মোবাইলে video এবং MP3 গান ডাউনলোড করার অ্যাপ গুলো

গান ডাউনলোড করা অ্যাপ (MP3 / video song download apps): যদি আপনারা নিজের মোবাইল থেকে MP3 গান ডাউনলোড করতে চাইছেন বা ভিডিও গান ডাউনলোড করতে চাইছেন, তবে আপনি জানেননা যে কিভাবে ইন্টারনেট থেকে গান ডাউনলোড করতে হয়, তাহলে আপনি সঠিক জায়গাতে চলে এসেছেন। 

মোবাইলে গান ডাউনলোড
Best mobile apps to download music.

কেননা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সরাসরি এমন কিছু মোবাইল অ্যাপ গুলোর বিষয়ে জানবো, যেগুলোর মাধ্যমে মোবাইলে অডিও বা ভিডিও গান ডাউনলোড করতে পারবেন। 

মোবাইলে অডিও গান ডাউনলোড করার উপায় গুলোর মধ্যে এই অ্যাপ গুলো ব্যবহার করে গান ডাউনলোড করার উপায় হলো সেরা। 

এমনিতে তো আজকাল ইন্টারনেটের জনপ্রিয়তা এবং ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে, লোকেরা আজ অডিও স্ট্রিমিং (streaming) এর মাধ্যমে সরাসরি গান শুনে থাকেন।

মানে, গান ডাউনলোড না করেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে গান শোনা।

এতে, আপনার পছন্দের গান গুলো আপনার ডাউনলোড করতে হয়না এবং যখন খুশি তখন সরাসরি যেকোনো গান ডাউনলোড না করেই শোনা যায়।

তো সেটা একটি আলাদা বিষয় বটে, আপনি যদি এখনো সেই আগের দিনের মতোই প্রত্যেকটি গান নিজের মোবাইলে ডাউনলোড করে করে শুনতে চাইছেন, তাহলেও চিন্তা নেই।

মোবাইলে গান ডাউনলোড করা অ্যাপ – (Song download apps)

ইন্টারনেটের মাধ্যমে গান ডাউনলোড করার এমনিতে প্রচুর online song download website আপনারা আপনারা পেয়ে যাবেন।

তবে, তাদের মধ্যে বেশির ভাগ ওয়েবসাইট গুলোতে প্রচুর বিজ্ঞাপন (ads) দেখিয়ে আপনার অনেক সময় নষ্ট করা হয়।

তাই, বর্তমান সময়ে অডিও বা ভিডিও গান ডাউনলোড করার সেরা উপায় হলো, “এন্ড্রয়েড অ্যাপস“.

এমনিতে, এই এন্ড্রয়েড অ্যাপ গুলোতেও কিন্তু কিছু এডস (ads) অবশই দেখানো হয়।

তবে, ওয়েবসাইট গুলোর তুলনায় অনেক কম এডস দেখানো হয় এবং অ্যাপস গুলোর মাধ্যমে গান ডাউনলোড করাটা একটি অনেক সরল প্রক্রিয়া।

কেবল কিছু ক্লিক করেই এই গান ডাউনলোড অ্যাপ গুলোর থেকে যেকোনো গান ডাউনলোড করে নিতে পারবেন।

মোবাইলে অডিও গান ডাউনলোড করার উপায়

তাহলে চলুন, এবার আমরা নিচে সরাসরি সেরা ৯টি android song download apps গুলোর বিষয়ে একে একে জেনেনেই।

১. Vidmate

Vidmate একটি দারুন application যেটার ব্যবহার লক্ষ লক্ষ লোকেরা audio এবং video গান ডাউনলোড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন।

তবে, এই এপ্লিকেশনটি আপনি Google play store এর মধ্যে খুঁজে পাবেননা,

সরাসরি এর official website থেকে আপনাকে এই app ডাউনলোড করতে হবে।

এই apps এর সুবিধার কথা বললে, এখান থেকে আপনারা mp3 গান, HD video song, YouTube video ইত্যাদি সবটাই আরামে ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, এই app এর সাহায্যে অনেক সহজেই full HD movies ও download করা সম্ভব।

