সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো – ৩টি উপায় জানুন

সিম কার নামে রেজিষ্ট্রেশন কিভাবে দেখবো? আপনার ফোনেও কি unknown number থেকে ফোন আছে? বর্তমান সময়ে অচেনা মোবাইল নাম্বার থেকে ফোন আসাটা একটি অনেক সাধারণ ব্যাপার।

এছাড়া, WhatsApp এবং এর মতো অন্যান্য মেসেঞ্জার গুলিতে বিরক্তিকর মেসেজে এবং কল করা ব্যক্তিদের অভাব বর্তমানে নেই। তবে, যদি আপনি কল করা সেই ব্যক্তির নাম জেনেনিতে চান, সেক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন কার নামে সেটা জানার কোনো সহজ ও সুবিধাজনক উপায় আমাদের কাছে থাকেনা।

আর তাই, আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের এমন ৩টি উপায় বলতে চলেছি যার দ্বারা সিম কার নামে নিবন্ধন রয়েছে সেটা জানা যাবে। মনে রাখবেন, মোবাইল নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটা জানার এই উপায় গুলি কিন্তু কোনো অফিসিয়াল উপায় না।

মানে, আমি আপনাদের এমন কিছু টিপস এবং ট্রিকস গুলির বিষয়ে বলবো যেগুলিকে কাজে লাগিয়ে ঘরে বসে নিজের মোবাইল দিয়েই আননোন নাম্বার দিয়ে কল করা ব্যক্তির নাম আপনি জেনেনিতে পারবেন। সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো? চলুন, নিচে সরাসরি সবটা জেনেনেই। 

অবশই পড়ুন: ফোন নাম্বার গোপন রেখে কল করার উপায়

সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো?

সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো
মোবাইল নাম্বার কার নামে আছে? কিভাবে জানবেন?

অচেনা অজানা ফোন নাম্বার থেকে যখন বার বার ফোন চলে আসতে থাকে তখন বিষয়টা অনেক বিরক্তিকর মনে হয়। কে এভাবে ফোন করছে, কেন করছে, এই ধরণের প্রশ্ন মাথায় চলে আসাটা স্বাভাবিক।

তবে চিন্তা করতে হবেনা। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সিম রেজিস্ট্রেশন কার নামে করা আছে সেটা জানার কার্যকর ৩টি ট্রিক এর বিষয়ে বলবো।

সিম রেজিস্ট্রেশন কার নামে সেটা জানার উপায় গুলি হলো,

  1. WhatsApp,
  2. Truecaller,
  3. Facebook.

বিশ্বাস করুন, শুনতে অনেক সাধারণ লাগলেও এই ৩টি প্লাটফর্ম ব্যবহার করে অনেক সহজেই অচেনা মোবাইল নাম্বার থেকে কল বা মেসেজ করা ব্যক্তির নাম অনেক সহজেই খুঁজে পেতে পারবেন। কিভাবে? চলুন নিচে একে একে জেনেনেই।

১. হোয়াটসঅ্যাপ দ্বারা জানুন সিম কার নামে নিবন্ধন:

WhatsApp কিন্তু শুধুমাত্র একটি instant messaging app হয়ে থাকেনি। এখন এই messenger app-টি ব্যবহার করে আমরা সম্পূর্ণ ফ্রীতে voice এবং video calling-ও করতে পারি। একে অবশই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং এক নম্বর সামাজিক নেটওয়ার্কিং প্লাটফর্ম অবশই বলা যেতে পারে।

WhatsApp-এর মধ্যে একটি বিশেষ trick ব্যবহার করে আমরা অনেক সহজেই যেকোনো unknown phone number কার নামে আছে, সেটা দেখে নিতে পারি। তবে এক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটি কিন্তু WhatsApp-এর মধ্যে রেজিস্টার করা থাকতে হবে।

চিন্তা করতে হবেনা, বর্তমান সময়ে প্রায় প্রত্যেক মোবাইল নাম্বারই WhatsApp-এর মধ্যে রেজিস্টার করা থাকে।

WhatsApp ব্যবহার করে সিম কার নামে নিবন্ধন সেটা জানার মূলত ১টি উপায় রয়েছে। 

অবশই পড়ুন: ইন্টারনেট থেকে যেকোনো নাম্বারে ফ্রিতে কল করুন

পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা

সিম রেজিস্ট্রেশন কার নামে করা আছে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে জানার প্রক্রিয়াটি অনেকটাই সোজা।

