ব্যাকলিংক (backlink) কি ? কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন (SEO guide)

ব্যাকলিংক কি এবং কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন, এই ব্যাপারটা নিয়ে অনেক ব্লগাররাই আজ চিন্তিত। তবে, আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট রয়েছে, এবং আপনি যদি Google search engine থেকে ওয়েবসাইটে প্রচুর ফ্রি ট্রাফিক ও ভিসিটর্স পেতেচান, তাহলে আপনার তৈরি করতে হবে ব্যাকলিংক (backlink).

About backlinks in Bangla.

ব্যাকলিংক, Off page SEO র একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ। এবং, এর দ্বারা আপনারা নিজের ওয়েবসাইট বা ব্লগের Search engine ranking অনেক বেশি ভালো করে নিতে পারবেন।

কারণ, ওয়েবসাইটের কোয়ালিটি ব্যাকলিংক যতটা বেশি বাড়বে, আপনার ব্লগের domain authority ও ততটাই ভালো হবে।

মনে রাখবেন, আপনার ওয়েবসাইটের domain authority যতটাই বেশি ভালো হবে, ততটাই বেশি Google আপনার লেখা আর্টিকেল গুলি তার সার্চ রেজাল্টে ভালো জায়গায় রাংক (rank) করবে।

এতে, আপনার ব্লগে গুগল থেকে আশা ট্রাফিকের পরিমান বাড়তে থাকবে।

ওয়েবসাইটের Domain authority (DA) অধিক ভালো থাকা মানে, গুগলের নজরে সেই ওয়েবসাইটের কোয়ালিটি অনেক ভালো এবং তাই সার্চ রেজাল্টে তার গুরুত্ব (importance) অনেক।

ব্লগিং এ সফলতা পাওয়ার জন্য, আপনার ব্লগে সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিসিটর্স আসতেই হবে।

এবং তাই, আজ নাহয় কাল, নিজের ব্লগের জন্য ব্যাকলিংক (backlink) বানানোর আজ আপনার শুরু করতেই হবে।

মনে রাখবেন, গুগল সার্চ ইঞ্জিন থেকে নিজের ওয়েবসাইটে রেগুলার ট্রাফিক পাওয়ার জন্য আপনার কিন্তু প্রথম থেকেই ব্যাকলিংক (backlink) তৈরি করতে থাকতেই হবে।

তাছাড়া, এই ব্যাকলিংক বানানোর প্রক্রিয়া সব সময় চালিয়ে যেতে হবে।

কিন্তু, আপনার মতোই অনেক ব্লগার রয়েছেন, যারা backlink মানে কি এবং কিভাবে ব্যাকলিংক তৈরি করতে হয়, সে বেপারে জানেননা।

ফলে, তারা গুগল সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক অনেক কম পরিমানে পাচ্ছেন।

তাই, এই আর্টিকেলে আমি আপনাদের “ওয়েবসাইটের ব্যাকলিংক কি ” এবং “কিভাবে এস ই ও (SEO) ব্যাকলিংক তৈরি করবেন”, সেই ব্যাপারে সবটাই ভালো করে বলে দিবো। (What Are Backlinks In Bangla).

ওয়েবসাইটের ব্যাকলিংক কি ? (What Is Backlink In Bangla)

সোজা ভাবে বললে, backlinks হলো search engine optimization (SEO) এর এক অনেক জরুরি অংশ এবং নিজের ব্লগের Domain authority, Search engine preferencesearch engine ranking বাড়ানোর জন্য আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করতে হয়।

এখন ব্যাকলিংকের ব্যাপারটা যদি আপনাদের ভালো করে বুঝিয়ে বলি, তাহলে বুঝতে হয়তো অল্প সময় লাগতে পারে।

ব্যাকলিংক মানে হলো, আপনার ওয়েবসাইটের “URL লিংক” অন্য একটি ওয়েবসাইটে থাকা। এবং, এভাবে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি এক্সটার্নাল লিংক (external link) পাওয়া।

