ফেসবুক হলো “Google” এবং “YouTube” এর পর, ইন্টারনেটে সব থেকে অধিক ব্যবহার হওয়া প্রচুর জনপ্রিয় একটি “social media platform”।
এমনিতে, বর্তমান সময়ে নানান social media website/apps গুলি রয়েছে যেগুলি প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। তবে এতে ফেসবুকের জনপ্রিয়তা বা এর ব্যবহার কখনো কমে যায়নি।
তাই, যদি আপনার কাছে নিজের একটি ফেসবুক একাউন্ট নেই এবং আপনিও একটি নিউ ফেসবুক একাউন্ট খোলার কথা ভাবছেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার প্রচুর কাজে লাগবে।
কেননা, আজকের এই আর্টিকেলে আমরা মূলত, নিজের মোবাইল দিয়ে একটি নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম কি, সেটা নিয়ে আলোচনা করবো। আপনার কাছে যদি একটি স্মার্টফোন আছে, তাহলে সেক্ষেত্রে একটি নতুন ফেসবুক চালু করার নিয়ম কিন্তু অনেকটাই সোজা।
যখন প্রশ্ন করা হচ্ছে যে, ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়, সেক্ষেত্রে আপনি নিজের mobile, laptop, tablet, ইত্যাদি যেকোনো ধরণের ডিভাইস ব্যবহার করেই একটি নতুন ফেসবুক আইডি খুলতে পারবেন।
তবে আজকের এই আর্টিকেলে আমি আপনাকে মোবাইল দিয়ে ফেসবুক আইডি কিভাবে খুলবেন সেই বিষয়ে বলবো।
তাহলে চলুন, নিচে সরাসরি একটি নতুন ফেসবুক চালু করার নিয়ম বা নতুন ফেসবুক খোলার নিয়ম জেনেনেই।
নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম: স্টেপ বাই স্টেপ
নতুন ফেসবুক আইডি খোলার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা নিজের Android মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। মনে রাখবেন, নতুন ফেসবুক একাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে।
- Valid mobile number,
- Valid email id,
একটি মোবাইল নম্বর অবশই আজ প্রত্যেকের আছেই রয়েছে। তাছাড়া, যদি আপনার একটি ইমেইল আইডি নেই, তাহলে অনেক সহজেই “Gmail” ব্যবহার করে একটি ফ্রি “email id” তৈরি করে নিতে পারবেন।
এমনিতে, কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়, সেই নিয়ম আমি আগেই আপনাদের বলেছি। তাই, এই দুটো জিনিস নিজের কাছে রেখে, নিচে দেওয়া প্রক্রিয়া গুলো ফলো করে একটি নতুন Facebook account খোলা যেতে পারে।
তাহলে চলুন, নিচে আমরা দেখে নেই, কিভাবে একটি নতুন Facebook id তৈরি করবেন।
মোবাইলে ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়? ফেসবুক চালু করার নিয়ম
Facebook হলো বর্তমানে ইন্টারনেটে সক্রিয়, সব থেকে জনপ্রিয় ও প্রচলিত একটি “Social networking site“।
ফেসবুকের মাধ্যমে, আমরা বিশ্বের যেকোনো জায়গার থেকে যেকোনো জায়গায় বসবাস করা আমাদের প্রয়োজনের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে থাকতে পারি। নিজের ব্যক্তিগত জীবনের কিছু অংশ গুলো বিভিন্ন মাধ্যমে share করা।
Facebook friends দের সাথে, “Images, selfies, videos, status” ইত্যাদি শেয়ার করা। অনলাইনে সক্রিয় থাকা Facebook friends দের সাথে “video call” ও “voice calling” এর মাধ্যমে যোগাযোগ করা।
তাছাড়া, personal messages এর সেই পুরোনো উপায় তো রয়েছেই, নিজের প্রিয়জনের সাথে ফেসবুকের মাধ্যমে কথা বলার। Online socially, নিজের চেনা পরিচিত লোক অথবা, প্রচুর নতুন নতুন বন্ধুদের সাথে সব সময় সংযুক্ত করে রাখতে সাহায্য করে ফেসবুক।
তাছাড়া, বর্তমানে একটি ফেসবুক ফ্যান পেজ তৈরি করে যেকোনো ব্যবসা বা পণ্যের অনলাইন প্রচার অনেক সহজেই করা যেতে পারে। এবং, এগুলোই হলো ফেসবুকের এতটা বেশি জনপ্রিয়তার মূল কারণ।
যদি আপনি এখনো ফেসবুক ব্যবহার করছেননা, তাহলে আপনি এখনো অনেক পিছিয়ে রয়েছেন। তাই দেরি করবেননা, কিভাবে নিজের মোবাইল দিয়ে একটি নতুন ফেসবুক আইডি কিভাবে খুলতে হয়, সেটা নিচে দেখুন এবং নিউ ফেসবুক একাউন্ট খুলুন।
অবশই পড়ুন:
How to create a new Facebook account using mobile?
