কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম (২০২৩): অনলাইন ইন্টারনেটে টাকা আয় করার সবচেয়ে সহজ এবং লাভজনক উপায় হলো ইউটিউব (YouTube)। হে, ইউটিউবে চ্যানেল তৈরি করে তাতে ভিডিও আপলোড দিয়ে টাকা আয় করাটা অবশই অনেক সহজ কথা। আজ অনেকেই, এই YouTube business করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
How to create a YouTube channel ?

আপনি যদি এই অনলাইন ব্যবসা ঘরে বসে করতে চান, তাহলে আগে YouTube চ্যানেল কি এবং কিভাবে চ্যানেল তৈরি করবেন সেটা জেনেনিতে হবে।

অবশই আপনি এই আর্টিকেলে YouTube চ্যানেল কি এবং কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সবটা জেনেনিতে পারবেন।

এমনিতে একটি কম্পিউটার এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পূর্ণ আলাদা।

কেননা, মোবাইলের ক্ষেত্রে আমরা YouTube mobile app ব্যবহার করে অনেক সহজেই চ্যানেল তৈরি করে নিতে পারি।

তবে, কম্পিউটার বা ডেস্কটপ এর ক্ষেত্রে আমাদের YouTube-এর ওয়েব সাইটে গিয়ে চ্যানেল তৈরি করতে হয়।

এমনিতে, মোবাইল বা কম্পিউটার দুটো উপায়েই আপনারা অনেক সহজেই নিজের একটি ফ্রি ইউটিউব চ্যানেল বানিয়ে নিতে পারবেন।

চলুন তাহলে, নিচে আমরা একে একে জেনেনেই, YouTube এর মধ্যে একটি চ্যানেল তৈরি করতে কি কি লাগবে এবং চ্যানেল তৈরির নিয়ম কি।

ইউটিউব চ্যানেল কি ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

কিভাবে ইউটিউবে চ্যানেল খোলা যায় সেটা আমি আপনাদের অবশই বলবো। কিন্তু, চলুন আগে একটি YouTube channel কি সেটা জেনেনেই।

আসলে YouTube গুগলের একটি ভিডিও হোস্টিং সার্ভিস (service) বা ওয়েবসাইট।

এই ওয়েবসাইট আমাদের ফ্রীতে কোনো টাকা না নিয়ে অনেক রকমের ভিডিও গুলো মোবাইল বা কম্পিউটারের দ্বারা অনলাইনে দেখতে দেয়।

এখানে আপনি সবরকমের ভিডিও, গান, সিনেমা, সিরিয়েল, টিউটোরিয়াল ভিডিও এবং অনেক অনেক রকমের ভিডিও দেখতে পারবেন।

আর, সোজাসোজি ভাবে বলতেগেলে YouTube হলো বর্তমানের সব থেকে জনপ্রিয় একটি ভিডিও স্ট্রিমিং (video streaming) প্লাটফর্ম।

এখন, ইউটিউবে যেই ভিডিওগুলি আপনি দেখেন সেগুলি সেখানে কিভাবে আসে ? কে YouTube এ সেই ভিডিওগুলি আপলোড করে ?

এই প্রশ্নোর উত্তর হলো, “আমার আর আপনার মতো লোকেরা“.

হে, আমার এবং আপনার মতো লোকেরা ইউটিউবে ভিডিও আপলোড করেন YouTube চ্যানেলের মাধ্যমে।

YouTube এর একটি চ্যানেল একটি ইউটিউব প্রোফাইলের মতন।

যেরকম আমরা ফেসবুক বা টুইটারে প্রোফাইল তৈরি করি সেরকম ইউটিউবে চ্যানেল খোলা মানে একটি ইউটিউব প্রোফাইল বানানো।

একটি ইউটিউবের চ্যানেল বানানোর পর আপনার একটি চ্যানেলের নাম থাকবে এবং সেই চ্যানেলের নামের বা প্রোফাইলের মাধ্যমে আপনি ইউটিউবে নিজের বানানো ভিডিও আপলোড দিতে পারবেন এবং লোকেদের সেই ভিডিও দেখাতে পারবেন।

লোকেরা আপনার চ্যানেলে গিয়ে আপনার আপলোড করা সবকয়টা ভিডিও দেখেনিতে পারবে।

তাহলে সোজাসোজি ভাবে বললে, একটি YouTube channel হলো আপনার একটি YouTube প্রোফাইল,

যার দ্বারা আপনি নিজের বানানো ভিডিও YouTube এ আপলোড করতে পারবেন এবং আপনার সেই চ্যানেলের মাধ্যমে লোকেরা আপনার আপলোড করা ভিডিও দেখতেও পারবেন।

Also read

YouTube channel কি” সেটা অবশই বুঝেগেছেন।

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন । কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

ইউটিউবে একটি চ্যানেল বানানোর জন্য সবচে আগে আপনার প্রয়োজন হবে একটি গুগল  জিমেইল একাউন্টের।

হে, YouTube গুগলের একটি service বা product আর তাই ইউটিউবে signing বা লগইন করার জন্য আপনার একটি জিমেইল আইডি প্রয়োজন হবে।

