এন্ড্রয়েড মোবাইল গরম হয় কেন ? ( করণীয় ও সমাধান )

এই আর্টিকেলে আমরা জানবো, “এন্ড্রয়েড মোবাইল গরম হয় কেন” এবং “মোবাইল গরম হলে কি করতে হবে“। এই দুটো ব্যাপার নিয়েই আমরা আজ কথা বলবো। (Mobile overheating problem).

এন্ড্রয়েড মোবাইল গরম হয় কেন
Android Mobile Overheating Problem

এমনিতে আমাদের মধ্যে প্রায় অনেকেই, “নিজেদের মোবাইল কোনো না কোনো সময় গরম হয়ে যাওয়াটা অনুভব করেছি”.

তবে সাধারণ ভাবে, একটু গরম হওয়াটা প্রত্যেক এন্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে স্বাভাবিক।

কারণ, আজকাল স্মার্টফোন গুলিতে আমরা অনেক ধরণের ভারী apps, games বা functions ব্যবহার করি।

অনেক সময় ধরে মোবাইলের প্রসেসরে চাপ পড়ার ফলে, যেকোনো মোবাইল কিছু পরিমানে গরম হওয়াটা স্বাভাবিক এবং সাধারণ কথা।

তবে, কিছু মোবাইলের ক্ষেত্রে এটা স্বাভাবিক বা সাধারণ কথা নাও হতে পারে।

কারণ, কিছু কিছু মোবাইল নিজে নিজে অধিক বেশি পরিমানে গরম হয়ে যায়।

তাছাড়া, movies দেখার সময় বা কোনো apps বা games মোবাইলে ব্যবহার করলে, মোবাইল এতটা গরম হয়ে ওঠে যে, মনে মোবাইল বিস্ফোরণ হওয়ার ভয় চলে আসে।

তাই, আপনার মোবাইলের সাথেও যদি এরকম হিটিং সমস্যা (heating problem) দেখা দিচ্ছে, তাহলে এখননি সতর্ক হয়ে যাওয়াটা জরুরি।

এবং, কেন আপনার মোবাইল ফোন গরম হচ্ছে আর মোবাইল গরম হলে কি করবেন,  এই বেপার গুলি নিয়ে ঘটে ঘাঁটি অবশই করাটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়।

যেকোনো এন্ড্রয়েড মোবাইল গরম হয় কেন ?

একটি স্মার্টফোন (smartphone) গরম হওয়ার অনেক কারণ থাকতে পারে। কেবল একটি বিশেষ কারণে ফোন গরম হচ্ছে, সেটা কখনোই বলা যেতে পারেনা।

অনেক সময়, আপনার মোবাইল অধিক গরম হয়ে যাওয়ার কারণ, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সেই অপ্রয়োজনীয় apps গুলিও হতে পারে।

তাছাড়া, একটি খারাপ ব্যাটারী, খারাপ চার্জার বা মোবাইলের কোনো হার্ডওয়্যারের সমস্যা, “battery overheating” এর কারণ হয়ে দাঁড়াতে পারে।

মোবাইলের কিছু সাংঘাতিক ভাইরাস বা ম্যালওয়্যার (malware), অনেক সময় এই সমস্যার কারণ হওয়া দেখা গেছে।

আসল কথা হলো, প্রত্যেক স্মার্টফোন কিছু পরিমানে গরম হবেই।

কিন্তু, এটা সমস্যা হয়ে তখন দাঁড়ায়, যখন মোবাইল এতটা গরম হয়ে পরে যে, আপনি সেটা ধরতেও ভয় করেন বা ধরলে অধিক বেশি গরম অনুভব করেন।

মোবাইল ফোন এই ধরণে সাংঘাতিক পরিমানে গরম হওয়ার অনেক কারণ থাকতে পারে।

মোবাইল ফোন গরম হওয়ার কারন কি কি ?

