মোবাইল প্রসেসর কি ? (What Is a Processor in Mobile) আজকাল আমরা বন্ধুদের মুখে বা নিজেদের প্রতিবেশীদের মুখে অনেকবার শুনি যে,তাদের মোবাইলে 2 GHz প্রসেসর আছে বা তাদের মোবাইল ফোনে dual core, octa core বা quad core প্রসেসর আছে এবং তাই তাদের মোবাইল অনেক ফাস্ট এবং ভালো। কি ? এমন অনেকেই বলে তাইতো ?
তখন আপ্নেও হয়তো ভাবেন যে, মোবাইলে এই প্রসেসর টি কি বা প্রসেসর কাকে বলে, প্রসেসরের কাজ কি, বা কেন একটি ভালো প্রসেসর হলে আপনার ফোন ফাস্ট কাম করবে এবং ব্যাটারী কম ব্যবহার করবে।
এগুলো প্রশ্ন আপনার মনে আসাটা স্বাভাবিক এবং নিচে আমরা এই প্রশ্ন গুলির জবাব জানবো।
মনে রাখবেন,যদি আপনি একটি নতুম মোবাইল কিনতে যাচ্ছেন তাহলে, প্রথমে মোবাইলের প্রসেসরের ব্যাপারে অবশই জেনেনিবেন।
কারণ আমি আগেই যা বললাম, মোবাইল ফাস্ট কাজ করা, হ্যাং (hang) না হওয়া, মোবাইল গরম হয়ে যাবা এবং ব্যাটারী চার্জ বেশিক্ষন চলা এগুলো মোবাইলের প্রসেসরের ওপরে অনেকটাই নির্ভর করে।
আর, মোবাইল কেনার সময় যদি আপনি প্রসেসরের ওপরে ধ্যান না দেন, তাহলে হয়তো আপনার কেনা নতুন smartphone আপনাকে অসন্তুষ্ট করতে পারে এবং আপনি স্লো মোবাইল, মোবাইল গরম হবা, চার্জ বেশি খাওয়া আর এরকম অনেক ধরণের সমস্যাতে পড়তে পারেন।
কারণ, সবটাই মোবাইলের processor এর ওপরে নির্ভর।
Also read – মোবাইলকে কম্পিউটারের মতো বানান
মোবাইল প্রসেসর কি ? (Mobile processor details in Bangla)
যেমন কম্পিউটার বা ল্যাপটপে CPU কাজ করার জন্য একটি প্রসেসর থাকে, ঠিক তেমনই মোবাইল ডিভাইস কাজ করার জন্য একটি প্রসেসরের প্রয়োজন।
প্রসেসর আপনার মোবাইলের বোর্ডে লেগে থাকা একটি ছোট্ট চিপ (chip) যে মোবাইলে সব ধরণের ছোট বড়ো কাজ করার জন্য গুর্রুতপূর্ণ ভূমিকা পালন করে।
সোজাভাবে বললে এইটা আপনার মোবাইলের brain এর মতো যে সব ধরনেক ছোট বরো কাজ যেমন video চলানো, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা, গান শোনা আদি করতে মোবাইলকে সাহায্য করে।
এবং, একটি প্রসেসর ছাড়া আপনার মোবাইলে এগুলি কাজ কখনো সম্ভব হবেনা।
আর তাই, যখন আপনার মোবাইলের processor ভালো হবেনা তখন আপনার মোবাইলে সব ধরণের কাজ করতে অনেক অসুবিধা হবে।
মোবাইল স্লো হবে, হ্যাং হবে, মোবাইল গরম হবে এবং অনেক জল্দি ব্যাটারী চার্জ শেষ হয়েযাবে।
কারণ, যা আমি আগেই বললাম এই কাজ গুলি প্রসেসরের দ্বারা মোবাইলে সম্পন্ন হয়।
তাই, প্রসেসর ভালো না হলে কাজগুলি মোবাইল ভালোভাবে করতে পারবেনা এবং আপনার অসুবিধা সম্মুখীন হতে হবে।
যতটা ভালো এবং ফাস্ট প্রসেসর আপনার মোবাইলে থাকবে ততটাই smooth এবং fast ভাবে আপনি নিজের মোবাইল ব্যবহার করতে পারবেন বা তাতে ভালো ভালো গেম খেলতে পারবেন।
যদি আপনার মোবাইল গরম হচ্ছে, hang বা lag হচ্ছে, স্লো কাজ করছে কিংবা অনেক ব্যাটারী ব্যবহার করছে,তাহলে বুঝাযাবেন যে আপনার মোবাইল ফোনে ভালো প্রসেসর লাগানো নেই।
কারণ, এগুলো সমস্যা বিশেষকরে একটি কমজোর এবং কম ক্ষমতার প্রসেসরের সংকেত।
Also read – Android মোবাইলের জন্য ৫ টি এন্টিভাইরাস app
মোবাইলের প্রসেসর কত রকমের ?
