ফ্রীতে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার সেরা কিছু অ্যাপস

যদি আপনারা নিজের বা যেকোনো ফটো দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার বানানোর জন্য একটি সেরা অ্যাপ খুঁজছেন, তাহলে চিন্তা করবেননা, কেননা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের photo দিয়ে WhatsApp Stickers তৈরি করার সেরা ৯ টি এপস এর বিষয়ে বলবো।

Create WhatsApp stickers

আজকাল একটি android mobile এর মাধ্যমে আমরা যেকোনো ধরণের ক্রিয়েটিভ কাজ গুলো করতে পারি।

উদাহরণ স্বরূপে, স্টিকার তৈরি করা, গ্রাফিক্স বানানো, লোগো ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং ইত্যাদি।

এছাড়া, GIF এর মতো আধুনিক এবং অধিক আকর্ষণীয় images গুলিও আপনারা নিজের মোবাইলের মাধ্যমে ফ্রিতে তৈরি করতে পারবেন।

WhatsApp GIF images তৈরি করে আপনারা অনেক দারুন ভাবে নিজের মনের কথা গুলো স্টেটাস (status) বা ডিপি (DP) তে প্রকাশ করতে পারবেন।

এমনিতে ইন্টারনেটে আপনারা প্রচুর ওয়েবসাইট পাবেন যেখানে বিভিন্ন ধরণের WhatsApp Stickers, images, DP ইত্যাদি পাবেন।

তবে, যদি আপনি নিজের design এবং style এর সাথে সম্পূর্ণ আলাদা স্টিকার ব্যবহার করতে চাইছেন যেগুলো সম্পূর্ণ ইউনিক, তাহলে নিচে বলা apps গুলো ব্যবহার করে নিজেই হোয়াটসঅ্যাপ স্টিকার বানিয়ে নিতে পারবেন।

WhatsApp Sticker তৈরি করার অ্যাপস

Google play store এর মধ্যে গেলেই আপনারা প্রচুর স্টিকার মেকার অ্যাপস গুলো দেখতে পাবেন, এই অ্যাপস গুলোর মধ্যে বেশিরভাগ কিছু ফ্রি।

নিচে আমি সেরা কিছু free android sticker maker apps গুলোর বিষয়ে আপনাদের এক এক করে বলে দিচ্ছি।

Sticker Maker 

Sticker maker app

যদি আপনি নিজের যেকোনো একটি ছবিকে হোয়াটসঅ্যাপ স্টিকারে বদলে দিতে চাইছেন, তাহলে এই এপস ব্যবহার করুন।

এখানে আপনারা ৩ টি সোজা স্টেপস ফলো করে স্টিকার তৈরি করতে পারবেন।

এছাড়া, এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ যেটাকে সরাসরি ডাউনলোড করেই ব্যবহার করা সম্ভব।

নিজের photos বা images গুলোকে ক্রপ করে সেগুলোতে আলাদা আলাদা নানান stickers এবং emoji গুলো যোগ করতে পারবেন।

Google play store এর মধ্যে এই app এর রেটিং প্রায় ৪.৬ রয়েছে।

Wemoji – WhatsApp sticker maker 

Wemoji sticker maker

এটা সেরা ফ্রি স্টিকার অ্যাপ যেটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর এবং দারুন স্টিকার গুলো বানাতে পারবেন।

এখানেও আপনারা নিজের বা অন্যান্য ফটো গুলো আপলোড করে সেগুলোকে ক্রোপ (crop) করে স্টিকার বানাতে পারবেন।

  • সবচেয়ে প্রথমে ওপেন করতে হবে এই অ্যাপ
  • এবার অ্যাড করতে হবে ফটো
  • অ্যাড করা ছবি ক্রপ করুন, টেক্সট এবং ইমোজি যোগ করুন
  • সেভ (save) করুন এবং যেখানে খুশি share এবং publish করুন।

Sticker studio 

এটাও সেই একই ধরণের স্টিকার মেকার যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে পার্সোনাল স্টিকার বানানো যাবে।

সম্পূর্ণ ফ্রি এই এপ্লিকেশন এর কিছু ফীচার অবশই রয়েছে।

  • Create unlimited sticker packs for WhatsApp.
  • ক্যামেরা দিয়ে ফটো নিয়ে বা ফাইল ম্যানেজার থেকে ফটো সিলেক্ট করার অপসন।
  • নিজের আঙুলের (finger) সাহায্যে  স্টিকার এর আউটলাইন তৈরি করুন।
  • স্টিকার এর মধ্যে বিভিন্ন drawings এবং text যোগ করুন।
  • স্টিকার এর সাইজ নির্ধারিত করা।

