অনেক সময় আমাদের মধ্যে অনেকেই নিজের এন্ড্রয়েড মোবাইলে বই ডাউনলোড করে পড়তে চান। এমনিতে গুগলে সার্চ করলে অনেক বাংলা বইয়ের ইবুক গুলো আপনারা পেয়ে যাবেন এবং সেগুলিকে ডাউনলোড করে নিজের মোবাইল বা ল্যাপটপে পড়তে পারবেন।
তবে মনে রাখবেন, গুগলে আপনারা কেবল কিছু সংখক বই গুলোই পাবেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে অনলাইনে বই পড়ার নানান অ্যাপস গুলো রয়েছে যেগুলো ডাউনলোড করে নিজের মোবাইলে হাজার হাজার বাংলা বই গুলোকে পড়তে ও শুনতে পারবেন।
অবশই পড়ুন: মোবাইলে ছবি দিয়ে গান বানানোর সেরা সফটওয়্যার
বাংলা অডিওবুক (Bangla audiobook) গুলোর মাধ্যমে আপনি বিভিন্ন বাংলা গল্প বই, প্রেরনামূলক বই, তথ্য ইত্যাদি নানান ধরণের বই গুলোকে অডিও হিসেবে শুনে নিতে পারবেন। তাহলে চলুন, অনলাইনে বই পড়ার অ্যাপ গুলোর বিষয়ে নিচে কিছুটা জেনেনেওয়া যাক। (Best android apps to read Bangla books online)।
সূচিপত্র:
অনলাইনে বই পড়ার অ্যাপ গুলোর তালিকা: সেরা ৬টি বাংলা বই অ্যাপস
নিচে আমি অনলাইনে বই পড়ার যেগুলো অ্যাপস এর বিষয়ে বলতে চলেছি সেগুলো Google Play Store-থেকে download করে সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন এবং নিজের মোবাইলেই বাংলাতে বই পড়তে পারবেন।
অবশই পড়ুন: সেরা এন্ড্রয়েড ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাপস
তবে এগুলোর মধ্যে এমন কিছু অ্যাপস অবশই রয়েছে যেগুলোতে কিছু টাকা দিয়ে পেইড বা প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন। Premium Membership-এর সাথে App-এর মধ্যে থাকা যেকোনো বই যেকোনো সময় আপনি পড়তে বা শুনতে পারবেন।
চিন্তা করতে হবেনা, নিচে বলে দেওয়া এই প্রত্যেক বই পড়ার অ্যাপ গুলোতে সম্পূর্ণ ফ্রীতে প্রচুর বই গুলো আপনারা পড়তে পারবেন। এক্ষেত্রে কোনো ধরণের টাকা আপনাকে দিতে হবেনা।
অ্যাপ এর নাম: | রেটিং: | টোটাল ডাউনলোড: |
---|---|---|
১. Boitoi: Popular Bangla eBooks | 4.4 | 1M+ |
২. Amar Library: Bangla eBook | 5.0 | 10K+ |
৩. Sheiboi : Largest Bangla eBook | 4.1 | 500K+ |
৪. Boighor – eBooks & audiobooks | 4.0 | 50K+ |
৫. ShunBoi – Bengali Audiobook | N/A | 5K+ |
৬. Puthika -Biggest eBook Library | 4.5 | 50K+ |
চলুন, নিচে আমরা প্রত্যেকটি বাংলা বই পড়ার অ্যাপস গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।
১. Boitoi: জনপ্রিয় বাংলা ই-বুক
