মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেক সময় মোবাইলে থাকা অদরকারি ছবি এবং ফাইল গুলো ডিলিট করার কথা আমাদের মাথায় চলে আসে। এবার মোবাইলের গ্যালারি খুলে পুরোনো অদরকারি ছবি গুলো ডিলিট করতে করতে কখন যে আপনার প্রিয় ছবিগুলি ডিলিট হয়ে যায় সেটা বোঝাটা অনেক জটিল একটি কাজ। কি তাই হয় তো?

তবে চিন্তা করতে হবেনা, ভুলে বা যেকোনো কারণে মোবাইল থেকে ডিলিট হওয়া বা করা ছবি এখন আপনি অনেক সমাজেই শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে পুনরুদ্ধার, রিকভার বা রিস্টোর করে নিতে পারবেন। আর আমাদের আজকের এই আর্টিকেলের মধ্যে ডিলেটেড ছবি পুনরুদ্ধার করার সম্পূর্ণ উপায়টি ভালো করে বুঝিয়ে বলা হয়েছে।
মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনা কি সম্ভব?
অবশই, আপনার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবিগুলি আপনি অনেক সহজেই শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে রিস্টোর করে নিতে পারবেন। তবে এর জন্য আপনারা ৪টি আলাদা আলাদা উপায় ব্যবহার করতে পারবেন। নিচে আমি ছবি পুনরুদ্ধার করার প্রতিটি উপায় একে একে উল্লেখ করেছি।
১. Google Photos (Backup):
হ্যা হ্যা আমিও জানি, মোবাইল থেকে মুছে যাওয়া ছবিটি ঘুরিয়ে পেতে আপনিও সবচে আগে আপনার মোবাইলে থাকা Google Photos App-টিতেই প্রবেশ করেছিলেন। অবশই, ছবি রিসেট করার এই উপায়টির বিষয়ে আমরা প্রত্যেকেই জানি। আসলে, যেকোনো android mobile-এই Google Photos নামের এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন।
জানিয়ে রাখছি যে, যদি আপনার Photos App-এর ব্যাকআপ চালু রাখা হয়েছিল, সেক্ষেত্রে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে থাকা যেকোনো ছবি নিজে নিজে Google Photos-এর ক্লাউড স্টোরেজে সেভ হয়ে থাকবে। এতে, যদিওবা আপনার মোবাইলের file manager বা gallery থেকে ছবি ডিলিট হয়ে যায়, আপনি গুগল ফটোস অ্যাপটি খুলে “লাইব্রেরি” তে গিয়ে ডিলিট হওয়া ছবিটির ব্যাকআপ কপি আবার ডাউনলোড করে নিতে পারবেন।
আপনার ডিলিট করা ছবিটি যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তাহলে ছবিটিতে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করতে হবে এবং উপলব্ধ অপসন থেকে “Save To My Files” এর অপশনে ক্লিক করতে হবে। এতে আপনার ডিলিট হয়ে যাওয়া ছবিটি আবার মোবাইলের ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে রিস্টোর হয়ে যাবে।
২. রিসেন্টলি ডিলিটেড ফোল্ডার (Recently Deleted Folder):
বর্তমান সময়ের বেশিরভাগ smartphone (Android, iPhone) গুলোতেই রিসেন্টলি ডিলিটেড ফোল্ডার (Recently Deleted Folder) নামের একটি ফোল্ডার থেকে থাকে। আসলে, যখন আপনি আপনার মোবাইল থেকে কোনো ছবি ডিলিট করে থাকেন তখন সেই ছবিটি আপনার গ্যালারি থেকে তো মুছে যায় তবে এই Recently Deleted Folder-টির মধ্যে আগামী ৩০ দিনের জন্য সেভ হয়ে থাকে।

Recently Deleted ফোল্ডারটি আপনি আপনার মোবাইলের File manager বা My Files-এর মধ্যে দেখতে পেয়ে যাবেন। মোবাইল থেকে যদি ভুলে কোনো ছবি ডিলিট হয়ে থাকে তাহলে এই ফোল্ডারে গিয়ে আপনি অনেক সহজেই ডিলিট করা সেই ছবিটি পুনরুদ্ধার করতে পারবেন। তবে যা আমি আগেই বলেছি, ছবিটি ডিলিট করার পর সেটিকে রিস্টোর করার জন্য আপনি শুধুমাত্র ৩০ দিনের সময়টুকু পাবেন।