আপনার যদি জিমেইল আইডি নেই, তাহলে জিমেইলে একটি ফ্রি ইমেইল একাউন্ট কিভাবে বানাবেন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনিন।

তাহলে চলেন এখন আমরা নিচে ইউটিউবে চ্যানেল বানানোর প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ জেনেনেই।

১. ইউটিউবে লগইন বা signing করুন

সবচে আগেই আপনাকে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে

ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে একদম ওপরে ডানদিকে আপনি “sign in” বলে একটি লিংক দেখবেন। আপনি সেই signing button এ ক্লিক করুন।

২. নিজের Gmail account দিয়ে লগইন করুন

এখন YouTube এ গিয়ে Sign in এ ক্লিক করার পর আপনি একটি web page দেখবেন যেখানে আপনাকে নিজের Google বা Gmail একাউন্টের Id এবং password দিয়ে লগইন করতে বলা হবে।

আমি আগেই বলেছি যে, YouTube google company র একটি সার্ভিস এবং তাই YouTube এ লগইন করতে আপনার নিজের জিমেইল একাউন্টের ব্যবহার করতে হবে।

যেরকম আপনি ওপরে ছবিটি দেখছেন ঠিক তেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে আসবে এবং আপনাকে সরাসরি নিজের Gmail আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে “Next” button এ ক্লিক করতে হবে।

 ৩. YouTube চ্যানেল তৈরি করুন

নিজের জিমেইল একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন করার পর আপনি YouTube dashboard এ লগইন হয়ে যাবেন।

এখন আপনাকে চ্যানেল খোলার জন্য সবচে আগেই YouTube dashboard এর সবচে ওপরে ডানদিকে শেষে থাকা ছোট্ট “profile Icon” টিতে ক্লিক করতে হবে। ভালোকরে জানার জন্য আপনি নিচে দেয়া ছবিটি দেখুন।

এখন, YouTube profile icon এ ক্লিক করার পর আপনি কিছু options দেখবেন। এই option গুলির মধ্যে সোজাসোজি “My channel” অপশনে ক্লিক করুন।

ইউটিউবে চ্যানেল অপশনে যান
Go YouTube profile icon and My channel.

এখন, My channel অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে YouTube একটি পেজ দেখাবে যেখানে লেখা থাকবে “Use YouTube as” লেখা থাকবে এবং তার নিচে দুটো ছোট ছোট বাক্স দেয়া থাকবে।

সেই ছোট্ট বাক্স গুলিতে আপনাকে নিজের চ্যানেলের জন্য নাম লিখে দিতে হবে।

Select Channel name .

মানে, যেরকম ওপরে ছবিটিতে আপনি দেখছেন আমরা বাক্সটিতে “বাংলা টেকনোলজি” লিখেছি।

কারণ আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের নাম বাংলা টেকনোলজি রাখতে চেয়েছি।

তাই, ঠিক তেমন কোরে আপনি নিজের চ্যানেলের নাম সেই দুটো বাক্সতে লিখুন যা আপনি দিতে চান এবং নিচে “Create Channel” এ ক্লিক করুন।

Congratulations, দেখো সোজাসোজি বলতে গেলে আপনার চ্যানেল তৈরি হয়েগেছে এবং আপনি এখন নিজের চ্যানেল edit, design বা তাতে ভিডিও আপলোড করতে পারবেন।

Create channel এ ক্লিক করার পর আপনি পরের পেজে দুটো অপশন দেখবেন।

একটি হলো “Creator studio” এবং আরেকটি “Customize channel“.

ইউটিউব চ্যানেল বানানো হয়েগেছে

Customize channel অপশনে গিয়ে আপনি নিজের ইউটিউব চ্যানেল customize করতে পারবেন।

মানে, আপনি নিজের চ্যানেলে প্রোফাইল পিকচার, background ছবি (Channel art), description, About এরকম ধরণের জিনিস লাগাতে এবং আপডেট করতে পারবেন।

Creator studio অপশনে গিয়ে আপনি নিজের চ্যানেলের জন্য অনেক রকমের সেটিংস (settings) করতে পারবেন।

যেমন channel settings, video manager, আপনার চ্যানেলে কয়টা subscribers হলো, ভিডিওতে কতটা views (দেখা) হয়েছে।

আপনি এই দুটো অপশনে নিজে গেলেই বুঝতে পারবেন যে অপশন গুলি দিয়ে  আপনি কি কি করতে পারবেন।

Customize channel এবং Creator studio এই দুটো অপশনে পরেদিয়ে যাওয়ার জন্য আপনি YouTube dashboard এর একদম ওপরে ডানদিকে থাকা profile icon এ ক্লিক করুন। এতে আপনি creator studio অপসন দেখবেন।

যদি আপনি Customize channel অপশনে যেতে চান, তাহলে creator studio তে গিয়ে “View channel” এ ক্লিক করুন।

৪. ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন ?

ইউটিউবে নিজের একটি চ্যানেল বানানোর পর আপনার অশোক কাজটা হলো “নিজের চ্যানেলে ভিডিও আপলোড করা”.

