ফেসবুক একাউন্ট/আইডি ডিলিট করার নিয়ম: স্থায়িভাবে এবং সাময়িকভাবে

যদি আপনিও একজন Facebook user, তাহলে অবশই জানেন যে “Facebook” কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।

Delete your Facebook profile permanently.

তবে, আজকে আমরা ফেসবুক নিয়ে একটি বিশেষ সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। আজকে আমরা জানবো, কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করা যায় বা ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম গুলি কি।

নিজের Fb account ডিলিট করার এমনিতে যেকোনো কারণ থাকতে পারে। হতে পারে, পড়াশোনা নিয়ে কিছু সমস্যা হচ্ছে বা যেকোনো অন্য ব্যক্তিগত কারণ।

নিজের ফেসবুক একাউন্ট স্থায়িভাবে বা সাময়িকভাবে ডিলিট বা ডিএক্টিভেট করতে হলে আপনাকে কেবল কিছু সোজা স্টেপ গুলি ফলো করতে হবে। সে যাই হোক, মনে রাখা দরকার যে ফেসবুক ডিলিট করার নিয়ম, কম্পিউটার এবং মোবাইল থেকে আলাদা আলাদা হয়ে পারে।

তবে, একাউন্ট ডিলিট করার ধাপ বা অপসন গুলি কিন্তু দুটো ক্ষত্রেই একই থাকবে।

আপনি আপনার কম্পিউটার বা স্মার্টফোনে থাকা Facebook mobile app, ব্যবহার করে নিজের ফেসবুক আইডি ডিলিট বা ডিএক্টিভেট করে নিতে পারবেন।

ফেসবুক একাউন্ট ডিলিট এবং ডিএক্টিভেট এর মাঝে পার্থক্য:

মনে রাখবেন, ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম এমনিতে দুই ধরণের রয়েছে।

প্রথমত, আপনারা নিজের Facebook account সম্পূর্ণ ভাবে চিরকালের জন্য বা স্থায়িভাবে ডিলিট করে নিতে পারবেন। এবং, দ্বিতীয় প্রক্রিয়া ব্যবহার করে সাময়িকভাবে (Temporary Facebook Account Deactivate) ফেসবুক ডিএক্টিভেট করে নিতে পারবেন।

এর মানে, কেবল কিছু সময়ের জন্য আপনার ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে থাকবে।

এতে, আপনি চাইলে যখন খুশি তখন আবার ফেসবুক এক্টিভেট করে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে এখন আপনি আপনি আপনার প্রয়োজন হিসেবে, নিজের Facebook account delete বা deactivate করে নিতে পারবেন।

চলুন নিচে আমরা জেনেনেই, একাউন্ট ডিএক্টিভেট এবং ডিলিট করার নিয়ম গুলি কি কি এবং এদের মাঝে মূল পার্থক্য গুলি কি কি।

যদি আপনি আপনার fb একাউন্ট ডিএক্টিভেট করছেন তাহলে –

  • আপনি যেকোনো সময় নিজের ফেসবুক একাউন্ট আবার এক্টিভেট (reactivate) করিয়ে নিতে পারবেন।
  • ফেসবুকে অন্যান্য লোকেরা আপনার timeline দেখতে পারবেননা।
  • আপনাকে ফেসবুকে কোনো মতেই খুঁজে পাওয়া যাবেনা।
  • এই ক্ষেত্রে কিছু অন্যান্য তথ্য অন্যরা খুঁজে পেতে পারবেন। যেমন, Facebook messenger এ পাঠানো আপনার মেসেজ।

এই মাধ্যমে আপনার আইডি কেবল কিছু সময়ের জন্য deactivate হয়ে থাকবে, যেটাকে আবার যেকোনো সময় reactivate করিয়ে ব্যবহার করতে পারবেন। এবং, এই নিয়ম ব্যবহার করলে চিরতরের জন্য পার্মানেন্টলি ফেসবুক ডিলিট হবেনা।

ডিলিট ফেসবুক একাউন্ট অপশনের ব্যবহার করলে –

  • আবার কোনো ভাবেই ফেসবুক একাউন্ট পুনরায় সক্রিয় করা যাবেনা।
  • আপনার ফেসবুক প্রোফাইলের সাথে জড়িত সম্পূর্ণ ডাটা ডিলিট হয়ে যাবে।

