মিউচুয়াল ফান্ড কি ? কিভাবে বিনিয়োগ করব ( Mutual Funds )

Last updated on July 24th, 2023 at 11:25 am

আপনারা কি জানেন, “মিউচুয়াল ফান্ড কি” বা “মিউচুয়াল ফান্ড কাকে বলে ?” (What Is Mutual Fund Bangla). তাছাড়া, Mutual Fund কত প্রকারের এবং মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করব, এই ব্যাপার গুলিও হয়তো আপনাদের জানা নেই।

মিউচুয়াল ফান্ড কি
About mutual fund in bangla.

তবে, আমি নিজেই ভারতের অনেক নামকরা একটি “investment consultancy এবং advisory” কোম্পানিতে কাজ করছি।

এবং, mutual fund কি, এই ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের সম্পূর্ণটাই বুঝিয়ে বলার চেষ্টা করবো।

প্রায় অনেক সংখক লোকেরাই, Mutual Fund এর নাম শুনেই, কিছু না জেনেই, অনেক ধরণের ভুল কল্পনা বা ধারণা নিজেদের মনের মধ্যে নিয়ে আসেন।

তবে, ৭০% লোকেরা এবেপারে সম্পূর্ণ জ্ঞান রাখেননা এবং mutual fund এর নাম শুনলেই ভয় পেয়ে যান।

তাই আজ আমি ভাবলাম, মিউচুয়াল ফান্ড কাকে বলে (What Is Futual Fund In Bangla) এবং এর সাথে সংশ্লিষ্ট (related) সব ধরণের ভুল ধারণা বা বিষয় নিয়ে আমি আপনাদের বুঝিয়ে বলি।

এমনিতে, mutual fund এ বিনিয়োগ (investment) করে টাকা আয় করাটা, সব থেকে লাভজনক বলে প্রমাণিত হয়ে এসেছে।

এবং, মার্কেটে থাকা অন্যান্য বিনিয়োগের মাধ্যম (investment options) গুলির তুলনায়, অবশই মিউচুয়াল ফান্ড, মূল টাকার ওপরে অধিক আয় (returns) দেয়া দেখা গেছে।

অনেক ক্ষেত্রে, মূল টাকার দুগুণ থেকেও বেশি আয় (returns), মিউচুয়াল ফান্ড এর অনেক schemes দিয়ে এসেছে।

এর চোখে দেখা সাক্ষী (witness) আমি নিজেই।

মনে রাখবেন, বিনিয়োগের এই লাভজনক মাধ্যম কে ব্যবহার করে অনেক বেশি পরিমানে টাকা আয় করার জন্য, আপনার প্রচুর সময় দিতে হবে।

কমেও ৫ বছর এর সময় দিলে, আপনি আপনার বিনিয়োগ করা টাকার ওপরে ভালো পরিমানে আয় (returns) অবশই দেখতে পারবেন।

হে, মিউচুয়াল ফান্ডে জেকেও টাকা বিনিয়োগ করতে পারবেন।

কেবল ৫০০ টাকা মাসে মাসে বা একবারের জন্য রেখেও, বিনিয়োগ (investment) চালু করতে পারবেন।

তবে, মিউচুয়াল ফান্ডে যত বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করবেন এবং যতটা বেশি সময় টাকা রাখবেন, ততটাই বেশি “চক্রবৃদ্ধিহারে সুদ (compound interest)” এর লাভ আপনারা পাবেন। 

বহুতেরা, mutual funds এবং “stock market” কে এক বলে ভাবেন।

কিন্তু এটা কখনোই সত্যি নয়।

মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট, দুটোই বাজারের (market) এর সাথে জড়িত যদিও, দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে।

তাহলে চলুন, নিচে আমরা ভালো করে জেনেনেই, “মিউচুয়াল ফান্ড কি” এবং “মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করব“.