হয়তো আপনারা জানেননা যে,স্মার্টফোনে (smartphone) প্রসেসর অনেক রকমের থাকতে পারে।
এদের মধ্যে কিছু অনেক ফাস্ট কিছু মোটামোটি ভালো এবং কিছু একদম স্লো।
কোরের (Core) এর সংখ্যার পার্থক্য
মোবাইলে প্রসেসর বিশেষকরে ৪ রকমের হয়।
- ডুয়াল কোর (dual core).
- কোয়াড কোর (quad core).
- হেক্সা কোর (hexa core). এবং
- অক্টা কোর (octa core).
এই ৪ রকমের প্রসেসরে একটি সাধারণ পার্থক্য আছে। সেটা হলো, সবটিতেই কোরের (core) সংখ্যা আলাদা আলাদা।
ডুয়াল কোরে দুইটা কোর থাকে, কোয়াড কোরে ৪ টা, হেক্সা কোরে ৬ তা আর অক্টা কোর প্রসেসরে ৮ টা কোর থাকে।
এবং মনে রাখবেন, আপনার প্রসেসরে কোরের সংখ্যা যতটাই বেশি হবে তার কাজ করার শক্তি অনেক বেশি হবে।
মোবাইল ফাস্ট কাজ করবে এবং আপনার ফোন গরম হওয়া, হ্যাং হওয়া, ব্যাটারী বেশি খাওয়া এগুলি অসুবিধা আপনি পাবেননা।
কারণ, প্রসেসরে একটা কোর একটা হাথের মতো।
তাই, প্রসেসরে যতটাই কোর (core) থাকবে সে ততটাই হাথের শক্তি দিয়ে কাজ করতে পারবে এবং তাতে তার performance (কার্যক্ষমতা) অনেক অনেক ভালো হবে।
তাহলে, যদি আপনি নতুন মোবাইল কিনতে যাচ্ছেন তাহলে অবশই মোবাইলে কত কোরের প্রসেসর লাগানো আছে তা অবশই ধ্যান দিবেন।
অক্টা কোর বা কোয়াড কোর থাকাটা আপনার মোবাইলের জন্য অনেকটাই ভালো।
Note – মোবাইল ফোনে কোন প্রসেসর লাগানো আছে, সেটা আপনি মোবাইলের বাক্সর পেছনে “specification” অংশতে দেখতে পারবেন।
তা নাহলে, যে মোবাইল আপনি কিনতে চান তার মডেল নম্বর দিয়ে ইন্টারনেটে সার্চ করুন আপনি সেই মোবাইলের বিষয়ে সবটাই জানতে পারবেন।
কোম্পানির (Company) পার্থক্য
Core বা কোরের বাইরেও মোবাইল প্রসেসর আলাদা আলাদা কোম্পানির ওপরেও ভাগ করা যেতে পারে।
মানে, ৪ টি মূল কোম্পানি আছে যারা মোবাইলের processor manufacture করেন।
- Qualcomm / snapdragon
- MediaTek
- Samsung / Exynos
- Nvidia
আলাদা আলাদা মোবাইল কোম্পানি ওপরে দেয়া এই ৪ টি কোম্পানির বানানো প্রসেসর ব্যবহার করেন।
GHz (frequency) এর পার্থক্য
এর বাইরেও, processor এ GHz এর ওপরেও পার্থক্য থাকে। কিছু, ১ GHz, ১.৫ GHz বা কিছু ২ GHz এর বা তার থেকে বেশিও থাকে।
তাই মনে রাখবেন, যত বেশি GHz এর সংখ্যা হবে ততটাই আপনার mobile processor ফাস্ট (fast) হবে এবং তার কার্যক্ষমতা অনেক হবে। একে আমরা frequency ও বলতে পারি।
সাধারণে ১.৫ GHz এর বা ২ GHz বা তার থেকে বেশি GHz এর প্রসেসর ভালো কাজ করে।
তাই মোবাইল কেনার সময় তাতে থাকা প্রসেসরের GHz speed এর ধ্যান রাখবেন।
Also read – Android মোবাইলে ফ্রি লাইভ টিভি কিভাবে দেখবেন ?
