ফটোগ্রাফি কি (what is photography in Bengali) ? কিভাবে শিখবো ফোটোগ্রাফি ? সেরা অনলাইন ফটোগ্রাফি কোর্স গুলো কি ? আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
এখনকার স্মার্টফোনের দৌলতে ও আল্ট্রা-এইচডি যুগে আমরা কম-বেশি সবাইই ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে ভালোবাসি।
তবে, আপনার যদি ফটোগ্রাফির ব্যাপারে প্যাশন থাকে ও আপনি ফটোগ্রাফির শিখতে আগ্রহী থাকেন,
তাহলে বর্তমানে এমন অনেক অনলাইন ফটোগ্রাফি কোর্স রয়েছে, যেগুলো শেখার জন্যে আপনাকে বাড়ি থেকে এক পাও বেরোতে হবে না।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজকে কথা বলতে চলেছি, অনলাইনে সেরা কিছু ফটোগ্রাফি কোর্স সম্পর্কে।
আমরা এখানে কেবলমাত্র সেরা ফটোগ্রাফি কোর্স করার প্লাটফর্ম সম্পর্কেই আলোচনা করবো না,
বরং এখানে আমরা আপনাকে জানাব যে, ফটোগ্রাফি মানে কি ? এবং আমরা কিভাবে শিখবো ফোটোগ্রাফি ?
চলুন, তাহলে এবার আমরা জানি, আলোকচিত্রবিদ্যা বা ফটোগ্রাফি সম্বন্ধে।
ফটোগ্রাফি কি (What is photography in Bengali) ?
মোবাইল ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরাতে নিজেদের কিংবা প্রকৃতির কোনো ছবি তোলেননি এমন মানুষ মনে হয় খুব কমই রয়েছে।
ঠিক তেমনভাবেই, ফটোগ্রাফি মানে কি তা একেবারেই জানেন না, এমন মানুষকেও মনে হয় খুঁজে পাওয়া অসম্ভব।
তবে, ফটোগ্রাফি বা আলোকচিত্রবিদ্যাকে আমরা সোজা ভাষাতে বলতেই পারি যে, এটা হল ছবি তোলার শিল্প।
আরও একটু পেশাদারি কায়দায় বলতে গেলে,
ইলেকট্রনিক পদ্ধতিতে ইমেজ সেন্সর কিংবা আলোতে সংবেদনশীল উপাদান, যেমন ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ধরে রেখে চিরস্থায়ী ছবি তৈরি করার শিল্প, ব্যবহার ও প্রাক্টিসকেই আমরা ফটোগ্রাফি বলে থাকি।
আরো সোজা ভাবে বুঝতে গেলে, ফটোগ্রাফি মানে হলো, আলো দিয়ে আঁকা আঁকি করা (drawing with light)।
একটি camera দিয়ে ছবি (picture) তৈরি করার প্রক্রিয়াকেই ফোটোগ্রাফি বলা হয়।
একজন ব্যক্তি, যে নাকি একটি ক্যামেরার (camera) সাহায্যে পিকচার (picture) তৈরি করে থাকেন, তাকে ফটোগ্রাফার (photographer) বলা হয়।
Camera দিয়ে তৈরি করা picture টিকে বলা হয়, photograph বা photo.
যত দিন যাচ্ছে, এই ডিজিটাল দুনিয়াতে ছবি বা ফটোগ্রাফের চাহিদাও ততই বাড়ছে।
বিশেষত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফটোগ্রাফের উপস্থিতি সবথেকে বেশি চোখে পড়ে।
একটা ছবির সাহায্যে সুন্দর করে কোনো গল্পকে পরিবেশন করা যায়,
মানুষকে কোনো মেসেজ সহজেই দেওয়া ও বুঝানো যায় কিংবা মানুষের মনকে নির্মল আনন্দও দেওয়া যায়।
যে কারণে, বর্তমান সময়ে ফোটোগ্রাফি শেখার চাহিদা মানুষের মধ্যে হুহু করে বাড়ছে।
তাহলে আশা করছি, “ফটোগ্রাফি কাকে বলে” বা “ফটোগ্রাফি বলতে কি বুঝায়“, বিষয়টা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন।
কিভাবে শিখবো ফটোগ্রাফি ?