একবার account deletion প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে, নিজের একাউন্ট এর সাথে জড়িত কোনো রকমের information, data বা contacts ঘুরিয়ে পাবেননা। Account deletion এর জন্য request দেওয়ার পর, প্রায় ১৫ দিন থেকে ১ মাসের সময় আপনার কাছে থাকবে, নিজের একাউন্ট ঘুরিয়ে পাওয়ার জন্য।

আপনি চাইলে, সেই ১৫ দিন থেকে ১ মাসের ভেতরে নিজের একাউন্টে আবার লগইন করে, একাউন্ট ডিলিট হওয়ার প্রক্রিয়াটি বন্ধ করাতে পারবেন।

তাই, যদি আপনি সম্পূর্ণ ভাবে এবং চিরকালের জন্য নিজের একাউন্ট ডিলিট করতে চাচ্ছেন, তাহলে “account delete” এর প্রক্রিয়াটি ব্যবহার করে,”ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট” করতে পারবেন।

মোবাইলের মাধ্যমে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম:

ওপরে আমি আপনাদের যা বললাম, Fb account delete করার ২ টি নিয়ম বা উপায় রয়েছে, যেগুলি আমরা মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারি।

এখানে, account deactivation এর option রয়েছে, যেটা ব্যবহার করলে, account delete করার পরেও আবার সেটাকে ভবিষ্যতে reactivate করতে পারবেন। এবং, “Delete account” এর option রয়েছে, যেটা ব্যবহার করলে, আপনার একাউন্ট সম্পূর্ণ ভাবে চোর কালের জন্য ডিলিট হয়ে যাবে।

এই ক্ষেত্রে ভবিষ্যতে একাউন্ট আবার এক্টিভেট করতে পারবেননা।

তাই, নিচে আমি একাউন্ট ডিলিট করার যেগুলি উপায় বা স্টেপ গুলির ব্যাপারে বলবো, সেখানে দুটোই option আপনারা দেখতে পাবেন।

আপনি নিজের প্রয়োজন হিসেবে option গুলি বেছে, account delete বা deactivate করে নিবেন। নিচে দেওয়া স্টেপ গুলি ফলো করে, মোবাইল থেকে কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করা যায় সেটা বুঝতে পারবেন।

মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম: সাধারণ স্টেপ ছবি সহ:

মোবাইল দিয়ে ফেসবুক ডিলিট করার জন্য আপনাকে সবচে আগেই নিজের স্মার্টফোনে গিয়ে Facebook mobile app ওপেন করতে হবে এবং সেখানে লগইন করতে হবে।

মনে রাখবেন, এই একই প্রক্রিয়া আপনারা মোবাইলে Google Chrome Browser ব্যবহার করে Facebook.com-এর সাইট ভিজিট করেও করতে পারবেন।

Step ১.

ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম

ফেসবুক মোবাইল অ্যাপ ওপেন করার পর অ্যাপ এর একেবারে উপরে হাতের দান দিকে থাকা 3 line option icon-এ () ক্লিক করতে হবে।

এতে, আপনার মোবাইলে একটি menu ওপেন হয়ে যাবে।

Step ২.

ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

Menu icon-এর মধ্যে click করার পর খানিকটা নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন “Setting & privacy” অপসন এবং সেখানে click করার পর Settings-এর অপসন। আপনাকে সরাসরি Settings-এর মধ্যে করতে হবে ট্যাপ।

Step ৩.

ফেসবুক ডিলিট করার নিয়ম

Settings-এর মধ্যে ট্যাপ করার সাথে সাথে পরের পেজেই একেবারে উপরে Accounts centre-এর অপসন দেখবেন যেখানে ট্যাপ/ক্লিক করতে হবে।

Step ৪.

কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করা যায়

Accounts centre-এর মধ্যে আপনারা accounts settings-এর একটি ভাগ দেখবেন যেখানে “Personal details” এর একটি অপসন থাকবে।

আপনাকে সরাসরি “Personal details” এর মধ্যে click করতে হবে।

Step ৫.

কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়

Personal details-এর পেজে click করার পর আপনারা “Account ownership and control” এর অপসন পাবেন। সরাসরি সেই অপশনে click/tap করে প্রবেশ করুন।

Step ৬.