উদাহরণ স্বরূপে, 

ধরুন আমি আমার ব্লগে একটি আর্টিকেল লিখছি। এবং, আমার আর্টিকেলের একটি অংশতে আমি আপনার ব্লগের একটি “আর্টিকেলের URL Link” দিয়ে দিলাম।

এতে হবে কি যে, আপনি আমার ব্লগ বা ওয়েবসাইটের থেকে নিজের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেলে দিয়ে দেয়া URL link এর মাধ্যমে একটি quality backlink পেয়ে যাবেন।

এবং, এভাবেই বিভিন্ন মাধ্যমে অন্য অন্য ওয়েবসাইট বা ব্লগ গুলিতে যখন আপনার নিজের ব্লগের URL address থাকবে, তখন সেই প্রত্যেক external link গুলি হবে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক

তারপর, সেই backlink বা external link গুলির মাধ্যমে Google bots আপনার ওয়েবসাইটে link juice pass করে।

যার ফলে, আপনার ব্লগের প্রতি গুগলের বিশ্বাস বাড়ে এবং পরে ওয়েবসাইটের Google search ranking আরো ভালো হয়ে দাঁড়ায়।

বুঝতে পারছেন তো ? আশা করি বুঝেছেন। 

যদি এখন আপনারা ব্যাকলিংক মানে কি, এই বিষয়ে বুঝে গেছেন, তাহলে নিচে জেনেনিন “ব্যাকলিংক এর প্রকারের ব্যাপারে  বা ব্যাকলিংক কত প্রকারের “.

ব্যাকলিংক কত প্রকারের এবং কি কি ? (Types of backlinks)

নিচে, আমি backlinks এর কিছু প্রকার ও ভিন্নতার বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। এতে, ব্যাকলিংক এর ব্যাপারটা আপনারা আরো পরিষ্কার করে জানতে পারবেন।

  • Internal links : ইন্টারনাল লিংক হলো আমাদের নিজেদের ব্লগের ভেতরেই থাকা backlinks. মানে, যখন আমরা ব্লগে আর্টিকেল লিখি, তখন নিজের ব্লগের কিছু অন্য আর্টিকেলের লিংক দিয়ে internal backlinks তৈরি করতে পারি।
  • External links : যা আমি ওপরে আগেই বলেছি, এই ধরণের backlinks আপনারা অন্যদেড় ব্লগ বা ওয়েবসাইটে গিয়ে বানাতে হয়। মানে, অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে আশা লিংক (link).
  • Link juice : অন্যের ব্লগ বা ওয়েবসাইটে hyper link এর মাধ্যমে যখন backlink তৈরি করা হয়, তখন Google bots সেই লিংক গুলি follow কোরে আপনার ব্লগে link juice পাস করে। এই লিংক জুস আপনার ব্লগের Domain Authority বাড়িয়ে search engine traffic বৃদ্ধি করতে সাহায্য করে।
  •  Low – quality links : যখন খারাপ, spam, low quality বা harvested website থেকে আপনার ওয়েবসাইটে backlink আসে তখন low quality links তৈরি হয়। এই ধরণের backlinks আপনার ব্লগের জন্য অনেক খতিকারক।
  • High – quality links : যখন কোনো ভালো এবং high quality website যার DA এবং PA অনেক ভালো, তার থেকে আপনার ব্লগে backlink আসে, তখন সেই ব্যাকলিংক high quality external link.
  • No – follow links : যখন, অন্যদের ওয়েবসাইট থেকে আশা backlink গুলিতে rel=nofollow” ট্যাগ ব্যবহার করা থাকে তখন সেই ব্যাকলিংক গুলি নো ফলো ব্যাকলিংক। এই ধরণের লিংকের মাধ্যমে google bot তাদের link juice পাস করেননা। তাই, এই ধরণের backlinks বিশেষ কাজের না।
  • Do – follow links : যখন আমাদের ব্লগে অন্যদের ওয়েবসাইট থেকে আশা লিংক গুলিতে “rel=nofollow ট্যাগ ব্যবহার করা হয়না, তখন সেই লিংক গুলি do – follow লিংক। এবং, এই ধরণের লিংকের মাধ্যমে গুগল তার লিংক জুস পাস করে। তাই, এই ধরণের ব্যাকলিংক আপনার ব্লগের জন্য অনেক কাজের।