নিচে দেওয়া স্টেপ গুলো দেখে, “মোবাইলে ফেসবুক আইডি খোলার নিয়মটি” জেনে নিন।
স্টেপ ১.
সবচেয়ে আগে আপনাকে নিজের মোবাইলে Facebook mobile app ডাউনলোড করতে হবে এবং app-টি ওপেন করতে হবে।
Facebook App-টি ওপেন করার সাথে সাথে আপনি নিজের একাউন্টে লগইন করার অপসন দেখবেন।
যিহেতু আপনার কোনো ফেসবুক একাউন্ট নেই এবং আপনি একটি নতুন ফেসবুক আইডি তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রে নিচে থাকা, “Create New Account” লিংকে click করুন।
স্টেপ ২.
এখন ফেসবুক আপনাকে একটি নতুন একাউন্ট তৈরি করার লাভ বা সুবিধার বিষয়ে এই পেজে বলে দিয়েছে। আপনাকে সরাসরি “Get Started” এর বাটনে click করতে হবে।
স্টেপ ৩.
এবার আপনাকে নিজের নাম লিখে দিতে হবে। ফেসবুকে আপনি যেই নামের সাথে লোকেদের সাথে কথা বলতে চান সেই নামটি এখানে দিতে হবে।
স্টেপ ৪.
নিজের নাম দেওয়ার পর এবার এই ধাপে আপনাকে নিজের জন্মের তারিখ দিয়ে নিচে NEXT বাটনে click করতে হবে।
স্টেপ ৫.
আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করুন এবং নিচে থাকা NEXT বাটনে click করুন।
স্টেপ ৬.
এখন ফেসবুক আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে বলবে। আপনি সরাসরি mobile number box-এর মধ্যে নিজের ফোন নম্বর দিয়ে NEXT এর মধ্যে click করুন।
NOTE: যদি আপনি মোবাইল নম্বর ছাড়া ফেসবুক আইডি খুলতে চান, সেক্ষেত্রে নিচে থাকা “Sign up with email address” এর অপসনটি সিলেক্ট করে নিজের ইমেইল আইডি দিয়ে NEXT বাটনে click করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক স্টেপ গুলি একই থাকবে।
স্টেপ ৭.
এবার আপনাকে আপনার নতুন ফেসবুক একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনি একটি ভালো ও স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচে NEXT বাটনে click করুন।
স্টেপ ৮.
Password set করার পর আপনাকে পাসওয়ার্ড সেভ করার একটি অপসন দেখানো হবে। Save your login info-এর পেজ থেকে SAVE এর অপশনে click করুন।
এবার, পরের পেজে আপনাকে Facebook এর terms এবং policies গুলি দেখানো হবে।
আপনাকে ভালো করে পড়ে নিয়ে নিচে থাকা “I Agree” লেখাতে tap/click করতে হবে।
স্টেপ ৯.