কারণ, যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন লোকেরা আপনার চ্যানেলে আসবে এবং আপনার আপলোড করা ভিডিও দেখবেন।

আসলে কেবল তখনই আপনি নিজের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করা আরম্ভ করতে পারবেন।

তাই, চ্যানেল বানিয়ে নেয়ার পর ভালো ভালো ভিডিও যেগুলি নাকি লোকেরা দেখে ভালো পাবেন এবং লোকেরা দেখতে চান সেরকম ভিডিও নিজের চ্যানেলে আপলোড করবেন।

আর, চ্যানেলে ভিডিও আপলোড করাটা অনেকটাই সোজা।

YouTube চ্যানেল বানানোর পর তাতে ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে YouTube এর একদম ওপরে থাকা “Video icon”  এ আপনার ক্লিক করতে হবে।

Video icon এ ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখবেন “Upload a video” এবং “Go live” . এখন আপনাকে সোজাসোজি “Upload a video” তে ক্লিক করে নিন।

Upload a video তে ক্লিক করার পর এখন পরের পেজে আপনি ভিডিও আপলোড করার জন্য অপসন দেখবেন। আপনি “select file to upload” বলে একটি জায়গা বা লেখা দেখবেন।

select video to upload

বাস, সোজাসোজি সেখানে ক্লিক করুন এবং নিজের কম্পিউটার বা ল্যাপটপের থেকে ভিডিও সিলেক্ট করে তাকে আপলোড করুন।

Also read YouTube থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন ?

তাহলে friends, আশাকরি আপনারা ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন সেটাও ভালোকরে বুঝে গেছেন।

আমি আপনাদের ইউটিউবে চ্যানেল বানানোর নিয়ম এবং চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন দুটো জিনিস বুঝিয়ে বলেছি।

যদি আপনাদের কোনোরকমের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করুন বা আমাদের fakebook পেজ নিজের প্রশ্ন লিখে পোস্ট করুন।

৫. নিজের ইউটিউবের চ্যানেল verify করুন

এখন, আমাদের আরো একটি অনেক জরুরি কাজ বাকি রয়েছে।

সেটা হলো, channel verification. আপনি অবশই খেয়াল রাখবেন যে, কেবল চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করলেই হবেনা।

নিজের চ্যানেল থেকে টাকা আয় করার জন্য এবং আরো অনেক রকমের সুবিধা এবং অপশনের জন্য আপনাকে নিজের বানানো চ্যানেল verify অবশই করতে হবে।

YouTube চ্যানেল ভেরিফাই করার জন্য আপনি নিচে দেয়া স্টেপ গুলো ভালো করে বুঝে নিন।

স্টেপ ১.

সবচে আগে আপনার যেতে হবে creator studio অপশনে আর তার জন্য আপনি নিজের YouTube dashboard থেকে ওপরে ডানদিকে থাকা “profile icon” এ ক্লিক করুন।

প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি creator studio অপসন দেখতে পাবেন।

স্টেপ ২.

এখন creator studio পেজ যাওয়ার পর আপনি বামদিকে অনেকগুলো options দেখবেন।

আপনাকে সোজাসোজি বামদিকের থেকে “Channel” অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩.

এখন চ্যানেলে ক্লিক করার পর সেই পেজে আপনি নিজের ইউটিউবের চ্যানেলের নাম দেখবেন এবং তার নিচে “Verify” বলে একটি লিংক বা লেখা দেখবেন। আপনি সোজাসোজি সেই “verify” লিংকে ক্লিক করুন।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করুন

স্টেপ ৪.

এখন verify লিংকে ক্লিক করার পর আপনি পরে “account verification” পেজ দেখবেন।

একাউন্ট ভেরিফিকেশন পেজে আপনি প্রথমে নিজের দেশ (country) সিলেক্ট করে তারপর “text me the verification code” অপশনে ক্লিক করুন।

এরপর নিচে মোবাইল নম্বর বক্সে নিজের মোবাইল নম্বর দিয়ে “submit” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৫.

এখন, submit অপশনে ক্লিক করার পর আপনার দেয়া মোবাইল নম্বরে একটি verification code SMS এর মাধ্যমে আপনার মোবাইলে যাবে।

আপনাকে সেই verification code ভালোকরে দেখে YouTube মোবাইল নম্বর verification বক্সে দিতে হবে।

এই বাক্সটি আপনি ওপরে স্টেপ ৪ এ submit ক্লিক করার পর দেখতে পাবেন।

নিজের মোবাইলে আশা ভেরিফিকেশন কোড ভালোকরে নম্বর ভেরিফিকেশন বক্সে দিয়ে ok/verify করার পর আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি ভাবে active এবং ভেরিফাই হয়ে যাবে।

এখন আপনি “continue” অপশনে ক্লিক করে নিজের চ্যানেল ব্যবহার করতে পারবেন, চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন এবং চ্যানেল ও ভিডিও থেকে টাকা আয় করার জন্য এপলাই (apply) করতে পারবেন।

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

কিভাবে মোবাইলে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? এখন অনেকেই হয়তো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেননা এবং সরাসরি নিজের মোবাইল দিয়ে চ্যানেল বানাতে চাইছেন।

এক্ষেত্রে, অনেক সহজেই আপনারা নিজের চ্যানেল বানাতে পারবেন।

প্রত্যেকটি স্টেপ আমি নিচে একে একে আপনাদের দিয়ে দিচ্ছি।

স্টেপ ১. 