মিউচুয়াল ফান্ড কি ? (What Is Mutual Fund In Bangla)

Mutual funds, এমন একটি ফান্ড (fund) বা স্কিম (scheme), যেখানে আমার এবং আপনার মতোই, অনেক বিনিয়োগকারীদের থেকে, একসাথে পারস্পরিক ভাবে (mutually) টাকা নিয়ে, মার্কেটের অন্যান্য সম্পদ (assets), যেমন স্টকস (stocks) এবং বন্ড (bonds) এ আবার বিনোয়োগ করা হয়।

এভাবে আপনার থেকে টাকা নিয়ে মার্কেটের অন্যান্য সম্পদে বিনিয়োগ করার জন্য অনেক ধরণের mutual fund company বা Amc’s রয়েছে।

এবং, প্রত্যেক AMC বা mutual fund company র, প্রত্যেক আলাদা আলাদা schemes বা funds গুলি পরিচালনা (manage) করার জন্য, একটি করে professional fund manager বা portfolio manager থাকেন।

এই, professional fund manager বা portfolio manager রা অনেক শিক্ষিত ব্যক্তি থাকেন যারা স্টক বা শেয়ার মার্কেটের (share market) অনেক জ্ঞান রাখেন।

এবং, আপনার বিনিয়োগ করা টাকা, মার্কেটের কোন কোন সম্পদ বা stock/share এ বিনিয়োগ করলে, বিনিয়োগকারীদের (investors) জন্য সব থেকে বেশি সুরক্ষিত এবং লাভজনক হবে, সেটা তারা নির্ধারিত করেন।

এবং, একজন professional portfolio manager বা fund manager এর সেটাই কাজ।

সোজা ভাবে বললে,

মিউচুয়াল ফান্ড অনেক বিনিয়োগকারীদের (investors) থেকে নিয়ে তৈরি করা একটি ফান্ড (fund) বা স্কিম (scheme).

এখানে রাখা টাকা গুলি ব্যবহার করে আপনার mutual fund company বা AMC র fund manager রা বাজারের (market) অন্যান্য সম্পদে (assets) বিনিয়োগ করার জন্য ব্যবহার করেন।

এবং, ফান্ড ম্যানেজাররা এটাই চেষ্টা করেন যাতে মার্কেটের এমন কিছু লাভজনক সম্পদে বিনিয়োগ করা যায়, যার ফলে বিনিয়োগকারীরা তাদের দেয়া টাকার থেকে অধিক লাভ বা আয় কামিয়ে নিতে পারেন।

Fund manager / Portfolio manager

যা আমি আগেই বলেছি, প্রত্যেক mutual fund scheme এর জন্য একজন করে “ফান্ড ম্যানেজার” থাকেন যার কাম হলো বিনিয়োগকারীদের লাগানো টাকা মার্কেটের সঠিক ও লাভজনক সম্পদ (assets) গুলিতে লাগিয়ে বেশি চে বেশি লাভ আয় করিয়ে দেয়া।

সোজা ভাবে বললে, একজন fund manager এর কাজ, আপনার বিনিয়োগ করা টাকা, লাভের দিগে নিয়ে যাওয়া।

তাহলে এখন বুঝলেন তো, “mutual funds কি ?”.

Share market থেকে mutual fund কেন অধিক নিরাপদ ?

Stock market বা share market এর তুলনায়, mutual funds অবশই অনেক বেশি পরিমানে নিরাপদ (safe)।

কারণ,

Stock market 

যখন আপনি কোনো কোম্পানির স্টক বা শেয়ার কিনবেন, তখন আপনার সম্পূর্ণ টাকা কেবল সেই কোম্পানির ওপরে লাগানো থাকবে।

তাই, যদি কোম্পানিটির শেয়ার এর দাম আপনার কেনা দামের থেকেও কমে যায়, তাহলে সোজা ভাবে আপনার ক্ষতি (loss) হবে।

এই ক্ষেত্রে, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের ওপরে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।