নিচে আমি কিছু সাধারণ এবং সুস্পষ্ট (OBVIOUS) কারণের বেপারে বলবো, যেগুলি মোবাইল হিটিং (mobile heating) এর প্রধান কারণ।

১. Your display brightness is too high

প্রায় সময় দেখা গেছে যে, আপনার মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস (display brightness) অনেক বেশি থাকার ফলে, মোবাইলের ওপরের ভাগ গরম হয়ে পরে।

তবে, এটা কোনো সমস্যা নয়।

কিন্তু, এতে আপনার চোখ এবং মোবাইলের ব্যাটারিতে চাপ পরার সুযোগ রয়েছে।

তাই, নিজের মোবাইলের display brightness, সব সময় auto settings এ রাখার পরামর্শ আমি দিবো।

২. Wi-Fi has been connected for too long

অনেক সময়, আপনি হয়তো নিজের মোবাইলের wifi চালু করে ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইলের hotspot চালু করে, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালান।

এই প্রক্রিয়া স্বাভাবিক, এবং আমি প্রত্যেক দিন এই প্রক্রিয়া গুলি মোবাইল ফোনে ব্যবহার করি।

এই ক্ষেত্রে, অনেক বেশি সময়ের জন্য mobile wifi বা mobile hotspot ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার ফলেও আপনার মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

তবে, এই কারণে হওয়া মোবাইল হিটিং (mobile heating), অনেক সাধারণ এবং স্বাভাবিক।

৩. Playing many HEAVY games or apps 

মোবাইলে যখন গেমস খেলা হয় বা ভারী এপ্লিকেশন চালানো হয়, তখন এই প্রক্রিয়ার সম্পূর্ণ চাপ, মোবাইলের প্রসেসর (processor) এবং রেম (ram) এর ওপরে পরে।

তাই, যদি আপনার মোবাইলের প্রসেসর ও রেম কমজোর থাকে বা কম থাকে, এবং আপনি তাতে অধিক ভারী ভারী গেম বা এপ্লিকেশন চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনার মোবাইলের ওপরের ভাগ সাংঘাতিক গরম হয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।

এর কারণ, আপনার মোবাইলের “hardware configuration” এতটা ভারী গেম বা সফটওয়্যার চালানোর জন্য যথেষ্ট না।

তাই, প্রসেসর ও রেম এ, অধিক বেশি চাপ পড়ার ফলেই, অনেক সময় মোবাইলের ওপরের ভাগ গরম হয়ে ওঠে।

৪. Faulty background running apps 

আমাদের মোবাইলে আমরা অনেক ধরণের apps এবং games ডাউনলোড করে ব্যবহার করি।

এর মধ্যেই, অনেক ধরণের এপ্লিকেশন (application) আমাদের অনুমতি ছাড়া, মোবাইল ফোনে যেকোনো সময় চোলতে থাকে।

সাধারণ ভাবে, বিশ্বাসী বা ট্রাস্টেড (trusted) এপ্লিকেশন গুলি বিশেষ কোনো ক্ষতি করেনা।

তবে, ৫৫% মোবাইল গরম হওয়ার কারণ, কিছু ত্রুটিপূর্ণ (faulty) মোবাইল এপ্লিকেশন বা এপস, যেগুলি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। 

Background এ সব সময় চলতে থাকার ফলে, এই এপস গুলি মোবাইলের প্রসেসর এবং বিশেষ করে ব্যাটারিতে অনেক ক্ষতি ও চাপের সৃষ্টি করে।

এতে, মোবাইলের চার্জ (charge), অনেক তাড়াতাড়ি শেষ হতে থাকে এবং অনেক ক্ষেত্রে স্মার্টফোন গরম ও হয়ে যায়।

তাই, মোবাইল ফোনে যদি কোনো রকমের অবিস্বাসী বা অপ্রয়োজনীয় এপস রয়েছে, তাহলে এখনি সেগুলি ডিলিট করুন।

৫. Overheating mobile এর কারণ virus বা malware নাকি ?

যদি কোনো এন্ড্রয়েড মোবাইলে ম্যালওয়্যার (malware) থাকে, তাহলে আপনার মোবাইলে সাংঘাতিক গরম হয়ে যাওয়ার জন্য এই malware virus দায়ী।