তাহলে, এখন আপনারা হয়তো ব্যাকলিংক এর প্রকারের বিষয়ে সবটাই ভালো কোরে বুঝে গেছেন। এখন আমরা নিচে জানবো যে “কিভাবে নিজের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করবো“.

কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন ? (How To Create Backlinks)

ব্যাকলিংক তৈরি করার নিয়ম এমনিতে অনেক রয়েছে। কিন্তু, ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক বানানোর সময় আপনার অনেক জিনিসের ওপরে ধ্যান অবশই দিতে হবে।

যেমন, যেকোনো লো কোয়ালিটি ও low domain authority থাকা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিবেননা।

সব সময়, ভালো কোয়ালিটি ও ভালো ডোমেইন অথরিটি থাকা ওয়েবসাইট গুলির থেকেই backlinks নিবেন।

তাছাড়া, একসাথেই অধিক পরিমানে ব্যাকলিংক তৈরি করলে, গুগল আপনার ব্লগকে spam হিসেবে ধরে নিতে পারে।

এতে, আপনার গুগল সার্চের ranking অনেক অনেক বেশি কোমে যাবে। এবং, গুগল আপনার ওয়েবসাইট চিরকালের জন্য নিজের সার্চ থেকে সরিয়ে দিতে পারে।

তাই, সব সময় ভালো domain authority থাকা High quality এবং clean ওয়েবসাইট থেকেই ব্যাকলিংক বানানোর চেষ্টা করবেন।

আপনারা ওয়েবসাইটের authority চেক করার জন্য, এই ওয়েবসাইটে যেতে পারেব – “Check website authority“.

নিরাপদ ভাবে ব্যাকলিংক বানানোর ৫ টি নিয়ম

নিচে দেয়া উপায় গুলি ব্যবহার কোরে, আমি আমার নিজের ব্লগের জন্য backlink তৈরি করি। এবং, আপনিও চাইলে ব্যাকলিংক তৈরি করার এই উপায় গুলি ব্যবহার করতে পারবেন। 

১. Quora question & answer সাইট 

Quora এমন এক question & answer ওয়েবসাইট, যেখানে জেকেও লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং, নিজের দেয়া উত্তরের সাথে আপনি আপনার ব্লগ ও ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারবেন।

Quora, অনেক high quality, প্রচলিত এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট যার domain authority হলো ৯৩, যেটা অনেক বেশি।

এবং, কোৱা (quora) থেকে নিজের ওয়েবসাইটে ব্যাকলিংক পাওয়াটা অনেক বেশি লাভজনক হবে।

কেবল, নিজের ব্লগের আর্টিকেলের সাথে জড়িত প্রশ্ন quora তে খুজুন এবং তারপর সেই প্রশ্নের উত্তর দিয়ে তাতে নিজের আর্টিকেলের URL link ও দিয়ে দিন।

এভাবে, ব্লগের জন্য কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করাটা অনেক সহজ। ব্যাকলিংক বানানোর এইটা আমার সবথেকে প্রিয় মাধ্যম।

২. Blog commenting 

Blog commenting, মাধ্যম ব্যবহার কোরে backlink তৈরি করা সব থেকে সহজ উপায়। এবং, এই মাধ্যম আজ প্রায় প্রত্যেক ব্লগার ব্যবহার করছেন।

এখানে আপনার করতে হবে যে, নিজের ব্লগের আর্টিকেলের বিষয়ের সাথে জড়িত কিছু অন্য ব্লগ খুঁজতে হবে (গুগলে সার্চ করলেই পাবেন).