এত কিছু জানার পর আপনার মনেও কি প্রশ্ন আসছে, যে এই ফোটোগ্রাফি কিভাবে শিখবো ?
তাহলে, আপনাকে বলে রাখা ভালো যে, ছবি তোলা শেখার একাধিক উপায় রয়েছে।
আপনি সরাসরি কোনো প্রফেশনাল ফটোগ্রাফারের থেকে ছবি তোলা শিখতে পারেন।
কিংবা, ফটোগ্রাফি শেখায় এমন ইনস্টিটিউশনে ভর্তি হতে সম্পূর্ণ professional photography শিখে নিতে পারবেন।
অথবা, আপনি ইন্টারনেট মাধ্যম থেকেও বা ইউটিউব চ্যানেল দেখেও ফটোগ্রাফির ব্যাপারে সাধারণ থেকে শুরু করে অ্যাডভান্স তথ্য ও টিপস গুলো জেনেনিতে পারেন।
তবে, আমাদের এই আর্টিকেলে আমরা মূলত আলোচনা করেছি,
অনলাইনে ভালো কিছু ফটোগ্রাফি কোর্স সম্পর্কে, যাতে আপনি নিজের পেশা বা কাজের ফাঁকে সময়মতো এই কোর্সগুলো চালিয়ে যেতে পারেন।
আর, আপনি যদি নিজেকে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান,
তাহলে আজকে থেকেই এই বিভিন্ন ফটোগ্রাফি কোর্সগুলো শেখা শুরু করতে পারেন।
চলুন, তাহলে শুরু করা যাক, সেরা অনলাইন ফটোগ্রাফি কোর্স করার প্লাটফর্ম-এর তালিকাটি।
৮টি সেরা অনলাইন ফটোগ্রাফি কোর্স করার প্লাটফর্ম:
ইউটিউব চ্যানেলের শিক্ষানবীশ থেকে শুরু করে দুনিয়ার সেরা ইউনিভার্সিটি প্রোগ্রাম পর্যন্ত- এই গোটা বিশ্বেই অনলাইন ফটোগ্রাফি ক্লাসের সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বেড়ে চলেছে।
এর মধ্যে প্রচুর অনলাইনে বিনামূল্যের ফটোগ্রাফি কোর্স থাকলেও, ভালোমানের ফটোগ্রাফি কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতেই হবে।
চলুন, তাহলে আমরা জানি কয়েকটি সেরা ফটোগ্রাফি কোর্সের প্ল্যাটফর্মের ব্যাপারে-
১. Beginner Photography Course Bundle from Creativelive:
Creativelive-এর অনলাইন কোর্স প্ল্যাটফর্মটি ফটোগ্রাফি শেখার একটা বেশ আদর্শ জায়গা হতে পারে।
আপনি যদি একদম প্রথম থেকে ফটোগ্রাফি শিখতে চান, তবে এই প্ল্যাটফর্মের নিজস্ব চারটি ফটোগ্রাফি কোর্সের বান্ডিল আছে।
এই ‘ফোর-কোর্স বান্ডিল’-এ আপনি সাধারণ ফটোগ্রাফি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।
এই কোর্সগুলো থেকে আপনি বেসিক ক্যামেরা সেটিংস, লাইটিং, কম্পোজিশন ও ডিজিটাল পোস্ট-প্রসেসিং সম্বন্ধেও শিখতে পারবেন।
আর, এই প্রাথমিক ফোটোগ্রাফির কোর্সের মধ্যে আপনি ১০৭টি অনলাইন ভিডিও ক্লাস পেয়ে যাবেন।
আপনি এই কোর্স থেকে যে যে বিষয়ে জানতে পারবেন,
- ফটোগ্রাফির প্রাথমিক ধারণা
- ফটোগ্রাফির লাইটিং সম্পর্কে সাধারণ ধারণা
- Adobe Lightroom সফটওয়্যারের ব্যবহার
- Adobe Photoshop Basics-এর প্রাকটিক্যাল ব্যবহার
২. Introductory Photography Course from Udemy:
Udemy হল এমন একটা অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি প্রায় ২০০০-এরও বেশি ডিজিটাল ফটোগ্রাফি কোর্সের অ্যাক্সেস পেতে পারেন।