যেকোনো ম্যালওয়্যার বা ভাইরাস, আপনার মোবাইলের ক্ষতি সাধনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

অনেক সময়, আমরা Google play store ছাড়া, অনেক অন্যান্য জায়গা থেকে apps ডাউনলোড ও ইনস্টল করি।

হতেপারে, এরকম অবিশ্বাসী জায়গার থেকে apps download করার সময়, আপনার মোবাইলে এই ক্ষতিকারক ম্যালওয়্যার ভাইরাস (malware virus) গুলিও এসে পড়েছে।

এই ক্ষেত্রে, আপনি মোবাইলে একটি ভালো এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে, ভাইরাস এর জন্য স্ক্যান করতে পারেন।

৬. Faulty charger or battery

অবশই, আপনার মোবাইলের খারাপ ব্যাটারী, খারাপ চার্জার বা খারাপ চার্জার ক্যাবল (charger cable), স্মার্টফোন গরম হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

যদি আপনার মোবাইল অনেক পুরোনো এবং বেশির ভাগ সময় মোবাইল overcharge করা হয়েছে (100%থেকেও বেশি), তাহলে battery damaged হওয়ার সুযোগ রয়েছে।

এই ক্ষেত্রে, আপনি কিছু দিন 80-90% অব্দি রেগুলার মোবাইল চার্জ করলে, ব্যাটারী ভালো হয়ে যাওয়া দেখা গেছে।

তাছাড়া, যদি mobile overheating এর কারণ, মোবাইলের ব্যাটারী বা খারাপ চার্জার, তাহলে সেগুলি “replace” করে নিলেই গরম হওয়া সমস্যা দূর হয়ে যাবে।

তবে, কোনটা খারাপ সেটা আগে আপনার খুঁজে বেড় করতে হবে।

৭. Hardware & Software issues

অনেক সময়, কিছু hardware বা software এর সাথে জড়িত কারণের জন্য, ফোন গরম হতে পারে।

এই ক্ষেত্রে, আপনি যেকোনো মোবাইলের দোকানে গিয়েই এই সমস্যার সমাধান পেতে পারবেন।

তবে, যদি overheating এর সমস্যা আপনার মোবাইলের সফটওয়্যার (software) সাথে জড়িত, তাহলে mobile hard reset বা Format করেও এর সমাধান পাওয়া যেতে পারে।

আপনার মোবাইল ফোন গরম হওয়ার জন্য কে দায়ী ?

মোবাইল গরম হলে কি করনীয় এবং সমাধানের ব্যাপারে জানার আগেই, আপনার জেনেনিতে হবে, “সলে কেন বা কোন কারণে আপনার মোবাইল অধিক গরম হচ্ছে”.

প্রথমেই বলি, mobile heating এর কারণ বিশেষ করে হার্ডওয়্যার এর সাথে জড়িত ব্যাপার।

সেটা মোবাইলের ব্যাটারির জন্য হতে পারে, প্রসেসর, charging unit এবং অন্যান্য অনেক হার্ডওয়্যার এর কারণে হতে পারে।

তবে, ৩০% সুযোগ রয়েছে যে, আপনার মোবাইল সফটওয়্যার এর সামান্য ত্রুটির জন্য গরম হচ্ছে। 

এমনিতে, এমন কিছু চিহ্ন (signs) বা সংকেত রয়েছে, যেগুলি আপনাকে বলে দিবে “কেন মোবাইল গরম হচ্ছে“.