এখন একাউন্ট তৈরি করার সময় যেই ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়েছিলেন, সেখানে ফেসবুকের তরফ থেকে একটি confirmation verification code পাঠানো হবে। সেই কোডটি আপনাকে এই পেজে দিতে হবে এবং NEXT এর মধ্যে click করতে হবে।
স্টেপ ১০.
এর পর আপনারা add a profile picture-এর পেজ দেখবেন যেখান থেকে নিজের নতুন ফেসবুক প্রোফাইলের জন্য সরাসরি একটি প্রোফাইল ছবি সিলেট করে সেট করতে পারবেন।
এর জন্যে Add Picture-এর বাটনে click করে নিজের মোবাইল থেকে ছবি বেঁছে নিতে হবে এবং শেষে DONE এর বাটনে click করতে হবে।
স্টেপ ১১.
এখন আপনাকে contact uploading চালু করার জন্য বলা হবে। Turn on এর মধ্যে ক্লিক করলে ফেসবুক আপনার মোবাইলে থাকা আপনার contacts-এর মধ্যে যাদের যাদের ফেসবুক আছে, তাদেরকে আপনাকে দেখিয়ে দিবে।
আপনি চাইলে Not Now-এর মধ্যে click করতে পারবেন।
স্টেপ ১২.
এখন ফেসবুক আপনাকে কিছু friends suggest করবে। আপনি সরাসরি Add friends এর বাটনে ক্লিক করে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন।
আপনি চাইলে SKIP এর মধ্যে ক্লিক করে এই ধাপটি স্কিপ করতে পারেন।
স্টেপ ১৩.
Congratulations, এখন আপনার নতুন ফেসবুক আইডি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি profile settings গুলি করার মাধ্যমে নিজের ফেসবুক আইডিটি অধিক আকর্ষণীয় করে তুলতে পারবেন।
ফেসবুকে শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে দিবেন ?
আপনার Facebook account password যাতে শক্তিশালী হয়, তার জন্য নিচে দেওয়া নিয়ম গুলো মেনে পাসওয়ার্ড তৈরি করবেন।
- নতুন Password দেওয়ার ক্ষেত্রে, নিজের নাম কখনো ব্যবহার করবেননা।
- পাসওয়ার্ড এ কমেও ২ থেকে ৩ টি সংখ্যা (numbers) ব্যবহার করবেন।
- ফেসবুক পাসওয়ার্ড এ কিছু special character ও symbols যেমন, “$, #, %, @, &, *” অবশই ব্যবহার করবেন।
- নিজের পাসওয়ার্ড কোথাও লিখে রাখার থেকে ভালো হবে, সেটা মনে রাখার চেষ্টা করুন।
এভাবে, ওপরে বলা নিয়ম গুলো মেনে Facebook এর জন্য শক্তিশালী (strong) পাসওয়ার্ড তৈরি করলে, আপনার একাউন্ট সব সময় সুরক্ষিত থাকবে।
এখন, নিজের নতুন একাউন্টের জন্য একটি ভালো পাসওয়ার্ড দেওয়ার পর, নিচে থাকা “Sign up” বাটনে ক্লিক করুন
নতুন FB একাউন্ট খোলার পর আপনার কি করতে হবে ?
এমনিতে আপনার FB আইডি সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেছে। এবং, এখন আপনি নিজের আইডির মাধ্যমে নতুন নতুন Facebook friends বানিয়ে নিতে পারবেন।
তবে, মনে রাখবেন নতুন করে একাউন্ট তৈরি করার পর কিছু সাধারণ সেটিংস রয়েছে যেগুলো প্রথমেই করে নেওয়াটা জরুরি। এ নাহলে, আপনার সাথে সহজে কোনো Facebook user বন্ধুত্ব করবেনা।
তাহলে কোন কোন settings গুলো আপনার করতে হবে ?