এগুলো ছাড়াও, WhatsApp status, comedy video clip ইত্যাদি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

Google এর মধ্যে গিয়ে “Download Vidmate” লিখে সার্চ দিলেই আপনারা প্রচুর ওয়েবসাইট পেয়েযাবেন, যেখান থাকে এই app ডাউনলোড করা যাবে।

২. SONGily

সহজে অডিও গান ডাউনলোড করার একটি সেরা android app হিসেবে অনেকেই এই app ব্যবহার করছেন।

কারণ, এই app ব্যবহার করে আপনারা অনেক সহজেই নিজের পছন্দের গান গুলো কেবল ২ মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন।

App টির কথা বলতে গেলে, এর developer হলো “SONGily” এবং বর্তমান সময় পর্যন্ত 10M+ লোকেরা এই app ডাউনলোড করে ব্যবহার করছেন।

App এর user rating এর কথা বললে Play store এর মধ্যে 119K reviews রয়েছে এবং টোটাল 3.8 রেটিং পেয়েছে।

  • App টি মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল করুন।
  • মোবাইলে এপ্লিকেশনটি ওপেন করুন এবং অ্যাপ এর সার্চ বক্সে যেই গানটি ডাউনলোড করতে চাইছেন লিখুন।
  • গানের নামটি লিখে আপনাকে সার্চ বাটনে প্রেস করতে হবে।
  • এবার আপনাকে দিয়ে দেওয়া গানের নামের সাথে জড়িত কিছু গান দেখানো হবে।
  • এবার একে একে গান গুলো শুনুন এবং দেখুন আপনার গান কোনটা।
  • শেষে, হাতের দান দিকে থাকা download button এর মধ্যে click করে গানটি download করুন।

৩. Videoder

Videoder একটি অনেক জনপ্রিয় এবং ভালো গান ডাউনলোড করার অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার পছন্দের প্রায় প্রত্যেক গান গুলো ডাউনলোড করতে পারবেন। 

এই অ্যাপটিও কিন্তু Vidmate এর মতোই কাজ করে থাকে। 

এখানে আপনারা নিজের পছন্দের গান গুলো Full HD ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন।

Vidmate এবং snaptube এর মতোই এই অ্যাপ এর মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর ভিডিও গুলো ডাউনলোড করা সম্ভব। 

৪. Wynk Music 

Wynk music একটি দারুন android song application যার মাধ্যমে সরাসরি গান শোনা বা গান ডাউনলোড করা সম্ভব।

Google Play Store এর মধ্যে এর থেকেও অনেক ভালো ভালো apps রয়েছে যেগুলোর থেকে অনলাইনে গান শোনা এবং ডাউনলোড করা সম্ভব।

তবে, অন্যান্য বেশিরভাগ এপস গুলোতে গান ডাউনলোড করার বিপরীতে কিছু টাকা দিতে হবে।

এই application এর মাধ্যমে গান শুনা এবং ডাউনলোড করা ছাড়া পছন্দের গানের hellotune রাখতে পারবেন।

তবে এই hellotune সেবা airtel sim users দের জন্যে একেবারেই ফ্রীতে দেওয়া হয়, অন্যান্য sim users দের ক্ষেত্রে এটা ফ্রি না।

Google play store এর মধ্যে এপ্লিকেশনটির 100M+ download রয়েছে, 2 million reviews এবং 4.4 রেটিং রয়েছে।

এখানে আপনারা 50 million এর অধিক free songs গুলো পাবেন।

এছাড়া, Punjabi, Telugu Songs, Bhojpuri, Haryanvi, Bengali ইত্যাদি বিভিন্ন ভাষার গান এখানে রয়েছে।

