাইনে বিক্রি।
Short-link website,লিংক শেয়ার করতে হয়।
Facebook Group থেকে ইনকাম,নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে হবে।
Ysense দ্বারা ইনকাম,পেইড সার্ভে সম্পূর্ণ করতে হয়।
Instagram থেকে ইনকাম,শক্তিশালী ফলোয়ার বেস তৈরি করতে হবে।
অনলাইনে সার্ভে সম্পূর্ণ করে,প্রশ্নের উত্তর এবং মতামত দিতে হবে।
অনলাইনে গেম খেলে,গেম খেলতে হবে।
অনলাইনে ছবি বিক্রি করে,ছবি তুলতে ও আপলোড করতে হবে।
গেম খেলে ইনকাম করার অ্যাপস,অ্যাপস গুলিতে গেম খেলতে হয়।
Get Paid To Sites থেকে,ছোট ছোট কাজ সম্পূর্ণ করা।
Best Ways To Earn Money Using Mobile 2024.

চলুন, এখন আমরা মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় গুলোর বিষয়ে কিছুটা বিস্তারিত জেনেনেই।

কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় – (সহজ উপায়)

যা আমি ওপরে আপনাদের বললাম, যদি আপনার কাছে একটি এন্ড্রোইড স্মার্টফোন আছে, তাহলে অবশই আপনি মোবাইলে কাজ করে অনলাইন পার্ট-টাইম এবং ফুল-টাইম টাকা ইনকাম করতে পারবেন।

আর, তারজন্য জরুরি ১৩টি উপায় আমি আপনাদের নিচে অতি সহজে বুঝিয়ে দিয়েছি।

১. ব্লগিং এবং ওয়েবসাইটের দ্বারা ইনকাম:

আপনি কি জানেন, মোবাইল থেকে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে অনলাইন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন ?

যদি না, তাহলে ভালো করে বিষয়টা জেনে রাখুন।

আপনি অবশই Google এর blogger.com ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি ব্লগ এবং ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।

আর তারপর, যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট ভিসিটর্স বা ট্রাফিক আসা আরম্ভ হবে তখন আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন।

আপনার হয়তো এই ভাব হচ্ছে যে, মোবাইল থেকে ব্লগ বানিয়ে income করা অনেক কঠিন বা ঝামেলার কথা। কিন্তু, তা একদম নই।

মোবাইল থেকে আপনার ব্লগ বানাতে মাত্র ১০ মিনিট লাগবে।

আর, তার পর নিজের ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখে সার্চ ইঞ্জিনের দ্বারা নিজের ব্লগে ভিসিটর্স বা ট্রাফিক আনতে পারবেন।

ব্লগে ভিসিটর্স আশা আরম্ভ হলে, Google AdSense এ নিজের ব্লগটি register করে টাকা আয় করা স্টার্ট করতে পারেন।

Google AdSense গুগলের একটি service যে আমাদের নিজের ব্লগ বা ওয়েবসাইটে text , link , video এবং image advertisements দেখিয়ে তার বিনিময়ে online income এর সুযোগ দেয়।

আজ, “ব্লগ এবং গুগল এডসেন্স” এই দুটো সার্ভিস ব্যবহার করে লোকেরা online এতো টাকা আয় করছেন যে আপ্নে ভাবতেও পারবেননা।

আর, আপনিও যদি ব্লগ এবং এডসেন্স এর দ্বারা income করতে চান তাহলে কোনো কম্পিউটার বা ল্যাপটপের দরকার আপনার নেই।

নিজের স্মার্টফোনেই একটি ব্লগ বানিয়ে তাতে আর্টিকেল লিখে Google AdSense এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

২. YouTube channel বানিয়ে অনলাইন ইনকাম:

ব্লগিং এর মতো মোবাইল থেকে অনলাইন টাকা কমানোর জন্য YouTube channel বানানোর আইডিয়া টি বেশ অনেকটাই লাভজনক।

আজ, অনেক লোকেরা ইউটুবে গিয়ে নিজের চ্যানেল বানিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে।

ইউটুবে চ্যানেল বানানোর জন্য আপনার YouTube এর Website এ যেতেহবে।

YouTube.com এ গিয়ে আপনার Gmail একাউন্টের প্রয়োজন হবে।

কারণ, আমি আগেই বলেছি, “YouTube Google এর product ” আর তাই ইউটুবে লগইন করতে Gmail account ID আর password এর প্রয়োজন হবে।

নিজের Gmail account দিয়ে ইউটুবে লগইন করার পর আপনি ইউটুবে directly বা একটি আলাদা channel বানিয়ে তাতে video আপলোড করুন।

ইউটুবে চ্যানেলে ভিডিও upload করেই আপনি টাকা আয় করার সুযোগ পাবেন।

এইটা মনে রাখবেন, যা যা video নিজের YouTube চ্যানেলে upload করবেন সেটা যাতে নিজের বানানো অরিজিনাল ভিডিও হয়।

যদি অন্য কারো ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে সেটা copyright ভিডিও হিসাবে ধরা হবে। আর তাই সেই অন্যর কপি করা ভিডিও থেকে ইনকাম করার কোনো option পাবেননা।

তাই, অনেক সহজে নিজের মোবাইল দিয়ে একটি YouTube channel তৈরি করে, মোবাইল দিয়েই ভিডিও তৈরি এবং এডিট করে টাকা আয় করতে পারবেন।

ইউটুবে কেমন ভিডিও আপলোড করতে পারবেন ?

নিজের ইউটুবে চ্যানেলে যেকোনো রকমের ভিডিওস আপলোড করতে পারেন।

যেমন, Tutorial videos, comedy videos, story, মোবাইল রিভিউ বা যেকোনো জিনিসের ওপরে।

অনেক তাড়াতাড়ি success পাওয়ার জন্য আপনি নিজের মোবাইল থেকেই টিউটোরিয়াল ভিডিওস বানিয়ে চ্যানেলে আপলোড করুন।

কিন্তু মনে রাখবেন, “যা বানাবেন নিজে বানাবেন” আর ভিডিওর কোনো অংশতে যাতে অন্য কোনো ভিডিওর কোনোরকম কপি করা পার্ট বা অংশ না থাকে সেটা মনে রাখবেন।

এরকম original নিজে বানানো video ইউটুবে আপলোড করতে থাকলে অনেক তাড়াতাড়ি টাকা আয় করা শুরু করতে পারবেন।

এখন আপনি ইউটিউবে চ্যানেল বানালেন এবং ভিডিও আপলোড ও করলেন।

কিন্তু, টাকাটা কিভাবে কমাবেন ? আপলোড করা ভিডিও থেকে টাকা কিভাবে পাওয়াযাবে ?

