কিভাবে ব্লগ তৈরী করবো ? আজকাল ব্লগ বানানো এবং নিজের একটি ব্লগ তৈরী করা অনেকটাই সহজ এবং সরল হয়ে গেছে। কারণ, আজ আমরা অনেক সহজে blogger.com বা WordPress software দ্বারা একটি personal ব্লগ বানিয়ে নিতে পারি। এবং, ব্লগ আপনি নিজেই কারো সাহায্য না নিয়েই বানাতে পারবেন। কেবল, আপনার জিনিস গুলি এক দুইবার ভালো করে বুঝে নিতে হবে।
হে, WordPress একটু আলাদা software এবং তাতে ব্লগ খোলার নিয়ম অল্প আলাদা আর তাতে আপনার কিছু টাকা খরচ করতে লাগবে। কিন্তু, Google এর blogger দ্বারা আপনি ফ্রীতে কোনো টাকা খরচ না করেই ব্লগ খুলতে পারবেন। তাই, এই আর্টিকেল টাতে আমি আপনাদের, Blogger website ব্যবহার করে কিভাবে ফ্রি ব্লগ সাইট খুলতে হয় তা বুঝিয়ে বলবো। (How to create a blog in Bangla ? ).
আর একটি কথা আমি আপনাদের বলেদিতে চাই। হে, প্রথমে আপনাদের blogger এ অল্প কষ্ট হতে পারে। কিন্তু, যখন আপনারা জিনিষগুলি ভালোকরে বুঝে যাবেন তখন আপনার blogging এ interest ও বাড়বে এবং করে মজা পাবেন।
আজ লক্ষ লক্ষ লোকেরা blogging কে নিজেদের ব্যবসা (business) বানিয়ে নিয়েছেন এবং এর থেকে অনেক টাকা আয় করছেন। আপনিও যদি চান এই অনলাইন ব্যবসার লাভ নিতে পারবেন এবং ঘরে বসেই টাকা আয় করতে পারবেন।
খালি, ধর্য্য রাখবেন এবং লেগে থাকবেন এর বাইরেও নিজের কাজের সাথে সাথে blogging এর বিষয়ে শিখতে থাকবেন। এতে আপনিও success হতে যেতে পারবেন।
ব্লগার কি ? ব্লগার এ ব্লগ বানানোর জন্য কিসের প্রয়োজন ?
Blogger বা ব্লগার Google এর দ্বারা নির্মিত এমন একটি ফ্রি ওয়েবসাইট বা service যার ব্যবহার করে জেকেও নিজের একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন।
Google এর product হওয়ার জন্য ব্লগার অনেক ভরসার এবং ব্লগ বানানোর জন্য অনেক কার্যকর সার্ভিস হিসেবে প্রমাণিত হয়েছেন। আজ অনেক লোকেরা এখানে নিজের একটি ব্লগ বানিয়ে তার থেকে টাকা আয় করছেন।
এখানে ব্লগ বানানোর জন্য আপনার কেবল একটি Google বা Gmail একাউন্টের প্রয়োজন হবে এবং আপনি একটি একাউন্টেই অনেকগুলি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
আপনার যদি জিমেইল একাউন্ট আছে তাহলে আপনিও একটি ব্লগ ব্লগারে বানাতে পারবেন। আর,যদি আপনার জিমেইল একাউন্ট নেই তাহলে জেনেনিন – Gmail একাউন্ট কিভাবে বানাবেন।
Blogger এ আপনি ফ্রীতেই ব্লগ বানাতে পারবেন। আপনার কোনোরকম টাকা দেয়ার প্রয়োজন হবেনা বা অন্য কোনো জিনিসে যেমন hosting বা theme আদিতে আপনার টাকা দিতে হবেনা। এ পুরোপুরি ফ্রি এবং এখানে বানানো ব্লগে adsense এর দ্বারা টাকা আয় করার সুযোগ আপনি পাবেন।
তাহলে দেরি করে কি লাভ বলেন। চলেন নিচে আমরা blogger এ একটি ব্লগ কিভাবে বানাবো তার নিয়ম জেনেনেই।