Select facebook profile to deactivate or delete

Account ownership and control-এর পেজ থেকে Deactivate or delete অপশনে click করুন।

এতে এবার আপনাকে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম (যদি থাকে) একাউন্ট আইডি গুলি দেখিয়ে দেওয়া হবে।

আপনি আপনার যেই ফেসবুক আইডিটি ডিলিট করতে চাইছেন সেটিতে সরাসরি click/tap করুন।

Step ৭.

Select delete facebook account option

 

এবার ফেসবুক আপনাকে জিগেশ করবে যে আপনি আপনার একাউন্ট delete করতে চান না কি deactivate?

যদি আপনি সাময়িকভাবে কেবল কিছু দিন বা মাসের জন্য ফেসবুক থেকে দূরে থাকতে চান, তাহলে আপনি Deactivate account-এর অপসন সিলেক্ট করতে পারেন।

তবে যদি আপনি চিরকালের জন্য ফেসবুক একাউন্ট ডিলিট করতে চান, সেক্ষেত্রে Delete account-এর অপশন সিলেক্ট করে নিচে থাকা Continue অপশনে tap/click করুন।

Step ৮.

Select why you want to delete facebook

এখন ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনি আপনার একাউন্ট ডিলিট করছেন। এক্ষেত্রে আপনি পছন্দমতো যেকোনো অপসন সিলেক্ট করে Continue-তে click করুন।

এরপর ফেসবুক আপনাকে একাউন্ট ডিলিট করার জায়গায় একাউন্ট ডিএক্টিভেট করার পরামর্শ সহ অন্যান্য কিছু অপসন দিবে। আপনি সরাসরি একেবারে নিচে থাকা Continue-এর বাটনে click করুন।

Step ৯.

Enter Facebook password

এবার শেষে আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড টাইপ করার জন্য বলা হবে। আপনি সরাসরি নিজের পাসওয়ার্ড লিখে continue-তে ক্লিক করুন।

Step ১০.

Click on delete account option

এবার আপনারা Confirm permanent account deletion-এর একটি পেজ দেখবেন।

এখানে বলা হয়েছে যে, একাউন্ট ডিলিট করার পর একাউন্ট আবার এক্টিভেট করতে চাইলে আপনার হাতে ৩০ দিনের সময় থাকবে। ৩০ দিনের ভিতরে যদি আপনি আপনার ফেসবুক একাউন্টে লগইন করে থাকেন তাহলে একাউন্ট ডিলিট প্রক্রিয়া থামানো যাবে।

এবার একাউন্ট ডিলিট করার জন্য সরাসরি, “Delete account” অপশনে click করুন।

Congratulations, এবার আপনার ফেসবুক একাউন্ট নিজে নিজে logout হবে এবং একাউন্ট ডিলিট হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাবে।

Note:

মনে রাখবেন, একাউন্ট ডিলিট করার জন্য সফলতা পূর্বক request পাঠানোর পর, ৩০ দিনের ভেতরে নিজের একাউন্টে লগইন করবেননা।

তবে, লগইন করলে আপনার একাউন্ট আবার re-activate হয়ে যাবে। তাছাড়া, account deletion request করার ৩০ দিন পর, আপনার ফেসবুক প্রোফাইল সম্পূর্ণ ভাবে ডিলিট হয়ে যাবে।

তাহলে, ওপরে দেওয়া স্টেপ গুলি ভালো করে এপলাই করলে, আপনারা নিজের মোবাইল থেকে Facebook এর app এর মাধ্যমে account delete করতে পারবেন।

কম্পিউটার দিয়ে কিভাবে ফেসবুক আইডি ডিলিট করব?

চলুন এখন আমরা সেই দ্বিতীয় নিয়ম বা উপায় এর বিষয়ে জেনে নেই, যেখানে কম্পিউটারের মাধ্যমে নিজের ফেসবুক একাউন্ট পারমানেন্টলি ডিলিট করা যাবে।

মনে রাখবেন, একাউন্ট পারমানেন্টলি ডিলিট করে ফেলার পর, আবার কোনো ভাবেই সেটা ঘুরিয়ে পাবেননা।

Facebook Mobile app-এর মতো এখানেও আপনাকে সেই একই ধাপ/অপসন গুলিতে গিয়ে আইডি ডিলিট করতে হয়। চলুন স্টেপ গুলি জেনে নেওয়া যাক।

নিচে দেওয়া স্টেপ গুলি ভালো করে দেখে নিন – 

ফেসবুক পারমানেন্টলি ডিলিট
Delete Facebook account permanently.