ইউটুবে থেকে টাকা কিভাবে আয় করবে ?

আসলে, যখন আপনি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন,

তার পর আপনার ভিডিও ইউটুবের ওয়েবসাইটে আশা হাজার হাজার লোকেরা অনলাইন ভিউ করে বা দেখে। আর তখন আপনার ভিডিও থেকে টাকা কমানোর সুযোগটা এসেপড়ে।

ইউটিউবে “monetization” বলে একটা অপসন রয়েছে।

এই monetization অপশন এর মাধ্যমে যখন apply করে অপশনটি enable করবেন (চালু করবেন) তখন Google AdSense এর তরফথেকে কিছু advertisements আপনার ভিডিওগুলিতে দেখানো হবে।

আর, লোকেরা আপনার ভিডিও দেখার আগে যখন ওই advertisement গুলি দেখবেন, তখন আপনি টাকা ইনকাম করবেন।

এটাই ইউটিউব থেকে অনলাইন ইনকামের উপায়।

যখন ৫০ টি ভিডিও আপলোড করে ফেলবেন আর আপনার প্রত্যেক ভিডিওতে ডেইলি ৩০ করে ভিউ হবে তখন ৫০*৩০= ১৫০০ টোটাল ভিডিও ভিউ আপনি ডেইলি পাবেন।

আর, ডেইলি যদি আপনার ভিডিও গুলি ১৫০০ বার লোকেরা দেখেন তাহলে কমেও ০.২ ডলার করে প্রতি ad view তে পেলেও ০.২*১৫০০= ৩০০ ডলার।

যদি এক ডলার = ৬০ টাকা হয় তাহলে ৩০০ ডলার *৬০= ১৮,০০০ টাকা।

আজ অনেকেই ইউটুবে থেকে এরথেকে অনেক বেশি টাকা প্রতিদিন কামাই করছেন।

আর এগুলো সব কেবল নিজের মোবাইল থেকেই করতে পারবেন যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই।

কিন্তু, এইটা মনে রাখবেন, এক দিনে কিছুই হয়না। আপনার অনেক পরিশ্রম করতে হবে, মনদিয়ে এবং interest রেখে কাজ করতে হবে।

আর তখন গিয়ে আপনি এই YouTube business এ success হবেন।

৩. Android apps থেকে পয়সা কামান:

হে আপনি ঠিক শুনেছেন, এখন মোবাইলে বিভিন্ন এন্ড্রয়েড অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

কিন্তু, নিজের মোবাইল থেকে টাকা আয় করার এই মাদ্ধমে আপনার খুবেক্টা বেশি ইনকাম হবেনা।

যদি আপনি একজন student, housewife বা retired person তাহলে extra কিছু ইনকাম করার জন্য এই উপায় ব্যবহার করতে পারেন।

Google play store এ গিয়ে “earning apps”, “online income app” বা “free recharge app” বলে সার্চ করলেই অনেক এমন apps পেয়ে যাবেন যেগুলো আপনাকে বিভিন্ন কাজের জন্য real টাকা দিয়ে থাকে।

এমন টাকা কমানোর কিছু সেরা অ্যাপ কিছু হলো,

Truebalance” , “MCent“, “Amulyam“, “Pocket Money“, “TaskBucks” ইত্যাদি আরো অনেক রয়েছে।

এই apps গুলো google play store থেকে ফ্রীতে download করে মোবাইল থেকে ইনকাম করতে পারবেন।

তবে, টাকা কমানোর এই apps গুলো আপনাকে এমনেই পয়সা দিয়ে থাকেনা। App ডাউনলোড করার পর আপনার অনেক রকমের কাজ গুলো করতে হবে।

যেমন – apps downloading, app রেফার করা, video দেখা ইত্যাদি। আর, এই কাজ গুলির বিনিময়ে আপনাকে কিছু টাকা app এর তরফথেকে দেওয়া হয়।

ইনকাম করা টাকা আপনি অনেক রকমেই তুলতে পারবেন।

যেমন – paytm cash হিসেবে, ফ্রি মোবাইল রিচার্জ, ফ্রি ডিশ টিভি রিচার্জ, bank account transfer ইত্যাদি মাধ্যমে।

৪. OLX এবং QUIKR এ পুরোনো জিনিস sell করুন:

যদি আপনি মোবাইল থেকে extra income করার উপায় খুঁজছেন, তাহলে OLX এবং Quikr এর মতো ওয়েবসাইট আপনার হাহায্য করতে পারবে।

OLX বা Quikr আসলে এমন ওয়েবসাইট যেখানে পুরাণ যেকোনো জিনিস বা পণ্য বিক্রি করা যায়।

সেটা যেকোনো জিনিস হতে পারে যেমন, bike, মোবাইল, টিভি, Car, computer, ল্যাপটপ বা যেকোনো জিনিস।

আপনি এই দুটি ওয়েবসাইটে গিয়ে পুরোনো জিনিস বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

আপনার ঘরে যদি বিক্রি করার মতো পুরোনো জিনিস আছে তবে সেটা আপনি অবশই বিক্রি করতে পারবেন।

এছাড়া, যদি কোনো পুরোনো bike বা car বিক্ৰী করার দোকানের মালিকের সাথে আপনার চেনা পরিচিত থেকে থাকে,

তাহলে আপনি কম দামে তার থেকে জিনিস কিনে আবার বেশি দামে এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।

আর, এই সম্পূর্ণ কাজ আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন।

আপনি যা বিক্রি করতে চান, সেটার ফটো উঠিয়ে OLX বা QUIKR ওয়েবসাইট আপলোড করে জিনিস বা যা বিক্রি করতে চান তার বিষয়ে কিছুটা লিখে দাম সহ পোস্ট করে দিন।

বাস, তারপর কিছু সময়ের মধ্যে জিনিস টি কেনার উদ্দেশ্যে বিভিন্ন কাস্টোমাররা আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবেন।

এভাবেই মোবাইল থেকে পুরোনো জিনিস SELL করে আপনি পয়সা আয় করতে পারবেন।

৫. Short link website থেকে অনলাইন ইনকাম:

আপনি কি short link ওয়েবসাইটের কথা জানেন ?