তারপর, ৫ থেকে ৬ টি ব্লগ খুঁজে সেগুলিতে গিয়ে তাদের যেকোনো আর্টিকেলে আপনার করতে হবে কমেন্ট (comment).

কমেন্টে করার সময় আপনি আপনার ব্লগের URL Address সেই কমেন্টে যোগ করে কমেন্ট submit করতে হবে।

অনেক ব্লগের ক্ষেত্রে, কমেন্ট করার সময় আপনাকে আপনার ওয়েবসাইটের এড্রেস দেয়ার কথা বলা হয়। সেরকম হলে, নিজের ব্লগের এড্রেস অবশই দিয়ে দিবেন।

এখন, comment জমা দেয়ার পর, যখন সেই কমেন্ট সেই আর্টিকেলের comment section এ দেখানো হবে, তখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক পেয়ে যাবেন।

এভাবে, বিভিন্ন ব্লগের আর্টিকেলের নিচে থাকা কমেক্ট অপশনের ব্যবহার কোরে আপনারা backlink তৈরি করতে পারবেন।

কিন্তু, মনে রাখবেন, নিজের ব্লগের আর্টিকেলের সাথে জড়িত ব্লগ বা ওয়েবসাইট গুলিতেই কেবল কমেন্ট করবেন।

এবং, “low quality” বা “spammy” ওয়েবসাইট গুলিতে কমেন্ট কখনো করবেননা।

৩. Directory submission sites 

কিছুদিন আগে অব্দি, ব্যাকলিংক বানানোর এই প্রক্রিয়া অনেক প্রচলিত ছিল। তবে, আজ এই মাধ্যম অনেক কম লোকেরা ব্যবহার করছেন।

এই প্রক্রিয়াতে, আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের URL address বিভিন্ন web directory website গুলিতে জমা করতে হয়।

Web directory websites গুলিতে, বিভিন্ন রকমের হাজার হাজার ওয়েবসাইটের তালিকা (list) থাকে। বিভিন্ন category হিসেবে আলাদা আলাদা ওয়েবসাইটের link এবং details দেয়া থাকে।

এবং তাই, web directory গুলি থেকে আশা ব্যাকলিংক ভালো কোয়ালিটির হওয়ার সম্ভাবনা অনেক কম।

কিন্তু, যদি আপনারা কিছু ভালো web directory ব্যবহার করেন, যেগুলির quality ভালো, spam মুক্ত এবং DA অনেক বেশি, তাহলে এখনো ভালো পরিমানে high quality backlink তৈরি করার এই প্রক্রিয়া সেরা।

কিছু ভালো এবং high quality web directory সাইট গুলি হলো

 ৪. Guest posting (সেরা মাধ্যম)

Guest posting একটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক বানানোর সবথেকে ভালো এবং লাভজনক উপায়।

কেননা, guest posting এর মাধ্যমে আপনারা contextual backlinks পেয়ে যাবেন এবং সেই লিংকের কোয়ালিটি সেরা।

Guest posting” মানে হলো, নিজের ব্লগের বিষয়ের সাথে জড়িত অন্যদের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লিখে publish করা।

এবং, অন্যদের ব্লগে আর্টিকেল লেখার সময় সেই আর্টিকেলে আপনি নিজের ব্লগের URL link দিয়ে দিতে হবে।

এতে, আপনি সেই ব্লগের থেকে নিজের ব্লগে একটি ভালো কোয়ালিটির ব্যাকলিংক পেয়ে যাবেন।

এমনিতে, এই প্রক্রিয়া আপনার বেশি ব্যবহার করার দরকার নেই। মাসে, ২ থেকে ৩ টি high quality ব্লগে guest posting করলেই হয়ে যাবে।

