দৌড়ানো গেম ডাউনলোড: টেম্পল রান এর মতো কয়েকটি গেম

দৌড়ানো গেম ডাউনলোড: বন্ধুরা, আপনারা যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তাহলে নিজের মোবাইলে গেম অবশই খেলতে পছন্দ করেন ? এমনিতে আমি কিন্তু গেম খেলতে অনেকটা পছন্দ করে থাকি।

এন্ড্রয়েড দৌড়াদৌড়ি গেম
দৌড়ানোর এন্ড্রয়েড গেম গুলোর তালিকা

যদি আপনারা টেম্পল রান গেম খেলেছেন এবং এরকম দৌড়ানোর গেম গুলো খেলতে আপনি পছন্দ করে থাকেন,

তাহলে আজকের আর্টিকেলটি কেবল আপনার জন্যেই লেখা।

কেননা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এন্ড্রয়েড মোবাইলের এমন কিছু সেরা গেম গুলোর বিষয়ে আপনাদের বলবো যেগুলো দৌড়াদৌড়ির সাথে জড়িত।

সোজা ভাবে বললে, টেম্পল রান এর মতোই অন্যান্য গেম গুলোর বিষয়ে আমি আপনাদের এখানে বলবো।

তাহলে চলুন, নিচে আমরা Best Android Games Like Temple Run গুলোর বিষয়ে জেনেনেই।

টেম্পল রান এর মতো সেরা দৌড়ানো গেম ডাউনলোড

নিচে আমি যেগুলো দৌড়ানোর এন্ড্রয়েড গেম গুলোর বিষয়ে বলবো সেগুলো আপনারা Google Play Store থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। 

এছাড়া, প্রত্যেকটি গেম দারুন মজার এবং প্রত্যেক android mobile এর জন্য উপলব্ধ রয়েছে।

Original – Temple Run Game :

টেম্পল রান মোবাইল গেম এন্ড্রয়েড মোবাইল গেমিং এর ইতিহাসের সব থেকে অধিক জনপ্রিয় একটি গেম হিসেবে বলা যেতে পারে।

সত্যি বলতে প্রত্যেকেই কোনো না কোনো সময় এই গেমটি একবার হলেও খেলেছেন বা কাওকে খেলতে দেখেছেন।

তাই, যদি আপনি এই ধরণের দৌড়ানোর গেম গুলো খেলতে পছন্দ করে থাকেন, তাহলে এরকম অন্যান্য প্রচুর এন্ড্রয়েড গেম গুলো রয়েছে।  

আর তাই নিচে আমি best games like Temple Run on Android এর বিষয়ে আপনাদের বলতে চলেছি।

টেম্পল রান গেমটি হলো একটি endless runner game যেখানে দৌড়োনোর শেষ নেই।

আর নিচে আমরা এরকম কিছু অন্যান্য মজার endless runner games গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি।

১. Alto’s Odyssey

Alto’s Odyssey হলো একটি free android adventure game যেটার গেমপ্লে প্রায় temple run game এর মতোই এবং যেটা একটি 2D side-scrolling runners game. গেমটি গুগল প্লে স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করে মোবাইলে খেলতে পারবেন।

গেমটিতে রয়েছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সিনারি, লোকেশন এবং বিভিন্ন unlockable content গুলো।

গেমটিতে আপনাকে দৌড়োনোর বদলে মূলত স্কেটিং করে এগিয়ে যেতে হয়।

সত্যি বলতে এই দৌড়োনোর গেমটি আপনাদের টেম্পল রান থেকেও অধিক পছন্দ হবে।

২.  Bendy in Nightmare Run

এটাও খুব দারুন একটি রানিং গেম (Android running game) যেখানে আপনাকে দৌড়োতে দৌড়োতে বিভিন্ন জায়গা পার করতে হবে।

গেমটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলে খেলতে পারবেন।

গেমপ্লের কথা যদি বলা হয় তাহলে এখানে দারুন গেমপ্লে, মিউজিক এবং কনটেন্ট দেখতে পাবেন।

Bendy in Nightmare Run গেমটিতে আপনাকে দৌড়ে দৌড়ে এগিয়ে যেতে হবে এবং শয়তান ভূতের থেকে বাঁচতে হবে।

৩. Minion Rush: Running Game

আপনারা Minion এর animated movies তো অবশই দেখেছেন হয়তো, অনেকটা জনপ্রিয় এই এনিমেটেড মুভি।

এবার Gameloft SE তরফ থেকে minion চলে এসেছে একটি সেরা android running game হিসেবে সেটাও একেবারে ফ্রীতে।

দারুন এবং সুন্দর সুন্দর জায়গাতে দৌড়োতে হবে আপনাকে এবং করতে হবে কয়েন কালেক্ট।

এছাড়া, আপনার কাছে থাকবে কিছু master abilities যেগুলোর মাধ্যমে করতে পারবেন দারুন মুভস।