এবার আপনার দ্বারা ডিলিট করা ছবিটি যদি এই রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে থেকে থাকে, তবে সেটিকে পুনরুদ্ধার করতে সরাসরি ছবিটি সিলেক্ট করে “রিস্টোর” এর বাটনে ক্লিক করতে হবে।
৩. থার্ড-পার্টি অ্যাপস (Third-party apps):
আপনার মোবাইলে থাকা Google Photos App থেকে বা Recently Deleted Folder-থেকে যদি ছবিটি ফিরিয়ে আনা যাচ্ছেনা বা রিস্টোর হচ্ছেনা, সেক্ষেত্রে আপনি আরেকটি উপায় কাজে লাগাতে পারেন। এই উপায়টিতে আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালো থার্ড-পার্টি ফটো রিকভারি অ্যাপ। Google Play Store-এর মধ্যে এই ধরণের প্রচুর free image recovery apps উপলব্ধ রয়েছে।
এক্ষেত্রে ডিস্কডিগার (DiskDigger) একটি অনেক জনপ্রিয় এবং কার্যকর সফটওয়্যার যেটিকে কাজে লাগিয়ে সহজেই যেকোনো ছবি রিকভার করা সম্ভব। DiskDigger-এর মতো এই অ্যাপগুলো আপনার ফোনের স্টোরেজ অনেক ভালো করে এবং ডিপ ভাবে স্ক্যান করে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো খুঁজে বের করে। শেষে সেই খুঁজে পাওয়া ছবিগুলো রিস্টোর করার অপসনও আপনাকে দিয়ে থাকে।
তাহলে বন্ধুরা, উপরে বলে দেওয়া এই উপায়গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ডিলিট হওয়া মূল্যবান ছবিগুলো ফিরে পেতে পারেন। মনে রাখবেন, উপায়গুলোকে কাজে লাগালেই যে ছবি রিস্টোর হবে তার ১০০% নিশ্চয়তা কিন্তু দেওয়া যাবেনা। তবে এগুলো সত্যি অনেক কার্যকর উপায় যেগুলোকে কাজে লাগিয়ে আমি নিজেই মোবাইল থেকে ডিলিট করা প্রচুর ছবি পুনরুদ্ধার করতে সফল হয়েছি।
DiskDigger অ্যাপ দ্বারা ডিলেটেড ছবি রিকভার করুন:
এখন আমরা সরাসরি DiskDigger App-টি ব্যবহার করে ডিলিট হয়ে যাওয়া ছবি রিকভার করার পদ্ধতি নিচে আলোচনা করব। শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো ডিলেটেড ছবি রিস্টোর করা যাবে এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে।
স্টেপ ১.

সবচেয়ে আগে আপনাকে নিজের মোবাইল থেকে Google Play Store App-টি ওপেন করতে হবে। এবার DiskDigger photo recovery লিখে সার্চ দিন এবং অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিন।
স্টেপ ২.
অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার থেকে মোবাইলের ফাইল এক্সেস করার অনুমতি চাওয়া হবে।

আসলে ফাইল এক্সেস করার অনুমতি না দিলে DiskDigger অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে থাকা ছবিগুলো স্ক্যান করতে পারবেনা। দেখিয়ে দেওয়া অপসন থেকে Go to settings-এর মধ্যে click করুন এবং allow access to all files এর অপসনটি enable করুন।
স্টেপ ৩.

File access করার অনুমতি দেওয়ার পর এবার অ্যাপটি যখন ওপেন করবেন আপনাকে ‘Basic scan‘ অপশনটি সিলেক্ট করে Search For Lost Photos এর মধ্যে click করতে হবে।
স্টেপ ৪.
এবার DiskDigger অ্যাপটি আপনার মোবাইলের স্টোরেজ/ফাইল গুলো অনেক ভালো করে স্ক্যান করতে শুরু করবে। স্ক্যান শেষ হয়ে গেলে এবার মোট কয়টি ইমেজ ফাইল খুঁজে পাওয়া গেলো সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এবার DiskDigger app দ্বারা খুঁজে বের করা ডিলেটেড ছবি গুলো একে একে ভালো করে দেখুন এবং যেই ছবিটি আপনি রিস্টোর বা পুনরুদ্ধার করতে চাইছেন সেটা ভালো করে খুজুন।
স্টেপ ৫.