যখন, যেকোনো স্মার্টফোনে গরম হওয়ার সমস্যা দেখা দেয়, তখন প্রথমেই আমাদের সন্দেহ তার ব্যাটারির ওপরে হয়।

তবে, যদি মোবাইলের ব্যাক সাইড (back side) থেকে গরম ভাব আসছে, তাহলে ব্যাটারীর থেকেই এই গরম ভাব আসছে।

আজকাল smartphone গুলিতে থাকা lithium-ion batteries অনেক শক্তি শালী হয়।

এবং তাই, অনেক সময় এই ধরণের ব্যাটারি গরম হয়ে পরে।

তাছাড়া, কিছু সমস্যা থাকলে এই lithium-ion batteries গুলি অনেক বেশি পরিমানে গরম হয়ে ওঠে।

তাছাড়া, যদি গরম ভাব মোবাইলের সামনের front screen থেকে আসছে, তাহলে এর কারণ মোবাইলের CPU বা GPU হতে পারে।

CPU এবং GPU, যখন সাধারণ ভাবে কাজ করে, তখন সাধারণ পরিমানে গরম অবশই হয়।

তবে, যখন এদের ওপরে অধিক বেশি চাপ পরে, তখন গরম ভাবের পরিমান বেড়ে যায়।

এভাবেই, যদি মোবাইলের গরম ভাব নিচের অংশ থেকে আসছে, তাহলে সুযোগ রয়েছে যে ফোনের charging unit এ কিছু সমস্যা রয়েছে।

মোবাইল গরম হলে কি করনীয় ? ( কি করতে হবে )

তাহলে, মোবাইল কেন গরম হয়ে যায়, এই ব্যাপারে সবটাই আপনারা ওপরে জেনে নিলেন।

এখন চলুন, নিচে আমরা জেনেনেই “মোবাইল গরম হলে কি করতে হবে”.

এমনিতে, সবচে আগেই আমি আপনাদের বোলো, যেকোনো মোবাইল অধিক বেশি গরম হয়ে গেলে, দেরি না করেই mobile repairing দোকান বা service center এ দেখান।

তবে, service center এ যাওয়ার আগেই, আপনারা নিচে দেয়া করণীয় গুলি করে দেখতে পারেন।

১. Charging cable check করুন

যদি, মোবাইল চার্জ করার সময় গরম হয়ে যাচ্ছে, তাহলে হতে পারে আপনার চার্জার এর charging cable টি খারাপ হয়ে গেছে।

অনেক সময়, চার্জার ক্যাবল এর সাথে সাথে চার্জার এর কিছু সমস্যার জন্যও, চার্জ করার সময় ফোন গরম হতে পারে।

তাই, দেরি না করেই একটি ভালো কোয়ালিটির চার্জিং ক্যাবল (charging cable) ব্যবহার করে দেখুন।

যদি এতে সমস্যার সমাধান হচ্ছে, তাহলে অনেক ভালো এবং না হলে সম্পূর্ণ ভাবে নতুন এবং ভালো চার্জার ব্যবহার করে দেখতে হবে।

তাছাড়া, মনে রাখবেন যাতে মোবাইলে চার্জ সব সময় ৮০ থেকে ৯০% র ভেতরে রাখবেন।

মানে, যখন চার্জে দিবেন খেয়াল রাখবেন যাতে আপনার মোবাইলের চার্জ ৯০% থেকে বেশি না হয়।

এবং, ৯০% হলেই চার্জার খুলে দিবেন।

এতে, মোবাইলের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।

২. মোবাইলের কেস (case) খুলে ফেলুন

অনেক সময় মোবাইলের কেস গুলি, এতটা শক্ত ভাবে লেগে থাকে যে মোবাইলের ভেতরে উৎপন্ন হওয়া সাধারণ গরম ভাব বের হতে পারেনা।

ফলে, মোবাইল আরো বেশি পরিমানে গরম হতে থাকে।

তাই, আপনার মোবাইলেও যদি কেস (case) লাগানো রয়েছে, তাহলে সেটা খুলে ফেলুন।

এতে, মোবাইল তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকবে।

৩. মোবাইলে অধিক চাপ দিবেননা 

আপনার মোবাইল ফোনে কতটা ram, GPU এবং processor core / speed রয়েছে, সেটা দেখে তাতে supported apps বা games ব্যবহার করবেন।

মোবাইলের হার্ডওয়্যার এর তুলনায় অধিক ভারী game বা apps ব্যবহার করলে, হার্ডওয়্যারে প্রচুর চাপ পরে।