যদি না, তাহলে জেনেরাখুন, নিজের মোবাইল থেকে অনলাইন ইনকাম করার এইটা অনেক সোজা এবং ১০০% সত্যির উপায়।

আপনার বেশি কিছু করার দরকার নেই। আপনার প্রথমে কিছু short link ওয়েবসাইটে গিয়ে account রেজিস্টার করতে হবে।

কিছু trusted এবং ভালো short link ওয়েবসাইটের নাম হলো – Shorte.st, adf.ly, AL.LY, Blv.me, Linkshrink.Net ইত্যাদি।

আপনি এগুলোর যেকোনো একটা বা প্রত্তেকটাতেই account বানাতে পারেন।

এখন, এই short link ওয়েবসাইট গুলির মাদ্ধমে টাকা কিভাবে আয় করবেন সেটা নিয়ে হয়তো আপনি ভাবছেন, তাই তো ?

আসলে, এই ওয়েবসাইট গুলোকে link shortener website বলা হয়।

এখানে, আপনাকে একটা box দেয়া হয় যেখানে যেকোনো ওয়েবসাইটের URL address link টি past করে তাকে ছোট (short) করতে পারেন।

ইন্টারনেট থেকে যেকোনো আর্টিকেল, ভিডিও, গান বা যেকোনো ওয়েবসাইটের URL address কপি করে তাকে এই URL shortener ওয়েবসাইট গুলির মাদ্ধমে ছোট করে দিতে পারেন।

যেমন, আপনি যদি আমার ব্লগের কোনো একটি আর্টিকেলের URL link ছোট করেন,

তাহলে সেটা দেখতে আসল URL থেকে সম্পূর্ণ আলাদা দেখাবে এবং অনেক ছোট হয়ে যাবে।

কিন্তু কথা হলো, এই URL shortener ওয়েবসাইট থেকে টাকা কিভাবে ইনকাম করা যাবে ? তাই তো ভাবছেন ?

আসলে, যখন কোনো ওয়েবসাইট বা ব্লগের বা ভিডিওর URL Address এই URL shortener ওয়েবসাইটে গিয়ে ছোট করবেন,

তখন লিংক এড্রেস টি ছোট হওয়ার সাথে সাথে ওখানে কিছু advertisement ও লাগিয়ে দেবা হয়।

আর এর ফলে, যখন কেউ আপনার short করা (ছোট করা) URL address এ ক্লিক করবেন তখন original ওয়েবসাইটে যাবার আগে কিছু advertisement দেখানো হবে।

এখন, এর ফলে আপনাকে প্রতি valid ad view এর ওপর টাকা দেবা হবে।

কোনো কোনো Link shortener ওয়েবসাইট আপনাকে ১০০০ ভিউ তে ৫ থেকে ১৫ ডলার দেবে বা কেউ কেউ ৫ থেকে ১০ ডলার।

কিন্তু ইনকাম আপনার ভালোই হবে। আপনি সবটা নিজের মোবাইল দিয়েই করতে পারবেন।

আপনার খালি, ইন্টারেস্টিঙ আর ভালো ভালো ভিডিও, আর্টিকেল বা ওয়েবসাইট url address গুলো এই link shortener ওয়েবসাইট গিয়ে ছোট করতে হবে আর যতোটা সম্ভব Facebook group , WhatsApp group বা অন্য সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে হবে।

তারপর, যতোটা ভিসিটর্স আপনার লিংকে ক্লিক করে আপনার দেওয়া URL address এ যাবে তারা advertisement দেখবে আর আপনি টাকা আয় করবেন।

৬. ফেসবুক গ্রুপ বানিয়ে ইনকাম:

যদি আপনি ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার সেরা উপায় গুলো খুঁজছেন,

তাহলে একটি ফেসবুক গ্রুপ বানিয়েও ভালো টাকা আয় করতে পারবেন।

আজকাল একটি জনপ্রিয় এবং অধিক members থাকা Facebook group এর দ্বারা বিভিন্ন মাধ্যমে টাকা আয় করা সম্ভব।

এবং, যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল আছে তাহলে গ্রুপ বানানোর থেকে টাকা ইনকাম করা, সবটাই মোবাইল দিয়ে করতে পারবেন।

তবে, প্রথমে নিজের ফেসবুক গ্রুপ বানিয়ে সেটাকে জনপ্রিয় করার চেষ্টা করতে হবে।

এক বার আপনার গ্রুপে কমেও ১০ হাজার মেম্বার যোগ হয়ে গেলে তারপর আপনি বিভিন্ন উপায় গুলো ব্যবহার করে নিজের গ্রুপ থেকে অনলাইন ইনকাম করতে পারবেন।

৭. Ysense দিয়ে টাকা আয় করুন:

মোবাইলে টাকা ইনকাম করার এটা অনেক সোজা এবং সহজ উপায়।

Ysense হলো একটি অনলাইন ওয়েবসাইট যেটা মূলত একটি paid survey website যেখানে বিভিন্ন সার্ভে গুলো করে টাকা ইনকাম করা যায়।

সরাসরি নিজের মোবাইল দিয়েই Ysense এর website এর মধ্যে গিয়ে একটি free account তৈরি করে নিতে পারবেন।

এবার, একাউন্ট তৈরি করার পর আপনারা নিজের dashboard দেখতে পাবেন এবং Surveys এর ভাগে আপনারা ভিন্ন paid survey গুলো দেখতে পাবেন।

এখন, এক এক করে survey গুলো join করুন এবং সেগুলোর উত্তর দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে থাকুন।

প্রত্যেকটি সার্ভে সফলভাবে সম্পূর্ণ করতে পারলে প্রায় ৩ থেকে ১০ ডলারের মধ্যে আপনার ইনকাম হয়ে যাবে।

অধিক জানার জন্য আমাদের এই আর্টিকেল পড়ুন – Ysense দ্বারা কিভাবে টাকা ইনকাম করা যায় ? 