এ না হলে, অনেক কম সময়ের ভেতরেই আপনার বিনিয়োগ করা টাকা সম্পূর্ণ ভাবে ক্ষতিতে পরিণত হতে পারে।

Mutual Funds 

কিন্তু, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, আপনার বিনিয়োগ করা টাকা, যেই scheme বা fund এ লাগানো হয়েছে, সেই স্কিম বা ফান্ডের professional fund manager রা আপনার হয়ে, মার্কেটের বিভিন্ন stocks (equities), bonds বা assets এ বিনিয়োগ (invest) করেন।

পেশাগত ফান্ড ম্যানেজাররা মার্কেটের সাথে জড়িত বিষয় গুলি নিয়ে অনেক জ্ঞান রাখেন এবং আপনার বিনিয়োগ করা টাকা কোনখানে লাগালে লাভ হবে তার সম্পূর্ণ জ্ঞান তাদের রয়েছে।

তাই, মিউচুয়াল ফান্ড এই ক্ষেত্রে, স্টক মার্কেট এর তুলনায় অধিক বেশি পরিমানে নিরাপদ।

তাছাড়া, মিউচুয়াল ফান্ডের স্কিম বা ফান্ডে বিনিয়োগ করা টাকা গুলি, ফান্ড ম্যানেজাররা এক থেকে অধিক আলাদা আলাদা stocks (equities), bonds বা assets এ বিনিয়োগ করেন।

এর ফলে, আপনার স্কিম বা ফান্ডে থাকা একটি বা দুটি কোম্পানির stocks (equities) যদিও খারাপ performance দিচ্ছে, তথাপি আপনার ফান্ডের ওপরে কোনো ধরণের খারাপ প্রভাব পড়বেনা।

কারণ, আপনার ফান্ডে (fund) অন্যান্য অনেক কোম্পানির stocks (equities) গুলি রয়েছে, যেগুলির ভালো ভাবে সম্পাদন (perform) করার ফলে risk কমে যাবে এবং সম্পূর্ণ ফান্ডের রিটার্নস (returns) সুষম (balanced) হয়ে যায়

তাই, মিউচুয়াল ফান্ডে থাকা এই বিচিত্রতা (diversification) এর ফলে, এখানে রিস্ক (risk) অনেক বেশি পরিমানে কমে যায়।

তবে, মিউচুয়াল ফান্ডস ও মার্কেটের সাথে জড়িত এবং তাই, এখানেও equity market এর সাথে জড়িত স্কিম বা ফান্ডে, কম পরিমানে হলেও, রিস্ক (risk) অবশই রয়েছে।

মিউচুয়াল ফান্ডের প্রকার (Types of Mutual fund)

এমনিতে, মিউচুয়াল ফান্ড অনেক প্রকারের হতে পারে। মানে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য, আমাদের কাছে অনেক প্রকারের আলাদা আলাদা স্কিম থাকে।

মিউচুয়াল ফান্ডের প্রকার তিনটি বিশেষ ভাগে ভাগ করে দেখা যেতে পারে।

  • Structure (গঠন ) হিসেবে ভাগ। 
  • Asset এর ওপরে মিউচুয়াল ফান্ডের প্রকার। 
  • Interval funds.

১. গঠনিক ভাবে (structure) হিসেবে প্রকার 

গঠন বা স্ট্রাকচার হিসেবে, মিউচুয়াল ফান্ড স্কিম গুলির দুটি প্রকার রয়েছে।

Open ended mutual fund 

ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের স্কিম (scheme) গুলিতে, investors রা যেকোনো সময় funds বা units কিনতে বা বিক্রি করতে পারবেন।

আপনি যখন খুশি তখন units কিনে বিনিয়োগ করতে পারবেন বা বিনিয়োগ করা টাকা তুলে নিতে পারবেন।

এই ধরণের, open ended mutual fund scheme গুলিতে টাকা বিনিয়োগ করার বা টাকা তোলার কোনো রকমের নিশ্চিত সময় থাকেনা।