কিভাবে ব্লগারে ব্লগ তৈরী করবো ? (ব্লগ খোলার নিয়ম)
Blogger এ ব্লগ বানানোর জন্য আপনি laptop বা computer ব্যবহার করতে হবে এবং তাতে internet connection থাকাটা জরুরি।এবং,আমি আগেই বলেছি যে ব্লগ বানানোর জন্য আপনার একটি Gmail বা Google একাউন্টের প্রয়োজন হবে।
ওপরে বলা জিনিষগুলি তৈরি থাকলে, আমি নিচে আমি বলা steps গুলি follow করে ব্লগারে নিজের একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
তাহলে চলেন, এখন নিচে আমরা ব্লগ খোলার নিয়ম গুলি জেনেনেই।
স্টেপ ১. Google account লগইন করুন
সবচে আগেই আপনার নিজের computer বা laptop থেকে Blogger.com ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে যাওয়ার পর আপনি ওপরে ছবিতে যেমন একটি dashboard দেখছেন তেমন dashboard বা ব্লগারের home page দেখবেন।
এখন আপনি সোজাসোজি, “Create your blog” বলে একটি লিংক বা বটন দেখবেন সেখানে ক্লিক করুন।
“Create blog” বাটন এ ক্লিক করার পর আপনি Google account login পেজ দেখবেন।
Account login পেজে আপনি নিজের জিমেইল আইডি এবং password দিন আর Google একাউন্টে লগইন করুন।
মনে রাখবেন, আপনার জিমেইল একাউন্টে লগইন করা মানেই blogger একাউন্টে লগইন করা। আপনার আলাদা ভাবে ব্লগারে লগইন বা signup করতে হবেনা।
স্টেপ ২. ব্লগার profile name সেট করুন
এখন জিমেইল একাউন্ট দিয়ে ব্লগারে লগইন করার পর আপনি ব্লগারে login হয়ে যাবেন এবং প্রথমেই আপনাকে profile name set করতে বলা হবে।
আপনি ওপরে ছবিতে দেখতেই পারছেন, ওপরে “welcome to blogger” লেখা আছে এবং নিচে “confirm your profile” বলে লিখা আছে।
এখন আপনার করতে হবে কি, নিচে “Display name” বক্সে একটি profile name দিতে হবে।
আপনি যেকোনো নাম দিতে পারেন যেমন আমি দিয়েছি “banglatech”.
মনে রাখবেন আপনার এখানে দেয়া profile name টি আপনার ব্লগে লেখা আর্টিকেলে দেখানো হবে।
মানে এই profile name দিয়েই আপনার আর্টিকেল গুলি publish বা প্রচার করা হবে আপনার ব্লগে।
তাহলে এখন একটি ভালো profile name দিন এবং নিচে “Continue to blogger” button এ ক্লিক করুন।
স্টেপ ৩. Blogger dashboard থেকে ব্লগ বানান
এখন পরের পেজে আপনি নিজের ব্লগার dashboard দেখবেন।আপনার ব্লগার একাউন্টে একটাও ব্লগ বানানো না হওয়ার জন্য আপনাকে নিচে “create new blog” বলে একটি button বা লিংক দেখানো হবে।
ওপরে ছবিতে দেখানো মতো আপনি “create new blog” লিংক দেখবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে।
স্টেপ ৪. নতুন ব্লগের details ভরুন
এখন আপনি নিজের কম্পিউটার স্ক্রিনে কিছু option দেখবেন যেমন “title”, “address”, “theme”.
