মোবাইল দিয়ে কাটুন ভিডিও বানানোর অ্যাপস/সফটওয়্যার – (১০টি)

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, কাটুন ভিডিও বানানোর অ্যাপস/সফটওয়্যার গুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নিচে, মোবাইল দিয়ে কাটুন তৈরি করার সফটওয়্যার গুলোর ডাউনলোড লিংক আপনারা অবশই পেয়ে যাবেন।

কার্টুন অ্যানিমেটেড ভিডিও গুলি আজ প্রত্যেকেই দেখে আনন্দিত হয়ে থাকেন। সে হতে পারে আপনার ঘরের ছোট বাচ্চারা বা আমার এবং আপনার মতো ব্যক্তি। আমরা প্রত্যেকেই কার্টুন ভিডিও দেখে ভালো পাই।

এছাড়া, কার্টুন ভিডিও গুলোর চাহিদা প্রচুর থাকার জন্য, বর্তমানে এই ধরণের ভিডিও তৈরি করে টাকা আয় করাটাও অনেক সহজ।

আমরা সবাই জানি, ইউটিউব থেকে টাকা আয় করাটা বর্তমানে প্রচুর জনপ্রিয় ও লাভজনক একটি মাধ্যম। তবে, ইউটিউবের থেকে ইনকাম করার জন্য আপনার তৈরি করতে হবে ভালো ভালো ভিডিও গুলোর।

এই ক্ষেত্রে, আপনি চাইলে নিজের YouTube channel এর জন্য cartoon videos তৈরি করে সেগুলোর মাধ্যমে ইনকাম অবশই করতে পারবেন। এখন হয়তো আপনার মাথায় একটি বিশেষ প্রশ্ন চলে আসছে, কিভাবে নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবো? তাই তো।

তবে চিন্তা করতে হবেনা, কেননা বর্তমান সময়ে মোবাইলে কাটুন ভিডিও বানানোর এমন প্রচুর অ্যাপস গুলো রয়েছে যেগুলি ব্যবহার করার মাধ্যমে জেকেও একটি প্রফেশনাল কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন।

এছাড়া, কাটুন বানানোর এই অ্যাপস গুলো আপনারা Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে download করে নিতে পারবেন। তাহলে চলুন, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস গুলোর বিষয়ে জেনেনেই।

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস/সফটওয়্যার

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি
কাটুন তৈরি সফটওয়্যার ডাউনলোড

আমাকে অনেকেই ইমেইল এর মাধ্যমে প্রশ্ন করেছেন যে,”ভাই নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও বানাবো?”

এবং এই প্রশ্নের উত্তর হিসেবে আমি তাদের প্রচুর ভালো ভালো mobile Apps/software এর নাম অবশই বলেছি। কিন্তু, আজকের এই আর্টিকেলে আমি কেবল সেই সেরা cartoon maker apps / software গুলোর বিষয়ে বলবো, যেগুলো ব্যবহার করে আকর্ষণীয় এবং প্রফেশনাল কার্টুন ভিডিও বানানো সম্ভব। 

কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাবো ?

বন্ধুরা, নিচে আমি যেগুলো cartoon maker apps গুলোর বিষয়ে বলবো সেগুলো নিজের মোবাইলে ডাউনলোড করতে হবে। চিন্তা করবেননা, প্রত্যেকটি এপস সম্পূর্ণ ফ্রি।

অ্যাপ গুলো download করে নিজের মোবাইলে install করার পর open করুন। এবার, বেশিরভাগ অ্যাপ গুলোর ক্ষেত্রে অ্যাপ চালু হওয়ার আগেই কার্টুন বানানোর সম্পূর্ণ tutorial আপনাদের দিয়ে দিবে।

Tutorial টি ভালো করে দেখে নিলে অ্যানিমেশন ভিডিও বানানোর সম্পূর্ণ ধাপ গুলো বুঝতে পারবেন।

যদি কোনো অ্যাপে টিউটোরিয়াল না থাকে তাহলে ইউটিউবে গিয়ে সেই অ্যাপ ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় সেটা জেনেনিতে পারবেন।

কাটুন ভিডিও বানানোর অ্যাপস / সফটওয়্যার ডাউনলোড

Google play store এর মধ্যে বিভিন্ন কাটুন বানানোর অ্যাপস গুলো রয়েছে যেগুলোর মধ্যে নিচে দেওয়া অ্যাপ গুলো আমার হিসেবে সেরা।