Temple run এর মতোই এটাও একটি Endless Running game যেটা সত্যি টেম্পল রান থেকেও অধিক দারুন।

৪. Super Mario Run

আপনিও কি Super Mario গেম নিজের মোবাইলে বা কম্পিউটারে খেলে দেখেছিলেন ? যদিও খেলেননি তবুও Super Mario Game এর নাম অবশই শুনেছেন হয়তো।

তবে এখন Nintendo Co., Ltd এর তরফ থেকে মারিও রানিং গেম নিয়ে আসা হয়েছে android mobile users দের জন্য।

দারুন দারুন লোকেশন, এডভেন্চার এর সাথে পুরো করতে হবে নতুন নতুন মিশন গুলো।

প্রত্যেক মিশন গুলোতে আপনারা plains, caverns, ghost houses, airships, castles ইত্যাদি বিভিন্ন জায়গা দিয়ে ভ্রমণ করতে হয়।

মূলত একটি সেরা এবং রোমাঞ্চক ভরা মারিও রানিং গেম।

৫. Sonic Forces – Running Battle

এখন যদি আপনি offline running android games এর জায়গায় online running games গুলোর কথা বলে থাকেন, তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই।

কারণ, SEGA তরফ থেকে গুগল প্লে স্টোরে রয়েছে একটি দারুন অনলাইন মাল্টিপ্লেয়ার রানিং গেম যেখানে আপনি বিশ্বের বিভিন্ন প্লেয়ার দের সাথে দৌড়োনোর প্রতিযোগিতা বা লড়াই করতে পারবেন।

গেমটিকে আমরা multiplayer racing & battle game বলেও বলতে পারি যেখানে real players দের সংগে প্রতিযোগিতা হবে।

Spin, jump, smash এবং slide, যেখানে যেটার প্রয়োজন সেভাবেই দৌড়োতে হবে যদি আপনি গেম জিততে চাইছেন।

৬. Sonic Dash 2: Sonic Boom

SEGA তরফ থেকেই sonic এর আরেকটি ভার্সন রয়েছে যেটার নাম হলো, Sonic Dash 2 যেখানে আপনাকে জংগলের মধ্যে দৌড়োতে হয়।

লোকেশনটি মূলত জংগলে এবং আপনাকে দৌড়ে দৌড়ে মিশন শেষ করতে হবে।

গেমটি ৪.২ প্লে স্টোর রেটিং এর সাথে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং সেরা এন্ড্রয়েড রানিং গেম এর তালিকাতে জায়গা করে নিয়েছে। 

নতুন নতুন জায়গা এবং চ্যালেঞ্জ এর সাথে এগিয়ে যান এবং গেম এর আনন্দ উপভোগ করুন।

৭. Jumanji: Epic Run

এখন আপনাদের মধ্যে প্রত্যেকেই হয়তো জুমানজি (Jumanji) সিনেমাটি দেখেছেন বা সিনেমাটির বিষয়ে শুনেছেন।

ছবিটি যেরকম দারুন এবং মজার ছিল ঠিক সেরকম জুমানজি গেমটিকে Crazy Labs by TabTale দ্বারা গুগল প্লেস্টোরে পাবলিশ করা হয়েছে।

এটা টেম্পল রান এর মতোই একটি সম্পূর্ণ রানিং এন্ড্রয়েড গেম যেখানে রয়েছে প্রচুর adventure এবং action.

এটা একটি 4D Runner Game যেখানে রয়েছে প্রচুর EPIC ENVIRONMENTS, MAD SKILLS, DEADLY JUNGLE BATTLES, ENDLESS TREASURES ইত্যাদি।

এর সাথেই আপনি আপনার প্রিয় AVATAR টি select করে গেমটি খেলতে পারবেন।

৮. Lara Croft: Relic Run

Lara Croft: Relic Run গেমটি অনেক দারুন এবং আকর্ষণীয়।

এখানে কেবল দৌড়োনো ছাড়া আপনারা swing, drive ইত্যাদি action গুলো করতে পারবেন।

গেম এর location বিভিন্ন রয়েছে যেমন, জংগলে এবং বরফের জায়গাতে ইত্যাদি।

SQUARE ENIX LTD তরফ থেকে প্লে স্টোরে থাকা এই গেমটির গুগল প্লে স্টোর রেটিং হলো 4.1.

Android 4.4 version এবং এর পরের ভার্সন এর android OS গুলোতেই এই গেমটি খেলতে পারবেন।

Lara croft এর প্রত্যেকটি গেম এর মধ্যে প্রচুর adventure এবং thrill অবশই থেকে থাকে।

৯. Vector

Vector অনেক পুরোনো তবে প্রচুর জনপ্রিয় একটি এন্ড্রয়েড রানিং গেম যেখানে রয়েছে 20 challenging levels, Arcade gameplay এবং running moves.