কোন মোবাইল প্রসেসর ভালো ? (Best and fast mobile processor)
এখন কথা হলো, মোবাইলে অনেক রকমের processor লাগানো থাকতে পারে।
এদের মধ্যে কোনটি ভালো বা কোনটি ভালো কাজ করবে সেটা কিভাবে জানবো।
তাহলে এর জবাব আমি আপনাদের দিবো।
আমি আগেই বলেছি যে মোবাইল কেনার সময় সবসময় প্রসেসরের কোর কত সেটা দেখবেন।
একটি কোয়াড কোর, হেক্সা কোর বা অক্টা কোর প্রসেসর অবশই ভালো কাজ করে।
কারণ এগুলোতে কোরের সংখ্যা বেশি এবং তাই এরা ৪ গুন্, ছয় গুন্ এবং আট গুন্ শক্তি দিয়ে কাজ করতে পারে।
কিন্তু একটি ভালো processor ১০০% কেবল কোরের ওপরেই নির্ভর করেনা।
আরো অনেক কিছু আছে যেগুলো দেখে আপনি অবশই একটি ভালো প্রসেসর সহ মোবাইল কিনে নিতে পারবেন।
সেগুলো হলো –
Processor architecture (গঠন)
প্রসেসরের আর্কিটেকচার বা গঠন বা ডিসাইন দেখাটা অনেক জরুরি।
যেমন, সব ধরণের electronic জিনিস সময়ে সময়ে উন্নত হতে থাকে ঠিক তেমন mobile processor গুলিও উন্নত হতে থাকে।
সেগুলির আকার আকৃতি গঠন এবং কাজ করার ক্ষমতা সব কিছু সময়ে সময়ে উন্নত এবং ভালো হতে থাকে।
তাই, অবশই মনে রাখবেন, যখনই মোবাইল কিনতে যাবেন বা কোনো মোবাইল কিনবে বোলে ভাববেন তখন তাতে থাকা প্রসেসর latest architecture দ্বারা সম্পন্ন আছে কি না ধ্যান রাখবেন।
Processor যে latest architecture এর সেটা আপনি অনেক সহজে বুঝতে পারবেন।
তার জন্য আপনার প্রসেসরের cortex নাম্বার দেখতে হবে।
মোবাইলের প্যাকেটের পেছনে specification লিস্টে বা ইন্টারনেটে সার্চ করে মোবাইলের প্রসেসরের cortex নম্বরটি দেখুন।
যদি প্রসেসরে ARM cortex A53 বা ARM cortex A57 লেখা থাকে তাহলে সেই প্রসেসর লেটেস্ট এবং উন্নত।
ARM cortex এর সংখ্যা যতটা বেশি হবে প্রসেসর architecture ততটাই latest বা উন্নত হবে।
প্রসেসরের প্রযুক্তি (Technology)
আজকাল প্রসেসরের technology বা প্রযুক্তি অনেকটাই উন্নত হয়েগেছে। আজকাল প্রসেসরে অনেক ছোট ছোট nano transistor লাগানো থাকে।
আজকাল যতটাই ছোট প্রসেসরের এই ট্রান্সিস্টার হয়েগেছে ততটাই ভালো এদের কাজ এবং ততটাই ফাস্ট এরা।
ট্রান্সিস্টার হলো প্রসেসরের মধ্যে লেগে থাকা ছোট ছোট micro chip (মাইক্রো চিপ). এই মাইক্রো চিপ গুলি যত ছোট হয় টোটো ফাস্ট আপনার মোবাইল কাজ করে, হ্যাং হয়না, এক সাথে সহজে অনেক কাজ করা যায়, high graphic গেম খেলতে পারবেন এবং মোবাইল কম ব্যাটারী খেয়ে অনেক কাজ করেনিতে পারে।
কারণ, ছোট transistor (ট্রান্সিস্টর) মানে latest technology এবং উন্নত প্রসেসর। তাই, এদের আজকালের দামি এবং ভালো smartphone এ অনেক ব্যবহার করা হয়।
মনে রাখবেন, এখন Samsung/exynos কোম্পানি সবথেকে ছোট ট্রান্সিস্টর থাকা প্রসেসর বানায় জেতাতে ১৪ nano miters এর micro chip থাকে।
তারপর, qualcomm বানায় ২০ ন্যানো মিটার এর মাইক্রো চিপের প্রসেসর।