এবং তাই, বিনগকারীরা (investors) এই ধরণের ওপেন এন্ডেড স্কিম, অনেক পছন্দ করেন।

Close ended mutual funds 

এই ধরণের closed ended mutual fund schemes গুলিতে আপনারা যেকোনো সময় বিনিয়োগ করতে পারবেননা।

কেবল, NFO ( New Fund Offer ) এর সময়, এই ধরণের closed ended fund গুলিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন।

তাছাড়া, এই ধরণের মিউচুয়াল ফান্ড স্কিম (mutual fund scheme) গুলিতে আপনারা একটি নির্ধারিত (fixed) সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে।

উদাহরণ স্বরূপে, ৩ বছর, ৫ বছর বা ৭ বছর।

তার আগে, units বিক্রি করে টাকা তোলা যাবেনা।

Interval Mutual Funds 

এই প্রকারের মিউচুয়াল ফান্ডের স্কিম গুলি, closed ended এবং open ended fund, দুটোকে মিলিয়ে তৈরি করা হয়েছে।

এখানে, দুটো প্রকারের ফান্ডের সুবিধে আমাদের দেয়া হয়।

Interval funds এর scheme গুলিতে বিনিয়োগ করা এবং এখানে বিনিয়োগ করা টাকা তোলা বা ইউনিট বিক্রি করা (redeem), কিছু নির্ধারিত সময়ের  অন্তরে অন্তরে করতে পারবেন।

এই নির্ধারিত সময়ের অন্তর গুলি,আপনার  fund house বা mutual fund company নির্ধারিত করবে।

তাই, এই ধরণের Interval funds গুলি, প্রায় closed ended funds গুলির মতোই, যেখানে বিনিয়োগকারীরা নিজের সুবিধে বা প্রয়োজন হিসেবে “invest” এবং “redeem” করতে পারেননা।

তাহলে, গঠনিক বা structural ভাবে, মিউচুয়াল ফান্ডের প্রকারের ব্যাপারে ওপরে আমরা জেনে নিয়েছি।

এখন চলুন, নিচে asset এর ওপরে mutual fund কত প্রকারের, সেই ব্যাপারেও জেনেনেই।

২. অ্যাসেট (asset) এর আঁধারে মিউচুয়াল ফান্ড কত প্রকারের 

Debt Funds

এই ধরণের স্কিম গুলিতে বিনিয়োগকারীদের ভয় (risk) বহুত কম থাকে।

Debentures, government bonds এবং অন্যান্য নিশ্চিত আয়ের মাধ্যম গুলিতে, এই ধরণের স্কিম গুলি ইনভেস্ট (invest) করে।

তাই, অনেক কম রিস্ক (risk) এর সাথে, আপনারা debt mutual funds গুলিতে ইনভেস্ট করে প্রায় ৭% থাকে ৮% এর ইন্টারেস্ট (interest) আয় মূল টাকার ওপরে পেয়ে যাবেন।

প্রায়, ১ থেকে ৫ বছেরের ভেতরে বিনিয়োগ করার জন্য এই debt mutual fund scheme গুলি সেরা।

Liquid mutual funds 

সম্পূর্ণ মিউচুয়াল ফান্ড স্কিম গুলির মধ্যে, সব থেকে সুরক্ষিত এবং কোনো ভয় ছাড়া আপনারা লিকুইড ফান্ড (liquid fund) স্কিম গুলিতে বিনিয়োগ করতে পারবেন।

কারণ, এই ধরণের স্কিম গুলি কেবল debt এবং money market instruments গুলি যেমন, commercial paper,  government securities, treasury bills এবং অন্যান্য fixed income মাধ্যম গুলিতে বিনিয়োগ করে।

এমনিতে, লিকুইড ফান্ড স্কিম গুলি অনেক কম সময়ের জন্য করা বিনিয়োগের জন্য ব্যবহার করা হয়।

