বর্তমান সময়ে একটি মোবাইল এর জন্য যেকোনো ধরণের সফটওয়্যার ডাউনলোড করার হাজার হাজার ওয়েবসাইট আমরা ইন্টারনেটে পেয়ে থাকি।
বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে গিয়ে আমরা যেকোনো ধরণের সফটওয়্যার যেমন,
Java software, Android, Symbian OS software এবং iOS software, Blackberry OS software,ইত্যাদি ফ্রীতেই ডাউনলোড করতে পারি।
তবে মনে রাখবেন, প্রত্যেকটি free mobile software download site কিন্তু নিরাপদ (safe) না।
আপনারা অবশই বিভিন্ন ওয়েবসাইটে গিয়েছেন যেগুলোতে ভুল ভাল ডাউনলোড লিংক (fake download link) এবং advertising link দেওয়া থাকে।
আর এই fake download link গুলোর মাধ্যমে আপনার মোবাইল ফোন চলে আসতে পারে ক্ষতিকারক ভাইরাস।
এই ধরণের ভুল ভাল ডাউনলোড লিংক এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে malware এবং adware virus গুলো আমাদের মোবাইলে চলে আসে।
তাই, যখন কথা আসছে ফ্রীতে মোবাইল সফটওয়্যার ডাউনলোড করার কথা,
তখন আমাদের কেবল কিছু সুরক্ষিত এবং বিশ্বাসী সফটওয়্যার ডাউনলোড সাইট গুলো ব্যবহার করা জরুরি।
তবে প্রশ্ন হচ্ছে,
সেই ভাইরাস মুক্ত এবং বিশ্বাসী সফটওয়্যার সাইট গুলো কোন গুলো ?
আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমি এই আর্টিকেলটি লিখছি।
সূচিপত্র:
ফ্রি মোবাইল সফটওয়্যার ডাউনলোড সাইট গুলোর তালিকা
নিচে আমি যেই ওয়েবসাইট গুলোর বিষয়ে বলবো, সেগুলোতে এক থেকে এক সেরা জাভা মোবাইল সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন।
Java software ছাড়াও, ওয়েবসাইট গুলো Symbian OS mobile এর software download করার ক্ষেত্রে বিখ্যাত।
তবে, Windows, iOS বা Android software বা apps ডাউনলোড করার ক্ষেত্রে অনেক কম সংখক লোকেরা এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে থাকেন।
কেননা, এই ধরণের জনপ্রিয় OS (অপারেটিং সিস্টেম) গুলোর নিজেদের app store রয়েছে।
তবে, এই ওয়েবসাইট গুলোতেও দারুন দারুন Android ও Windows সফটওয়্যার বা apps আপনারা পাবেন।
তাহলে চলুন, নিচে আমরা ৭ টি সেরা ও ভালো মোবাইল সফটওয়্যার এর ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনেনেই।
- সঠিক ভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
- এন্ড্রয়েড মোবাইল বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করুন
- মোবাইল কেনার আগে ৯ টি জিনিস দেখুন
Best websites to download mobile software – (Top 7)
নিচে যেগুলো ওয়েবসাইটের বিষয়ে আমি বলছি, সেগুলোর সব গুলো ফ্রি।
তাছাড়া, মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে, এই সাইট গুলো সেরা ও জনপ্রিয়।
১. Softpedia.com
Softpedia.com, এমনিতে সব থেকে জনপ্রিয় ও বিখ্যাত একটি সফটওয়্যার ওয়েবসাইট।
এই ওয়েবসাইটের database এর মধ্যে প্রায় 850,000 থেকেও অধিক files রয়েছে।
প্রত্যেক দিন নতুন নতুন সফটওয়্যার গুলো এই ওয়েবসাইট টিতে আপলোড করা হচ্ছে।
তাছাড়া, বলা হয় যে, এখানে আপনারা malware free clean programs / software পেয়ে থাকি।
আপনারা যেকোনো ধরণের mobile software এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
Windows, Mac, Linux, Android, iOS এবং Windows Mobile, প্রত্যেকটি OS এর জন্য এখানে হাজার হাজার software রয়েছে।
২. Phoneky.com
যখন সেরা java mobile games এবং software download করার কথা চলে আসে,
তখন আমরা “phoneky.com” ওয়েবসাইট টিকে কখনোই ভুলে যেতে পারিনা।
এই ওয়েবসাইটে আপনারা “Symbian”, “iOS”, “Android” বা “Java” মোবাইলের জন্য সফটওয়্যার, গেম, ওয়ালপেপার, রিংটোন, থিম, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে নিতে পারবেন।
বলতে গেলে, প্রায় প্রত্যেকটি মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য এখানে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন।