এমনকি, আপনি এর বিনামূল্যের ফটোগ্রাফি কোর্সগুলো দিয়েও আপনার শেখা শুরু করতে পারেন।
তবে, আমরা এখানে কথা বলবো, Udemy-এর দেড় ঘন্টার একটা অনলাইন ফটোগ্রাফি ভিডিও ক্লাসের ব্যাপারে।
এই ক্লাসটা সেইসব মানুষদের জন্যে খুবই উপকারী, যারা ফটোগ্রাফিকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চান।
বর্তমান সময়ে, এই সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ ফ্রীতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে করতে পারছেন।
এই বেসিক কোর্সটি যেসব বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দেবে,
- ক্যামেরা সেটিংস,
- এক্সপোজার ও মিটারিং মোড,
- অটোফোকাস/ ম্যানুয়াল ফোকাস কন্ট্রোলিং,
- ‘রুল অফ থার্ড’, ‘ডেপ্থ অফ ফিল্ড’-এর মতো ফটো কম্পোজিশনের ধারণাগুলো,
এছাড়াও, Udemy-এর অসংখ্য ভালো-ভালো পেইড ফটোগ্রাফির কোর্স রয়েছে।
যেগুলোর ডিউরেশন ৫-২০ ঘন্টার অনলাইন ভিডিও ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে।
এখানে আপনি ফিল্মমেকিং, Adobe Premiere ও কমার্শিয়াল ফোটোগ্রাফি সম্পর্কিত কোর্সগুলোও দেখতে পারেন।
৩. Certificate in Photography from iPhotography Course:
আপনি যদি একজন অপেশাদার কিংবা নতুন ফটোগ্রাফার হয়ে থাকেন,
তাহলে iPhotography Course আপনাকে ফটোগ্রাফি শেখার একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারে।
এই প্ল্যাটফর্মের একাধিক অনলাইন ফোটোগ্রাফি এবং এডিটিং কোর্স আছে, যেগুলো আপনাকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে তৈরী হতে সাহায্য করতে পারে।
আপনি এই কোর্স থেকে পেয়ে যাবেন মোট ১৮টি মডিউল।
যেখান থেকে আপনি নিমলিখিত বিষয়গুলো শিখতে পারেন,
- কম্পোজিশন
- ক্যামেরা ট্রিক
- ক্যামেরা সেটিংস
- অ্যাডভান্সড পোসিং
- লাইটিং ও ইক্যুইপমেন্ট
Photoshop-এ এডিটিং
এখানে প্রতিটা কোর্স থেকে আপনি নিশ্চিতভাবে সার্টিফিকেট পাবেন।
এছাড়াও, iPhotography-এর নিজস্ব একটা কম্যুনিটি আছে, যেখানে এর প্রশিক্ষক ও স্টুডেন্টরা যথেষ্ট সক্রিয়ভাবে ফটোগ্রাফি সম্পর্কে নানান ধরণের আলাপ-আলোচনা করে থাকে।
এমনকি, আপনি সারাজীবন এই প্ল্যাটফর্ম থেকে আপনার কোর্স মেটেরিয়ালের অ্যাক্সেসও পেয়ে যাবেন।
আর, এই প্ল্যাটফর্মের একটা ‘The 30-Day Photographer’ নামের বিনামূল্যের ফটোগ্রাফি কোর্স আছে।
যেখানে আপনি এক মাসে ৩০টা ৬০-সেকেন্ডের অনলাইন ভিডিও ক্লাস পাবেন।
এই ক্লাসগুলো থেকে আপনি ফটোগ্রাফির বেসিক নীতিগুলি সম্পর্কে জানতে পারবেন।
৪. Your Road to Better Photography
এটা Udemy-এর আরও একটা সেরা অনলাইন ফটোগ্রাফি কোর্স।
এই কোর্সটা সেইসব মানুষদের জন্যে খুবই ভালো, যারা ক্যামেরার বেসিক ব্যবহার সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এবং তারা ক্যামেরার অটো মোডে মোটামুটি ভালোই ছবি তুলতে পারছেন।
