নতুন গাড়ি গেম ডাউনলোড | সেরা কার রেসিং গেম গুলো – (২০২৩)

নতুন গাড়ি গেম ডাউনলোড: বর্তমান সময়ে যদি আপনারা high graphics car racing games খেলতে পছন্দ করে থাকেন, তাহলে একটি PC / computer-এর প্রয়োজন নেই। নিজের android mobile-গুলোতেই এখন খেলা যাবে নতুন নতুন গাড়ি রেসিং গেম যেগুলোর গ্রাফিক্স একেবারেই কম্পিউটারের গেম এর মতোই।

তবে, এন্ড্রয়েড মোবাইলে গাড়ি গেম বা রেসিং গেম ডাউনলোড করে খেলার একটি অসুবিধা অবশই রয়েছে,

আপনাকে mobile-এর touch screen-এর সাহায্যে রেসিং করতে হয়।

তবে, কম্পিউটার বা অন্যান্য গেমিং কনসোল এর ক্ষেত্রে আপনি keyboard বা gamepad ব্যবহার করে থাকেন।

বেশিরভাগ লোকেদের মোবাইলের touchscreen-এর সাহায্যে গেম খেলতে কোনো ধরণের অসুবিধা হয়ে থাকেনা।

Android mobile-এর মধ্যে খেলতে পারবেন এরকম প্রচুর আলাদা আলাদা রকমের কার রেসিং গেম গুলো রয়েছে।

আজকের এই আর্টিকেলের দ্বারা আমরা সেরা কিছু গাড়ি গেম গুলোর বিষয়ে বলবো যেগুলো আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলে খেলতে পারবেন।

এই নতুন গাড়ি গেম গুলো ডাউনলোড করার জন্যে আমরা প্রত্যেকটি গেমের নিচে তাদের ডাউনলোড লিংক অবশই দিয়ে দিবো।

নতুন গাড়ি গেম ডাউনলোড করুন – (কার রেসিং গেম)

গাড়ি গেম ডাউনলোড
Best new car racing games download for android mobile.

মোবাইল গেমিং এর ক্ষেত্রে রেসিং গেম বা গাড়ি গেম গুলো প্রচুর জনপ্রিয়।

প্রত্যেক বছর android mobile-এর জন্যে দারুন হাই গ্রাফিক্স রেসিং গেম গুলো লঞ্চ করা হচ্ছে।

এছাড়া, আজকাল আমরা online multiplayer mode এর সাহায্যে অনলাইনে নিজেদের বন্ধু বান্ধবের সাথে একসাথে রেসিং গেম খেলার আনন্দ উপভোগ করে থাকি।

তাই, নিচে আমি মোবাইলের জন্যে এমন এমন গাড়ি রেসিং গেম গুলোর বিষয়ে বলে দিচ্ছি যেগুলো খেলে অনেক মজা পাবেন।

এছাড়া, প্রত্যেকটি গেম আপনারা Google Play Store-এর মধ্যে পেয়ে যাবেন, তবে আমরাও ডাউনলোড লিংক অবশই দিয়ে দিয়েছি।

The best car racing games for Android – (2023)

১. Asphalt 9: Legends

২. Assoluto Racing

৩. Beach Buggy Racing 2

৪. CSR Racing 2

৫. Hill Climb Racing 2

৬. KartRider Rush+

৭. Mario Kart Tour

৮. Motorsport Manager Racing

৯. Real Drift Car Racing

১০. Real Racing 3

১১. Need for Speed™ No Limits

চলুন এখন নিচে আমরা প্রত্যেকটি গাড়ি রেসিং গেম গুলোর বিষয়ে একে একে জেনেনেই।

এছাড়া, গেম গুলোর ডাউনলোড লিংক অবশই আপনারা পেয়ে যাবেন।

১. Asphalt 9: Legends

Asphalt 9: Legends, আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ফ্রীতেই মোবাইলে খেলতে পারবেন।

Gameloft এবং Asphalt franchise-এর তরফ থেকে চলে আসা এটা বর্তমেন্ট latest racing game.