ওপরে যেমন ছবিতে দেখছেন সেই option গুলি আপনার নতুন ব্লগের সাথে জড়িত।
Blogger এ ব্লগ বানানোর আগে আপনার এই ৩ টি option ভালো করে ভরতে হবে।
- Title – এই জায়গায় আপনার নিজের বানানো ব্লগের বিষয়ে এক লাইনে কিছু লিখতে হবে।একে ব্লগের টাইটেল বলা হয়।ভালো করে বুঝার জন্য আপনি ওপরে ছবিতে আমি কি টাইটেল লিখেছি সেটা দেখুন।
- Address – এই ভাগে আপনাকে নিজের ব্লগার ব্লগের URL address সেট করতে হবে।আপনি যেকোনো একটি URL নাম দিয়ে সেট করতে পারবেন।
কিন্তু মনে রাখবেন আপনার দেয়া address উপলব্ধ (available) থাকলেহে আপনি সেটা ব্যবহার করতে পারবেন।
দেয়া Url address উপলব্ধ বা available থাকলে আপনাকে “this blog address is available” বলে লিখে দেয়া হবে।এনাহলে,আপনাকে অন্য একটি address দিতে হবে।
হে, আপনি ব্লগ বানানোর পরে অবশই নিজের ব্লগের জন্য একটি in, .com বা info র মতো top level domain set করতে পারবেন।
- Theme – এখন আপনি theme বলে একটি option দেখবেন যেখানে আপনি অনেক রকমের theme দেখবেন।থিম (theme) মানে হলো design. আপনি নিজের ব্লগের জন্য যেমন theme বেছেনিবেন আপনার ব্লগ দেখতে ঠিক তেমন লাগবে।
তাহলে, আপনি দেয়া theme গুলির মধ্যে যেটা ভালো লাগে সেটা নিজের ব্লগের জন্য select করে নিন।
- এখন সবকিছু করার পর নিচে ডানদিকে থাকা “create blog” অপশনে ক্লিক করেদিন।
স্টেপ ৫. SKIP Google domain অপসন
এখন, পরের পেজে আপনি একটা option বা box দেখবেন যেখানে “Google domain” লিখা থাকবে।
এখন আপনি find a domain বাক্সে নিজের ব্লগার ব্লগের জন্য top level domain যেমন in, com, info বা org domain search করে register করতে পারবেন।
মনে রাখবেন এতে আপনার কিছু টাকা domain কিনার জন্য দিতে লাগতে পারে।
তাহলে আপনি যদি চান তাহলে নিজের ব্লগের জন্য top level domain এখান থেকে রেজিস্টার করতে পারবেন। আর আপ্নে যদি এখান থেকে domain রেজিস্টার করতে না চান বা পরে ডোমেইন নিতে চান তাহলে “No thanks” লিংকে ক্লিক করুন।
মনে রাখবেন, একটি top level domain কিনে blogger ব্লগে ব্যবহার করাটা বাধ্যতামূলক বা জরুরি না।
আপনি যদি চান তাহলে ব্লগারের ফ্রি blog URL address নিজের ব্লগে ব্যবহার করতে পারবেন।
তাহলে এখন সোজাসোজি “No thanks” লিংকে ক্লিক করুন।
স্টেপ ৬. আপনার ব্লগ তৈরী হয়েগেছে
এখন ওপরে no thanks লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনার blogger ব্লগ বানানো হয়েযাবে এবং আপনাকে নিজের নতুন ব্লগের dashboard দিয়ে দেয়া হবে।
আপনি ওপরে ছবিটিতে যেমন দেখছেন আপনাকে এখন আপনার blogger dashboard দিয়ে দেয়া হবে।
Dashboard থেকে আপনি নিজের ব্লগের address এ গিয়ে ব্লগের design বা live view দেখতে পারবেন।
এর বাইরেও আপনি নিজের dashboard থেকে new post এ গিয়ে নতুন article লিখতে পারবেন বা তাকে publish করতে পারবেন। ব্লগ design করতে পারবেন, নতুন page বা categories যোগ করতে পারবেন বা Google adsense এর জন্য apply করে টাকা আয় করতে পারবেন।
সোজাসোজি বললে আপনি নিজের blogger dashboard থেকে ব্লগের সাথে জড়িত সবকিছুই করেনিতে পারবেন। কেবল ব্লগ বানানোর পর নিজে অপ্ল জিনিষগুলি বুঝার চেষ্টা করবেন।
স্টেপ ৭. নিজের ব্লগে গিয়ে দেখুন
