মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার সফটওয়্যার কোনটি? সেরা ৭টি

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি: বর্তমান সময়ে যখন দিনের বেশিরভাগ কাজ গুলো আমরা ফোনের মাধ্যমেই করে নিচ্ছি তখন মোবাইলে একটি ভালো কল রেকর্ডার সফটওয়্যার (call recorder software / app) থাকাটা অনেকটা জরুরি একটি বিষয়।

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি
ভালো কল রেকর্ডিং অ্যাপ

অনেক লোকেরাই রয়েছেন যারা আইনি ভাবে এবং নিরাপত্তার কারণে কল রেকর্ড করে রাখেন। এমনিতে আমরা android mobile এর জন্যে Google play store এর মধ্যে গিয়ে নানা রকমের আলাদা আলাদা call recorder apps গুলো download করে নিতে পারি।

তবে মনে রাখবেন, প্রায় বেশিরভাগ কল রেকর্ডার গুলোর সাথেই কিন্তু বিভিন্ন সমস্যা থেকে থাকে। এরকম অনেক call recorder apps গুলো আছে যেগুলো কেবল loud speaker এর voice record করে থাকে।

তাই, কল রেকর্ড করার ক্ষেত্রে আপনাকে আপনার ফোনে লাউড স্পিকার এর সাহায্যে কথা বলতে হবে।

এই সমস্যা গুলো দেখে আমি আজ এই আর্টিকেলের মাধ্যমে এমন সেরা ১০ টি এন্ড্রয়েড কল রেকর্ডিং সফটওয়্যার গুলোর বিষয়ে বলবো যেগুলো সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

এছাড়া, কল রেকর্ডার সফটওয়্যার গুলোতে বিভিন্ন সেটিং অবশই থাকবে যেগুলোর মাধ্যমে আপনি অটোমেটিক কল রেকর্ডিং এবং ম্যানুয়াল কল রেকর্ডিং অপসন সিলেক্ট করতে পারবেন।

মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি – (best call recorder apps for Android)

নিচে আমি যেগুলো কল রেকর্ডার অ্যাপ গুলোর বিষয়ে বলবো সেগুলো আপনারা ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অবশই, এদের মধ্যে কিছু রেকর্ডার অ্যাপ গুলোতে আপগ্রেড (upgrade) করার অপসন থাকছে যেখানে আপনি চাইলে কিছু টাকা দিয়ে এক্সট্রা সুযোগ সুবিধার মজা নিতে পারবেন।

১. Auto Call Recorder – Automatic

কল রেকর্ডিং অ্যাপ

গুগল প্লে স্টোরে ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং প্রায় ৩.৬ রেটিং সহ, এই অটোমেটিক কল রেকর্ডার সফটওয়্যারটি আমার অনেক পছন্দ হয়েছে।

এই Automatic Call Recording app এর মধ্যে আপনারা পাবেন কিছু গুরুত্বপূর্ণ high-tech smart features যার কারণে অ্যাপটি অন্যান্য অ্যাপ এর তুলনায় যথেষ্ট উন্নত ও আধুনিক।

এখানে আপনারা HD quality voice সহ Caller ID feature-ও পেয়ে যাবেন যার দ্বারা spam caller/promotional calls গুলি আগের থেকেই বুঝতে ও ট্র্যাক করতে পারবেন।

কি কি সুবিধা পাবেন:

  • অনেক সহজেই ব্যবহার করা যায়।
  • হাই কোয়ালিটি সহ কল রেকর্ড করে।
  • ইনকামিং এবং আউটগোয়িং উভয় কল রেকর্ড করে।
  • .amr ফাইল ফরম্যাটে রেকর্ডিং গুলি সেভ থাকে।

>> Download Auto Call Recorder

২. Smart Automatic Call Record

কল রেকর্ড সফটওয়্যার

যদি আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলের জন্য এমন একটি সেরা কল রেকর্ডিং অ্যাপ খুঁজছেন যেটা নিজে নিজেই চলে আসা প্রত্যেকটি ইনকামিং এবং আউট গোয়িং কল গুলিকে রেকর্ড করবে, তাহলে অবশই এই স্মার্ট কল রেকর্ড সফটওয়্যারটি ব্যবহার করার পরামর্শ আমি আপনাকে দিবো।

এই মোবাইল কল রেকর্ডার দ্বারা অনেক সহজে ও সুবিধাজনক ভাবে কল গুলি রেকর্ড করার পাশাপাশি, রেকর্ড করা ফাইল গুলিকে অনেক সহজে এক্সেস করার সুবিধাও দিয়ে থাকে।

এছাড়া, আপনি চাইলে রেকর্ড করা কল গুলির ফাইল সরাসরি নানান messaging apps বা email দ্বারা শেয়ার ও করতে পারবেন।

কি কি সুবিধা পাবেন:

  • HD quality-তে কল রেকর্ড হয়।
  • রেকর্ড করা ফাইল গুলি এক্সেস এবং ম্যানেজ করা সহজ।
  • রেকর্ড করা ফাইল গুলি এডিট, রিনেম, ট্রিম এমনকি শেয়ার ও করা যায়।
  • রেকর্ডিংস গুলি পাসওয়ার্ড দ্বারা সিকিউর করে রাখা যায়।