কিন্তু, যেই ব্লগে গেস্ট পোস্টিং কোরতে চাচ্ছেন, সেই ব্লগে যাতে DA এবং PA অধিক থাকে, সেই বেপারে খেয়াল রাখবেন।

তাছাড়া, নিজের ব্লগের niche বা topic এর সাথে জড়িত ব্লগেই গেস্ট পোস্টিং করবেন।

সবটাই দেখে নেয়ার পর, ব্লগ ও ওয়েবসাইট মালিকের সাথে যোগাযোগ কোরে, guest posting এর জন্য আপনার অনুমতি নিতে হবে।

অনুমতি পেয়ে গেলে, আপনারা তাদের ব্লগে একটি আর্টিকেল লিখে তাতে লিংক দিয়ে নিজের ব্লগের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন।

৫. Social networking site profiles 

ওয়েবসাইটের জন্য ভালো কোয়ালিটির ব্যাকলিংক পাওয়ার জন্য এই মাধ্যম অনেক কাজের। বাস, আপনার কেবল কিছু popular এবং ভালো social networking website গুলিতে গিয়ে profile বানাতে হবে।

এবং, Profile বানানোর সময় আপনাদের নিজের ওয়েবসাইটের লিংক দেয়ার একটি অপসন প্রায় প্রত্যেক social media website গুলিতে থাকে।

শেষে, যখন আপনারা বিভিন্ন social media sites যেমন YouTube, Facebook বা Twitter এর বানানো প্রোফাইলে নিজের ওয়েবসাইটের লিংক দেন, তখন সেখান থেকেও আপনারা পেয়েযান একটি ব্যাকলিংক।

তাছাড়া, বিভিন্ন social networking sites, প্রোফাইল তৈরি করার সময় আপনাকে নিজের বিষয়ে কিছু লিখতে বলে (about or bio)।

নিজের bio বা about me section এও আপনারা নিজের ব্লগের URL link দিয়ে backlink আয় করতে পারবেন।

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, ব্যাকলিংক কি (What Is Backlink In Bangla) এবং কিভাবে নিজের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করবেন, সেই ব্যাপারটা হয়তো আপনার ভালো কোরেই বোঝা হয়ে গেছে।

যেকোনো ব্লগের আর্টিকেল গুগলের সার্চে প্রথম ৫ টি রেজাল্টে আনতে হলে, আপনার ব্লগের ব্যাকলিংকের সংখ্যা ভালো থাকতেই হবে।

যত বেশি ভালো এবং quality backlinks আপনার ব্লগে থাকবে, ততোটাই বেশি গুগল আপনার ব্লগের ওপরে বিশ্বাস করবে। এবং ফলে, আপনার ব্লগের search engine traffic অধিক বৃদ্ধি পাবে।

84 thoughts on “ব্যাকলিংক (backlink) কি ? কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন (SEO guide)”

  1. Avatar

    ভাই,,আমি সেই ছোট থেকে আপনার ওয়েবসাইট ফলো করচ্ছি।আমার দেখা সেরা বাংলা সাইট banglatech.info🥰🥰 love vai.

    আপনার দেখানো মতে আমি পড়াশোনার পাশাপাশি সাইট করচ্ছি,,এর আগেও কাজ করেছে এপ্রুব পাই নাই,,তবে আপনার ব্লগ দেখে কেমন যেনো সাহস পাই।তাই আবার নতুন করে শুরু করলাম।ভাই আপনি যদি সাইটটা একটু দেখতেন,সব ঠিক আছে কিনা, এই নিন

  2. Avatar
    দেলোয়ার হোসেন

    আমি এসইওতে একেবারেই নতুন মাত্র প্রেকটিস করছি। অনেক ভাল লিখেছেন দাদা। পড়ে ভাল লাগল। অনেক অনুপ্রেরণা ফেলাম।
    আপনার জন্য শুভ কামনা রইল দাদা।

  3. Avatar

    ভাই গেস্ট পোস্টিং করার জন্য Do Follow কোন ওয়েবসাইট লিস্ট থাকলে তা দয়া করে শেয়ার করবেন। আর আমি কি আপনার ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্ট করতে পারবো?