আপনার বানানো ব্লগ কেমন হয়েছে দেখতে বা ব্লগটিকে দেখতে হলে আপনি নিজের blogger dashboard থেকে ওপরে বামদিকে থাকা “view blog” অপসন ক্লিক করুন।এতে আপনি আপনার বানানো ব্লগটিকে দেখতে পারবেন।
আপনি যদি direct নিজের ব্লগে যেতে চান বা অন্য কেও যদি আপনার ব্লগে যেতে চান, তাহলে আপনার ব্লগের URL address যেটা আপনি ব্লগ বানানোর সময় দিয়েছিলেন সেটা ইন্টারনেটে সার্চ করলে আপনার ব্লগ পেয়েযাবে।
আমাদের শেষ কথা
ব্লগারে ব্লগ বানানোর পর কি করতে হবে, setting কিভাবে করবেন বা ব্লগ ডিসাইন কিভাবে করবেন এবেপারে আমি একটি নতুন আর্টিকেল লিখে আপনাদের বলবো।
এখন প্রথমে আপনারা আমি ওপরে বলা মতে আগে ব্লগারে একটি ব্লগ বানিয়েনিন।এবং, আপনাদের যদি ব্লগ বানাতে কোনোরকমের অসুবিধা অনুভব হয় তাহলে আমাকে নিচে comment অবশই করবেন। আমি অবশই আপনাদের সাহায্য করবো।
আশাকরি, ব্লগারে ফ্রি ব্লগ কিভাবে বানাবেন এর সমাধান আমি আপনাদের ভালোকরে বুঝিয়ে দিতে পেরেছি।
অনেক সহজিয়া ভাষায় প্রাণোচ্ছল উপস্থপনায় আর্টিকেলটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম ব্লগার হওয়ার জন্য। অনেকদিনের ইচ্ছে ছিল, ব্লগার হবো। ইনশাআল্লাহ, অতি তারাতারি ব্লগ তৈরি করে নেব।
ভাই মূল্যবান একটা টিপস।ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে সাইট বানাব বলবেন কিন্তু।
আপনার প্রতিটা পোষ্ট থেকে কি রকম আয় হয়? দু চারটা বললে ভাল হত।
পোস্ট হিসেবে আয় হয়না, বিজ্ঞাপন থেকে আয় হয়।
ভাই,
url এ আমি banglatech.blogspot.com (উদাহরণ) না দিয়ে banglatech.com দিতে চাই।
এটা কি সম্ভব?
উত্তর পেলে খুশি হতাম
এক্ষেত্রে আপনাকে banglatech.com ডোমেইন কিনতে হবে।
আপনার এই পোস্ট টি পড়ে আমার আসলেই অনেক ভালো লেগেছে । অনেক মনোযোগ সহকারে পড়লাম । আসলেই আপনি একজন ভালো লেখক বলতেই হবে সুন্দর লিখেছেন ।
অনেক ধন্যবাদ।
খুব ভালো লেগেছে আপনার পোষ্টটি পড়ে।
ধন্যবাদ।
Ami Blog Suru Korte Cai But Ke Vabe Suru Korbo Vai?
ধন্যবাদ আর্টিকেল পড়ার জন্যে। প্রথমে SEO নিয়ে কিছু জ্ঞান নিয়ে নিন। তারপর একটি ব্লগিং টপিক সিলেক্ট করুন।
Can you contact with me sir? please!!
আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাকে সোজা মেসেজ করতে পারবেন।
ফেসবুক পেইজের লিংক টা দিন ভাই
ওয়েবসাইটের একেবারে শেষের ভাগে দেখুন।
URL এড্ড্রেস যা লিখছি তাই invalid or not supported আসছে।
Uncommon Url ব্যবহার করুন।
good article .
Thanks.
URL Address কোথায় পাবো,আর এটা কোন address একটু জানালে উপ্রকৃত হবো
URL address আপনার নিজের থেকে দিতে হবে। এটা সেই address যেটার মাধ্যমে লোকেরা আপনার ওয়েবসাইটে ভিসিট করতে পারবেন। যেমন, banglatech.info একটি URL address, ঠিক সেভাবেই।
আমি আইডি খোলার সময় কি URL Address চাইবে ,অর্থাৎ URL Address create করতে হবে?
Create করতে হবে নতুন করে।
কিভাবে create করতে হয় ,জানালে উপকৃত হবো
কি create করার কথা বলছেন ভাই ?
মোবাইল ব্যবহার করলে কি কোন সমস্যা আছে
সমস্যা নেই তবে অনেক কষ্ট হবে।
URL/addressএই বিষয়টা আরো সহজ বা উদাহরণ দিয়ে বলেন।
URL টা লিখবো কিভাবে?
অবশই।
কোন এড্ড্রেস তো নিচ্ছে না। কি করব, বুঝতে পারছিনা।
একটু আলাদা ও আনকমন ইউআরএল ব্যবহার করুন।
অনেক কিছু জানতে পারলাম।
এই রকম একটা দরকারি পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
মোবাইল ফোন থেকে পোস্টে ছবি এড করব কিভাবে?
