আমরা এমনিতে অনেক ধরণের ছবি গুগলে দেখতে পাই। সে, আমাদের চেনা পরিচিত লোক হতে পারে বা কোনো বিখ্যাত জিনিস বা জায়গা। তবে, তাদের ছবি গুগল সার্চে দেখে, মনে একটাই প্রশ্ন চলে আসে। এবং, সেটা হলো, কিভাবে তারা তাদের ছবি গুগলে আপলোড করছেন।
এর সাথে, আপনার মতোই অনেকের মনে এটাও প্রশ্ন হয় যে, “গুগলে কিভাবে ছবি আপলোড করব ?”
তবে, গুগলে ছবি আপলোড করার নিয়ম যেটাই হোক, সেই বিষয়ে সম্পূর্ণটা আপনারা এই আর্টিকেলে জেনে যাবেন।
সূচিপত্র:
গুগলে ছবি আপলোড করার নিয়ম কি ?
আমাদের মধ্যে এক অনেক বড়ো ভুল ধারণা রয়েছে। সেটা হলো, “গুগলকে একটি ডাটা স্টোরেজ ওয়েবসাইট বলে মনে করাটা”.
হে, গুগল সার্চ কোনো ডাটা স্টোরেজ (data storage) ওয়েবসাইট বা সার্ভার (server) না। তাই, এখানে সোজাসোজি যেকোনো ইমেজ, ফটো, ছবি বা যেকোনো ফাইল (file) আপলোড করা সম্ভব না।
তাছাড়া, এরকম কোনো অপসন নেই যেটা ব্যবহার করে, আপনি আপনার ছবি সোজা ভাবে গুগলে আপলোড দিবেন।
তাহলে গুগল সার্চ কি ?
গুগল বা গুগল সার্চ ইঞ্জিন, একটি web search engine, যেটা বিভিন্ন ওয়েবসাইট, blogs, social media platforms গুলিতে গিয়ে, তাদের মধ্যে থাকা বিভিন্ন ডাটা (Images, Video, Text content) সংগ্রহ কোরে তাদের নিজের সার্চ ইঞ্জিন ডিরেক্টরিতে (directory) তালিকা (list) করে।
তাই, যখনি কোনো ইউসার (user) গুগল সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করেন, তখন সার্চ করা বিষয়ের সাথে জড়িত তথ্য গুলি গুগল, অন্য ওয়েবসাইট বা ব্লগ গুলির থেকে সংগ্রহ করে রাখা নিজের তালিকায় খুঁজে দেখে।
এবং, আপনার সার্চ করা প্রশ্নের সঠিক উত্তর হিসেবে গুগল যেগুলিকে ভেবে নেয়, সেগুলিকেই আপনাকে search results এর মাধ্যমে দেখানো হয়।
তাহলে, আপনি এটাতো বুঝেই গেছেন যে গুগল তার search engine results পেজে যা যা দেখায় সেগুলি সব “অন্য অন্য ওয়েবসাইট বা ব্লগ গুলির কনটেন্ট ও ছবি“.
এবং, আপনার যদি নিজের পছন্দের ছবি গুগল সার্চে যোগ করতে হয় বা আপলোড করতে হয়, তাহলে আপনার পরোক্ষ (indirect) মাধ্যম কিছু ব্যবহার করতেই হবে।
গুগলে আমার ছবি আপলোড করার জন্য কি করতে হবে ?
এখন প্রশ্ন রইলো, “Google এ আমার ছবি দেখানোর জন্য কি নিয়ম রয়েছে ?”.
এমনিতে, গুগলে ছবি আপলোড করার জন্য অনেক নিয়ম রয়েছে।
তবে, বিশেষ করে ৩ টি মাধ্যম রয়েছে, যেগুলি ব্যবহার করে জেকেও নিজের পছন্দের ছবি গুগল সার্চ ইঞ্জিনে দেখাতে পারবেন।
- Blogging & website
- Social Media
- YouTube
- Profile creation (Directory)
ওপরের চারটি মাধ্যম ব্যাবহার করে আপনারা ছবি সহ নিজের কনটেন্ট (content), ইন্টারনেটে অনলাইন পাবলিশ (publish) করতে পারবেন।
ফলে, গুগল আপনার কনটেন্ট ও ছবি তার সার্চ ইঞ্জিন তালিকাতে নিয়ে নিবে।
এতে, সহজে গুগলে আপনার ছবি আপলোড হয়ে যাবে।
এবং, যখন আপনি আপনার ছবির বিষয়ে সার্চ করবেন, তখন গুগল আপনার ছবি তার সার্চ রেজাল্ট পেজে দেখাবে।
তাহলে চলুন, এখন নিচে আমরা এক এক করে প্রত্যেক মাধ্যম গুলির ব্যাপারে জেনেনেই।
১. ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে গুগলে ছবি দেখান
দেখুন, ইন্টারনেটে বা গুগলে যেকোনো ইমেজ দেখানোর জন্য ব্লগিং এর মাধ্যম সব থেকে কাজের এবং সেরা।
আপনি অনেক সহজেই, Blogger.com ওয়েবসাইটে গিয়ে ফ্রীতেই একটি ব্লগ বানিয়ে তারপর তাতে নিজের ছবি সহ আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন।
তবে, ব্লগারে ফ্রি ব্লগ খোলার নিয়ম, আমি আগেই আপনাদের বলেছি।
এভাবে, ব্লগে আর্টিকেল লেখার সাথে সাথে নিজের ছবি দিয়ে পাবলিশ করার পর, কিছু দিন পরেই গুগল আপনার লেখার আর্টিকেলের তথ্য ও ছবি (image) সবটাই তার তালিকাতে নিয়ে নিবে।
তারপর, আপনি ছবিটিতে যেই “টাইটেল” এবং “alt text” ব্যবহার করেছিলেন, সেটা লিখে গুগল সার্চ করলেই, আপনি আপনার ছবি গুগলে দেখতে পারবেন।
তবে, ব্লগের আর্টিকেলে ছবি আপলোড করার পর তাতে “Alt tag” বা “Alt text” ব্যবহার করতে ভুলবেননা।
“Alt attribute” ব্যবহার করেই, আমরা যেকোনো সার্চ ইঞ্জিনকে যেকোনো ছবির বিষয়ে বুঝাতে পারি।
উদাহরণ স্বরূপে, যদি ব্লগের আর্টিকেলে আপলোড করা যেকোনো একটি ছবিতে আমি alt tag হিসেবে “Rahul das blogger” হিসেবে লিখি, তাহলে গুগল বুঝে যাবে যে, “সেই ছবিটি একজন ব্লগারের এবং যার নাম Rahul Das“.