Boitoi, মোবাইলে বাংলা বই পড়ার সেরা একটি মাধ্যম এবং উপায়। অ্যাপটিতে থাকছে ৫০০০ থেকেও অধিক বাংলা বই এবং ৩০০ থেকেও অধিক ফ্রি বই যেগুলোকে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। বই পড়তে ইচ্ছে না থাকলে চিনতে নেই, আপনি পাশাপাশি অডিও হিসেবেও বই গুলোকে শুনে নিতে পারবেন।
এখানে থাকা ফ্রি বই গুলোকে ডাউনলোড করার সুবিধাও রয়েছে। তাই, বই ডাউনলোড করার অ্যাপস হিসেবেও এই মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারবেন। Boitoi app-এর মধ্যে জনপ্রিয় ই-বুক বই গুলোর অনেক বড় সংগ্রহ রয়েছে যেগুলোকে যেকোনো সময় পড়া যাবে।
ফীচার:
- ৫০০০+ বই এর কালেকশন এখানে পাবেন।
- ৩০০+ ফ্রি বই গুলোর কালেকশন থাকছে।
- পছন্দের বাংলা ফন্ট সেট করে বই পড়ার সুবিধা।
- নাইট মোড ছাড়াও পেপার মোড এর সুবিধা রয়েছে।
সুবিধা:
- অ্যাপ থেকে বই ডাউনলোড এবং স্ট্রিম করার সুবিধা।
- থাকছে বই এর নানান ক্যাটাগরি।
২. Amar Library: Bangla eBook
Amar Library e-book store-এর মধ্যে থাকছে ১১,০০০ থেকে অধিক ই-বুক, ৭০০ থেকে অধিক লেখক এবং ৯০+ প্রকাশক দ্বারা প্রকাশ হওয়া বই গুলো। অনলাইনে বই পড়ার এই অ্যাপ এর user interface-টি আমার অনেক পছন্দ হয়েছে।
এখানে সরাসরি পছন্দের বই গুলো সার্চ করা থেকে শুরু করে নানান ক্যাটাগরি, অথর এবং লেটেস্ট বই সেকশন এর সাথে বই গুলো ব্রাউস করতে পারবেন। হ্যারি পটার এর মতো জনপ্রিয় বইটিও এখানে বাংলাতে পেয়ে যাবেন।
এছাড়া, আপনি চাইলে মোবাইলে সরাসরি বই ডাউনলোড করার অপসনটিও এখানে পাবেন। শেষে মনে রাখবেন, এই Amar Library: Bangla eBook App-টিতে থাকা প্রত্যেকটি বাংলা বই সম্পূর্ণ ফ্রীতে পড়ার সুবিধা রয়েছে।
ফীচার:
- এখানে থাকা প্রত্যেকটি বই ফ্রীতে পড়া যাবে।
- বাংলা বই গুলোকে সরাসরি ডাউনলোড করার সুবিধা রয়েছে।
- বই পড়ার জন্য কোনো ধরণের subscription-এর প্রয়োজন নেই।
সুবিধা:
- ১৯০ থেকেও অধিক বই এর ক্যাটাগরি রয়েছে।
- পছন্দের বাংলা বইটি সার্চ করে খুঁজে নিতে পারবেন।
৩. Sheiboi : Largest Bangla eBook
Sheiboi হল বাংলা ইবুকের সবচেয়ে বড় ই-বুক স্টোর গুলোর মধ্যে একটি। এখানে ৫০০+ লেখক এবং ৫০+ প্রকাশক সহ ২৮০০ থেকেও অধিক বই গুলো আপনারা পাবেন। এখানে থাকা প্রিমিয়াম বই গুলো পড়ার জন্য আপনাকে সেগুলিকে অনেক সামান্য টাকা দিয়ে কিনে নিতে হবে।
তবে চিন্তা করতে হবেনা, এই অ্যাপ এর মধ্যে থাকছে ৫০০ থেকেও অধিক সম্পূর্ণ ফ্রি বই যেগুলো পড়ার জন্য কোনো ধরণের টাকা দিতে হবেনা। Sheiboi app-থেকে বই ডাউনলোড করা, বই পড়া এবং বাংলা বই (ই-বুক) কিনার সুবিধা দেওয়া হবে।