ব্লগিং এর ক্ষেত্রে মোবাইল ব্যবহার করার পরামর্শ আমি দিবোনা।
রাহুল,
আপনার এই লেখাটি পড়ে ভালো লাগল। আপনি বয়স বিচারে আমার সন্তানতুল্য। ব্লগ খোলার এই বিষয়গুলি তেমন বুঝি না। আমি শিক্ষকতার পাশাপাশি ফেসবুকে ছোটোগল্প, রম্যগল্প ও অণুগল্প লিখি। অনেকেই পরামর্শ দেন একেটি ব্লগ খোলার জন্য। এই বিষয়ে কথা বলতাম যদি আপনার সময় হয়?
https://www.facebook.com/mdsus68
ধন্যবাদ আপনাকে। হে, আমি অবশই আপনাকে Facebook এর মাধ্যমে যোগাযোগ করবো।
Thanks onk kichu shiklam..
Ami dekhe dekhe ekta blog banaichi..
ধন্যবাদ ভাই।
ভাই আমি একটি blog খুলতে চাচ্ছি। আর আমি seo তেমন পারি না তবে কি আমি ব্লগার হতে পারব না ? আর যদি হতে পারি তবে কি পরিমান অপেক্ষা করতে হবে ।একজন সফল ব্লগার হতে । আমি পার্ট টাইম কাজ করব।
অবশই পারবেন, সঠিক ভাবে কাজ করলে, কেবল ৩ মাসের মধ্যেই ইনকাম চালু হয়ে যাবে।
On page SEO শিখুন। (আমাদের আর্টিকেল রয়েছে)
প্রত্যেক ২-৩ দিনের ভেতরে একটি high quality article লিখুন।
Keyword research এর মাধ্যমে, অধিক সার্চ হওয়া keyword টার্গেট করে আর্টিকেল লিখুন।
প্রথম ৪ মাস টাকার কথা ভাবতে হবেনা তবে মন দিয়ে কাজ করুন।
সফল অবশই হবে।
আমাদের ব্লগে থাকা “ব্লগিং এবং ওয়েবসাইট” ক্যাটেগরিতে গিয়ে এই সব তথ্য পেয়ে যাবেন।
হাই রাহুল তুৃমি খুব ভালো লেখো আমি প্রায় তোমার কনটেন্ট পড়ি।
ধন্যবাদ ভাই।
ভাই আপনার কন্টাক্ট নাম্বারটা দেন আমি একটা এ্যাকাউন্ট খুলবো।
ব্লগার ব্লগের একাউন্ট খুলতে চাচ্ছেন আপনি ?
আমি খুলতে চাই
Blogger এ গিয়ে খুলুন। সমস্যা হলে আমাদের Facebook group এ জানিয়ে দিবেন।
আমিও খুলতএ চাই ব্লগ
তাহলে খুলুন। Blogger.com এ গিয়ে ফ্রীতে ব্লগ তৈরি করুন।
খুবি হেল্পফুল হবে ভাইয়া
ধন্যবাদ ভাই।
blogger site ti puro bangla te kivabe banabo? kindly ektu bolben…
just post noi, full site. jemon recent post, popular post, level, read more… etc etc sob banglai
সম্পূর্ণটা বাংলাতে লিখতে হবে. আপনি google input tool extension ব্যবহার করে বাংলাতে লিখতে পারবেন।
অনেক ভাল তথ্য পাওয়া গেল।
ধন্যবাদ।
আমি একটা নতুন ব্লগ খুলতে চাই।প্লিজ আমাকে সাহায্য করুন। আমি আপনার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করতে চাই।
আমরা যখন ব্লগিং শুরু করি, তখন ইন্টারনেটে তেমন কোনো তথ্য ছিলোনা। সবটাই, নিজে করেছি তাই শিখেছি। এখন আপনাদের কাছে ইন্টারনেটে প্রচুর সাধন রয়েছে ব্লগিং নিয়ে তথ্য গ্রহণ করার। তাই, সেগুলির লাভ নিয়ে ব্লগিং শেখের চেষ্টা করুন। আপনার নিজে কষ্ট করতে হবে। কেও আপনাকে শিখিয়ে দিতে পারবেনা। মনে রাখবেন।
its great.
Thanks aminur.