গেমটি আমি নিজেই খেলে দেখেছি এবং সত্যি বললে টেম্পল রান থেকেও অনেক মজার এই গেমটি।

এখানে আপনাকে কেবল দৌড়োতে হয় এবং আপনি আলাদা আলাদা moves এর সাথে বাধা (obstacles) গুলোকে পার করতে পারবেন।

সম্পূর্ণ ফ্রি এই গেমটি 4.4 user rating এর সাথে গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে।

Nekki – Action and Fighting Games এর তরফ থেকে কিছু দিন আগেই Vector 2 লঞ্চ করা হয়েছে যেটার কনসেপ্ট প্রায় একি।

১০. Ninja Must Die

Android running games-এর সেগমেন্টে একটি নতুন গেম বর্তমানে চলে এসেছে যার নাম হলো, “Ninja Must Die”.

১ মিলিয়ন থেকে অধিক ডাউনলোড এবং ৪.৮ রেটিং এর সাথে এই গেমটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

এখানে আপনাকে বিভিন্ন অসুবিধা গুলো পার করে এগিয়ে গিয়ে খারাপ লোকেদের সাথে লড়াই করতে হবে।

এটা যদিও একটি সেরা দৌড়োনো গেম তবে এখানে আপনাকে নতুন নতুন কৌশল গুলো ব্যবহার করে লড়াই করতে হবে।

Multiplayer হিসেবেও এই গেমটি খেলতে পারবেন এবং নিজের বন্ধুদের সাথে দৌড়োতে পারবেন।

Download Ninja Must Die Game  

১১. Kicko & Super Speedo

Kicko & Super Speedo, গেমটিতে আপনারা দৌড়োনোর সাথে সাথে গাড়ি চলানোর অনুভব ও করতে পারবেন।

যদি আপনারা সেরা ও নতুন দৌড়ানো গেম ডাউনলোড করতে চাইছেন, তাহলে এই গেমটি একবার হলেও খেলুন।

অন্যান্য দৌড়োদৌড়ি গেমের মতো এই গেম একেবারে সিম্পল মোটেও না।

এখানে আপনাকে jolly joker এর সাথে দৌড়োতে হবে এবং তাকে ধরতে হবে।

এছাড়া, দৌড়োনোর পথে আপনি পাবেন, Dodge Rock Monster এবং নানান ধরণের বাধা।

এগুলোর বাইরেও, দৌড়োনোর সময় Score Boosters গুলো সংগ্রহ করার মাধ্যমে নিজের স্কোর বাড়িয়ে নিতে পারবেন।

Download Kicko & Super Speedo game  

১২. Talking Tom Gold Run

এখানে থাকছে Talking Tom নামের একটি ক্যারেক্টার যে বিভিন্ন জায়গাতে দৌড়োবে।

আপনাকে তাকে সাহায্য করতে হবে তাড়াতাড়ি দৌড়োতে এবং শোনা (gold) সংগ্রহ করতে।

দৌড়োনোর জন্য আপনারা পাবেন দারুন এবং আলাদা আলাদা location/Exciting worlds.

এছাড়া, আপনি পাবেন নতুন নতুন power ups যেগুলোর দ্বারা তাড়াতাড়ি দৌড়োতে পারবেন।

গেমে যতটা এগিয়ে যেতে থাকবেন, আপনারা নতুন নতুন ক্যারেক্টর যেমন, Talking Angela, Ginger, Ben এবং Hank-কে আনলক করতে পারবেন।

Download Talking Tom Gold Run

১৩. Banana Kong

বর্তমানের নতুন দৌড়োনোর মোবাইল গেম গুলোর মধ্যে এই Banana Kong গেমটি আমার সব থেকে প্রিয় গেম।

গেমটিতে আপনারা বিভিন্ন jungle, caves এবং treetops-এর মধ্যে দিয়ে দৌড়োতে হবে।

তবে কেবল দৌড়িয়ে দৌড়িয়ে গেলেই কাজ হবেনা, আপনাকে jump, bounce এবং swing সবটাই করতে হবে।

আপনি একজন Banana Kong (player) হিসেবে গেমটি খেলতে হবে।

এবং, পয়েন্ট সংগ্রহ করার জন্য আপনাকে আলাদা আলাদা জায়গাতে থাকা কলা (banana) গুলো সংগ্রহ করতে হবে।

যদি আপনারা দৌড়োনোর সাথে সাথে গেমের মধ্যে প্রচুর নতুন নতুন অনুভব গুলো করতে চাইছেন, তাহলে অবশই গেমটি খেলে দেখুন।

Download banana Kong 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা টেম্পল রান গেম এর মতো অন্যান্য কিছু সেরা মোবাইলের দৌড়াদৌড়ি গেম গুলোর বিষয়ে জানলাম।

আশা করছি আমাদের দৌড়ানোর গেম (Top Android running games list) গুলোর তালিকা আপনাদের অবশই পছন্দ হয়েছে। 

আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top