অবশেষে যেই ছবিটি আপনি রিকভার করতে চাইছেন সেটার পাশে থাকা ৩ ডট অপশনে ক্লিক করুন এবং ‘Recover This File’ বা ‘Save This File Locally‘ দুটোর মধ্যে একটি অপশনে ক্লিক করুন। এতে আপনি সেই ছবিটিকে আবার নিজের মোবাইলের ফাইল ম্যানেজারে ফিরিয়ে পেয়ে যাবেন।
Google image-এর সাহায্যে ডিলিটেড ছবি পুনরুদ্ধার করুন:
আমাদের প্রত্যেকের android mobile-এর মধ্যেই Google-এর কিছু preinstalled application গুলো দেওয়া থাকে। যখন আপনি নিজের মোবাইলে গুগল একাউন্ট যোগ করে থাকেন, তখন এই apps গুলো নিজে নিজেই সক্রিয় হয়ে যাবে।
Google-এর এই pre-installed apps গুলোর মধ্যে কিছু হলো, Google Drive, Maps, YouTube, Drive, Photos, Files, Contacts ইত্যাদি।
এখন, যদি আপনার মোবাইলের file manager থেকে কোনো ছবি ডিলিট হয়ে যায়, তাহলে সুযোগ থাকছে যেই সেই ডিলিট হয়ে যাওয়া ছবিটি আপনার Google Photos বা files-এর মধ্যেও রয়েছে।
কারণ, আমাদের মোবাইলের মধ্যে যেগুলো images এবং videos গুলো থেকে থাকে, সেগুলো নিজে নিজেই Google তার photos এবং files-এর app-এর মধ্যে backup করতে থাকে।
আর তাই, আপনার mobile-এর file-manager থেকে ছবি ডিলিট হয়ে গেলেও সেগুলো Google photos / files এর মধ্যে পেয়ে যাবেন।
Google Files app
সেভাবেই, আপনি চাইলে Google Files app ব্যবহার করেও deleted images গুলো আবার ঘুরিয়ে পেতে পারেন।সরাসরি, নিজের android mobile-এর মধ্যে থাকা “Files” এপ্লিকেশনটি ওপেন করুন। Files by Google, ওপেন করার সাথে সাথে আপনারা বিভিন্ন categories গুলো দেখতে পাবেন।
ব্যাকআপ থাকা ছবির ক্ষেত্রে আমাদের “Images” এর ট্যাবে ক্লিক করতে হবে। Images-এর মধ্যে click করার সাথে সাথে আপনারা গুগল দ্বারা ব্যাকআপ করা মোবাইলের প্রত্যেকটি ছবি দেখতে পাবেন।
ব্যাস, যেই ছবিটি ডাউনলোড বা শেয়ার করতে চাইছেন, সেটাতে ক্লিক করে ছবিটি শেয়ার বা ডাউনলোড করুন।
Note: আপনার Google account-এর মধ্যে যদি automatic backup option-টি চালু (enable) রয়েছে, কেবল তাহলেই কিন্তু ছবি গুলো নিজে নিজে গুগল একাউন্টে ব্যাকআপ হয়ে থাকবে।
FAQ: How To Recover Deleted Photos/Images
DiskDigger এবং Restore image নামের দুটো software আমার হিসেবে সেরা।
অবশই পারবেন, যদি আপনার Google Photos app-এর মধ্যে automatic backup চালু করা আছে, তাহলে সেখানেই প্রত্যেকটি ছবি খুঁজে পাবেন।
যেগুলো android device মূলত তাদের stock version-এর সাথেই কাজ করছে, এক্ষেত্রে কোনো Recycle Bin থাকছেনা। এছাড়া, third-party file browser এবং gallery apps গুলোর ক্ষেত্রে Recycle Bin থাকতে পারে।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, এভাবেই ওপরে বলা উপায় গুলোর মধ্যে থেকে যেকোনো একটি বা দরকার হলে প্রতিটি উপায় ব্যবহার করে মোবাইল থেকে ডিলিট করা ছবি গুলো আবার রিকভার বা রিস্টোর করে নিতে পারবেন।
ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ক্ষেত্রে সব সময় সবচেয়ে আগেই Google photos ওপেন করে ডিলেটেড ছবিটি খোঁজার চেষ্টা করুন। কেননা ৭৫% চান্স থাকে যে ফাইল ম্যানেজার থেকে ডিলিট হওয়া ইমেজটি গুগল ফটোস এর মধ্যে অলরেডি ব্যাকআপ হয়েই থাকে। তবে যদি Google Photos-এ ছবিটি খুঁজে পাচ্ছেননা, তার মানে আপনাকে ওপরে বলা অন্যান্য উপায় গুলোকে কাজে লাগিয়ে image-টি recover করতে হবে।
Also read:
Very nice post!
ধন্যবাদ ভাই।