সুপ্রিয় রাহুল দাস,
“How to create a free blog with Blogger” বিষয়ক লেখাটি পড়ে খুব ভালো লাগলো। প্রতিটি বিষয় খুব সহজ ও সাবলিলভাবে বোঝানো হয়েছে।
আমি অনেকদিন যাবৎ আপনার ব্লগ ও ব্লগে প্রকাশিত আর্টিকেলসমূহের একজন নিয়মিত পাঠক। মাঝে মাঝে আশ্চর্য হই এই ভেবে যে, এই ব্লগটিতে নিয়মিত নিত্য নতুন বিষয়ের উপর আর্টিকেল প্রকাশ করার প্রয়োজনে এতো আইডিয়া কিভাবে খুঁজে পান? এছাড়া আপনার ধৈর্যেরও যথেষ্ঠ প্রশংসা করতে হবে? কেনেনা ব্লগটিকে আজকের প্রশংসনীয় অবস্থানে নিয়ে আসার পেছনে আপনার যথেষ্ঠ সময় ও পরিশ্রম করতে হয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না।
ধন্যবাদ ভাই, এত কিছু বললেন অনেক ভালো লাগলো।
কিভাবে ব্লগে new post দিবো এর একটা সম্পুর্ন tutorial দিলে উপকৃত হবে।
অবশই আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবো। তবে, আর্টিকেল লিখার জন্য blogger dashboard থেকে “new post” বাটনে ক্লিক করতে হবে।
আমি খালিদ সাইফুল্লাহ । পেশা সাংবাদিকতা।সফলতার জন্য আপনার সাথে যোগাযোগ করতে চাই।
অবশই, আমাকে ইমেইল করুন আমরা ইমেইল এর মাধ্যমে KOTHA BOLTE PARBO.
রাহুল দা,আপনি সহজ মানুষ!তাই সহজ করে আর্টিকেলটি লিখেছেন।আপনার লেখা পড়ে আমি ব্লগার হতে চলেছি।আমি একটি ইউআরএল কনফার্ম করেছি লকডাউন শেষ হলে আপনার সাহায্যে একটি সাইট বানাবো এবং আর্টিকেল লেখা শুরু করবো। অবশেষে আপনি আমার শিক্ষক হয়ে থাকবেন এবং স্যার বলে সম্বোধন করবো।আপনার দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ ভাই, এতোটা সন্মান দেওয়ার জন্য। আমি আপনাদের মতো প্রত্যেক ব্লগারের সাহেয্যের জন্যই কাজ করছি। আবার বলছি ধন্যবাদ।
ভাই এই ইন্টারনেটের দুনিয়ায় কোন টা ফেইক আর কোন টা রিয়েল সেটা চেনা অনেক কঠিন । তবে এইটা সত্য যে যাদের প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা আছে তাদের ক্ষেত্রে এই চিত্র টা বিভিন্ন। কিন্তু যারা নতুন তাদের কাছে এই টা অনেক কঠিন ।
বেশি কিছু বলে লম্বা কমেন্ট না বানিয়ে আসল কথাটা বলে ফেলি। আসল কথাটা হলো আপনি এই ভাবে সত্য কথা বলে অন্যের সাহায্য করছেন আর তাই
সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবেন এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ । কারণ আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আর আপনার এই সাইটে আসার আগে অন্য অনেক সাইটে গিয়েছি বাট ভালো ফলাফল পাই নি। আপনার টা ছিল দারুন এবং দুর্দান্ত।
আপনার শুভ কামনা রইল।
আমি আপনাকে এতটা সাহায্য করেছি, বিষয়টি জেনে আমিও অনেক খুশি পেলাম। তবে আপনাদের কিছু ভালো হওয়াটাই আমার ব্লগিং এর উদ্দেশ্য। ভালো থাকুন এবং আমি আরো কাজের বিষয় নিয়ে আর্টিকেল লিখতেই থাকবো। ধন্যবাদ ভাই।
কোন software থেকে আপনি blog লিখেছেন
WordPress এর মাধ্যমে।
আপনার অভিঞ্জতা আমাদের সাফল্য|
ধন্যবাদ।
সত্যিই দারুন লিখেছেন। এত ডিটেলে কেউ আলোচনা করেনি। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ কমেন্ট করার জন্যে ।
কি ভাবে googly adsense করব ?
যদি আপনি ব্লগস্পট বা ব্লগার ব্লগ তৈরি করেছেন, তাহলে earning option এ গিয়ে এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন।
অপনি দারুন লেখছেন, প্রশংসার যোগ্য
ভাই আমি একটা ভুল ওয়েবসাইট খুলেছি।এখন এটা আমি ডিলিট করতে চাই।কিভাবে করা যায় এটা একটু জানাবেন।ধন্যবাদ!