সবচে আগেই আপনাকে নিজের মোবাইল থেকে YouTube app-টি open করতে হবে।

App ওপেন করার পর, একেবারে নিচে হাতের দান দিকে “Library” লিখা দেখছেন, সেখানে ক্লিক করুন।

এবার, একেবারে ওপরে হাতের দান দিকে আপনারা নিজের প্রোফাইল আইকন দেখতে পাবেন।

সরাসরি “Profile icon” এর মধ্যে ক্লিক করুন।

স্টেপ ২. 

এখন আপনারা নিজের YouTube profile-এর সাথে রিলেটেড প্রত্যেকটি অপসন দেখতে পারছেন।

এবার সবচে প্রথম অপশনে আপনারা “your channel” দেখতে পারছেন।

সরাসরি, Your Channel-এর অপশনে click করুন।

স্টেপ ৩.

এখন, যদি আপনার আগের থেকে কোনো চ্যানেল তৈরি করা নেই, তাহলে Your Channel-এর মধ্যে click করার পর পরের পেজে আপনাকে “Create channel” এর option দেখানো হবে।

এবার create channel-এর মধ্যে click করার সাথে সাথে আপনার প্রথম এবং নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে।

স্টেপ ৪.

মনে রাখবেন, এখন মাত্র আপনার নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে মাত্র।

চ্যানেল তৈরি করার পর সেখানে প্রচুর settings গুলো করতে হবে যেগুলো আপনি সরাসরি YouTube app থেকে করতে পারবেননা।

এর জন্যে আপনাকে Google chrome-এর desktop version ওপেন করে সেটিং গুলো করতে হবে।

ইউটিউবে একটি নতুন চ্যানেল তৈরি করার পর কি কি জরুরি সেটিং করতে হবে, সেগুলো ওপরে আমি আগেই বলে দিয়েছি।

FAQ:

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?

আপনি অনেক সহজে ইউটিউবের ওয়েব সাইট বা মোবাইল এপ্লিকেশন এর দ্বারা কেবল ২মিনিটের মধ্যে নিজের একটি চ্যানেল বানিয়ে নিতে পারবেন।

ইউটিউব চ্যানেল খুলতে কত টাকা লাগবে ?

YouTube হলো Google-এর একটি পরিষেবা যেটা সম্পূর্ণ। তাই, এখানে ভিডিও দেখা এবং চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করা সবটাই সম্পূর্ণ ফ্রি।

ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন কি ?

এটা হলো একটি ইউটিউব চ্যানেল এর অনেক গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে user-রা আপনার চ্যানেল এর বিষয়ে সংক্ষেপে জেনেনিতে পারে। YouTube SEO-এর ক্ষেত্রেও এই ডেসক্রিপশন অংশ অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ।

ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কি ?

চ্যানেল ভেরিভিকেশন এর ক্ষেত্রে আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে সেই নম্বর ভেরিফাই করতে হয়। এই প্রক্রিয়ার দ্বারা আপনি নিজের চ্যানেলকে একটি official channel-এর স্টেটাস দিতে পারবেন।

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কি ?

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো ইউটিউবের একটি পরিষেবা যার দ্বারা creators-রা নিজের আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার সুযোগ পান।

উপসংহার

তাহলে বন্ধুরা, আশাকরি আপনারা YouTube channel খোলার নিয়ম, চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন এবং চ্যানেল verify কিভাবে করবেন সবটাই আপনারা ভালো করে বুঝে গেছেন।

How create YouTube channel in Bengali-এর সাথে জড়িত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশই নিচে কমেন্ট করবেন।

এছাড়া, আমাদের আর্টিকেল সত্যি ভালো লেগে থাকলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে এই আর্টিকেল শেয়ার করতে ভুলবেননা।

123 thoughts on “কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম”

  1. Avatar

    আমার চ্যানেল ও আপলোড করা ভিডিও সার্চ দিলে পাওয়া যাচ্ছে না। কী করব?

  2. Avatar

    আমি একটা চেলেন খুলবো আমি কি সব ধরেন ভিডিও দিতে পারবো যেমন গেমিং / ফানি / রিভিউ দেওয়া এই গুলো কি একটা চেলেন দিয়ে করা যাবে কি না

    1. Avatar

      একটি চ্যানেলে প্রত্যেকটি টপিক কভার করাটা ঠিক হবেনা।

  3. Avatar

    ভাই এক কম্পিউটার দিয়ে দুটি ইউটিউব চ্যানেল খোলা যাবে কি না?

  4. Avatar

    ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে পিকচার আপলোড করব কিভাবে?