  1. Flipaclip 
  2. Draw cartoons 
  3. Toontastic 
  4. Animate IT 
  5. Plotagon Story (best animated story creator)
  6. TweenCraft
  7. Mjo Maker – animation creator 
  8. RoughAnimator 
  9. MJOC2
  10. Stick nodes 

চলুন, application গুলোর বিষয়ে নিচে বিস্তারিত ভাবে জেনেনেই।

১. FlipaClip 

যদি আপনারা একটি প্রফেশনাল এবং সেরা কার্টুন ভিডিও বানানোর কথা ভাবছেন, তাহলে “FlipaClip” আপনার কাজে আসবে।

এই আধুনিক cartoon maker app ব্যবহার করে, আপনারা frame by frame হিসেবে cartoon ভিডিও বানাতে পারবেন।

আপনার কেবল কিছু সহজ সরল tools গুলো ব্যবহার করতে হবে যেগুলোর মাধ্যমে নিজের গল্পটিকে অ্যানিমেশন ভিডিওর (animation video) রূপ দিয়ে দিতে পারবেন।

এখানে আপনারা পাবেন,

  • আপনাকে animation timeline দেওয়া হবে।
  • Text এবং drawing tools থাকবে।
  • Drawing এর বিভিন্ন layer পাবেন।
  • Video তৈরি করে সোজা YouTube এ share করতে পারবেন।
  • ভিডিওর জন্য audio library এবং recording এর option থাকছে।
  • তৈরি করা কার্টুন গুলো mp4 এবং Gif format হিসেবে save করুন।

২. Draw Cartons

কোনো ধরণের coding এবং এবং technical knowledge ছাড়া তৈরি করতে পারবেন একটি দারুন cartoon story।

Draw Cartoon 2 আপনার জন্য একটি শর্ট কার্টুন ক্লিপ তৈরি করার কাজটি অনেক সহজ করে তোলে।

Cartoon video তৈরি করার থেকে নিয়ে সেটাকে publish বা share করা পর্যন্ত প্রত্যেকটি কাজ অনেক সহজেই করতে পারবেন এখানে।

Draw cartoons app এর কিছু feature হলো,

  • সহজে এবং সঠিক ভাবে ভিডিও তৈরির জন্য দেওয়া হয়েছে “keyframes”.
  • বিভিন্ন character এবং item ব্যবহারের জন্য রয়েছে embedded library.
  • নিজের বানানো কার্টুন ভিডিওতে voice এবং music যোগ করতে পারবেন।
  • Video file গুলো mp4 format এ export বা share করতে পারবেন।

৩. Toontastic

Toontastic cartoon story maker app.

যখন কথা আসছে মোবাইলের মাধ্যমে একটি সেরা কার্টুন ভিডিও তৈরি করার, তখন “Toontastic 3D” আমার সবথেকে প্রিয় কার্টুন মেকার অ্যাপ।

এখানে বিভিন্ন cartoon character আমাদের আগের থেকেই দিয়ে দেওয়া হয়। তাছাড়া চাইলে আপনি নিজের cartoon character অবশই তৈরি করে নিতে পারবেন।

Drawing, animating এবং story ব্যবহার করে একটি সেরা এবং professional looking cartoon এই mobile app ব্যবহার করে বানাতে পারবেন।

আপনার character গুলো কি কি কথা বলবে সেটা আপনি নিজের voice record করে set করতে পারবেন।

Toontastic 3D app এর কিছু features,

  • বর্তমান সেরা cartoon story maker app.
  • বিভিন্ন cartoon character আমাদের দেওয়া হবে।
  • 3D drawing tool দেওয়া হয়েছে নিজের character তৈরি করার জন্য।
  • ৩ টি রকমের story category থাকছে। (short story, classic এবং science report)

৪. Animate free

Animate free android app

মোবাইলের একটি সেরা এনিমেশন কার্টুন তৈরি করার সফটওয়্যার হিসেবে এই অ্যাপটিকে বলা যেতে পারে।

Professional animators, students এবং game developers দের জন্য এই অ্যাপ প্রচুর কাজের প্রমাণিত হয়েছে।

যদি আপনার বাচ্চারা নিজের থেকে একটি মজাদার কার্টুন তৈরি করতে চাচ্ছে, তাহলে এই কাটুন বানানোর অ্যাপসটির মাধ্যমে সহজেই সেটা তৈরি করতে পারবেন।

App-টিতে থাকা tools এবং user interface সম্পূর্ণটাই সাংঘাতিক ভালো ও উন্নতমানের।

Features of animate free app,

  • Animation frames গুলো create ও edit করুন।
  • নিজের cartoon character এর জন্য skins select করুন।
  • Props selection এর options থাকছে।
  • Creation and editing of the cubes.