এখানে, আন্তর্জাতিক বেস্ট সেলার, প্রেরণা, গল্প, অভিধান, আইসিটি, জীবনী, স্ব-বিকাশ, নাটক, চলচ্চিত্র ও চলচ্চিত্র, উপন্যাস, সঙ্গীত, ম্যাগাজিন, মনোবিজ্ঞান, হরর ইত্যাদি নানান ক্যাটাগরি সহ বাংলা বই গুলো পড়ার সুযোগ পাবেন।
ফীচার:
- ২৮০০ থেকেও অধিক বাংলা ই-বুক রয়েছে।
- ৫০০ থেকে অধিক বই সম্পূর্ণ ফ্রি।
- বই কেনার আগে বই এর স্যাম্পল প্রদান করা হয়।
সুবিধা:
- ডে এবং নাইট মোড এর সুবিধা রয়েছে।
- এখানে ৫০০+ লেখক এবং ৫০+ প্রকাশকরা রয়েছেন।
- ১৫০+ ক্যাটাগরি সহ বই পড়ার অপসন দেওয়া হয়েছে।
৪. Boighor – eBooks & audiobooks
Boighor App-টিতে আপনারা নানান বাংলা ই-বুক গুলোর পাশাপাশি বাংলা অডিওবুক গুলিও পাবেন। এছাড়া, এখানে প্রতিদিন নতুন নতুন বই গুলো যুক্ত করার কোথাও বলা হয়েছে। সর্বকালের সর্ববৃহৎ বাংলা বইয়ের লাইব্রেরি হিসেবে Boighor App-টি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
কল্পবিজ্ঞান, হরর, রোমান্স, মুক্তিযুদ্ধ, প্রেরণাদায়ক ইত্যাদি নানান ক্যাটাগরির বই গুলো এখানে থাকছে। দেশ-বিদেশের জনপ্রিয় লেখক দের বই গুলো এখানে উপলব্ধ রয়েছে। আবার গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি নানান বই গুলোকে অডিও হিসেবেও শুনে নিতে পারবেন।
এছাড়া, কৌতুকের বই, বাচ্চাদের বই, ইংরেজি ক্লাসিক ইত্যাদি এই ধরণের বই গুলিও থাকছে।
ফীচার:
- বাংলা ই-বুক এর পাশাপাশি রয়েছে অডিওবুক শোনার সুবিধা।
- আলাদা ভাবে প্রো কালেকশন এর সেকশন রয়েছে।
- প্রতিদিন নতুন বই গুলো যুক্ত করা হয়।
- দেশ-বিদেশের জনপ্রিয় লেখকদের বই রয়েছে।
সুবিধা:
- সুবিধাজনক ভাবে বই পড়ার জন্যে রয়েছে User friendly UI।
- স্মার্ট সার্চিং এর দ্বারা পছন্দের বই খুঁজে নিতে পারবেন।
- ফন্টের ধরন এবং আকার কাস্টমাইজেশন করা যাবে।
- Night mode-এর সুবিধা দেওয়া হয়েছে।
৫. ShunBoi – Bengali Audiobook
গুগল প্লে স্টোরে বর্তমানে প্রায় ৫ হাজার থেকে অধিক ডাউনলোড সংখ্যার সাথে ShunBoi app-টি একটি সেরা বাংলা অডিওবুক হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। এটা মূলত একটি অডিও স্ট্রিমিং প্লাটফর্ম যেখানে বই গুলোকে কষ্ট করে পড়তে হয়না।
তবে, অডিও হিসেবে বই গুলোকে শুনে নিতে পারবেন। ShunBoi-এর মাধ্যমে আপনারা audiobooks, Short Stories, Book Summaries এবং podcasts গুলো নিজের মোবাইলেই শুনে নিতে পারবেন। App-টি ওপেন করার পর নিজের mobile number বা email id-র সাহায্যে একাউন্ট লগইন করে নিতে পারবেন।