  5. Avatar

    vai ami to 40 ta video upload dichi but ektao view ase nay tahole ki amar channel a kono pb ache naki onno kichu plz bolben

  6. Avatar

    ধন্যবাদ অনেক তথ্য সহকারে পোষ্ট দেওয়ার জন্য।

  7. Avatar

    শেষে একটা কথা বলেছেন আপনি,যে চ্যানেল ও ভিডিও থেকে টাকা আয় করার জন্য এপলাই (apply) করতে পারবেন। কিন্তু apply কিভাবে করতে হয় তা বলেন নি

    1. Avatar

      এই বিষয়ে অন্য একটি আর্টিকেল রয়েছে। YouTube category তে দেখুন।

    1. Avatar

      আগে কাজ শুরু করুন, টাকার কথা পরে ভাববেন। সেগুলো অনেক পরের কথা। আগে subscriber এবং views বাড়ানোর চেষ্টা করুন।

  8. Avatar
    রাজকুমার রায়

    দাদা যারা বড় ইউটিউবার হয় ,আর তারা যে ভাডিও তৈরি করে তাতে দেখা যায় তারা ভিডিওর পিছন থেকে কথা বলে এবং ভিডিওটিতে ছবি ও ভিডিও দুইটাই থাকে।এইরকম ভিডিও কী মোবাইল দিয়ে তৈরি সম্ভব?আর কী করে তৈরি সম্ভব একটু বলবেন দাদা।

    1. Avatar

      আপনি কি বলতে চাইলে আমি ঠিক বুঝলামনা ভাই।
      তবে, কম্পিউটারে বা মোবাইলে কিছু বিশেষ software রয়েছে, যেগুলো ব্যবহার করে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করা যায়।

      1. Avatar

        ভাইয়া, অন্তত কতজন সাবস্ক্রাইবার হলে তারপর আমি টাকা উপার্জন করতে পারবো প্লিজ একটু বলবেন?

        1. Avatar

          কমেও ২০ থেকে ৩০ হাজার হলে কিছুটা ইনকাম শুরু হয়ে যাবে।

  9. Avatar

    ভাই একটু help করেন। কিভাবে মোবাইল ফোন দিয়ে চ্যানেল খুলবো

    1. Avatar

      chrome browser ওপেন করে desktop mode সিলেক্ট করে মোবাইল থেকে কম্পিউটারের মতো ইউটিউবের চ্যানেল তৈরি করতে পারবেন।

  10. Avatar

    একাউন্ট না দিলে টাকা কিবাবে আসবে। আর একাউন্ট কিবাবে দিব।

    1. Avatar

      ভাই, adsense monetization পাওয়ার পর আপনি bank যোগ করতে পারবেন। সেটা অনেক পরে। প্রথমে monetization এর জন্যে এপ্রোভাল নিয়ে নিন।

    1. Avatar

      ভাই আপনার bank account টাকা নিজে নিজে পাঠিয়ে দেওয়া হবে, যখন আপনার ১০০ dollar জমা হয়ে যাবে।

  11. Avatar
    Adv. Abdul Khalik

    দাদা আমি ২৩ মে ২০১৮ তে ইউটিউব চ্যানেল খুলি । কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করেছি এপ্রিল’২০২০ হতে । আমার চ্যানেল কি মনিটাইজেশন হবে ?? প্লিজ বলবেন ।

    1. Avatar

      অবশই হবে। চ্যানেলে, ১০০০ subscriber এবং ৪০০০ মিনিটের ওয়াচ টাইম হয়ে গেলে আপনি monetization এর জন্যে এপলাই করতে পারবেন।

  12. Avatar

    দাদা মোবাইলেও কি এই নিয়মে চ্যানেল খুলতে হয়.?

    1. Avatar

      কষ্ট না করে কিছু হয়না ভাই। ১ মিলিয়ন পরে ভাববেন, আগে ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করুন। সময় লাগবে তবে কাজে মন থাকলে হয়ে যাবে।

  13. Avatar
    রাবিন্দ্রানাথ ঘোষ

    চেষ্টা করছি দাদা । উপকৃত হলাম । ধন্যবাদ ।

    1. Avatar

      চেষ্টা চালিয়ে যান, হতাশ হবেননা। সফলতা একদিন হলেও আপনার কাছে আসবেই।

    2. Avatar

      দাদা আদাব।
      দাদা চ্যানেল খোলার পরে মাই চ্যানেল অপশন শো করেনা শো করে ইউর চ্যানেল। এটা কেনো হয়? আর চ্যানেলের নাম চেঞ্জ করবো কিভাবে প্লিজ জানাবেন।
      আদাব দাদা।

  14. Avatar
    Miraj Hasan Mahin

    মোবাইল দিয়ে কি টাকা আয় করা যাবে না??