    1. Avatar

      গেস্ট পোস্ট সম্পর্কে আমাদের ইমেইল করতে পারবেন।

  4. Avatar
    রুখসানা

    আপনার আরটিক্যাল পড়ে খুব ভালো লাগলো। এ সম্পর্কে এমন সহজ করে লেখাটি পাওয়াতে আমার বিশেষ উপকার হোল। আশা করি ভবিষ্যতে প্রয়োজনে আপনার সাহায্য পাবো।

    1. Avatar

      বেশ তথ্যবহুল একটি লেখা। পড়ে অনেককিছু জানতে পারলাম। ধন্যবাদ

  5. Avatar

    Nicely penned. Khub sundar likhechen. Aami new blogger. Ei dharoner placid language e aeto sabolil kore likhechen. Khub bhalo laglo. Thanks
    Dr. Sushil Rudra

  6. Avatar

    অনেক অনেক হেল্পফুল পোস্ট। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য।

  7. Avatar

    ব্যাকলিংক তৈরি করার কত দিন পরে যুক্ত হয় এবং চেক করলে দেখতে পাবো?

      1. Avatar

        আপনি যে প্রথম তিনটি ব্যাকলিংক তৈরির উপায় বলেছেন তা বর্তমানে তেমন একটা কাজের না। করাণ প্রথমত quora no-follow link দেয়, blog commenting কে spammy backlink বলা হয়, আর directory submission অনেক আগেই spamming হিসেবে গুগল ডিটেক্ট করেছে।

        তবে আপনি যে guest posting এর কথা বলেছেন তা আসলেই অনেক কার্যকর। Guest posting খুব দ্রুত যেকোনো ওয়েবসাইটের authority বাড়াতে সাহায্য করে।

        এটি অনেক ভালো লিখেছেন।

        1. Avatar

          ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্যে।
          তবে, কোরা থেকে আসা backlink no follow হলেও সেই backlink থেকে যখন user আপনার সাইটে প্রবেশ করে থাকে, তখন সেটা গুগল এর জন্য একটি positive signal.
          আমি কেবল মাত্র কোরা তাই উত্তর হিসেবে backlink তৈরি করি যার ফলে আমার সাইট এর authority ভালো হয়েছে। তবে, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।

  8. Avatar
    মোহাম্মদ ইমন

    খুব ভালো লাগলো দাদা আপনার পোস্ট।
    তবে আমার সাইটের পোস্ট ইনিডেক্স হচ্ছেনা গুগলে।

    1. Avatar

      বর্তমান সময়ে গুগলের কিছু ইনডেক্স নিয়ে সমস্যা চলছে।

  9. Avatar

    এই রকম সুন্দর একটি পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

      1. Avatar
        Abdul gofur Khan

        ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু শিখতে পারলাম

    1. Avatar

      ধন্যবাদ এত সুন্দর বেবি সোর্সস আমাদের সাথে শেয়ার করার জন্য।

      দয়া করে লিঙ্ক বিল্ডিং এর স্ট্রেঙ্থ যদি আমাদের সাথে শেয়ার করতেন

  10. Avatar

    ধন্যবাদ। এত সুন্দর একটি আর্টিকেল উপহার দেওয়া জন্য।

  11. Avatar

    ব্যাকলিংক সম্পর্কে অনেক কিছু শিলখলাম , ধন্যবাদ banglatech.info কে এমন সুন্দরভাবে বুঝিয়ে লেখার জন্য