>> Download Smart Call Recorder

৩. Call Recorder – Talker ACR

Talker ARC call recorder

যখন কথা হচ্ছে, এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা সবচেয়ে ভালো কল রেকর্ডার অ্যাপ নিয়ে, তখন Talker ARC App-এর কথা না বললে কিভাবে হবে। Google Play Store থেকে প্রায় ১ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং প্রায় ৪.২ ইউজার রেটিং সহ, এই অ্যাপটি অনেকেই পছন্দ করছেন।

Talker ACR, একটি অনেক স্মার্ট মোবাইল কল রেকর্ডার যেটা incoming এবং outgoing phone calls গুলি রেকর্ড করার পাশাপাশি android mobile দিয়ে করা নানান VoIP conversations গুলিকেও রেকর্ড করে।

Talker call recorder ACR দ্বারা আপনারা Viber, Skype, Hangouts, Facebook, এবং অন্যান্য নানান messenger দ্বারা করা কল গুলিও রেকর্ড করতে পারবেন।

কি কি সুবিধা পাবেন:

  • অটোমেটিক ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ডিং।
  • WhatsApp calls গুলি রেকর্ড করা যায়।
  • Viber, Skype, Hangouts, Facebook, কল রেকর্ডিং।
  • এখানে ক্লাউড ব্যাকআপ এর মতো নানান প্রিমিয়াম ফীচার আছে।

>> Download the software

৪. Oppo Call Recorder

Oppo call recorder software download

যদি আপনি মূলত WhatsApp, Skype, Zoom, Telegram ইত্যাদির মতো messenger apps গুলির calls রেকর্ড করতে চাইছেন, সেক্ষেত্রে এই Oppo Call Recorder app-টি অবশই ব্যবহার করতে পারবেন।

Oppo Call Recorder app-এর দ্বারা আপনারা সম্পূর্ণ অটোমেটিক ভাবে যেকোনো ইনকামিং বা আউটগোয়িং কল গুলি রেকর্ড করতে পারবেন। WhatsApp, Skype, Zoom এবং Telegram calls গুলিকে এই অ্যাপ নিজে নিজে ডিটেক্ট করে এবং রেকর্ডিং চালু করে থাকে।

এছাড়া, রেকর্ড করা কল গুলির অডিও আউটপুট কোয়ালিটিও কিন্তু অনেকটাই ভালো।

কি কি সুবিধা পাবেন:

  • WhatsApp, Skype, Zoom এবং Telegram calls রেকর্ড করে।
  • অটোমেটিক ভাবে কল ডিটেক্ট ও রেকর্ড করে।
  • অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে কল রেকর্ড করা যায়।

>> Download the app

৫. Call Recorder Automatic

Tap AI call recording automatic app

এই Call Recorder app টির দুটি আলাদা আলাদা version আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রীতে এই অ্যাপ এর ফ্রি ভার্সন ব্যবহার করে ফ্রীতে কল গুলো রেকর্ড করতে পারবেন।

এছাড়া, চাইলে এর premium বা paid version টি নিয়ে call recording এর সাথে সাথে অন্যান্য features গুলোর মজাও নিতে পারেন। তবে, আপনি যদি কেবল নিজের মোবাইলের মধ্যে কল গুলো রেকর্ড করে সেভ করতে চাইছেন, তাহলে এর ফ্রি ভার্শনটি যথেষ্ট।

কি কি সুবিধা পাবেন:

  • উভয়, incoming এবং outgoing calls রেকর্ড করে।
  • High sound quality সহ কল রেকর্ড করে।
  • Backup এবং Manage Recordings-এর সুবিধা আছে।

>> ডাউনলোড করুন এই অ্যাপটি 

৬. Cube Call Recorder

Cube ARC call recorder for android

Cube Call Recorder হলো আমাদের লিস্ট এর এমন একটি অ্যাপ যেটার নাম হয়তো আপনারাও আগে শুনেছেন।

সাধারণ বা রেগুলার ফোন কল গুলোর সাথে এই অ্যাপ অনেক দারুন ভাবে কাজ করে থাকে। এর মাধ্যমে আপনি কেবল সাধারণ মোবাইল ফোন কল ছাড়াও অন্যান্য VoIP কল গুলো রেকর্ড করতে পারবেন যেমন,

  • Skype 7, Skype Lite
  • Viber
  • WhatsApp
  • Hangouts
  • Facebook
  • IMO
  • WeChat
  • KAKAO
  • LINE
  • Slack
  • Telegram,
  • Messenger

>> ডাউনলোড করুন কিউব কল রেকর্ডার  

৭. Otter: Voice Recorder

Otter voice notes app

Otter Voice Notes হলো একটি transcription service এবং voice note organizer। আপনি আপনার মোবাইলে থাকা notes, transcribe existing voice notes ইত্যাদি গুলোকে এর মাধ্যমে শুনতে ও অর্গানাইজ করতে পারবেন।

ওপরে বলা অন্যান্য call recorder গুলোর মতো এই app আপনার মোবাইলে call গুলো রেকর্ড করে থাকেনা। তবে, রেকর্ডিং এর সাথে জড়িত অন্যান্য প্রচুর features এবং functions এই app এর মধ্যে রয়েছে।

অবশই অ্যাপটির একটি paid version / subscription অবশই রয়েছে।

>> Download Otter Voice Notes 

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, ভালো এবং সেরা কল রেকর্ডিং অ্যাপ কোনটি নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেল এখানেই শেষ হলো। আশা করছি আমাদের আজকের আর্টিকেল আপনাদের অবশই ভালো লেগেছে।

আর্টিকেলটি সত্যি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top