তাই, Title tag এবং alt tag এর মাধ্যমেই আমরা যেকোনো ছবির বিষয় বা ছবিটি কিসের সেটা গুগল সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দিতে পারি।
২. সোশ্যাল মিডিয়া ব্যবহার করে
আপনি যদি ব্লগিং বা আর্টিকেল এর মাধ্যমে গুগলে ছবি পাবলিশ করার ঝামেলা নিতে চাচ্ছেননা, তাহলে চিন্তা করবেননা।
আপনার প্রত্যেকদিন ব্যবহার করা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলি, যেমন – টুইটার (Twitter) বা ফেসবুক (Facebook), এই কাজ সহজ ভাবে করে নিবে।
আপনারা, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা একাউন্টে ফটো বা ছবি আপলোড করে, গুগল সার্চে সেই ছবি গুলি দেখতে পারবেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলিতে যখন “Google search crawlers” এসে তথ্য গ্রহণ করে, তখন আপনার আপলোড করা ছবি গুলি সে নিজের তালিকাতে সংগ্রহ করে নেয়।
ফলে, আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যেই টাইটেল বা নাম দিয়ে ছবিটি আপলোড দিয়েছিলে, সেই নাম লিখে গুগল সার্চে সার্চ করলেই, ছবিটি দেখতে পাওয়ার সুযোগ রয়েছে।
৩. YouTube thumbnail এর মাধ্যমে
বিভিন্ন ইউটিউবার রা যখন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, তখন ভিডিওর একটি থাম্বনেইল (thumbnail) অবশই আপলোড করেন।
YouTube ভিডিওতে ব্যবহার করা এই থাম্বনেইল গুলি গুগল সার্চ সংগ্রহ করেন।
এতে, আপনি আপনার ভিডিওতে দেয়া টাইটেল (title), গুগল সার্চে লিখে সার্চ করলেই, সেই থাম্বনেইল এর ছবি দেখতে পাবেন।
তাই, যদি আমি গুগল সার্চে নিজের ছবি দেখতে চাচ্ছেন, তাহলে, ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে হবে এবং আপলোড করা ভিডিওতে “thumbnail” হিসেবে আপনার সেই ছবি ব্যবহার করতে হবে, যেটা আপনি গুগল সার্চে দেখতে চান।
৪. Website profile তৈরি করে
এই মাধ্যমে, আমার অনেক ছবি গুগল পাবলিশ বা আপনার মতে বললে “আপলোড” হয়েছে।
আপনার কেবল কিছু জনপ্রিয় এবং নামকরা ওয়েবসাইট গুলিতে গিয়ে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হবে।
যেমন, Quora, Blogadda.com, Indiblogger এবং আরো অনেক ধরণের directory site বা question answer ওয়েবসাইট গুলিতে নিজের একটি প্রোফাইল তৈরি করতে পারবেন।
মনে রাখবেন, নিজের প্রফাইল তৈরি করার সময় “profile photo” আপলোড করার কথা ভুলবেননা।
কারণ, আপনার আপলোড করা প্রফাইল পিকচার (profile picture) গুগলের দ্বারা সংগ্রহ করা হবে এবং সেই ফটো আপনারা গুগলে দেখতে পাবেন।
আমাদের শেষ কথা,
তাহলে, আশা করি বন্ধুরা আপনাদের প্রশ্ন “কিভাবে গুগলে ছবি আপলোড করবো“, এর উত্তর আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। তবে, Google search engine এ নিজের ছবি পাবলিশ করার এগুলি সেরা এবং কার্যকর মাধ্যম।
তাছাড়া, আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে নিচে জানিয়ে দিতে পারবেন।
ata onek sohoj
হে, অবশই সহজ কাজ এটা।