এখানে আপনারা দারুন এবং চোখে লাগার মতো graphics, sound এবং mechanics দেখতে পাবেন।

এখানে আপনারা পাবেন, 800 events, weekly এবং monthly events সাথে online PvP action.

আপনাদের টোটাল ৫০টি গাড়ি (cars) দেওয়া হবে, যেগুলো আপনারা unlock করতে পারবেন।

এছাড়া, নিজের গাড়ি গুলোকে upgrade করে সেগুলোর রেসিং ক্ষমতা বাড়ানো যাবে।

প্রত্যেকটি অন্যান্য মোবাইল গাড়ি রেসিং গেম গুলোর তুলনায় Asphalt 9: Legends-এর graphics সেরা।

২. Assoluto Racing

এই রেসিং গেমটিও আপনারা নিজের মোবাইলে ফ্রীতে খেলতে পারবেন। 

এই রেসিং গেমটি মূলত track racing এবং drifting-এর ওপরে ফোকাস রেখে তৈরি করা হয়েছে। 

মানে, যদি আপনারা এরকম একটি গাড়ি গেম খুঁজছেন যেখানে রেসিং ট্র্যাক এর মধ্যে রেসি করা হবে,

তাহলে এই Assoluto Racing গেমটি আপনার অবশই ভালো লাগবে। 

এই গেমটির মধ্যেও থাকছে, ভালো মানের গ্রাফিক্স, সাউন্ড, ভিজ্যুয়াল, সাধারণ কন্ট্রোল এবং প্রচুর events.

গেমটির অন্যান্য ভালো features গুলোর মধ্যে একটি থাকছে online multiplayer racing.

এছাড়া, গাড়ি tune, upgrade এবং customize করার মতো features গুলো তো আছেই। 

মনে রাখবেন, গেমটি ভালো করে মোবাইলে চলার জন্যে একটি ভালো মোবাইল থাকা জরুরি। 

বেশিরভাগ, lower-end devices গুলোতে এই গেম খেলতে সমস্যা হতে পারে। 

Download Assoluto Racing Game 

৩. Beach Buggy Racing 2

Price: Free to play

Beach Buggy Racing 2, গেমটি আপনারা খেলতে অনেক ভালো পাবেন। 

কারণ, গেমটি অনেক জনপ্রিয় কনসোল গেম “Mario Kart” এর মতোই প্রায়। 

এটা একটি kart racer game যেখানে আপনাকে আলাদা আলাদা tracks এবং location এর মধ্যে রেস করতে হয়।

রেসিং এর সময় আপনারা আলাদা আলাদা special abilities গুলো ব্যবহার করতে পারবেন।

গেমটিতে থাকছে, 45 power-ups, 40 karts to collect এবং online PvP মোড। 

অনলাইন PvP mode এর সাহায্যে আপনারা অন্যান্য players-দের সাথে রেস করতে পারবেন। 

এই গেমটির গ্রাফিক্স অনেক ভালো, এবং গেমটি খেলে আপনারা বিরক্ত অনুভব করবেননা। 

৪. CSR Racing 2

CSR Racing 2 রেসিং কার গেমটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে খেলতে পারবেন। 

গেমটি মোবাইল রেসিং গেম এর দুনিয়াতে থাকা অনেক জনপ্রিয় একটি গেম। 

Google play store থেকে গেমটিকে ৫০মিলিয়ন এর অধিক বার ডাউনলোড করা হয়েছে ৪.২ রেটিং এর সাথে।  

এটা মূলত একটি drag racing game যেখানে আপনাকে গাড়ি কিনতে হয়, আপগ্রেড করতে হয় এবং শেষে রেস করতে হয়। 