    1. Avatar

      এমনিতে কিছু উপায় রয়েছে, তবে সেকুলি বেশি কাজের নয়।

  15. Avatar

    ও দাদা যা পড়লাম কোনোখানে তো ব্যাংক একাউন্ট নাম্বার বা বিকাশের কথা দেখি নাই তো টাকা আসবে কি করে টাকা আসার মাধ্যম কি

    1. Avatar

      ভাই আর্টিকেলের title এ লিখা রয়েছে, এখানে কেবল YouTube চ্যানেল খোলার নিয়ম বলা হয়েছে।

  16. Avatar
    ইব্রাহীম

    ইউটিউব থেকে টাকা ড্র করার জন্য আপনার একটি টিউটোরিয়াল আশা করছি।

    1. Avatar

      ভাই, ইউটিউবের থেকে টাকা withdraw করার তেমন নিয়ম নেই।
      আপনার adsense account এ ১০০ ডলার হয়ে গেলে, নিজে নিজে টাকা আপনার দেওয়া ব্যাঙ্ক একাউন্টে এসে যাবে।

  17. Avatar
    মুখতলা টিভি

    মোবাইল দিয়ে খুলেছি কিন্তু সার্চ করলে আসে না?

  18. Avatar

    এই বিষয় নিয়ে ভিডিও বানালে আমরা ভালো করে বুজতে পারব

  19. Avatar
    এস এ রাসেল

    ভাই ভাললাগলো লেখাটি। তথাপি একটি কথা ভাই টাইটেল আর ড্রেসক্রিপশন কোথায় লিখব কি ভাবে লিখব তা যদি একটু চিত্র সহকারে দেখিয়ে দিতেন।

    1. Avatar

      ভিডিও আপলোড হওয়ার সময় নিচের দিগে option দুটি দেখতে পারবেন।

  20. Avatar
    আব্দুল্লাহ আল মুজাহিদ

    ভাই চ্যানেল খুলছি তবে খুজে পাচ্ছি না..চ্যানেল সার্চ করলেও পাওয়া যায় না..এরকমটা কেন হচ্ছে?

    1. Avatar

      মোবাইলে না কম্পিউটারে , কোনখানে ব্যবহার করছেন ?

  21. Avatar
    Taheruzzaman Tohin

    Android phn দিয়ে কি ইউটিউব চ্যানেল খুলা যাই না

    1. Avatar

      না, একটি ফ্রি জিমেইল একাউন্ট থাকলেই যথেষ্ট।

  22. Avatar

    আমি এই অপশন করেও, ভেরিফাই অপশন পেলাম না। তাহলে কি ১০০% ল্যাপটপ বা ডেক্সটপ লাগবে নাকি?

    1. Avatar

      ভেরিফিকেশন এর জন্যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হবে। তবে, মোবাইলে গুগল ক্রোম ব্রাউসার ওপেন করে “desktop mode” করেও এই প্রক্রিয়া করা সম্ভব।

  23. Avatar
    শফি উদ্দিন

    ভাই সবই তো বুঝলাম .কিন্তূ ইউটুব থেকে আয় করার উপাই কী ?

  24. Avatar

    ইউটিউব থেকে পেমেন্ট কিভাবে সংগ্রহ করব, তা যদি বলতেন,

    1. Avatar

      Google adsense এর মাধ্যমে আয় করা টাকা আপনারা নিজের bank account এর মাধ্যমে তুলে নিতে পারবেন। আপনার আয় করা টাকা ১০০ ডলার হয়ে যাওয়ার পর নিজে নিজেই আপনার দেয়া ব্যাংক একাউন্টে টাকা এসে যাবে।

    1. Avatar

      চ্যানেল টি ডিসাইন করুন এবং তারপর এক এক করে ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করুন।

  25. Avatar

    আমি নুতন চ্যানেল খুলেছি তবে প্রফাইল পিক আর কভাব পিক কিছুতেই দিতে পারছি না, কিভাবে দেয়া যাবে,,,,

    1. Avatar

      আপনি মোবাইল না কম্পিউটার, কোনটা ব্যবহার করছে।

  26. Avatar

    ভাই চ্যনেলতো খুললাম তবে ভিডিও আপলোড দিতে কি বার বার ক্রম ব্রাউযারে যেতে হবে নাকি এপ দিয়েই হবে?

    #মোবাইর ইউজার

    1. Avatar

      অবশই মোবাইল APP ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন।

  27. Avatar
    রিতা কবির

    ভাই আসালামুআলাইকুম ভাই চ্যানেল টা তো খুলছে এখন তো কিছুই করতে পারছিনা দয়াকরে একটু হেল্প করবেন

    1. Avatar

      ইউটিউবে ভিডিও দেখে সবটা শিখে নিতে পারবেন। নাহলে আমাকে বলুন আপনার সমস্যা।

  28. Avatar
    রায়হান

    আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভাল আছেন আমার নাম রায়হান আমি একজন কুয়েত প্রবাসী আমি পার্সোনাল ভাবে আপনার সাথে একটু কথা বলতে চাই আশা করি আপনি আমাকে একটু সময় দিবেন প্লিজ ভাইয়া আমি নিচে আমার ইমু নাম্বারটা দিচ্ছি আপনি একটু আমার সাথে যোগাযোগ করেন প্লিজ।

  29. Avatar

    আমি একটি চ্যানেল খুলেছিল কিন্তু YouTube তো দেখতে পারিনা ভিডিও আপলোড করতে ছি একটু সহযোগিতা করবেন পিলিছ

    1. Avatar

      আপনি কি ব্যবহার করছেন ? কম্পিউটার না ল্যাপটপ ?