বাংলা অডিওবুক শোনার জন্য আপনাকে মান্থলি বা ইয়ারলি প্ল্যান কিনে নিতে হবে। তবে, ফ্রি প্ল্যান এর সুবিধাও এখানে থাকছে।
ফীচার:
- জনপ্রিয় বাংলা গল্প, বুক সামারি, পডকাস্ট এবং ছোট গল্প গুলো রয়েছে।
- এখানে একটি ফ্রি প্ল্যানও দেওয়া হয়েছে।
- অডিও বুক গুলো নানান ক্যাটাগরিতে উপলব্ধ করা হয়েছে।
- অনেক সামান্য পরিমানের টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন।
৬. Puthika – Biggest eBook Library
অনলাইনে বই পড়ার এই অ্যাপ এর মধ্যে আপনারা প্রায় প্রত্যেক জনপ্রিয় বই এবং কমিকস গুলো পাবেন। বই এর পাশাপাশি এখানে পেয়ে যাবেন audiobook-এর একটি দারুন কালেকশন। বই প্রেমীদের এই অ্যাপটি অনেক পছন্দ হবে বলে আমি আশা করছি।
প্রায় ২৩০০ থেকেও অধিক ই-বুক কালেকশন এখানে পাবেন এছাড়া থাকছে ২০ থেকেও অধিক বিভাগ এবং শৈলী। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এখানে থাকা প্রত্যেকটি eBooks এবং AudioBook গুলো সম্পূর্ণ ফ্রি।
হাজার হাজার জনপ্রিয় কমিক্স, ইবুক এবং অডিওবুক গুলো আপনারা পেয়ে যাবেন। ফ্যান্টাসি, থ্রিলার, ক্রাইম, রহস্য, ইতিহাস, ক্লাসিক, গল্প, উপন্যাস ইত্যাদি নানান ধরণের বই গুলো পেয়ে যাবেন। ৩০০ থেকেও অধিক লেখকদের দ্বারা লেখা বই গুলোর সংগ্রহ এখানে থাকছে।
এছাড়া, বই গুলোকে অফলাইনে পড়ার জন্য বই ডাউনলোড করার সুবিধাও রয়েছে।
ফীচার:
- প্রত্যেকটি বই এবং অডিওবুক সম্পূর্ণ ফ্রীতে উপলব্ধ রয়েছে।
- এটা সম্পূর্ণভাবে একটি Ad-Free platform।
- ২৩০০+ ই-বুক এবং ৩০০+ জনপ্রিয় লেখক রয়েছে।
- সাপ্তাহিক, নতুন নতুন বাংলা অডিওবুক গুলো পাবলিশ করা হয়।
সুবিধা:
- বই ডাউনলোড করে অফলাইনে পড়ার সুবিধা।
- ট্রেন্ডিং বই এবং অডিওবুক গুলোর সুবিধা রয়েছে।
- বাংলা কমিক্স, ইবুক এবং অডিওবুক সবটাই পাচ্ছেন।
শেষ কথা,,
গুগল প্লে স্টোরে এমনিতে অনলাইনে বই পড়ার অ্যাপ প্রচুর রয়েছে।
তবে যেগুলি বাংলা বই অ্যাপ একেবারেই নতুন, আজকের এই তালিকায় সেগুলোর বিষয়ে হয়তো লেখা হয়নি। তবে, ওপরে আমি যেই অ্যাপ গুলোর বিষয়ে বলেছি সেগুলোতেই আপনারা সেরা বাংলা বই এবং অডিওবুক গুলো পেয়ে যাবেন। নানান লেখক এবং ক্যাটাগরি সহ হাজার হাজার বই এই অ্যাপ গুলোতে যুক্ত করা হয়েছে।
বাংলাতে বই পড়ার নানান অ্যাপ গুলোতে কোনো টাকা না দিয়েও সম্পূর্ণ ফ্রীতে বই পড়তে ও অডিওবুক গুলো শুনতে পারবেন।
এছাড়া অ্যাপ গুলোকে আপনারা অনলাইনে বই ডাউনলোড করার অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারবেন, কেননা অ্যাপ গুলোর থেকে বই ডাউনলোড করার অপসন ও আপনারা পাবেন।
অবশই পড়ুন: