জিও ফোনে হোয়াটসঅ্যাপ কিভাবে খুলব – (ডাউনলোড এবং ইনস্টল)

জিও ফোনে হোয়াটসঅ্যাপ কিভাবে খুলব: এখন আপনারা অনেক সহজেই নিজের JIO Phone-এর মধ্যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনারা অনেক সহজেই Jio App store-থেকে এই আধুনিক instant messaging application-টি ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন।

আপনারা Jio Phone এবং Jio Phone 2 দুটোর ক্ষেত্রেই WhatsApp download করতে পারবেন। 

Reliance Jio-দ্বারা ঘোষণা করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ এর পাশাপাশি এখন আপনারা নিজের Jio Phone এবং Jio Phone 2-তে Facebook, Google Maps এবং YouTube-এর মতো জনপ্রিয় apps গুলোও ব্যবহার করতে পারবেন। 

জিও ফোনের KaiOS WhatsApp এর বৈশিষ্ট

জিও ফোনের জন্যে যেই হোয়াটসঅ্যাপ নিয়ে আশা হয়েছে সেটা সম্পূর্ণ ভাবেই KaiOS অপটিমাইজড।

এই জিও ফোনের এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনারা প্রায় প্রত্যেকটি basic features গুলো পাচ্ছেন।

যেমন, ইউসার এর সাথে chat করা, image sending, documents sending, video sending ইত্যাদি।

অবশই এই বিশেষ হোয়াটসঅ্যাপ এপ্লিকেশন এর দ্বারা আপনারা photos এবং videos পাঠানো ও গ্রহণ করতে পারবেন এবং সবটাই all end-to-end encrypted-এর সাথে।

Keypad-এর মধ্যে সাধারণ ভাবে ট্যাপ করেই অনেক সহজেই voice messages record করে পাঠানো যাবে।

JioPhone এর AppStore-এর মধ্যে WhatsApp উপলব্ধ রয়েছে।

এখন আপনি যদি ভাবছেন, কিভাবে নিজের জিও ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন ? তাহলে নিচে দেওয়া প্রত্যেকটি ধাপ গুলো ভালো করে অনুসরণ করুন।

জিও ফোনে হোয়াটসঅ্যাপ কিভাবে ডাউনলোড করবেন ?

জিও ফোনে হোয়াটসঅ্যাপ কিভাবে খুলব
How to download WhatsApp for JIO Phone ?

নিজের Jio Phone এবং Jio Phone 2 ফোনে WhatsApp download ও install করার আগে আপনাকে ফোনের software updates এর বিষয়ে নজর দিতে হবে। আপনার জিও ফোনটি যাতে latest KaiOS update-এর ওপরে চলছে সেই বিষয়টি আগেই নজর দিতে হবে। 

ধাপ ১. 

 আপনাকে শুরুতেই নিজের JioPhone-টিতে থাকা Settings অপশনে চলে যেতে হবে। 

ধাপ ২.

Settings tab-এর মধ্যেই রয়েছে software updates-এর option যেখানে আপনাকে চলে যেতে হবে।

ধাপ ৩. 

এখন আপনাকে ভালো করে নিশ্চিত হতে হবে যাতে আপনার মোবাইলটি latest KaiOS update-এর সাথে কাজ করছে। নাহলেও কোনো কথা নেই, আপনি সরাসরি এখান থেকেই latest KaiOS update ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।

ধাপ ৪.

এখন lates KaiOS update-এর সাথে আপনার মোবাইলে নিজে নিজেই WhatsApp চলে আসবে।

তবে, কিভাবে জিও মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, সেটা আমি নিচে আপনাদের বলে দিচ্ছি।

জিও ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন

আমরা নিচে সরাসরি জানবো, কিভাবে নিজের জিও মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ব্যবহার করা যাবে।

আপনার জিও মোবাইলে lates KaiOS update  install আছে কি নেই সেটা দেখার পর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

১. নিজের জিও মোবাইল থেকে JioApps Store ওপেন করুন।

২. এখন Jio App Store এর মধ্যে WhatsApp লিখে সার্চ করুন।

৩. আপনারা অনেক সহজেই WhatsApp application-টি খুঁজে পাবেন।

৪. সরাসরি হোয়াটসঅ্যাপ এর মধ্যে click করুন। এখন আপনারা app description-এর সাথে একটি page দেখবেন যেখানে ইনস্টাল করার অপসন দেওয়া থাকবে। সরাসরি install বাটন এর মধ্যে click করুন।

৫. হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সেই একি পেজের মধ্যেই “Open” লেখা সহ একটি অপসন দেখবেন। আবার সরাসরি app drawer এর মধ্যে গিয়েও আপনারা WhatsApp app এর অপসন দেখতে পারবেন যার দ্বারা WhatsApp ওপেন করা যাবে।

৬. প্রথমবারের জন্যে জিও ফোনে WhatsApp app ওপেন করার পর আপনারা একটি “terms & condition” পেজ দেখতে পাবেন। আপনাকে নিচে থাকা “Agree” অপশনে click করতে হবে।

৭. এবার সরাসরি নিজের mobile number দিয়ে নিচে থাকা “next” অপশনে click করুন।

৮. এখন আপনার দিয়ে দেওয়া মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্যে একটি verification SMS পাঠানোর জন্যে বলা হবে। আপনি সরাসরি নিচে থাকা “OK” অপশনে click করুন।

৯. এখন আপনার দিয়ে দেওয়া মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড (OTP) চলে আসবে যেটাকে আপনাকে পরের পেজে দিয়ে দিতে হবে।

১০. কোড দিয়ে দেওয়ার পর এখন আপনাকে আপনার profile info দিতে বলা হবে। আপনাকে আপনার নাম এবং প্রোফাইল ফটো দিতে বলা হবে।

১১. ব্যাস, এখন আপনার জিও ফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড ও ইনস্টল হয়ে গিয়েছে। এখন app-টি আপনাকে সরাসরি আপনার chats page-এর মধ্যে নিয়ে যাবে। তবে শুরুতে এই পেজ খালি থাকাটা স্বাভাবিক।

১২. WhatsApp profile-থেকে চ্যাটিং শুরু করার জন্যে আপনাকে “New Chat” অপশনে ক্লিক করতে হবে।

উপসংহার

তাহলে বন্ধুরা, আশা করছি কিভাবে নিজের জিও ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন বা হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা ইনস্টল করবেন ? এই বিষয়ে সম্পূর্ণটা ভালো ভাবে জানতে পেরেছেন।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

এছাড়া, জিও ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার প্রক্রিয়াটি ভালো লেগে থাকলে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে কিন্তু আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top