প্রায়, ১ দিন থেকে ১ বছরের জন্য টাকা বিনিয়োগ করার জন্য, এই লিকুইড মিউচুয়াল ফান্ড স্কিম গুলি সেরা।

এখানে রাখা units আপনারা যেকোনো সময় বিক্রি করে টাকা তুলে নিতে পারবেন।

Equity market এর সাথে কোনো ধরণের সম্পর্ক না থাকার জন্যে, liquid funds গুলিতে negative returns আসেনা।

মানে, আপনার টাকা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকবে।

তবে, এই ধরণের সুরক্ষিত লিকুইড ফান্ড গুলিতে বিনোয়োগ করে আপনারা বছরে ৬% থেকে ৭.৫% র ভেতরে রিটার্নস (returns) পেয়ে যাবেন।

Equity Funds 

যদি আপনারা অনেক বেশি সময়ের জন্য টাকা বিনিয়োগ করে অধিক লাভ আয় করতে চাচ্ছেন, তাহলে equity mutual funds আপনার জন্য।

এই ধরণের scheme বা fund গুলি, বিশেষ ভাবে stock market এ বিনিয়োগ করে।

এর ফলে, এই ধরণের equity schemes গুলিতে ভয় বা রিস্ক (risk) প্রচুর।

তবে, এই ইকুইটি স্কিম গুলির থেকে যতটা বেশি ইন্টারেস্ট বা রিটার্নস (returns) আপনারা আয় করতে পারবেন, ততটা debt বা liquid মিউচুয়াল ফান্ড থেকে কখনোই আয় করতে পারবেননা।

এক্ষেত্রে, যত বেশি রিস্ক (risk) আপনারা নিবেন, ততটাই আপনারা অধিক আয় করার সুযোগ।

ইকুইটি ফান্ড (equity funds) গুলির থেকে ভালো পরিমানে আয় করার জন্য, কমেও ৫ বছরের সময় আপনার দিতেই হবে।

তবে, ৫ বছরের আগে মার্কেটের অশৃংখলতার কারণে, আপনারা negative returns দেখার সুযোগ রয়েছে।

Money Markets 

মানি মার্কেট মিউচুয়াল ফান্ড (money market funds), গুলি অনেক কম সময়ের জন্য বিনিয়োগ করে risk free returns পাওয়ার জন্য অনেক বেশি ভালো।

তাই, যদি আপনি কোনো ভয় (risk) ছাড়া, কেবল কিছু দিন বা মাসের জন্য টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন, তাহলে money market funds এ বিনিয়োগ করতে পারবেন।

এই মানি মার্কেট স্কিম গুলি, কেবল কিছু সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করে।

তাই, এখানে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের টাকাও সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে।

তবে, equity schemes গুলির তুলনায়, এই স্কিম থেকে আয় কিন্তু কম পরিমানে হবে।

Balanced Funds 

ব্যালান্সড মিউচুয়াল ফান্ড স্কিম (balanced fund), গুলি এমন কিছু বিশেষ ধরণের স্কিম, যেখানে bonds এর কিছু উপাদান (components), debt এর উপাদান এবং কিছু সময় money market এর উপাদান এর মিশ্রণ থাকবে।

মানে, এই ধরণের balanced fund গুলিতে বিনিয়োগ করা টাকা গুলি, equity এবং debt, দুটো জায়গাতেই বিনিয়োগ করা হয়।

এই ধরণের ফান্ড বা স্কিম গুলিতে বিনিয়োগকারীরা ইনভেস্ট (invest) করে ভালো পরিমানে আয় করার সাথে সাথে, রিস্ক (risk) এর পরিমাণ ও ব্যালান্স (balance) করে নিতে পারেন।

তাহলে বন্ধুরা, মিউচুয়াল ফান্ড কত প্রকারের ও কি কি, সে বিষয়ে আপনার জ্ঞান হয়তো অবশই হয়ে গেছে।