  30. Avatar
    Md ashikur rahman

    ভাই আমি একটা চ্যানেল ওপেন করেসি এবং ভিডিও আপলোড দিয়েছি কিন্তু একটাও ভিও হইনি।
    তাহলে কি আমার ভিডিও কারও কাছে যাচ্ছে না বা ঠিকমতো আপলোড হইনি।

    1. Avatar

      সব ঠিক আছে। তবে, মনে রাখবেন ইউটিউবে সফলতা পেতে হলে এগুলি না ভেবে দিনের পর দিন ভালো ভালো ভিডিও বানিয়ে আপলোড দিতে হবে।

  31. Avatar
    মোঃ মিজানুর রহমান মল্লিক

    একজন সরকারি স্কুলের শিক্ষক নিজের সম্পাদনায় শিক্ষণীয় ভিডিও আপলোড করার জন্য ইউটিউব চ্যানেল খুলতে পারবে কিনা?

  32. Avatar

    কম্পিউটার অথবা ল্যাপটপ ছাড়া কোনো স্মাট ফোন দিয়ে কি ইউটিউব চ্যানেল তৈরী করা যায়?

    1. Avatar

      অবশই যাবে, তবে স্মার্টফোনে chrome browser ব্যবহার কোরে তাতে desktop mode ব্যবহার করলে,সহজেই চ্যানেল তৈরি করতে পারবেন।

  33. Avatar

    font পরিবর্তন করে দিলাম। ভাই, আমি settings এ গিয়ে বাম দিকে my channel এ ক্লিক করার
    পর আমার home page টি কয়েক সেকেন্ডের জন্য এসে চলে যায় এবং দেখায় organised your channel. কিভাবে চ্যানেল organised করব।

    1. Avatar

      আপনি মনেহয় মোবাইলে করছেন তাই হচ্ছেনা। কম্পিউটার বা ল্যাপটপে চেষ্টা করুন।

  34. Avatar
    হাফেজ আব্দুল আলিম

    ভাই আপনার লেখা পড়ে সবাই টাকা কামানোর জন্য পাগল হয়ে গিয়েছে,,,তাড়াতারি এই বিষয়ে ক্লিয়ার করে দিন

    1. Avatar

      অবশই, তবে আমি বলে দেয়, এই ব্লগে আমি এখন থেকে কেবল ব্লগ ও ইউটিউবের বিষয়েই লিখবো। এতে, অনলাইন টাকা আয়ের বিষয়ে আপনারা অনেক কিছুই জেনে যাবেন।

  35. Avatar

    ভাই মোবাইল থেকে চ্যানেল তৈরি করা যায় নাকি। কম্পিউটার ল্যাপটপ লাগবেই।
    আর কি পরিমাণ ভিউ হলে আমার টাকা ইনকাম হবে।

    1. Avatar

      ইউটিউবের থেকে আয় জন্য আপনার মোবাইল দিয়ে কাজ করলে হবেনা। একেবারেই ভালো ভাবে কাজ করাটা অনেক জরুরি। কম দামের একটি ল্যাপটপ কিনে কাজ শুরু করুন।

  36. Avatar
    স্বাধীন

    উপরের সব গুলোই তো আমি করছি মোনেটিজেশন এর কাজ তো দেন নাই…..এটা ওন করবো কিভাবে

  37. Avatar

    আমি যদি আমার নিজের জানা বিষয়গুলো সম্পর্কে মানুষকে শিখাই… তাহলে তো ধরুন পঞ্চাশটার বেশি ভিডিও বানাতে পারব না… কিন্তু যদি.. বিভিন্ন ব্রেকিং নিউজ.. ছবির ভালো ভালো অংশ নাটকের ভালো অংশ এগুলো কেটে নিয়ে আপলোড দেই .. এই দুইটা কি এক চ্যানেলে করা যাবে না… তাছাড়া আমি এখন ভাবছি এই দুইটা বিষয়ের জন্য দুইটা চ্যানেল খুলবো এতে দয়া করে আপনি আপনার মতামত টা আমাকে জানাবেন….

  38. Avatar

    ভাই আমি জানতে চাচ্ছি যে আমি যদি একটি চ্যানেল খুলি তাহলে সেই চ্যালেনে কি যে কোন প্রকার… মানে সব ধরনের ভিডিও আপলোড করতে পারব যেমন.. 1..বিভিন্ন নতুন নতুন অ্যাপ সম্পর্কে মানুষকে ধারণা দিব…2… সব ধরনের নাটকের সুন্দর সুন্দর অংশটা আপলোড করব. আবার ছবির রোমান্টিক সিন গুলো আপলোড করব… আবার ভালো ভালো শিল্পীর গান ভালো ভালো অনুষ্ঠান…. তারমানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি সব ধরনের টপিক নিয়ে ভিডিও আপলোড দিব… আমাকে অনুগ্রহ করে বলেন যে… যে কোন এক বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া ভালো নাকি সব ধরনের ভিডিও যেগুলো ভালো মানের সেগুলো আপলোড দেওয়া বেশি ভালো…… আর যদি সব ধরনের ভিডিও আপলোড দেয়াটা ভালো না হয় তাহলে সেটা কেন