১. নিজের প্রোফাইল এডিট করুন:
নিজের ফেসবুক প্রোফাইল এডিট করাটা অনেক জরুরি।
আপনার profile এ সব রকমের তথ্য যেমন,
- আপনি কোন দেশ ও শহরে থাকেন,
- আপনি কি এবং কোথায় কাজ করেন,
- কোন school বা college থেকে পড়াশোনা গ্রহণ করেছেন,
- কি কি পছন্দ করেন,
- আপনার শখ (hobby) কি,
- ফেসবুক বায়ো (Facebook bio),
এই ধরণের তথ্য গুলো দিয়ে দেওয়ার পর, ফেসবুক আপনার জন্য কিছু চেনা পরিচিত friends দের suggest করবে।
এতে, আপনি আপনার জায়গা (place), school, college এবং ইন্টারেস্ট (interest) হিসেবে অনেক বন্ধু বানিয়ে নিতে পারবেন।
কিভাবে এডিট করবেন ফেসবুক প্রোফাইল ?
নিজের ফেসবুক প্রোফাইল এডিট করার জন্য,
- প্রথমেই নিজের একাউন্ট (account) থেকে নিজের profile image এর মধ্যে click করুন।
- Profile এ যাওয়ার সাথে সাথে ওপরের দিকে আপনার “নাম” এবং “প্রোফাইল ফটোর” নিচে “Edit profile” এর একটি অপসন দেখবেন।
- Edit profile এ ক্লিক করে, পরের পেজে “Add” বাটনে ক্লিক করে আপনার যা যা দরকার সবটা প্রোফাইলে একে একে যোগ করতে পারবেন।
ফেসবুক বায়ো (Facebook bio) মানে কি ?
Facebook bio হলো, আপনার প্রোফাইলের একটি অংশ যেখানে আপনার বিষয়ে সংক্ষেপে কিছু লেখা থাকবে।
Bio র ভাগে, আপনি সংক্ষেপে আপনার বিষয়ে কিছু লিখতে হবে।
এবং যখনি অন্য কোনো ফেসবুক ইউসার (Facebook user) আপনার প্রোফাইল (profile) দেখবেন, তারা আপনার “bio” র মাধ্যমে আপনার বিষয়ে কিছুটা সংক্ষেপে জেনে নিতে পারবেন।
আপনি নিজের “profile >> edit profile >> add bio” তে গিয়ে, নিজের একটি বায়ো লিখতে পারবেন।
সাধারণ ভাবে, লোকেরা পেশাগত ভাবে (professionally) কি করেন এবং তাদের শখ (hobby) কি, এই দুটি বিষয়ে বায়োতে লিখেন।
তবে, আপনি যেটা খুশি লিখতে পারবেন।
অবশই পড়ুন : কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন ?
আজকে আমরা কি শিখলাম ?
তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম “কিভাবে নিজের মোবাইল থেকে একটি নতুন ফেসবুক আইডি তৈরি করা যেতে পারে” (How to create a Facebook account from mobile).
যা আমি আগেই বলেছি, ফেসবুক আইডি খোলার নিয়ম অনেক সোজা এবং সহজেই একটি Facebook account খুলতে পারবেন। তবে, আপনাদের যদি account তৈরি করার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে comment এর মাধ্যমে জানিয়ে দিন। আমি সাহায্য করবো।
এমনিতে, মোবাইল দিয়ে ফেসবুক চালু করার নিয়ম অনেক সোজা, তাই আমার পরামর্শ থাকবে আপনি নিজের স্মার্টফোনে Facebook app ব্যবহার করেই একাউন্ট তৈরি করুন।
Related article :
- ৯ টি সেরা ফেসবুক টিপস এবং ট্রিকস
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করুন
- ফেইসবুক আইডির নাম কিভাবে বদলাবেন ?