চলুন এখন নিচে জেনেনেই, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিভাবে করবো তার নিয়ম কি।

মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করব (How To Invest)

মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট (invest) করাটা আজকাল অনেক সহজ প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে।

আপনারা অনেক সহজে, যেকোনো AMC (Asset management company) বা Mutual Fund Company গুলিতে গিয়ে, বিনিয়োগ আরম্ভ করতে পারবেন।

AMC’s ছাড়াও, বিভিন্ন Online mutual fund investment platforms, Brokerage firms, Agents banks গুলির থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

ভারতে (India), অনলাইন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য অনেক বিস্বাসী (trusted) apps এবং websites রয়েছে।

যেমন, my cams, karvy, paytm  এবং আরো অনেক মোবাইল এপস রয়েছে, যেগুলি ব্যবহার করে, ভারতে লোকেরা ঘরে বসেই বিনিয়োগ করতে পারবেন।

তাছাড়া, প্রত্যেক মিউচুয়াল ফান্ড কোম্পানির একটি করে অনলাইন বিনিয়োগ করার ওয়েবসাইট এবং app রয়েছে।

তাই, অনেক সহজেই বিনিয়োগ করা সম্ভব।

বিনিয়োগের  প্রকার গুলি 

এখানে আপনারা দুই রকমে বিনিয়োগ করতে পারবেন।

  • SIP (Systematic Investment Plan).
  • Onetime lump sum investment.

 SIP (Systematic Investment Plan) :

Sip হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার এমন একটি মাধ্যম বা প্রক্রিয়া, যেখানে বিনিয়োগকারীরা একটি নির্ধারিত সংখ্যার টাকা, প্রত্যেক মাসে মাসে বা সপ্তাহে বা দিনে নিয়মিত ভাবে বিনিয়োগ করেন।

হে, SIP র এই প্রক্রিয়া প্রায় bank recurring investment এর মতোই।

উদাহরণ স্বরূপে

ভাবুন, আপনি একটি scheme বা fund এ ১০০০ টাকা করে SIP শুরু করেছেন।

তাহলে হবে এটা যে, আপনার SIP তে ইনভেস্ট করা ১০০০ টাকা প্রত্যেক মাসে মাসে, সপ্তাহে বা দিনে (যেটা আপনি বেঁচে নিয়েছেন), আপনার আগের থেকে বলে দেয়া তারিখে (date) নিয়মিত ভাবে আপনার রেজিস্টার্ড ব্যাঙ্ক (bank) থেকে বিনিয়োগ হতে থাকবে।

এবং, এভাবে আপনারা নিয়মিত ভাবে একটি নির্ধারিত (fixed) সংখ্যার টাকা প্রত্যেক মাসে মাসে রেখে, ভবিষ্যতের জন্য বিনিয়োগ শুরু করতে পারবেন।

Onetime lump sum investment :

এই ধরণের বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগকারীরা একটি সংখ্যার টাকা কেবল একবারের জন্য মিউচুয়াল ফান্ডের স্কিম গুলিতে বিনিয়োগ করেন।

মানে, ধরুন আমি যেকোনো একটি scheme বা fund এ একবারের জন্য ৫০,০০০ টাকা invest করলাম।

তাহলে, এই ধরণের investment গুলিকে বলা হবে, onetime lump-sum investment.

মিউচুয়াল ফান্ডের সুবিধা গুলি (Benefits Of Mutual Fund)

অবশই, মিউচুয়াল ফান্ডের সুবিধা ও লাভ অনেক রয়েছে।

এবং, তাই আজ লোকেরা পুরোনো বিনিয়োগের মাধ্যম গুলির তুলনায় এই নতুন বিনিয়োগের মাধ্যমে প্রচুর আগ্রহী হয়ে দাঁড়িয়েছে।

তাহলে চলুন, নিচে আমরা জেনেনেই “মিউচুয়াল ফান্ডের সুবিধা গুলি কি কি“.