ওয়েবসাইট ডিলিট তো করা যায়না। আপনি কোন মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেছেন ? blogger না WordPress ?
আপনার সাথে কথা বলার মাধ্য কি, আমার প্রজন প্লি।। জানাবেন
Facebook or Twitter page.
শুধু স্মার্টফোন দিয়ে কি ব্লগ তৈরি করতে পারব?
পারবেন, তবে এভাবে ব্লগিং করাটা অনেক কঠিন।
মোবাইল দিয়ে ব্লগিং করা যাবে কি?
বন্ধু, করতে পারবেন তবে অনেক বেশি কষ্ট হবে।
আপনার ভিডিও এবং ব্লগ পরে আমি একটি ব্লগ ওয়েবসাইট করেছি কিন্তু ডোমেইন সেট করেনি কোনো প্রব্লেম হবে না তো ?
বর্তমান ব্যবহার করতে থাকুন। পরে change করে নিবেন।
ট্রাফিক বেশি থেকে বেশি কিভাবে পাবো?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোশ্যাল মিডিয়া দ্বারা। এই আর্টিকেল পড়ুন – https://banglatech.info/seo-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF/
Vai sob kicu buzechi but ami ata bujlam na title r addres ata jodi r aktu vlovabe cmmnte buziye diten
টাইটেল এর জায়গায় আপনার ব্লগের বিষয়ে কিছু এক লাইনে লিখুন। এবং, address মানে আপনার ব্লগের URL address যেভাবে আমার ব্লগের url address হলো “banglatech.info”.
পোস্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ব্লগারে ফ্রিতে একটি ওয়েব সাইট তৈরি করেছি।
ধন্যবাদ।
ভাই আমি tilte লে্খার পর address টির কাজ করতে পারতিছি না ,দয়া করে একটু halp করেন । and titel টি দিয়েছি
আপনি আর্টিকেল লেখার পর, ডানদিকে থাকা permalink option এ ক্লিক করুন। তার পর custom permalink সিলেক্ট কোরে নিজের URL address লিখে done এ ক্লিক করুন।
ভাই আমি অনেক কিছু কমপ্লিট করেছি but গুগলে সার্চ করলে কিছুই আসেনা মানে আমার urlটা ভুল বলে গুগল এই নামে কোন সাইট খুজে পায়না কি করবো বলেন দয়া করে মেইলে জানাবেন সারাজীবন কৃতজ্ঞ থাকবো
ভাই, ব্লগ বানানোর পর আপনার ব্লগের URL বা ওয়েবসাইট এড্রেস Google webmaster tools এ account বানিয়ে add করতে হবে। তারপর গুগল আপনার ওয়েবসাইটা ভিসিট কোরে crawl কোরে তাকে তার সার্চ রেজাল্টে দেখাবে।
সহজেই নিজের ব্লগ গুগল সার্চে যোগ করার জন্য এখানে নিজের ব্লগের URL দিন। https://www.google.com/webmasters/tools/submit-url
ভবিশ্যতে এগুলির বিষয়ে ভিডিও দেখে জানার জন্য আমাদের YouTube Chanel এখন subscribe করুন।
কি করলে বেশী ভিজিটর আসবে?
SEO, keyword research এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিখুন। সময় লাগবে, কিন্তু কাজে আসবে
ব্লগ এর নাম কি পরিবর্তন করা যায় ? আমি নিজের নামে ব্লগ খুলেছি তাই আমি যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে কি করতে পারব? প্লিজ আমাকে জানাবেন ? ধন্যবাদ ।
আপনার ব্লগে অনেক ক্ষতি হবে. আপনি অবশই ব্লগের URL এর ব্যাপারে বলছেন তাই তো ?? ব্লগের URL address বদলালে আপনার ব্লগে প্রচুর ক্ষতি হবে। তাই নাম নিয়ে বেশি ভাববেননা। তাতে ভালো ভালো আর্টিকেল লিখুন।
URL Address na dile ki onno Mobile theke search korle ashbena?
একটু URL address ছাড়া ব্লগ বা ওয়েবসাইটে যাওয়াটা সম্ভব না। তাই, url address দিতে হবে।
ভাই অসংখ্য ধন্যবাদ,, এবং মেইল বা ফেসবুক id দিলে অনেক ভাল মনে করতাম
আমার ব্লগের footer section এ ফেসবুক পেজের লিংক পাবেন।