শেষে, MediaTek বানায় ২৬ এবং ২৮ ন্যানো মাইটার এর মাইক্রো চিপ থাকা প্রসেসর।
তাই বলতেগেলে Samsung/exynos কোম্পানি সবথেকে ভালো প্রযুক্তির (technology) মোবাইল প্রসেসর বানায় এবং তারপর qualcomm কোম্পানি।
তাই আপনি মোবাইলে থাকা প্রসেসরের কোম্পানি দেখেনেয়াটা অনেক জরুরি যদি আপনি একটি ভালো প্রসেসর চান।
Processor frequency (ফ্রিকোয়েন্সি)
এবেপারে আমি আপনাকে ওপরে আগেই বলেছি। আপনার মোবাইল থাকা প্রসেসরের GHz বা frequency অবশই ১.৫ থেকে ২ GHz বা তার থেকে বেশি থাকাটা অনেক লাভজনক।
এতে আপনার মোবাইল দ্রুত গতিতে কাজ করবে এবং আপনার মোবাইল ব্যবহার করে ভালো লাগবে।
আমাদের শেষ কথা,
আশা করছি মোবাইলের প্রসেসর কাকে বলে এবং কোন প্রসেসর ভালো বিষয়টা ভালো করে বুঝতেই পেরেছেন।
আপনারা যদি একটি ভালো মোবাইল প্রসেসর চান, তাহলে মোবাইল কেনার আগে বা কেনার সময় মোবাইল ফোনে থাকা প্রসেসরের ব্যাপারে অবশই জেনেনিবেন।
সেটা যাতে অবশই কোয়াড কোর বা অক্টা কোরের হোক, তার frequency বা GHz যাতে ১.৫ থেকে বেশি থাকুক, Samsung বা MediaTek কোম্পানির হলে অনেক লাভজনক, প্রসেসরের cortex নম্বর যাতে ARM cortex A57 বা ARM cortex A53 থাকুক।
এগুলো ধ্যান রেখে মোবাইল কিনলে আপনার মোবাইল অনেক ভালো কাজ করবে, hang হবেনা, মোবাইল গরম হবেনা, ব্যাটারী চার্জ বেশি ব্যবহার হবেনা।
কারণ, এই ধরণের সম্যসা আপনার মোবাইল প্রসেসরের সাথে জড়িত থাকে। এবং তাই, প্রসেসর ভালো হলে আপনার মোবাইল এগুলি সমস্যা দেখা দিবেনা।
তাহলে, মোবাইলে প্রসেসর কি এবং কোন প্রসেসর ভালো সেটা হয়তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পারলাম।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশই নিচে কমেন্ট করবেন। আর্টিকেল ভালো লাগলে শেয়ার অবশই করবেন। ধন্যবাদ।
ভাইয়া Symphony I98 এই ফোনটা কি ভালো চলবে?
এই ফোনের বিষয়ে আমার কোনো জ্ঞান নেই ভাই।
ভাই Realme narzo 20a vs redmi 9 prime কোনটা ভালো হবে?
redmi 9 prime সেরা হবে।
অনেক সুন্দর পোষ্ট….
Vaiya ami apner shate kotha bolte chai apner phn numbar and fb id judi diten tahole onek valo hoto R aita holo amar numbar judi call den tahole onek khosi hobo
ধন্যবাদ আর্টিকেল পড়ার জন্যে। আমাদের ফেইসবুক গ্রুপ জয়েন করুন।
Vaiya realme narzo 20 phone ta kena valo hobe naki vivo y20 phone ta kena valo hobe?
আমার হিসেবে realme narzo ২০ সেরা হবে। আমিও এটা কেনার কথা ভাবছি।
Vaia ami free fire khelar jonne 14k er moddhe ekta phone kinte cai .
Kunta valo hobe?
Infinix বা techno spark এর মোবাইল কিনুন।
Vaiya ami akhn infinix hot 9 play 2/32 ta nite chassi, kmn hobe jodi bolten? Or 8k ar modde akti best phn suggest koren.
Infinity hot ৯ সেরা হবে।
ভাইয়া আমি তো tecno spark 4 vs vivo y11 কিনতে চাচ্ছি।
এর মধ্যে কোনটি ভালো হবে?
Tecno spark 4 কেনার পরামর্শ দিবো।
Darun laglo. Onek kichu sikhlam
ধন্যবাদ ভাই।
Vai 15k Ar Modde Overall Kon Phone Ta Nile Valo Hobe & Kon Brand Ar Phone.?Ami Game And Besi Net Use Kori.
Realme বা VIVO দেখতে পারেন।
ভাইয়া আমি কম বাজেট 6K-7K এর মধ্যে একটা ভালো ফোন কিনতে চাচ্ছি । ওয়েবসাইট এর কাজ করার জন্য । কোনটা ভালো হবে
ওয়েবসাইট এ কাজ করার জন্য কোনো মোবাইল এই ভালো হবেনা। এক্ষেত্রে, একটি কম্পিউটার বা ল্যাপটপ জরুরি।
Vai redmi note 9 এর ফিচার গুলি বলবেন প্লিজ
অবশই বল্প পরের আর্টিকেলে।
Vai 5K ar modde kon phone ta best hobe, net use+web ar kaj korar jonno.
বর্তমান ৫ হাজারের মধ্যে ভালো মোবাইল পাওয়াটা কঠিন ভাই।
Redmi 9 4/64 Vs Oppo A5 3/68 Ai Duitar Vitor Konta Valo Hobe
আমি অবশই oppo কেনার পরামর্শ দিবো।
ভাই আমি অক্টোকোর ২.০ গে.হা. দেখে রিয়েলমি সি ১১ কিনতে চাচ্ছি। তবে RAM 2GB. হাই গেমিং এবং ইন্টারনেট, সফটওয়ারের জন্য এটি কেমন হবে?
৯,০০০টাকার ভেতর এরকম একটি ভালো ফোনের সন্ধান দেন প্লিজ
ভাই, ২ জিবি র্যাম গেমিং এর জন্যে ভালো হবেনা।
plz help me..আমি Realmi C11 ফোনটা কিনতে চাই কেমন হবে এই ফোনটা
আমার হিসেবে ভালো।
Dada, Realme 5pro / Readmi note8 pro konta valo?
ভাই, এমনিতে ভালো তো দুটোই তবে আমার পছন্দ হলো realme 5 pro.
আমি 17 18 হাজার টাকার এর ভিতরে সব দিক দিয়ে বেষ্ট ফোনটা কিনতে চাই, গেমিং,ক্যামেরা প্রাধান্য বেশি কোনটা কিনলে ভালো হবে?
Oppo A9 – 8 GB, Xiaomi Redmi Note 8T, Realme 5 Pro বা Samsung Galaxy A30s.
দাদা সবাইকে তো বললেলন
আমি 10k এর মধ্যে সব দিক দিয়ে একটা ভালো Android phone কিনতে চাই কোনটা কিনবো।।।।
আপনি একটু বলুন আপনি যেটাই বলবেন সেটাই কিনবো ????
ভাই infinix বা technospark এর মোবাইল কিনুন। কম দামে অনেক ভালো ভালো features রয়েছে।
Samsung Exynos 9 Octa 9611, এইটা ভালো হবে না-কি Snapdragon 720G ভালো হবে?? আমাকে জানাবেন।
দুটোই অনেক ভালো এবং সেরা performance দিবে।
Ami realme 6 pro/poco x2 kinte chai, konti basi valo hobe and kontir camera basi valohobe and onek din babo har kora jabe bina kono somossai?
ক্যামেরা এবং অন্যান্য ফীচার গুলো দেখে, আমি realme 6 pro নেয়ার পরামর্শ দিবো। Realme নতুন হলেও, অনেকেই ব্যবহার করে পছন্দ করেছেন। তাই, poco তুলনায় একটু বেশি বিস্বাসী।
Kintu realme 6 pro te 720proseser R poco x2 te 730 proseser roa6e. 6 pro te 90 hz display r x2 te 120hz, tahole kontar video quality valo hobe.gaming er jonno konta valohobe.
Bro, amake ektu help koren.
Ami Samsung A30s model kinbo. Performance kemon hobe, bro?
Free fire/Pubg game khelle kemon hobe?
অনেক ভালো model যতটা আমি জানি। তবে, pubg বা freefire এর মতো গেম high graphics এ খেলা যাবে।
Thanks a lot.
Vaiya, amake ektu help koren.
Ami Realme C3 model / Realme 5i model kinbo.
Konta valo hobe?