এক্ষেত্রে, যেই মোবাইল নাম্বার এর বিষয়ে আপনি জেনেনিতে চাইছেন, সেই মোবাইল নাম্বারটি আগে নিজের মোবাইলের কন্টাক্ট এর লিস্টে সেভ করে নিতে হবে। এবার, নাম্বারটি নিজের মোবাইলে সেভ করার পর, নিচে বলে দেওয়া ধাপ গুলি ফলো করতে হবে। 

  1. হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটি নতুন গ্রুপ তৈরি করুন। 
  2. এবার তৈরি করা নতুন গ্রুপ এর মধ্যে সেই মোবাইল নাম্বারটি যুক্ত (add) করুন।
  3. এখন, মোবাইলের কন্টাক্ট লিস্টে গিয়ে নম্বরটি আবার ডিলিট করুন।
  4. আবার হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং নতুন করে তৈরি করা গ্রুপে চলে যান যেখানে সেই নাম্বারটি অ্যাড করেছিলেন।
  5. গ্রুপ এর মধ্যে আপনারা members-এর একটি অপসন পাবেন।
  6. এবার member-দের লিস্টে আপনি সেই মোবাইল নম্বর এর পাশে নাম্বার ব্যবহার করা ব্যক্তির নাম দেখতে পাবেন।
  7. এই নামটি হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় ব্যক্তির দ্বারা দেওয়া হয়ে থাকে।

২. TrueCaller-দ্বারা জানুন ফোন নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা:

TrueCaller app বা website ব্যবহার করে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে নিজের মোবাইল দিয়েই কল করা ব্যক্তির নাম জেনেনিতে পারবেন।

আসলে truecaller হলো একটি Caller Identification দেখানোর পরিষেবা যেখানে গিয়ে সরাসরি মোবাইল নম্বর দিয়ে সার্চ দিলেই নাম্বারটি কে ব্যবহার করছে তার নাম জেনে নিতে পারবেন। TrueCaller আপনারা দুভাবে ব্যবহার করতে পারবেন।

  1. Truecaller app,
  2. Truecaller website.

তাড়াতাড়ি এবং ঝামেলামুক্ত ভাবে যেকোনো মোবাইল নাম্বার কে ব্যবহার করছে সেটা জানার জন্য truecaller website ব্যবহার করার পরামর্শ আমি দিবো। তাহলে চলুন, নিচে সরাসরি জেনেনেই, truecaller দ্বারা সিম কার নামে রেজিষ্ট্রেশন কিভাবে দেখবো। 

স্টেপ ১.

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

সবচেয়ে আগে, আপনাকে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে https://www.truecaller.com, ওয়েবসাইটে ভিসিট করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে উপরে দেখা ছবিটির মতো একটি বাক্স দেখবেন যেখানে একটি search icon-ও রয়েছে।

আপনি যেই মোবাইল নাম্বারের বিষয়ে জেনেনিতে চাইছেন সেই নাম্বারটি বাক্সে দিয়ে সার্চ আইকনে ক্লিক করুন।

স্টেপ ২.

নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা

এবার, পরের পাতায় truecaller আপনাকে লগইন করতে বলবে।

চিন্তা করতে হবেনা, আপনি নিজের Gmail বা Microsoft account ব্যবহার করে অনেক সহজেই লগইন করতে পারবেন। এক্ষেত্রে, আপনি সরাসরি Google-এর আইকন এর মধ্যে ক্লিক করুন।

এর পর নিজের গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

স্টেপ ৩. 

সিম কার নামে রেজিষ্ট্রেশন কিভাবে দেখবো

একাউন্ট লগইন করার সাথে সাথে truecaller আপনাকে সেই মোবাইল নম্বর বা সিম কার নামে আছে সেটা দেখিয়ে দিবে।

Truecaller-এর মধ্যে মোবাইল নাম্বার ব্যবহার করা ব্যক্তির নাম দেখিয়ে দেওয়ার সাথে সাথে অনেক সময় সেই সিম কোন জায়গা থেকে রেজিস্টার করা আছে, সেটাও দেখিয়ে দেওয়া হয়।

আবার অনেক সময় সিম ব্যবহার করা ব্যক্তির ইমেইল আইডিও দেওয়া থাকে। উপরে ছবিতে দেখতেই পারছেন।