এখানে অবশই আপনারা campaign mode পেয়ে যাবেন যেখানে প্রচুর রেস গুলো পাবেন। 

আপনি চাইলে player vs player mode হিসেবে অনলাইনেও গেমটি উপভোগ করতে পারবেন। 

প্রচুর সুন্দর সুন্দর cars গুলো আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন। 

শেষে, গেমের graphics-এর কথা বলতে গেলে গ্রাফিক্স সত্যি অনেক সুন্দর। 

Download CSR Racing 2

৫. Hill Climb Racing 2

Hill Climb Racing 2 গেমটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলে খেলতে পারবেন। 

Android mobile-এর জন্যে চলে আসা এটা একেবারে নতুন একটি রেসিং গেম। 

এখানে রয়েছে, দারুন ও রংবিরঙ্গি গ্রাফিক্স এবং অনেক সাধারণ কন্ট্রোল। 

আপনাকে নিজের বিরোধীদের সাথে রেস করতে হয়, তবে সমান এলাকাতে নয়। আপনাকে পাহাড় এর মধ্যে ওপর নিচ হয়ে রেস করতে হবে। 

আপনি চাইলে নিজের গাড়ি গুলোকে কাস্টমাইজ এবং আপগ্রেড করতেও পারবেন। 

Game-এর মধ্যে campaign এবং online multiplayer mode দুটোই আপনারা পাবেন। 

এছাড়া, থাকছে achievements, daily tasks এবং অন্যান্য challenges গুলো। 

যদিওবা আপনার কাছে অনেক পুরোনো একটি android mobile রয়েছে, তাহলেও এই গেমটি কোনো সমস্যা ছাড়া খেলা যাবে। 

Download Hill Climb Racing 2 Game 

৬. KartRider Rush+

KartRider Rush+ সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে খেলতে পারবেন। 

আপনারা যদি নতুন গাড়ি গেম ডাউনলোড করতে চাইছেন, তাহলে এই গেমটি একবার হলেও খেলে অবশই দেখুন। 

এখানে আপনারা প্রচুর আলাদা আলাদা game modes পাবেন, 

যেমন, speed mode, arcade mode, a ranked mode, story mode ইত্যাদি। 

Customization অপসন অবশই রয়েছে যার দ্বারা গাড়ি গুলোকে আপগ্রেড করতে পারবেন। 

এছাড়া, power-ups এর সুবিধা রয়েছে যার দ্বারা রেস এর মধ্যে আপনারা দারুন ভাবে এগিয়ে যেতে পারবেন। 

Download KartRider Rush+

৭. Mario Kart Tour

Mario Kart Tour নামের এই গেমটি আপনারা সম্পূর্ণ ফ্রীতে নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। 

Nintendo Co., Ltd-এর তরফ থেকে পাবলিশ করা এই মারিও গেমটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। 

শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই ১০০+ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই গেমটি। 

এখানে আপনাকে আলাদা আলাদা racers-দের আনলক করতে হয় এবং রেস গুলোকে সম্পূর্ণ করতে হয়।  

অবশই, গেমটিতে আপনারা আলাদা আলাদা Game Modes গুলো পেয়ে যাবেন। 

২০২০ আপডেট এর পর থেকে গেমটি আপনারা multiplayer হিসেবেও খেলতে পারবেন। 

Download Mario Kart Tour 

৮. Motorsport Manager Racing

Motorsport Manager Racing-হলো Motorsport Mobile Manager 3-এর ফ্রি ভার্সন। 

এটা হলো একটি online multiplayer simulator গেম যেখানে প্লেয়ারদের একটি motorsport team-এ একসাথে রাখা হয়। 

আপনাকে নিজের একটি গাড়ি তৈরি ও আপগ্রেড করতে হয়, এরপর সেই গাড়ি দিয়ে online opponents-দের সাথে রেস করতে হবে। 

প্রত্যেকটি রেস ১০ জনের মধ্যে হয়ে থাকে (10-person).