স্টিকার তৈরি করে সেগুলোকে সরাসরি নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

Animated Sticker Maker

Animated sticker maker

যদি আপনারা অ্যানিমেশন এর সাথে স্টিকার তৈরি করতে চাইছেন, তাহলে animated stickers app ব্যবহার করতে পারবেন।

মোবাইলের মধ্যে থাকা যেকোনো GIF, video বা camera ইম্পোর্ট করে animated sticker তৈরি করতে পারবেন।

অ্যানিমেশন এর ক্ষেত্রে প্রত্যেক ফ্রেম আপনারা এডিট করতে পারবেন, ড্র করতে পারবেন, টেক্সট যুক্ত করতে পারবেন, ইমোজি যুক্ত করতে পারবেন ইত্যাদি।

এখানে আপনারা unlimited sticker pack quantity পাচ্ছেন এবং background erase, cropping, paint, color filter ইত্যাদি প্রচুর features গুলো পাবেন।

Stickify  

Stickify sticker maker

এই এপ (app) এর মাধমেও আপনারা animated sticker তৈরি করতে পারবেন যেকোনো GIF বা video এর ব্যবহার করে।

এখানে আপনারা decorations, emojis, text effects ইত্যাদি প্রচুর features সহ sticker editor ব্যবহার করতে পারবেন।

এটা একটি দারুন sticker meme generator app যেটাকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Erase image background, free hand crop, Add text to stickers, custom fonts এবং colors প্রচুর আলাদা আলাদা টুলস এবং ফীচার এখানে পাবেন।

Sticker.ly – Chat Stickers & Memes for WhatsApp 

Sticker.ly sticker creator

এই app এর সাহায্যে আপনারা WhatsApp এর সাথে সাথে Telegram এর জন্যেও স্টিকার তৈরি করতে পারবেন।

এটা এমন একটি দারুন এপ্লিকেশন যার মাধ্যমে অনেক সহজেই নিজের ফটো বা ছবি গুলোকে সুন্দর সুন্দর স্টিকারে পরিণত করতে পারবেন।

স্টিকার এর পজিশন, সাইজ ইত্যাদি মিলিয়ে নিতে পারবেন।

সরাসরি আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হবে এবং তার থেকে cut এবং crop এর সাহায্যে stickers তৈরি করতে হবে।

তৈরি করা sticker এর মধ্যে বিভিন্ন caption এবং character যুক্ত করুন এবং স্টিকারটি অধিক আকর্ষিত করে তুলুন।

শেষে, তৈরি করা স্টিকার এক্সপোর্ট করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন।

iSticker

iSticker app download

হোয়াটসঅ্যাপ এর জন্য পার্সোনাল স্টিকার তৈরি করতে চাইছেন ? তাহলে এই এন্ড্রোইড অ্যাপস টি অবশই ব্যবহার করুন যেটার মাধ্যমে কিছু সাধারণ স্টেপ গুলো ফলো করে পার্সোনাল স্টিকার তৈরি করা যাবে।

একেবারে ফ্রীতে এবং অনেকটা তাড়াতাড়ি স্টিকার তৈরি করার ক্ষেত্রে এই অ্যাপ কিন্তু অনেকেরি প্রিয় হয়ে দাঁড়িয়েছে।

নিজের তৈরি করা stickers গুলোকে customize করার ক্ষেত্রে বিভিন্ন tools গুলো ব্যবহার করতে পারবেন।

যেমন, emoji, decorations, text এবং drawings ইত্যাদি।

WhatsApp Stickers

Own Sticker Maker app এর মাধ্যমে আপনারা নিজের স্টিকার তৈরি করতে পারবেন এবং সেগুলোকে নিজের পছন্দ মতে কাস্টোমাইজ করতে পারবেন। এটা অনেক সোজা এবং সরল app যেটাকে জেকেও ব্যবহার করে স্টিকার বানাতে পারবেন।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা,, যদি আপনারা ফ্রীতে নিজের সুন্দর সুন্দর এবং মজার হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে চাইছেন তাহলে ওপরে দেওয়া যেকোনো app ব্যবহার করে চটপট স্টিকার তৈরি করে নিতে পারবেন।

এমনিতে, Google play store এর মধ্যে আরো প্রচুর ফ্রীতে স্টিকার মেকার এপস গুলো রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।

তবে, ওপরে বলা apps গুলো ব্যবহার করলে অন্য apps ব্যবহার করার প্রয়োজন আপনার হবেনা।

আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

অবশই পড়ুন – 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top