৫. Snaptube

Snaptube একটি অনেক পপুলার গান ডাউনলোড করার মোবাইল অ্যাপ যার মাধ্যমে MP3 এবং video গান ডাউনলোড করা সম্ভব।

এছাড়া, এর মাধ্যমে YouTube video গুলোকেও আপনারা download করতে পারবেন। 

যদি আপনারা নিজের বন্ধুদের হোয়াটস্যাপ স্টেটাস ডাউনলোড করতে চাইছেন, তাহলে এই app এর মাধ্যমে সেটাও করা যাবে।

এবং, snaptube এর মাধ্যমে অনেক আরামে এবং সুবিধাজনক ভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর ভিডিও গুলো ডাউনলোড করা যাবে।

৬. Spotify

অনলাইনে গান শুনার বিশ্বজুড়ে সব থেকে অধিক জনপ্রিয় music app হলো এই Spotify.

এখানে আপনারা একেবারে ফ্রীতে songs এবং podcasts গুলোকে শুনতে পারবেন।

এখানেও বিভিন্ন ভাষাতে মিলিয়নে গান গুলো রয়েছে।

তবে, গান শুনা ছাড়া যদি আপনারা গান ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে Spotify premium এর subscription নিতে হবে।

৭. Gaana App

Gaana হলো আরেকটি অনেক জনপ্রিয় Song App এবং Music Player.

এখানেও Bangla, English, Hindi ইত্যাদি প্রচুর ভাষার গান গুলো পেয়ে যাবেন।

App টিকে Play Store এর মধ্যে 100M+ বার download করা হয়েছে এবং 4.97M reviews এর মধ্যে মোট 4.5 রেটিং পেয়েছে।

এটাও মূলত একটি free online music streaming app,

তবে গান ডাউনলোড করার জন্যে আপনাদের Gaana+ এর premium subscription অবশই নিতে হবে।

Gaana তে আপনারা পাবেন, 40 Million mp3 songs এবং podcasts.

এছাড়া, high-quality hd music এর সুবিধা দেওয়া হয়েছে।

৮. Jio Saavn

অন্যান্য অনলাইন মিউজিক স্ট্রিমিং এপস গুলোর মতোই, jio saavn ও অবশই একটি দারুন অ্যাপ যেখান থেকে গান গুলো ডাউনলোড করা যাবে। 

Jio user এবং non jio user প্রত্যেকেই এই app ব্যবহার করতে পারবেন।

আপনি এখানে গান গুলো একেবারে ফ্রীতে শুনতে পারবেন।

তবে, যদি গান ডাউনলোড করার কথা ভাবছেন, তাহলে Jio Saavn এর paid version ব্যবহার করতে হবে।

৯. Hungama Music

Hungama music ও একটি অনেক জনপ্রিয় online music app যেখানে রয়েছে বিভিন্ন আলাদা আলাদা ভাষার গান।

আপনারা চাইলে নিজের পছন্দের গান গুলো সার্চ করে সরাসরি শুনতে পারবেন, আর নাহলে গান গুলো ডাউনলোড ও করে নিতে পারেন।

তবে, গান download করার জন্যে আপনাকে এর pro subscription নিতে হবে।

 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এমন ৯টি গান ডাউনলোড করার মোবাইল অ্যাপ গুলোর বিষয়ে জানলাম। 

আপনারা এই এপস গুলো ব্যবহার করে ফ্রীতে বা কিছু টাকা সাবস্ক্রিপশন হিসেবে দিয়ে নিজের পছন্দের গান শুনতে ও ডাউনলোড করতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকলে, অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

 

1 thought on “মোবাইলে video এবং MP3 গান ডাউনলোড করার অ্যাপ গুলো”

  1. Avatar

    ভাই SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার গাইডলাইন চাই। আমাদের মত নতুন ব্লগারদের জন্য একটু বিবেচনা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top