কারণ, এই কোর্স থেকে আপনি অটো মোড থেকে বেরিয়ে কিভাবে ম্যানুয়াল সেটিংস থেকে একদম পেশাদারি ফটোগ্রাফি করতে পারবেন।
এখান থেকে আপনি যেসব বিষয়ে শিখতে পারবেন,
- ISO
- শাটারস্পিডের ব্যবহার
- অ্যাপারচার ও এক্সপোজারের নিয়ন্ত্রণ এবং ইত্যাদি
৫. Portrait Photography Bootcamp from Creativelive:
বেসিক ফটোগ্রাফির বাইরে, আপনি যদি অ্যাডভান্সড লেভেলে কোনো ফটোগ্রাফি শিখতে চান,
তবে আপনি একবার পোর্ট্রেইট ফোটোগ্রাফি শিখে দেখতে পারেন।
Creativelive-এর Portrait Photography Bootcamp কোর্সটিতে আপনি পোট্রেইট ফোটোগ্রাফি করার যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে শিখতে পারবেন।
আর, এই কোর্সটা যেকোনো ফটোগ্রাফারদের জন্যেই যথেষ্ট উপকারী।
আপনি এখান থেকে পোর্ট্রেইট ফোটোগ্রাফি সম্পর্কে যেসব বিষয়ে শিখতে পারবেন,
- লাইটিং
- ক্যামেরা সেটিংস
- লেন্স নির্বাচন করা
- একক ও গ্রুপের ক্ষেত্রে অ্যাডভান্সড পোসিং টেকনিক
এই কোর্সটি বাদ দিলেও, Creativelive-এরও বহু অনলাইন ডিজিটাল ফোটোগ্রাফি কোর্স রয়েছে।
এমনকি, এখানে অনেককগুলো স্পেশালাইজড কোর্সও আছে, যেগুলো আপনি আপনার ফটোগ্রাফি দক্ষতা অনুযায়ী বাছতে পারবেন।
৬. Photography courses by Skillshare
Skillshare হলো একটি সেরা অনলাইন লার্নিং কমুনিটি (online learning community), যেখানে আপনারা বিভিন্ন বিষয়ে এডুকেশনাল ভিডিও (educational videos) গুলো পাবেন।
এখানে আপনারা কেবল ফোটোগ্রাফি নয়, তবে প্রচুর বিষয়ে টিউটোরিলা ভিডিও গুলো পাবেন।
তবে হে, এটা একটি পেইড প্লাটফর্ম, তাই এখান থেকে যেকোনো বিষয়ে জ্ঞান পেতে হলে আপনাকে skillshare এর premium subscription plan গুলো নিতে হবে।
কিছু সেরা ফোটোগ্রাফি কোর্স গুলো এখানে পাবেন, যেমন,
- Fundamentals of DSLR Photography,
- Manual Camera Basics
- Mobile Photography Basics
- Photography for Instagram
- The Art of Photography
৭. Photography Basics and Beyond from Coursera:
ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেসের মধ্যে Coursera হল একটা অত্যন্ত জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম প্রোভাইডার।
এর বেশিরভাগ কোর্সগুলোই নামীদামী সমস্ত কলেজ ও ইউনিভার্সিটি গুলোর দ্বারা স্বীকৃত।
এখানে আপনি মিশিগান স্টেট ইউনিভার্সিটির ফটোগ্রাফির কোর্সটি করতে পারেন।
এই কোর্সটি হল একটা সাত মাসের প্রোগ্রাম।
এখানে আপনি আপনার সময়মতো ও প্রয়োজন অনুসারে ক্লাসগুলো করতে পারবেন।
আর, এই কোর্সের মধ্যে আপনি বিভিন্ন ফটোগ্রাফি প্রোজেক্ট পাবেন ও প্রোগ্রামের শেষে একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন।
এই সার্টিফিকেটটি একজন ফ্রীল্যান্সার ফটোগ্রাফার হিসেবে আপনাকে ফটোগ্রাফির মার্কেট ধরতে অনেকটা সাহায্য করতে পারে।