৮. ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করুন:

যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল রয়েছে, তাহলে অবশই নিজের একটি Instagram account বানিয়ে সেটাকে জনপ্রিয় করে তারপর সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

আজকাল বেশিরভাগ brand, services, product, Instagram profile গুলোর দ্বারা প্রচার করা হয়।

এবং, ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে পণ্যের প্রচার করার ফলে কোম্পানি গুলোর থেকে আপনি প্রচুর টাকা আদায় করতে পারবেন।

আজকাল এরকম প্রচুর social media influencer রয়েছেন যারা নিজের Instagram account এর মধ্যে বিভিন্ন কোম্পানি গুলোর product এবং services গুলোকে প্রচার করে প্রচুর টাকা অনলাইনে আয় করে থাকেন।

Instagram account তৈরি করার পর আপনাকে সেখানে মজার, আকর্ষণীয় এবং কাজের তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি নিয়মিত ভাবে পোস্ট করতে হবে।

চিন্তা করবেননা, প্রত্যেকটি কাজ আপনি নিজের মোবাইল থেকেই করতে পারবেন।

একবার আপনার Instagram profile এর মধ্যে প্রচুর followers যোগ হয়ে গেলে তারপর আপনি বিভিন্ন আলাদা আলাদা মাধ্যমে ইনকাম করতে পারবেন।

৯. অনলাইন সার্ভে ওয়েবসাইট:

মোবাইল দিয়ে অনলাইনে সার্ভে করে টাকা আয় করার প্রচুর ওয়েবসাইট ইন্টারনেটে রয়েছে।

আপনারা নিজের মোবাইল দিয়েই সেই ওয়েবসাইট গুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

অনেকেই আবার ভেবে থাকেন যে অনলাইনে সার্ভে গুলো সম্পূর্ণ করার কাজটি এতটা ভালোনা।

যদি আপনি ভালো ভালো survey website গুলোতে গিয়ে কাজ করেন, তাহলে ইনকাম অবশই হবে।

Swagbucks, InboxDollars এবং Branded Surveys, হলো বর্তমানের সব থেকে জনপ্রিয় survey website গুলোর মধ্যে কিছু।

Survey website গুলোতে গিয়ে কেবল signup করে নিজের একটি একাউন্ট তৈরি করতে হবে।

ব্যাস, এখন ওয়েবসাইটে থাকা সার্ভে গুলো মোবাইল দিয়ে সম্পূর্ণ করুন এবং ইনকাম করতে থাকুন।

পেইড সার্ভে গুলোতে মূলত, বিভিন্ন company এবং products গুলোর ওপরে আপনার থেকে পরামর্শ এবং মতামত নেওয়া হয়।

১০. অনলাইন গেম ইনকাম:

বর্তমান সময়ে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার প্রচুর apps-গুলো আপনারা পেয়ে যাবেন।

এই android mobile apps গুলোতে আপনি বিভিন্ন ধরণের গেম গুলো খেলতে পারবেন। এবং, গেম খেলার বিপরীতে আপনাকে টাকাও দেওয়া হবে।

তবে মনে রাখবেন, এই ধরণের apps গুলো দিয়ে আপনি তেমন একটা অধিক অনলাইন ইনকাম করতে পারবেননা।

তবে, ছোটোখাটো পার্ট-টাইম ইনকাম করার জন্যে apps গুলো ব্যবহার করতে পারবেন। এই টাকা ইনকাম করার অনলাইন গেম এপস গুলোর মধ্যে কিছু হলো,

  • MPL,
  • Money Bingo Clash,
  • Yatzy Dice: Win cash,
  • Dream 11,
  • WinZo app,
  • Hago.

১১. অনলাইনে ছবি বিক্রি:

আজকাল বেশিরভাগ মোবাইলেই ভালো মানের ক্যামেরা অবশই থেকে থাকে।

যদি আপনার smartphone এর মধ্যে high-quality images তুলার ক্ষমতা রয়েছে, তাহলে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার এটাও একটি দারুন উপায়।

অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করার এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি নিজের তোলা ছবি গুলো বিক্রি করতে পারবেন।

যেমন,  Adobe Stock, bigstockphoto.com, shutterstock.com, এবং আরো অনেক।

এই ধরণের ওয়েবসাইট গুলোতে নিজের একটি account তৈরি করে নিতে হবে।

এর পর, আপনি নিজের মোবাইল দিয়ে high quality images গুলো তুলুন এবং ওয়েবসাইট গুলোতে আপলোড করুন।

আপনার ছবি গুলোকে যদি গ্রহণ করে নেওয়া হয়,

তাহলে যতবার আপনার ছবি গুলো ওয়েবসাইটের দ্বারা ব্যবহার করা হবে আপনাকে ততবার কিছু টাকা রয়্যালটি হিসেবে দিয়ে দেওয়া হবে।

১২. গেম খেলে ইনকাম করার অ্যাপস:

ইন্টারনেট এবং Google Play Store-এর মতো নানান apps store-গুলোতে আপনারা এমন নানান money earning gaming apps গুলি পেয়ে যাবেন, যেগুলিতে গেম খেলার জন্য পুরস্কার বা রিওয়ার্ড হিসেবে টাকা দিয়ে দেওয়া হয়।

আপনাকে সরাসরি Play/app store-থেকে এই Gaming apps গুলি নিজের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

ব্যাস, এবার POKER, Ludo, ইত্যাদি এই ধরণের নানান casual mobile games গুলি সেই app থেকেই সরাসরি খেলতে পারবেন এবং reward points earn করতে পারবেন।

মনে রাখবেন, মোবাইলে গেম খেলে ইনকাম করা টাকা বা উপহার গুলিকে PayPal এবং Gift cards-এর দ্বারা অনেক সহজেই তুলে নিতে পারবেন।

এই ধরণের কিছু সেরা গেম খেলে ইনকাম করার অ্যাপস গুলি হলো,

  • MPL Gaming app,
  • Mistplay,
  • Rewarded Play,
  • Appstation – Games & Reward,
  • Money Well,
  • Cash Giraffe,
  • Paytm First Games,
  • Swagbucks Survey App, আরো অনেক আছে।