Step ১. 

সবচে আগেই, নিজের কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে তাতে ফেসবুক খুলে লগইন করে নিন।

Step ২. 

এবার, ফেসবুকের একেবারে ওপরে দান দিকে থাকা “profile picture” এ ক্লিক করুন। 

তারপর, আপনি কিছু options দেখবেন, যেখান থেকে প্রথমে settings & privacy এবং তারপর settings-এর মধ্যে click করতে হবে। 

 Step ৩.

এবার হাতের বাম দিকে আপনারা Accounts centre-এর অপসন দেখবেন যেখানে সরাসরি click করতে হবে। 

Step ৪.

Accounts centre-এর পেজে account settings এর নিচে personal details-এর অপসন পাবেন যেখানে click করতে হবে। 

Step ৫.

এবার, Personal details-এর পেজে আপনারা Account ownership and control-এর অপসন দেখবেন যেখানে click করার পর Deactivation or deletion-এর অপসন পাবেন। সরাসরি Deactivation or deletion-এর অপশনে click করুন। 

Step ৬.

শেষে নিজের ফেসবুক প্রোফাইল/আইডি টি সিলেক্ট করুন এবং পরের পেজ থেকে Delete account এবং Deactivate account-এর যেকোনো একটি অপসন সিলেক্ট করে continue-তে click করুন।

Step ৭.

Account কেন delete করছেন তার কারণ সিলেক্ট করুন এবং continue-তে click করুন। এক্ষেত্রে যেকোনো একটি কারণ সিলেক্ট করতে পারবেন।

Step ৮. 

শেষে দুবার দুবার মতো continue-তে click করার পর আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলা হবে এবং তারপর আবার Delete account-এর অপশনে click করতে হবে।

মূলত, উপরে mobile app দিয়ে যেগুলি option ব্যবহার করে ফেসবুক ডিলিট করার প্রক্রিয়া দেখিয়েছি সেই একই option গুলি ফলো করেই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফেসবুক ডিলিট করতে হবে।

একাউন্ট ডিলিট প্রক্রিয়াকে থামানো যাবে কি ?

হে অবশই পারবেন, কিন্তু কেবল তখন যদি আপনার account delete করার প্রক্রিয়াটি শুরু করার কেবল ৩০ দিন বা তার থেকেও কম সময় হয়েছে।

কারণ, একাউন্ট ডিলিট করার প্রক্রিয়াটি শুরু হওয়ার ৩০ দিন পার হয়ে গেলে, আপনি কোনো ভাবেই নিজের Facebook profile ঘুরিয়ে পাবেননা। ৩০ দিন পর আপনার ফেসবুক সম্পূর্ণ রূপে ডিলিট হয়ে যাবে।

কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট প্রক্রিয়াকে থামাবেন ?

  1. নিজের account delete করার ৩০ দিনের ভিতরে, আবার ফেসবুক একাউন্টে লগইন (login) করতে হবে।
  2. তারপর, আপনাকে cancel deletion এর একটি অপসন দেওয়া হবে, যেখানে আপনার “cancel deletion” বাটনে ক্লিক করতে হবে।

বাস, এবার আবার আপনার ফেসবুক আইডি বা প্রোফাইল এক্টিভেট হয়ে যাবে।

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, ফেসবুক ডিলিট কিভাবে করতে হয়? ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম গুলি কি? সে সম্পূর্ণ বেপারটা বুঝলেন তো। যদি কিছু না বুঝে থাকেন, তাহলে আমাকে নিচে কমেন্ট অবশই করুন।

তবে, আমি মনে করি, ফেসবুক ডিলিট করার থেকে একাউন্ট ডিএক্টিভেট করাটাই ভালো। কেননা, একাউন্ট ডিএক্টিভেট করলে ভবিষ্যতে যেকোনো সময় আবার ফেসবুকে সেই একই প্রোফাইল বা আইডি সহ লগইন করার অপসন থাকে।

অন্যদিকে, একাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করলে সেটিকে আবার রিকভার করা যায়না। তবে সেটা আপনার উপর আপনি ডিলিট করবেন নাকি ডিএক্টিভেট।

 

3 thoughts on “ফেসবুক একাউন্ট/আইডি ডিলিট করার নিয়ম: স্থায়িভাবে এবং সাময়িকভাবে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top