    1. Avatar

      দেখুন, ইউটিউবের চ্যানেলে অধিক SUBSCRIBERS পাওয়া মানেই সফলতা পাওয়া। তাই, চ্যানেলে অধিক subscribers পাওয়ার জন্য আপনার যেকোনো একটি টপিক/সাবজেক্ট niche নিয়ে চ্যানেল বানাতে হবে. আপনি যদি টেকনোলজি বিষয়ে ভালো পান, তাহলে সব ভিডিও টেকনোলজি সাথে জড়িত থাকতে হবে.নাহলে, আপনার subscribers রা আপনার চ্যানেলে রুচি রাখবেননা এবং এতে তারা channel unsubscribe করার সুযোগ অনেক। তাই,সফলতা পাওয়ার জন্য, আপনার একটি টার্গেটেড বিষয় নিয়ে চ্যানেল বানানোটা অনেক জরুরি। বাকি আপনার ইচ্ছা।

  39. Avatar
    আবু রায়হান

    ভাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরে বসালে চলবে না ভেরিফাই করার সময় ই দিতে হবে আর কোন ব্যাংক এ অ্যাকাউন্ট খুলতে হবে

    1. Avatar

      ব্যাঙ্ক একাউন্ট পরে দিকেও চলবে। আপনি এমন ব্যাংকে একাউন্ট খুলুন যার swift code আছে এবং যেই ব্যাঙ্ক international payment accept করে।

    1. Avatar

      ইউটিউবের থেকে টাকা আয় করার জন্য একটি ব্যাঙ্ক একাউন্ট থাকা জরুরি।

        1. Avatar

          যেকোনো ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন। তবে ব্যাংকার একটি SWIFT কোড থাকতেই হবে।

  40. Avatar
    শেখ সুজন

    ভাই সবই বুঝলাম,এখন কথা হচ্ছে,
    ভিডিও আপলোড করার পরে টাকা ইনকামের জন্য কিভাবে আবেদন করবো

    1. Avatar

      যখন আপনার চ্যানেলে কিছু subscribers হয়ে যাবে তখন আপনি youtube monetization এর জন্য apply করতে পারবেন। একবার আপনার চ্যানেল approve হয়ে গেলে তখন আপনার উওলোড করা ভিডিওতে google adsense এর দ্বারা বিজ্ঞাপন দেখানো হইবে এবং তার জন্য আপনাকে টাকা দেওয়া হবে।

  41. Avatar

    খুব ভাল লিখছেন।।ভাই সব বুঝলাম তবে video view এর টাকা আমি কিভাব পাব।।।

    1. Avatar

      সেটা আপনাকে আপনার ব্যাঙ্ক একাউন্টে দিয়ে দেয়া হবে। তবে এগুলি পরের কথা.আগে একটি ভালো টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করুন এবং আপলোড দিন. একবার subscribers অনেক হয়ে গেলে তখন টাকা আয় করার কথা ভাবুন। আর আমি তো আছি। আমাকে জিগেশ করে নিবেন।

  42. Avatar

    স্যার ভেরিফিকেশনে তো শুধু নম্বর দিয়েছি ব্যাংকের a/c নম্বর তো দেই নি।

  43. Avatar

    কিন্তু টাকা ক্যাশ করব কিভাবে?? টাকা কি বিকাশে আসবে নাকি ব্যাংক একাউন্টে?

  44. Avatar
    Sahedul Hoq Sarker

    স্যার সব পড়লাম সুবিধা, ইউটিউবে অসুবিধা কি?

    1. Avatar

      আপনার চ্যানেল এখন নতুন, তাই ইউটিউবে দেখানোর মতো তার position এখনো হয়নাই। তাই, আপনি রেগুলার ভালো ভালো ভিডিও আপলোড করুন আস্তে আস্তে চ্যানেলের রেপুটেশন বাড়বে এবং আপনার চ্যানেল ইউটিউবে দেখাবে।

      1. Avatar

        আচ্ছা,,এটা কি মোবাইলে হয় না,যদি হয়ে থাকে তাহলে আমি তো আমার চ্যানেল এ গিয়ে ক্রিয়েটর স্টুডিও পাইনা,,ভেরিফাই করার জন্য।?

        1. Avatar

          কম্পিউটার বা ল্যাপটপ ভার্শনে করতে হবে। যদি মোবাইলে করতে চাঁন, তাহলে chrome browser এ গিয়ে “Desktop mode” এ গিয়েও মোবাইল থেকে ভেরিফাই করতে পারবেন।

          1. Avatar

            আমি Photoshop মেনুফ্যালেশন ছবি কিভাবে বানানো যাই এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। ভিডিও রেকডিং এর জন্য ফাস্টটিউন সফটওয়্যার এটা ব্যবহার কিরলে কি ভালো হবে? আমার ভালো কোয়ালিটি ভিডিও লাগবে তো তাই। ভিডিও এডিটিং এর জন্য এডোবি প্রিমিয়ার ইউস করবো। আমাকে আপনার ফেসবুকের লিংক টা দিলে ভালো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top