১৩. Get Paid To Sites থেকে:

Get Paid To Sites গুলিকে আবার GPT সাইট বলেও বলা হয়। এগুলি এমন কিছু অনলাইন রিওয়ার্ড আর্নিং ওয়েবসাইট, যেগুলিতে নানান ধরণের টাস্ক গুলি সম্পূর্ণ করতে হয়।

যেমন, ভিডিও দেখা, বিজ্ঞাপন দেখা, রেফার করা, অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করা, সার্ভে সম্পূর্ণ করা, ইত্যাদি এই ধরণের নানান কাজ গুলি এখানে করতে হয়।

যদি আপনার কাছে একটি স্মার্টফোন আছে, তাহলে নিজের মোবাইল দিয়েই এই সাইট গুলিতে কাজ করতে পারবেন, আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবেনা।

এই ধরণের GPT sites গুলিতে, প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার পর আমাদের কিছু points রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হয়।

এবার, আয় করা এই রিওয়ার্ড পয়েন্ট গুলিকে Bank, PayPal বা Gift Cards-এর দ্বারা তুলে নেওয়া যায়। অনেক ওয়েবসাইট থেকে আবার cryptocurrency দ্বারা ও টাকা তুলতে পারবেন।

সেরা এবং জনপ্রিয় কিছু GPT সাইট:

  • Cointiply,
  • Swagbucks,
  • ySense,
  • Freecash,
  • Prizerebel,
  • Branded Surveys,
  • Honeygain,
  • Timebucks,
  • Earnably,
  • MyPoints,
  • Reward XP,
  • FeaturePoints,
  • appKarma,
  • RedMonkey,
  • LootUp, এবং আরো আছে।

FAQ,

১. মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়?

অনলাইন ছবি বিক্রি, অনলাইনে গেম খেলে, একটি ইউটিউব চ্যানেল বানিয়ে, বিভিন্ন income apps গুলো ব্যবহার করে এবং অনলাইনে সার্ভে জমা দিয়ে আপনি নিজের মোবাইল দিয়ে সহজে টাকা আয় করতে পারবেন।

২. মোবাইল দিয়ে কত টাকা ইনকাম করা যাবে?

মোবাইল দিয়ে কাজ করে কত টাকা ইনকাম করা যাবে সেটা সম্পূর্ণ আপনার ওপর। ওপরে বলা উপায় গুলোর মধ্যে এমন কিছু দারুন উপায় রয়েছে যেগুলোর দ্বারা মাসে ৫০০০ থেকে ১৫০০০ টাকা আরামে ইনকাম করতে পারবেন।

৩. মোবাইলে টাকা ইনকাম করার সেরা অ্যাপস কোন গুলো?

মোবাইলে ইনকাম করার অ্যাপস গুলোর মধ্যে সেরা অ্যাপস কিছু হলো, Google Opinion Rewards, Cashbuddy, Foapp, CashBaron, Cointiply এবং Karma App.

৪. মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট কোনগুলি?

মোবাইল দিয়ে ইনকাম করতে চাইলে আপনাকে এমন কিছু GPT (Get Paid To) ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যেগুলিতে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা যাবে। আর এই ধরণের কিছু ওয়েবসাইট গুলি হলো, RedMonkey, Freecash, Swagbucks, Timebucks, আরো আছে।

৫. ইনকাম করা টাকা কিভাবে তুলবেন?

মোবাইল দিয়ে টাকা আয় করার বেশিরভাগ ওয়েবসাইট বা অ্যাপস গুলির থেকে ইনকাম করা টাকা গুলি তুলতে হলে, মূলত PayPal, Cryptocurrency বা Gift Cards-এর অপসন আপনাকে দেওয়া হবে। যখন আপনার একাউন্টে, মিনিমাম পেমেন্ট লিমিট পৌঁছে যাবে বা ক্রস হয়ে যাবে, তখন আপনি আয় করা টাকা বা আয় করা পয়েন্টস গুলিকে ডলারে কনভার্ট করে, উপরে বলে দেওয়া যেকোনো মাধ্যমে সেই টাকা তুলে নিতে পারবেন।

Final words on topic,

তো বনধুরা, আজ আমি আপনাদের ১১টি সহজ এবং ১০০% রিয়েল উপায় জানলাম যার দ্বারা অনলাইন নিজের মোবাইল দিয়ে টাকা আয় করা যাবে।

এর মধ্যে এমন কিছু উপায় বলেছি যেগুলো আমি নিজে এতটা করে দেখিনাই জিন্টু অনেকের মুখেই শুনেছি যে তারা এগুলির মাদ্ধমে টাকা কামিয়েছে।

আর এমনও কিছু উপায়ও বলেছি যেমন, “Blogging” এবং “YouTube channel“, যার মাদ্ধমে প্রচুর এবং সীমাহীন income করতে পারবেন।

কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় (How to earn money from mobile phone) এই বিষয়ে লিখা আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

142 thoughts on “কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়? (১০০% কাজ করবে)”

    1. Avatar

      তাদের number mobile এর মধ্যে সেভ করুন এবং whatsapp এর মধ্যে গিয়ে নাম সার্চ করুন। আলাদা ভাবে যোগ করার প্রয়োজন হয়না।

  1. Avatar

    খুব ভালো পোস্ট, অসাধারণ, ইনকাম করার জন্য, অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম এই লেখাটি পড়ে।

  2. Avatar

    ব্লগিং ওয়েবসাইট খুলেছি ।
    এখানে কিছু পোস্ট করতাছি ।
    মূল কথা হলো, কিভাবে ওয়েবসাইটের প্রচার হবে ।
    আর কত দিন লাগবে ভিউ আসতে ।

    আর এখানে ইনকাম হলে বুঝব কি করে ?
    প্লিজ ভাই একটু জানাবেন ?