এছাড়া, এই কোর্স প্লাটফর্ম এর মধ্যে আপনারা অন্যান্য প্রচুর ফোটোগ্রাফি কোর্স গুলো পাবেন।
৮. The Practicing Photographer from Lynda:
Lynda হল ব্যবসায়িক সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Linkedin-এর প্রফেশনাল ট্রেনিং ওয়েবসাইট।
এর প্রতিটা কোর্সের মতোই এর ফোটোগ্রাফি কোর্স গুলোতেও আপনি ভালোমানের ভিডিও ট্রেনিং পেয়ে যাবেন।
এই কোর্সগুলোর সাহায্যে আপনি নিজের জ্ঞান বাড়ানোর পাশাপাশি আপনার দক্ষতাকে মার্কেটে কাজে লাগানোর কৌশলগুলোও শিখতে পারবেন।
বিভিন্ন অনলাইন ফটোগ্রাফি কোর্স আপনাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে করতে হলেও,
Linkedin-এর Lynda-এর ওয়েবসাইট থেকে আপনি কিছু কোর্স একমাসের জন্যে একেবারে বিনামূল্যেই করতে পারেন।
যাতে, আপনি টাকা দিয়ে এই ফটোগ্রাফির কোর্স করবেন কি করবেন না, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
এই The Practicing Photographer কোর্সটি মাত্র ৩০ মিনিটের একটা ওয়েব কোর্স।
এখানে আপনাকে একজন পেশাদার ফটোগ্রাফার হিসাবে কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে, তা শেখানো হয়।
এই কোর্স ছাড়াও, Lydna-এর ওয়েবসাইট থেকে আপনি ফটোগ্রাফির উপর প্রায় ৬০০-এরও বেশি কোর্স ও ২৫,০০০-এরও বেশি ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন।
এক্সট্রা টিপস:
প্রথমেই কোনো কোর্সে দুম করে ভর্তি হওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না, বিশেষ করে যেসব কোর্সে টাকার বিষয় জড়িয়ে থাকবে।
তাই, আপনি আগে ভেবে-চিনতে সিদ্ধান্ত নেবেন, যে আপনি সত্যিই ফটোগ্রাফিকে নিজের পেশা বা নেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন কি না।
যদি, আপনার উত্তর হ্যাঁ হয়; তাহলে প্রথমে ইউটিউবে গিয়ে কতগুলো ‘How to learn photography?’ কিংবা ‘basics of photography’-এর ভিডিও গুলো দেখে সাধারণ ফোটোগ্রাফি শেখার চেষ্টা করুন।
এরপরেও যদি মনে হয় যে, আপনি আরও ভালো করে এই বিষয়গুলো শিখতে চান,
তাহলে ভালো করে ইন্টারনেটে বেস্ট ফটোগ্রাফি কোর্সগুলো সম্পর্কে অনুসন্ধান করে নিন কিংবা আপনার পরিচিত কোনো পেশাদার ফটোগ্রাফারের সাথেও আলোচনা করে নিতে পারেন।
তারপর, সেরকম মনে হলে, উপরে উল্লেখ করা কোর্সগুলোর মধ্যে আপনি নিজের সুবিধামতো যেকোনো একটাকে বেছে নিতে পারেন।
আমাদের আজকের এই, ফটোগ্রাফি কি বা ফটোগ্রাফি বলতে কি বুঝায় এবং অনলাইন ফটোগ্রাফি কোর্সের সেরা প্ল্যাটফর্মের তালিকাটি নিয়ে লিখা আর্টিকেল এখানেই শেষ হলো।
আর্টিকেলের সাথে জড়িত, কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
ফটোগ্রাফি হলো একটা ভাব প্রকাশের মাধ্যম। সেটা শখের হোক কিয়বা পেশা। শখ থেকে আমিও শুরু করেছিলাম।
Your article is very helpful