  12. Avatar

    অনেক ভালো লিখেছেন।আসলে অনেক নতুন কিছু শিখলাম।চলমান টিউটোরিয়াল এর থেকে অননোকটায় আলাদা উপস্থাপন।শুভ কামনা রইলো।

  13. Avatar
    Khan Md. Shamsul Rabbi

    স্যার, আপনার এই চমৎকার লেখাটি থেকে আমি অনেক উপকৃত হলাম, যা আমার সাইটের SEO এর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। ধন্যবাদ

  14. Avatar
    আলি আহসান

    অনেক তথ্যপূর্ণ একটি লেখা পড়লাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ লেখা আমাদের উপহার দেয়ার জন্য। আরও লেখা আশা করছি আপনার কাছ থেকে। ভালো থাকবেন।

    1. Avatar

      হে ভাই, main domain এর জন্য লিংক বিল্ডিং করার সাথে সাথে প্রত্যেক পোস্ট এর জন্য লিংক বিল্ডিং করাটা জরুরি ও লাভজনক।

  15. Avatar

    কিভাবে ব্যাকলিংক তৈরি করতে হবে, এত সহজ করে আর কোনও সাইটে পাইনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ব্লগ নিয়ে কিছু লেখার চেষ্টা করছি আজ-কাল। আপনার এই সাইট আমার জন্য অনুপ্রেরণা।

  16. Avatar
    Habibul Islam Rafin

    ধন্যবাদ আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমি একটি ওয়েবসাইট বানালাম। কেমন হয়েছে বলতে ভুলবেন না।

  17. Avatar
    Md Delowar Hossain

    বাংলায় ব্যাকলিংক সম্পর্কে অনেক সুন্দর একটা আর্টিকেল লিখেছেন ৷ অনেক অনেক শুভকামনা ৷

  18. Avatar

    লিঙ্ক বিল্ডিং কাকে বলে??
    অফ পেজ seo বলতে কি শুধুমাত্র লিংক বিল্ডিং কে বোঝায়??

    1. Avatar

      লিংক বিল্ডিং মানে, ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করা।
      ৮৫% off page SEO মানে, লিংক বিল্ডিং করাটাকেই বোঝানো হয়।
      এছাড়া,social media promotion, branding এবং আরো কিছু কিছু ভাগ off page seo র ক্ষেত্রে ধরা হয়।

  19. Avatar

    আমার সাইটটা থেকে ঘুরে একটু বলবেন কি কেউ, আমি সঠিকভাবে এগুচ্ছি কি না ? আমার সাইটটি শিক্ষা, জ্ঞান ও বিনোদনমূলক। প্লিজ ভিজিট :
    sobarjonnoblog (dot) blogspot (dot) com.

  20. Avatar

    অনেক নতুন কিছু শিখতে পারলাম, কিন্তু আরো ভালো হতো যদি কিছু ডিরেক্টরি সাবমিশন ফ্রী সাইট লিস্ট পেতাম।
    ধন্যবাদ ভাই।

    1. Avatar

      আমি কিছু লিস্ট একটি আলাদা আর্টিকেলের মাধ্যমে আপনাদের দিয়ে দিবো।

  21. Avatar

    খুব ভালো লিখছেন ভাই, ধন্যবাদ। এই লেখা থেকে উপকৃত হলাম, আপনার সাজেস্ট করা ডিরেক্টরিতে ব্লগ সাবমিট করেছি।

  22. Avatar

    আপনার লেখা ভালো লাগলো। ধননোবাদ । Backlink কিভাবে লিখতে হবে বললে ভালো হতো ।

    1. Avatar

      সত্তি অসাধারন লিখেছেন ধন্যবাদ অনেক কিছু জানতে পারবেন

      1. Avatar

        খুব সুন্দর করে, ভালো করে বুঝিয়ে লিখেছেন, ধন্যবাদ

    1. Avatar

      অসাধারণ ভাই । পোস্টটি লেখার জন্য অনেক ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top