    1. Avatar

      Congratulations……
      ব্লগের প্রচার social media দ্বারা করতে পারবেন। তবে, ব্লগে ফ্রি ট্রাফিক ও ভিজিটর পাওয়ার জন্যে ব্লগটি গুগল সার্চে জমা করুন।
      রেগুলার আর্টিকেল পাবলিশ করলে ৩ থেকে ৪ মাসের ভেতরে ভালো পরিমানে ভিউ আসবে। তবে, সেটা আপনার লেখা আর্টিকেলের কনটেন্ট কোয়ালিটির ওপর নির্ভর করছে।
      আগে traffic আসতে দিন, ইনকাম নিয়ে পরে ভাবলেও হবে। আমাকে পরে জিগেশ করবেন।

  3. Avatar

    এতো সুন্দর করে আগে কেউ বুঝাই নি, খুবই উপকৃত হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  4. Avatar

    অনেক ধন্যবাদ ভাই। অনেক সুন্দর ভাবে প্রকাশ করেছেন।

    1. Avatar

      অবশই পারবেন। তবে মোবাইল থেকে ইনকাম করার তেমন একটি ভালো মাধ্যম নেই।

  5. Avatar

    অসাধারণ হয়েছে…এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।

    আপনি সত্যিই একজন জিনিয়াস 🙂 এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

  6. Avatar

    আমি Google ছবি রাখতে চাই।
    সেটা কি apps লাগবে আমাকে জানবেন

    1. Avatar

      Google drive বা google photos app ব্যবহার করে, খুব সহজেই রাখতে পারবেন।

  7. Avatar
    Mehedi Islam Noman

    ভাই মোবাইল দিয়ে কিভাবে ফ্রী একটি ব্লগ সাইট বানাবো ?? প্লিজ সেই বিষয়ে একটু বলেন?

      1. Avatar

        এভাবে নিজের ইনকাম বলে দেওয়াটা ঠিক না। তবে, আপনি জিগেশ করছেন তাই বললাম, আমি এই মুহূর্তে কেবল Google adsense থেকে আয় করছি। এবং আমি প্রত্যেক মাসে প্রায় ভালো পরিমানে আয় করে নিতে পারি।

  8. Avatar

    প্লিজ একটি টিউটোরিয়াল দেন।কিভাবে অনলাইন ইনকাম করা যায় 3000 ডলার প্রতি মাসে ঘরে বসে।

    1. Avatar

      এই বিষয়ে আপনারা অনেক আর্টিকেল আমার ব্লগে পাবেন।

  9. Avatar

    অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই। পোষ্টটি পড়ে উপকৃত হলাম এবং আশা করি সামনের দিনে এমন ভালো পোস্ট পাব।

  10. Avatar

    ভাই Hi App দিয়ে কিভাবে ইনকাম করা যায় ? প্লিজ একটি টিউটোরিয়াল দেন।

    1. Avatar

      Advertisement মানে বিজ্ঞাপন। বিজ্ঞাপন নিজের ওয়েবসাইট বা ভিডিও গুলিতে লাগিয়ে টাকা আয় করা সম্ভব।

  11. Avatar

    অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন এবং আপনার আর্টিকেল অনেক হেল্প ফুল আর আপনার লেখা দেখেই বোঝা যায় যথেষ্ট পরিশ্রম করেছেন।

  12. Avatar
    তিমন দে

    অনেক সুন্দর লেখা!বাংলা টেক আমি প্রায়শই ভিজিট করি।এর প্রধান কারন এর থেকে আমি অনেক কিছু জানতে পারছি।ভবিশ্যতেও এরকম অনেক কিছু জানতে চাই।অনলাই ইনকাম মুলত পেশার চাইতে বর্তামানে নেশাটাই বেশি তাই অনেকই এর দিকে ঝোক দিচ্ছে।তবে সঠিক গাইড না পেলে আয় করা টা কষ্ট সাধ্য।আমি গত কয়েকমাস জাবত brave browser থেকে মোটা মুটি ভাল পরিমান টাকা আয় করেছি।এটি ১০০% রিয়েল প্রজেক্ট এবং শুধু ইনভাইট করেই আয় করা সম্ভব।

  13. Avatar
    জিল্লুর রহমান

    vai mobile theke ki blog id kola jabe,and ami poketmony apps ar kaj krtace, ki ki kaj krle payment pabo,please vai aktu blben??

    1. Avatar

      apps গুলিতে কাজ করে সময় নষ্ট করবেননা। টাকা আয় করার জন্য ব্লগিং বা ইউটিউবের চ্যানেল তৈরি করুন। না, মোবাইল থেকে ব্লগ তৈরি করা যেতে পারে যদিও এভাবে ব্লগিং সম্ভব না।

  14. Avatar

    ভাই ব্লগ সাইটে ভিজিটর্স বাড়ানোর উপায়টা একটু বলবেন? প্লিজ। আর পেইড ওয়েবসাইট তৈরির জন্য কোন ডোমেইনটা ভালো হবে? দাম কত পরবে?

    1. Avatar

      আপনি ব্লগে ভিসিটর্স বাড়ানোর জন্য আমার এই আর্টিকেল পড়ুন – https://banglatech.info/ব্লগে-ফ্রি-ট্রাফিক-ভিসিট/
      premium domain হিসেবে। com, .info, .net, .org এগুলি সেরা।
      প্রথম বছর এর জন্য এই ডোমেইন গুলি প্রায় ২০০ থেকে ৫০০ ভেতরে পেয়ে যাবেন।

  15. Avatar

    ভাই আমি ব্যবসায় গুরুপের ছাএ,ভাই আমার অনেক সপ্ন আমি অনলাইনে ব্যবসা করবো, এখন যদি আপনি আমাকে একটু হেল্প করতেন, কিছু পরামশ দিতেন

    1. Avatar

      আপনি কিরকম এবং কি বিষয় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ?