ফলে, মোবাইল ভেতর থেকে গরম হতে শুরু হয়।

তাই, মোবাইলে বেশি ভারী এপ্লিকেশন ব্যবহার করবেননা।

এবং, হার্ডওয়্যারের ক্ষমতা হিসেবে apps ব্যবহার করবেন।

৪. Install antivirus software 

ওপরে আমি আপনাদের আগেই বলেছি যে, ফোনে malware virus থাকলেও মোবাইল গরম হতে পারে।

তাই, একটি ভালো মোবাইল এন্টিভাইরাস ব্যবহার করুন।

এতে, মোবাইলে থাকা ভাইরাস আপনারা খুঁজে remove করতে পারবেন এবং মোবাইল গরম হওয়ার সমস্যার সমাধান ও হবে।

৫. Turn Off Other Connectivity 

যদি আপনার মোবাইল কেবল তখন গরম হচ্ছে যখন আপনি মোবাইলের hotspot, wifi বা Bluetooth ব্যবহার করছেন, তাহলে ভালো হবে যতটা সম্ভব এগুলি কম ব্যবহার করুন।

তাছাড়া, প্রত্যেকদিন মোবাইল কিছু সময়ের জন্য হলেও flight mode বা airline mode এ রাখুন।

৬. অপ্রয়োজনীয় apps delete করুন 

মোবাইলে যত বেশি apps ইনস্টল করা থাকবে, ততটাই বেশি ব্যাটারির ব্যবহার হবে এবং তার সাথে সাথে push notification, background running, Ram এবং storage এর ব্যবহার এর ওপরেও প্রভাব পরবে।

তাই, যতটা সম্ভব কম apps মোবাইলে রাখবেন এবং অপ্রয়োজনীয় apps মোবাইল থেকে ডিলিট করে দিন।

এতে, মোবাইল অনেক হালকা হয়ে যাবে এবং ব্যাটারির ব্যবহার কম হওয়ার সাথে সাথে হার্ডওয়্যার এও কম চাপ পরবে।

৭. মোবাইলের brightness কমিয়ে রাখুন 

মোবাইলে অধিক বেশি brightness দিয়ে রাখার ফলে, অনেক সময় মোবাইলের সামনের দিকের স্ক্রিন গরম হয়ে যায়।

তাই, mobile brightness সব সময় auto option এ দিয়ে রাখবেন বা ৩০% থেকে কম রাখবেন।

৮. Turn Off Unused apps

আমাদের অনেক খারাপ একটি অভ্যেস রয়েছে।

আমরা মোবাইলে যেকোনো apps ব্যবহার করার পর সেটা সম্পূর্ণ ভাবে বন্ধ করিনা।

ফলে, apps গুলি background এ চলতেই থাকে।

এতে, মোবাইলের গরম হওয়ার সমস্যা অধিক বেড়ে হেটে পারে।

তাই, যেকোনো app ব্যবহার পর সেটা সম্পূর্ণ ভাবে বন্ধ অবশই করবেন।

 

তাহলে বন্ধুরা, মোবাইল গরম হয় কেন এবং মোবাইল গরম হলে কি করণীয়, সেটা আপনারা হয়তো ভালো করে বুঝে গেছেন।

তাছাড়া, আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে নিচে অবশই কমেন্ট করবেন। এবং, আপনারা চাইলে আমার Facebook group join করে, সোজা group এ SMS করতে পারবেন।

 

3 thoughts on “এন্ড্রয়েড মোবাইল গরম হয় কেন ? ( করণীয় ও সমাধান )”

  1. Avatar

    সত্যি ভাই পোষ্টটি পড়ে উপকৃত হলাম।
    ভাই ব্লগার প্যাটার্ন ওয়ার্ডপ্রেস ব্যাটারিটা নিয়ে একটা পোস্ট লিখলে ভাল হত।

  2. Avatar

    ভাই আমি আপনার সব পোষ্ট পড়ি আমি SmileCombd সাইটি নিয়ে বিস্তারিত পোষ্ট করবেন আশা করছি

    1. Avatar

      ধন্যবাদ আমার সব আর্টিকেল পড়ার জন্য। তবে, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। তাই ক্ষমা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top