তাছাড়া, সম্পূর্ণ ফ্রীতে মোবাইল সফটওয়্যার গুলোকে phoneky থেকে ডাউনলোড করতে পারছেন।
৩. Zedge.net
মোবাইলের জন্য সফটওয়্যার, গেম, রিংটোন বা ওয়ালপেপার ডাউনলোড করার ক্ষেত্রে zedge.net ওয়েবসাইটটি কিন্তু দারুন।
এখানেও আপনারা বিভিন্ন operating system এর mobile এর ক্ষেত্রে software পেয়ে যাবেন।
তাছাড়া, মোবাইলের জন্য রিংটোন ডাউনলোড করার সেরা ওয়েবসাইট হিসেবে আমি এই ওয়েবসাইটটিকে বলবো।
কেননা, এখানে আমরা যেকোনো ধরণের mobile ringtone পেয়ে যাই।
৪. Mobile9.com
এই ওয়েবসাইটে গিয়ে কেবল নিজের মোবাইলের model name দিয়ে দিন।
আপনার মোবাইল যেকোনো ধরণের হতে পারে।
যেমন, জাভা মোবাইলের জন্য হোক বা Symbian ফোনের জন্য,
তবে, এন্ড্রয়েড বা উইন্ডোজ মোবাইল হলেও কথা নেই,
যেকোনো ধরণের মোবাইলের জন্য এখানে আমরা ringtones, apps / software, games, wallpapers, notification sound বা screensavers ডাউনলোড করে নিতে পারি।
ওয়েবসাইটের user-interface অনেক ভালো এবং সাধারণ।
তাই, অনেক সহজেই এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া সম্ভব।
৫. Mobango.com
Mobile9 এর মতোই এই ওয়েবসাইটেও আপনারা নিজের মোবাইলের মডেল সেট করে প্রায় যেকোনো মোবাইলের জন্য সফটওয়্যার, এপস, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে নিতে পারবেন।
Java mobile games এবং software download করার ক্ষেত্রে এই ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারবেন।
এই ওয়েবসাইটে প্রচুর মোবাইল গেমস এবং সফটওয়্যার গুলোর কালেকশন রয়েছে।
৬. Mobyware.org
Symbian OS, Java, Android, BlackBerry, Apple iPhone OS ইত্যাদি এই ধরণের বিখ্যাত অপারেটিং সিস্টেম ব্যবহার করা প্রত্যেক মোবাইলের জন্য এখানে সফটওয়্যার রয়েছে।
তাছাড়া, আপনি নিজের মোবাইল ডিভাইস এর নাম ও মডেল সেট করে, কেবল আপনার মোবাইলে সাপোর্ট করা সফটওয়্যার গুলো দেখে নিতে পারবেন।
তবে কেবল সফটওয়্যার না,
এখানে আপনারা নিজের মোবাইলের জন্য ভালো ভালো থিম (theme) পেয়ে যাবেন।
Symbian বা Java media player software, games, messaging software, chatting software, system utilities, multimedia, internet entertainment ইত্যাদি বিভিন্ন categories এর বিভিন্ন সফটওয়্যার এখানে রয়েছে।
৭. en.softonic.com
এই ওয়েবসাইট টিতে আপনারা “Windows”, “Mac”, “Android”, “iOS iPhone” এর জন্য apps / software এবং games ডাউনলোড করতে পারবেন।
এখানে আপনারা সফটওয়্যার গুলোকে আলাদা আলাদা ক্যাটেগরিতে পেয়ে যাবেন।
যেমন,
- Browsers
- Multimedia
- Security & privacy
- Internet & network
- Business
- Development & IT
- Education
- lifestyle
- Social & communication
- Utilities & tools
ইত্যাদি, এই ধরণের বিভিন্ন আলাদা আলাদা ক্যাটেগরিতে সফটওয়্যার গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে।
এমনিতে, softonic অনেক পুরোনো এবং বিশ্বাসী একটি ওয়েবসাইট যেটার ব্যবহার করে প্রচুর লোকেরা নিজেদের mobile device এর জন্য software বা apps ডাউনলোড করছেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে অবশই জেনেগেছেন যে মোবাইল সফটওয়্যার গুলোকে ফ্রীতে ডাউনলোড করার সেরা ও ভালো ওয়েবসাইট কোন গুলো।
তবে, আপনার কাছে যদি এমন কোনো ভালো মোবাইল সফটওয়্যার ডাউনলোড করার সাইট এর নাম রয়েছে,
তাহলে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো রকমের প্রশ্ন বা পরামর্শ থাকলে, কমেন্ট করে জানিয়ে দিবেন।
আমাদের আজকের আর্টিকেল, “Best mobile software downloading website” যদি আপনাদের ভালো লেগেছে,
তাহলে, আর্টিকেলটি শেয়ার (share) অবশই করবেন।
অবশই পড়ুন –
- মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনুন
- স্মার্টফোন কেনার আগে এই বিষয়ে যাচাই করবেন
- মোবাইলে প্রসেসর কি ?