    1. Avatar

      করা যায়না সেটা বলবোনা। করা যাবে, কিন্তু সেই APP আপনাকে টাকা দিবে কি দিবেনা, সেবেপারে ইন্টারনেটে ভালো করে রিসার্চ অবশই করে নিবেন। তবে, এরকম apps ব্যবহার করে আপনারা তেমন কোনো বেশি আয় করতে পারবেননা।

      1. Avatar
        মিরাজুল ইসলাম

        ভাই পকেট মানি অ্যাপস থেকে টাকা তুলব কিভাবে

        1. Avatar

          সেখানে Redeem amount বলে একটি অপসন থাকবে। সেটা ব্যবহার করুন।

  16. Avatar

    আমার মতে অ্যাপে ক্লিক এর কাজ করে সময় নষ্ট না করে কাজ সেই সময় দিয়ে একটা ফ্রি/ পেইড ব্লগ সাইট খুলে ধীরে ধীরে লেখা লেখি শুরু করা যেতে পারে। আর ইউটিউবে এমন ইনকামের নিশ্চয়তা নেই। বিষয়টি সবার কাছে ক্লিয়ার না। ইউটিউব নিয়ে একটা লেখা লিখে এখানে লিঙ্ক দিয়ে দিন যাতে। ভিজিটরদের বিষয়টি আরও ক্লিয়ার হয়।

    1. Avatar

      এই ক্ষেত্রে আপনি আমার এই আর্টিকেল পড়ুন – https://banglatech.info/ইউটিউব-থেকে-টাকা-আয়/

      ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন, নিজের অরিজিনাল ভিডিও বানান এবং প্রথম অবস্থায় টাকা আয় করার কথা না ভেবে নিজের কাজে মন দিন। ইউটিউবের ব্যাপারে নতুন নতুন জিনিস শিখুন। আপনি সফল অবশই হবেন।

  17. Avatar

    স্যার আমি মোবাই স্যার স্যার আমি ফোনে ইউটিউব খোলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না একটু সাহায্য করেন প্লিজ

    1. Avatar

      মোবাইল থেকে চ্যানেল খোলার একটি টিউটোরিয়াল আমি অনেক জলদি আপনাদের জন্য আনবো। তবে, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে চ্যানেল বানানোর এই প্রক্রিয়া এখানে জেনেনিন https://banglatech.info/ইউটিউব-চ্যানেল-খোলা-নিয়ম/

    2. Avatar

      ভাই আপনার লেখা অনেক ভাল লাগছে কিন্তু আমি ব্লগ এ লেখালেখি করব কিভাবে এর জন্য আমাকে কি account খুলতে হবে যদি হয় তাহলে কিভাবে খুলব জানাবেন প্লিজ।

  18. Avatar

    ভাই বিশ্বাস হচ্ছে না
    আমি অনেক apps কাজ করেছি তার শেষে পেমেন্ট দেয় না

    1. Avatar

      হে এরকম অনেক এপস রয়েছে যারা শেষে পেমেন্ট দেয়না। কিন্তু,আমি ওপরে দেয়া এপস গুলি ইন্টারনেটে রিভিউ দেখেই এখানে দিয়েছি। এবং অনেক রিভিউর ওপরে নির্ভর কোরে সবগুলোই পেমেন্ট দেয় বলে আমি বলতে পারবো।

  19. Avatar

    ভাই এখন বর্তমানে আপনি মাসে কত টাকা ইনকাম করেন গুগল আর ইউটিউব এর মাধ্যমে?

  20. Avatar

    ভাইয়া, অপনার কনটাক্ট নাম্বারটা যদি দিতেন তাহলে সরাসরি আপনার কাছ থেকে হেল্প নিতে পারতাম। আসলে এই সম্পর্কে আমার কোনো ধারনাই নাই তাই বললাম। দেয়ে যাবে কি আপনার কনটাক্ট নাম্বার প্লিজ?

    1. Avatar

      এভাবে কন্টাক্ট নম্বর তো দেয়া যাবেনা , কিন্তু আপনি চাইলে আমাদের টুইটার (twitter) একাউন্টে আপনার সমস্যার সমাধান চাইতে পারেন।

  21. Avatar
    Sanjoy Kumar Das.

    ইউটিউব থেকে উপার্জিত টাকা আমি নিতে গেলে আমার কি মাস্টার কাড লাগবে? নাকি অন্য কোন উপায়ে নিতে পারবো?

    1. Avatar

      আপনার কেবল একটি ব্যাঙ্ক একাউন্টের প্রয়োজন হবে।

    1. Avatar

      আমার বাকি আর্টিকেল কিন্তু অবশই পড়বেন।

  22. Avatar

    Via thank you so much ato good akta suggestion dayer jonno. Assa class 9 -10 ar akta student ki blog make korte parba plz Ans to me. Ar blog a ad theke ki taka income hoi taka tolar system ta akto bolben

    1. Avatar

      Yes, you can make a blog and earn money even if you are a school student. But, you should first complete your board exams and after that focus on blogging. blogging needs time and patients. So, first complete your education. yes, part time blogging will be a good idea if you can manage both.

  23. Avatar

    ভাইয়া আপনি ব্লগটি অনেক সুন্দর ভাবে পোস্ট করেছেন আমার অনেক ভালো লেগেছে . আমি অনেক দিন ধরে অনলাইনে ইনকাম পথ খুঁজেছি কিন্তু এখন ও ভালো কোন আরনিং এ্যাপস্ পাইনি. ভাইয়া যদি রিয়াল এ্যাপস্ পাওয়া যায় আমাকে ইমেইল করে পাঠাবেন? ALIF

    1. Avatar

      অবশই ভাই , কিন্তু এপ্স ব্যবহার করে টাকা আয় করার কথা ভাবাটা কিন্তু সময় নষ্ট করাই হবে। আপনি যদি REAL ভাবে অনলাইন টাকা আয় করতে চান তাহলে ইউটিউব বা ব্লগিং শিখুন এবং তাতে মন দিতে পারেন। অনেকেই এই মাধ্যমে আয় করছে। ধন্যবাদ

  24. Avatar

    আমি জীবনে প্রথম ইন্টারনেট থেকে টাকা আয় করতে চাই কিন্ত কিভে

        1. Avatar

          আমি তো দিতে পারবোনা। তবে, blogging বা YouTube channel তৈরি করে আয় করতে পারবেন।

    1. Avatar

      আপনি আমাকে ইমেইল করে যোগাযোগ করতে পারেন । আমার contact us পেজে গিয়ে মাইল আইডি জেনেনিন ।

  25. Avatar

    মোবাইল থেকে কি টাকা ইনকাম করা সম্ভব। ভাই আপনার gmai id ta bolben

    1. Avatar

      সত্যি কথা বললে, আপনি কিছু apps বা আমি ওপরে বলা মাধ্যম ব্যবহার করে কিছু ছোট সংখ্যায় আয় করতে পারবেন। কিন্তু যদি আপনি ইন্টারনেট থেকে ভালো amount এ টাকা আয় করতে চাচ্ছেন, তাহলে ব্লগ এবং seo র ব্যাপারে শিখুন। ব্লগ বানিয়ে আপনি ইন্টারনেট থেকে অনেক টাকা আয় করতে পারবেন।

  26. Avatar

    লিংক কিভাবে short করে? যেমন: আপনারটা যদি করি banglatech(dot)info কে “online এ আয়”
    কি লিখা যাবে??
    যদি যায় এরপর কি করবো।
    আসলে আমি কিছুই জানিনা।help করুন please.