Realme 5i আমার হিসেবে সেরা।
But bro, আমি তো জানি REALME C3 তে বেশি ভালো processor ব্যবহার করা হয়েছে।
Real me 3c model এ পরে গিয়ে সমস্যা দেখা গেছে, তাই বললাম।
Vivo Y17 Kemon Hobe Bro?
অনেক ভালো smartphone. 6.35-inch display এবং MediaTek Helio P35 processor এর শক্তি এখানে রয়েছে। তাছাড়া, 20MP ক্যামেরা এবং 4GB ram এই ফোন এ রয়েছে। দারুন সিলেকশন।
Symphony Z12 phone ta nile kmn hobe vaia??
Realme বা redimi মোবাইল বর্তমানে আমার মতে সেরা।
ভাই আমি 12000 এর ভিতরে একটা ফোন নিতে চাই। realme 3i পছন্দ করছি ।কিন্তু মিডিয়াটেক এর প্রসেসর।আবার মিডিয়াটেক এর প্রসেসর তো এক দুই বছর পরেই হ্যাং ল্যাগ হওয়া শুরু করে।
তাই samsung galaxy m10 নিব ভাবছি।
কোন টা নিলে ভালো হবে জানাবেন প্লিজ
আমার হিসেবে vivo y ৯৩ সেরা হবে। কারণ আমি এই মোবাইল নিজেই ব্যবহার করছি এবং performance অনেক বেশি ভালো।
ভাই 10000 টাকায় একটি ভালো ফোনের নাম বলেন
এই আর্টিকেল পড়ুন – https://banglatech.info/কম-দামে-নতুন-ভালো-মোবাইল/
ভাই ১২০০০ এর মধ্যে একটা ফোন চয়েজ হয়ছে, কিন্তু ফোনটা আনঅফিসিয়াল কিনা যাবে কি?
কেনাটা ঠিক হবেনা।
Samsung m20 এবং vivo y 93 এর মধ্যে কোনটি ভালো হবে?
(m20 তে দেখলাম processor 14nmআর y93 তে দেখলাম 12nm) জানালে উপকৃত হব।১৩-১৫ এর মধ্যে একটা ফোন কিনতে চাচ্ছি।
দেখুন যত কম ন্যানোমিটার এর প্রসেসর হবে ততটাই ভালো। কিন্তু ১৪ ন্যানোমিটার এর প্রসেসর কিন্তু খারাপ না। তবে, vivo y৯৩ আমি নিজেই ব্যবহার করছি এবং আমি এই হ্যান্ডসেট ব্যবহার করে অনেক সন্তুষ্ট। samsung m২০ এ আপনি কিছু বেশি ফিচার এবং ফাঙ্কশন পাবেন যেগুলি y93 তে নেই। তবে, ফাস্ট এবং দ্রুত performance এর জন্য vivo y93 সেরা।
M30s mobile ta kmon hobe
samsung এর M30 S মোবাইল খুব ভালো। নিতে পারেন।
Bai ami walton mubail kinte cai, kunta kinle balo hobe walton h8 pro naki walton primo R6 plz aktu taratari janaben
বন্ধু, আমি walton mobile এর ব্যাপারে জানিনা। কারণ INDIA তে এই মোবাইল আমি পাইনি। আপনি MI বা Samsung M series এর মোবাইল কিনুন।
৮০০০ এর মধ্যে কোন ফোন কিনলে ভালো।হবে
MI redmi ৭, realme c ২, Samsung m series (m ১০), coolpad cool ৩ plus, nokia ৩.১ plus বা Asus max m ২.
আচ্ছা ভাইয়া শাওমি রেডমি ৬এ VS শাওমি রেডমি ৮এ ফোন দুটির মধ্যে কোনটি ভালো হবে জানাবেন Please !
অবশই ৮এ। কারণ এখানে কিছু advanced features এবং functions দেয়া হয়েছে।
ভাই কিরিন প্রসেসর লিখেন নি
Eta abar ki bhai..?
ajke notun sunlam bhalo laglo …
ধন্যবাদ।
Walton cortex A55 হলে কোনো সমস্যা হবে?
যতটুকু আমি জানি,এটা ভালো হবে।
Cortex 680 kryo gold 680 kryo silver kemon hobe? Bro
দুটোই ভালো।
ভাই realme race pro মোবাইলটি কিনতে চাচ্ছি তাছাড়া ২৫০০০ টাকা বাজেটের মধ্যে অন্য ব্রান্ডের ভাল সেট কোনটি জানাবেন প্লিজ।
আমি vivo বা oppo কেনার পরামর্শ দিবো।