Liquidity to Enter and Exit Anytime :

যেকোনো সময় বিনিয়োগ করা যাবে এবং তার সাথে সাথে যেকোনো সময় বিনিয়োগ করা units বিক্রি করে টাকা redeem করা সম্ভব।

Diversification for Spreading Risk :

এবেপারে আমি আগেই বলেছি, mutual fund scheme গুলি তার fund manager রা মার্কেটে এমন ভাবে diversify করে বিনিয়োগ করেন, যাতে আপনার বিনিয়োগ করা টাকা সুরক্ষিত (safe) থাকে এবং তার সাথে সাথে অধিক আয়ের সম্ভাবনাও বেড়ে যায়।

Professional Fund Management :

এব্যাপারেও আমি ওপরে বলেছি।

আপনার বিনিয়োগ করা scheme বা fund গুলি, “professional fund manager” দ্বারা পরিচালনা করা হয়।

তাই, মার্কেটের বিষয় গুলি নিয়ে আপনার ভাবতে হবেনা।

Fund manager রা, আপনার বিনিয়োগ করা scheme বা fund এর ওপরে সব সময় নজর রাখেন।

Invest In Smaller Amounts :

কেবল মাত্র ৫০০ টাকা থেকে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আরম্ভ করতে পারবেন।

তাই, জেকেও অনেক কম টাকা দিয়ে এখানে বিনিয়োগ করতে পারবেন।

Best Tax Savings Option:

Mutual Fund এর ELSS SCHEMES (tax saving scheme) গুলিতে বিনিয়োগ করে, আপনারা tax savings এর ক্ষেত্রে লাভ নিতে পারবেন।

তাছাড়া, অন্যান্য tax savings investment গুলির তুলনায়, mutual fund elss schemes গুলিতে অনেক কম সময়ের lock-in period থাকে।

Returns & income :

আমি নিজেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছি, এবং আমার অভিজ্ঞতা হিসেবে বলবো, এখানে থাকা equity schemes গুলি আপনাকে সব থেকে বেশি আয় করার সুযোগ দিবে।

ব্যাঙ্ক এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যম গুলির তুলনায়, মিউচুয়াল ফান্ড নিঃসন্দেহে আমাদের অনেক ভালো পরিমানের রিটার্নস (returns) বা আয় দেয়।

Easy To Invest :

জেকেও, অনেক সহজে mutual fund এ ইনভেস্ট করতে পারেন।

এখানে ইনভেস্ট করার জন্য আপনার বিশেষ কিছুর প্রয়োজন হয়না।

কেবল, ID proof, Address Proof এবং কিছু সাধারণ ডিটেলস (details) দিয়ে, আপনারা mutual fund invest করতে পারবেন।

তাছাড়া, আরো সহজ ভাবে ইনভেস্ট করার জন্য, আপনারা অনলাইন প্রক্রিয়া গুলিও ব্যবহার করতে পারবেন।

 

আমরা আজকে কি শিখলাম ?

মিউচুয়াল ফান্ড কি (What Is Mutual Fund In Bangla)”, “মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার নিয়ম কি”, “এর বিভিন্ন প্রকার গুলি কি কি” এবং আরো অনেক ব্যাপারে আজ আমরা জানলাম ও শিখলাম।

আমি আশা করি, যা যা এই আর্টিকেলে বলা হয়েছে, সবটাই আপনারা ভালো করে বুঝেছেন।

তবে, এই বিষয়ে কোনো সমস্যা বা পরামর্শ থাকলে, অবশই নিচে কমেন্ট করে জানাবেন।

এবং, আমাদের YouTube channel, Facebook group এবং Twitter page অবশই subscribe করবেন।

 

1 thought on “মিউচুয়াল ফান্ড কি ? কিভাবে বিনিয়োগ করব ( Mutual Funds )”

  1. Avatar

    Vloiii

    নিচের সাইটটি বাংলাদেশের নাম্বার ওয়ান টেকনিক্যাল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top