    1. Avatar

      আপনি যেকোনো link shortner site এ গিয়ে যেকোনো লিংক কপি করে তাতে থাকা short link বক্সে দিয়ে লিংকটি শর্ট করতে পারবেন। লিংক শর্ট করার পর আপনি সেই শর্ট করা লিংক সোশ্যাল মিডিয়া বা ব্লগ বা যেকোনো ওয়েবসাইট শেয়ার করতে পারেন।

    1. Avatar

      আপনি যেই link shortener ওয়েবসাইট ব্যবহার করে লিংক শর্ট করবেন, সেই ওয়েবসাইট আপনার শর্ট করা প্রত্যেক লিংকে বিজ্ঞাপন অ্যাড করবে। এইটা তাদের অটোমেটিক প্রক্রিয়া।

    1. Avatar

      নীল, আমি বুঝতে পারছি আপনার মনের কথা। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যদি অনলাইন টাকা আয় করতে চান , তাহলে ব্লোগ্গিং (blogging) শিখুন। ইন্টারনেট থেকে unlimited আয়ের মাধ্যম আমি একমাত্র ব্লগ বানিয়েই করতে পারবেন বলে ভাবি। আমার সাহায্য লাগলে আমাদের google plus বা twitter একাউন্টে জয়েন করুন।

  27. Avatar
    Excited Dipongkor

    আপ্নার Online Income এর ঊপায় তা বেশ ঊপকারি আর কিছু থাকলে Share করবেন

    1. Avatar

      ধন্যবাদ, বর্তমানে আমি কেবল গুগল এডসেন্সের মাধ্যমে অনলাইন টাকা আয় করছি। অন্য উপায় হলে অবশই জানাবো।

    1. Avatar

      অবশই করতে পারবেন। আপনি আমার Google plus বা twitter একাউন্টে মেসেজ দিতে পারেন।

    1. Avatar

      অবশই যাবে কিন্তু ভালো service এর জন্য Google pay ব্যবহার করুন।

  28. Avatar

    কিন্তু সবকিছু করার পর এরা আমাকে টাকা দিবে কিভাবে বা procedure সম্পর্কে আমার idea নায় এই সম্পর্কে বললে ভালো হতো….

    1. Avatar

      দেখেন আমি জাজা উপায় বললাম, সেগুলি করলে আপনাদের অনেক রকমে টাকা দেয়ার ব্যবস্থা আছে। অনেকে আপনাকে bank neft দ্বারা টাকা দেবে , কেও Paytm wallet বা অন্য কোনো wallet app দ্বারা আপনাকে টাকা দেবে।
      Youtube, blogging ও ওয়েবসাইট বানালে আপনি adsense দ্বারা bank account এ টাকা পেয়ে যাবেন।

    2. Avatar
      Dr. Md. AbdusSamadSikder

      বিষয়গুলো জানবারজন্য আকুলিবিকুলি করছিলাম। আপনারলেখা পাঠকরে কিছু জানলাম। এখন থেকেই চেষ্টা কর। সমস্যা হলে ইমেইল করবো। আশা করি সহসয়তা পাবো। আন্তরিকধন্যবাদ। অনেকঅনেকশুভেচ্ছাওশুভকামনারই। প্রাপ্তি সংবাদ ইমেইলে অবহিত করার জন্য অনুরোধজানালাম।

      1. Avatar

        আমি অবশই আপনার সাহায্য করবো। তবে,মোবাইল দিয়ে আয় করার মাধ্যম গুলি আজ আর লাভজনক হয়ে থাকলোনা। তাই, অনলাইন ইনকাম করার জন্য ব্লগিং বা ইউটিউবের চ্যানেল সব থেকে সেরা ও লাভজনক হয়ে দাঁড়িয়েছে।

  29. Avatar

    আপনা আইড অনেক ভাল লাগল। আপরা তথ্যগুলো অনেক সুন্দর এবং উপকারি। এই ধরনের তথ্য সাধারন ঘরের ছেলে মেয়েদের জন্য অনেক উপকারের। মোবাইল দিয়েও যে ইনকাম করে নিজের খরচ চালানো যায় তা বিস্তারিত আপনার পোষ্ট পড়েই ভালভাবে বুঝতে পারলাম। খুব ভাল লাগল।

    1. Avatar

      ধন্যবাদ, আশাকরি আপনার আমার আর্টিকেল অনেক ভালো লেগেছে। আমার অন্য আর্টিকেল অবশই পড়বেন।

      1. Avatar

        তাহলে সবচে ভালো হবে আপনি blog বা ইউটিউবের চ্যানেল বানিয়ে আয় করার চেষ্টা করুন।

        1. Avatar

          অনলাইনে ইনকামের অনেক পথ থাকলেও আপনি যদি কোনোকালেই প্রফেশনাল না হন তাহলে আপনার পক্ষে ইউটিউবিং এবং ব্লগিং হতে পারে সবচেয়ে ভালো উপায়।

        1. Avatar

          ভাই আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করুন অথবা টুইটার পেজ। তাতে মেসেজ করুন। বা ডাইরেক্ট ইমেইল করুন – [email protected]

    2. Avatar
      মেহেদীহাসান

      ভাই আমি কিভাবে অনলাইনে কাজ করব একটু বলবেন কি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিন

      1. Avatar

        অনলাইন টাকা আয় করার সেরা উপায় হলো ব্লগিং এবং ইউটিউবের চ্যানেল। আপনি আমায় ইমেইল করতে পারবেন। [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top