তাই আমার হিসেবে, ফোন নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা সেটা জানার একটি সোজা এবং কার্যকর উপায় হলো এই, “Truecaller ওয়েবসাইট”। 

৩. Facebook-দ্বারা জানুন মোবাইল নম্বর কে ব্যবহার করছে:

বর্তমান সময়ে ফেসবুক প্রায় প্রত্যেকেই ব্যবহার করেন। এক্ষেত্রে, আপনি চাইলে Facebook simple search-এর অপশনটি ব্যবহার করে কল করা মোবাইল নম্বর কার নামে আছে বা কে ব্যবহার করছে, সেটা জানার চেষ্টা করতে পারেন।

কেননা, হতে পারে আপনাকে কল বা মেসেজ করা ব্যক্তির ফেসবুকে একটি একাউন্ট রয়েছে। আর তাই, তার ফেসবুক একাউন্ট এর মাধ্যমে সেই মোবাইল নাম্বার কার কে ব্যবহার করছে সেটা জেনেনিতে পারবেন।

তবে মনে রাখা দরকার যে, এক্ষেত্রে সেই নম্বরটি কিন্তু ফেসবুকে রেজিস্টার করা থাকতে হবে।

এছাড়া, এই মাধ্যমে মোবাইল নম্বর সার্চ করার জন্য আপনার একটি ফেসবুক একাউন্ট অবশই থাকতে হবে। তবে, যদি আপনার কাছে একটি ফেসবুক একাউন্ট নেই, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের দিয়ে কাজটি করিয়ে নিতে পারবেন।

স্টেপ ১.

মোবাইল নম্বর কার নামে রেজিস্ট্রেশন

সবচেয়ে আগে আপনাকে https://www.facebook.com/login/identify, এই Facebook find your account নামের পেজে ভিসিট করতে হবে।

ওয়েবসাইটে চলে যাওয়ার সাথে সাথে আপনারা একটি বাক্স দেখবেন যেখানে মোবাইল নম্বর লেখা যাবে।

যেই ফোন নাম্বার এর বিষয়ে জেনেনিতে চাইছেন, সেই মোবাইল নাম্বারটি দিয়ে “Search” বাটনে click করুন। 

স্টেপ ২. 

সিম কার নামে রেজিষ্ট্রেশন

এখন, যদি সেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকে কোনো একাউন্ট থাকে, তাহলে সেই একাউন্ট/প্রোফাইল ব্যবহার করা ব্যক্তির নাম সরাসরি দেখতে পাবেন।

মনে রাখা দরকার, এই উপায়টি ব্যবহার করে সিম কার নামে আছে সেটা জানার সম্ভাবনা কিছুটা কম। কেননা, সেই মোবাইল নাম্বারে ফেসবুক একাউন্ট যে থাকবেই তা কিন্তু নিশ্চিত নয়। তবে একবার সার্চ করে দেখতেই বা কি। 

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কাজে অবশই লাগবে।

অচেনা নম্বর থেকে ফোন আসলে সেই নাম্বার কার নামে রেজিস্টার করা আছে, সেটা জানার তেমন কোনো অফিসিয়াল উপায় নেই। মানে, আপনার নেটওয়ার্ক অপারেটর কিন্তু আপনাকে এই তথ্য দিবেনা।

এছাড়া, কোনো ইমার্জেন্সি বা নিরাপত্তা নিয়ে কথা থাকলে, সেক্ষেত্রে পুলিশ এর কাছে গিয়ে সাহায্য চাইতেই পারেন। মোবাইল নাম্বার কার নাম আছে, সেটা খুঁজে পাওয়ার যেই উপায় গুলি নিয়ে আমি বলেছি সেগুলি ব্যবহার করে নাম্বার ব্যবহার করা ব্যক্তির নাম জানা অবশই সম্ভব।

তবে মনে রাখা দরকার যে, এই উপায় গুলি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন কার নামে সেটা যে ১০০% জানা যাবেই সেটা বললে ভুল হবে। চান্স আছে, একবার চেষ্টা করে দেখতেই পারেন।

অবশই পড়ুন:

 

4 thoughts on “সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো – ৩টি উপায় জানুন”

    1. Avatar

      হে সবার নাম আসেনা। এই প্রক্রিয়া এতটা কাজের না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top