Graphics-এর কথা বলতে গেলে আমার হিসেবে গেমের মধ্যে দারুন গ্রাফিক্স রয়েছে। 

Download the game 

৯. Real Drift Car Racing

Real Drift Car Racing, নাম শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে গেমটি মূলত ড্রিফটিং (drifting) এর ওপর ফোকাস করে থাকে। 

রেস করার সময় নিজের opponents-দের থেকে কিভাবে ড্রিফটিং এর দ্বারা এগিয়ে যাবেন সেটাই আপনার মূল কৌশল।   

গেম এর সাথে সাথে আপনারা প্রচুর cars গুলোকে unlock করতে পারবেন এবং আলাদা আলাদা ট্র্যাক গুলোতে রেস করতে পারবেন। 

Game-টির free এবং paid দুটো version-এই রয়েছে। 

20 million downloads-এর সাথে Real Drift Car Racing গেমটি হয়ে দাঁড়িয়েছে মোবাইলের সবচেয়ে বেশি realistic drift racing game.

Download Drift Car Racing 

১০. Real Racing 3

Real Racing 3 আমাদের গেমের তালিকাতে থাকা সব থেকে অধিক realistic racing games গুলোর মধ্যে একটি। 

Game-টিতে নতুন নতুন কনটেন্ট গুলো পাবে, যেমন ২০০ থেকেও অধিক cars এবং আলাদা আলাদা game modes.

যদি বন্ধুদের সাথে এই গেমটি অনলাইনে খেলতে চাইছেন, তাহলেও এখানে রয়েছে real time multiplayer mode.

গেমটির মধ্যে পাবেন 2000 থেকেও অধিক events .

এছাড়া, যদি graphics-এর কথা বলা হয় তাহলে এখানে অনেক উন্নত ও দারুন visual graphics পাবেন। 

কোথায় রেস করবেন, সেটাও আপনারা ১৮টি রিয়েল ওয়ার্ল্ড লোকেশন গুলোর থেকে বেছে নিতে পারবেন। 

Real Racing 3 download link 

১১. Need for Speed™ No Limits

আপনারা যদি নিজের মোবাইলে কম্পিউটারের মতো দারুন গ্রাফিক্স সহ রেসিং কার গেম ডাউনলোড করতে চাইছেন,

তাহলে অবশই, Need for Speed™ No Limits গেমটি একবার হলেও মোবাইলে খেলুন। 

ELECTRONIC ARTS-এর তরফ থেকে published করা এই গেমটিতে পাবেন দুর্দান্ত রিয়েল লাইফ গ্রাফিক্স। 

আপনারা real online player দের সাথে multiplayer mode হিসেবে একসাথে রেস করতে পারবেন। 

এছাড়া, নতুন নতুন গাড়ি আনলক করা, ডিজাইন করা, গাড়ি আপগ্রেড ইত্যাদি সবটাই করা যাবে এখানে। 

BMW, DODGE, FORD, LAND ROVER ইত্যাদি সহ প্রচুর জনপ্রিয় ও প্রিমিয়াম গাড়ি গুলো চালিয়ে রেস করতে পারবেন। 

Download Need for Speed™ No Limits

উপসংহার,,

তাহলে বন্ধুরা, আশা করছি নিজের মোবাইলে নতুন নতুন গাড়ি গেম ডাউনলোড করার ক্ষেত্রে সেরা কিছু গেম আপনারা পেয়েই গিয়েছেন। 

এই কার রেসিং গেম গুলোর প্রত্যেকটি আপনার অনেক ভালো লাগবে। 

কেননা, প্রত্যেকটিতেই রয়েছে দারুন visual, graphics, tracks, প্রচুর গাড়ির কালেকশন এবং অনলাইন মাল্টিপ্লেয়ার মোড। 

Car racing games download করার ক্ষেত্রে, প্লে স্টোরের বাইরেও আপনারা অন্যান্য গেম ডাউনলোড করার অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। 

আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশই নিচে কমেন্ট করে জানাবেন। 

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top