৫. Plotagon Story

Plotagon animated video creator.

Plotagon story app-টিকে অ্যানিমেটেড কার্টুন স্টোরি ভিডিও তৈরি করার একটি সেরা সফটওয়্যার হিসেবে বলা যেতে পারে।

আমি নিজেই এই app ব্যবহার করে নিজের মোবাইলে বিভিন্ন কার্টুন ভিডিও গুলো তৈরি করেছি। এবং, আমার বানানো এই ভিডিও গুলো প্রত্যেকের পছন্দ হয়েছে।

হে, সম্পূর্ণ ফ্রীতেই আপনারা এই মোবাইল সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন।

বিভিন্ন cartoon characters, নিজের তৈরি করা character, আলাদা আলাদা location এবং frames ব্যবহার করে একটি অনেক আকর্ষণীয় কার্টুন ক্লিপ তৈরি করতে পারবেন।

Features of plotagon story app,

  • বিভিন্ন আকর্ষণীয় cartoon characters.
  • আকর্ষণীয় story frames এবং location.
  • Simple ভাবে সম্পূর্ণ ভিডিও তৈরি করা সম্ভব।
  • Character customization option.
  • Record cartoon voice option.
  • Cartoon character expression options.

Plotagon story আপনি নিজের windows computer এর জন্যও download করে ব্যবহার করতে পারবেন।

৬. TweenCraft

TweenCraft free animation creator app.

Drawing এবং animation শেখার কোনো প্রয়োজন নেই যখন আমাদের কাছে রয়েছে, “TweenCraft” মোবাইল সফটওয়্যার।

এই অ্যাপ ব্যবহার করে একটি কার্টুন গল্প তৈরি করার জন্য, সোজা নিজের cartoon character select করুন এবং সাথে voice বা dialog record করুন।

Cartoon character টিকে অ্যানিমেট করানোর জন্য, “finger touch” ব্যবহার করতে হবে।

এটা অনেক আধুনিক ও শক্তিশালী 2D Animation cartoon maker app যেখানে short cartoon movies বানানো সম্ভব।

Features of TweenCraft app,

  • User experience অনেক ভালো ও সুবিধাজনক।
  • Animated comic video series তৈরি করুন।
  • Pre-loaded cartoon characters দেওয়া রয়েছে।
  • Change character expression, zoom pan, change speed.
  • Can use comic bubbles.
  • তৈরি করা video গুলো সোজা YouTube চ্যানেলে share করুন।

কার্টুন বানানোর ক্ষেত্রে TweenCraft অ্যাপস আমার হিসেবে একটি অনেক মজার ও দারুন এপ্লিকেশন।

৭. Mjo Maker – animation creator

MJO (Make Joke Of Animation), বর্তমান সময়ে প্রচুর পছন্দ করা হচ্ছে। আপনারা YouTube-এর মধ্যে এমন অনেক অ্যানিমেশন ভিডিও চ্যানেল গুলো পাবেন যেগুলিতে এই ধরণের কার্টুন ভিডিও গুলো আপলোড হয়ে থাকে।

মেক জোক অফ একটি অনেক নতুন ধরণের অ্যানিমেশন কার্টুন ভিডিও আইডিয়া যেটা নিয়ে ইউটিউবে কাজ করা যাবে। এই অ্যাপ ব্যবহার করে 3d animation ভিডিও গুলি অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন।

দিয়ে দেওয়া কার্টুন চরিত্র গুলো নিজের হিসেবে কাস্টমাইজ করার অপসন আপনার কাছে রয়েছে। মাথার চুল, কাপড়, শারীরিক গঠন ইত্যাদি সবটা নিজের হিসেবে সেট করা যাবে।

৮. RoughAnimator

কাটুন ভিডিও বানানোর অ্যাপস

আপনি যদি সামান্য কিছু টাকা দিয়ে মোবাইলে কাটুন তৈরি করার একটি প্রফেশনাল সফটওয়্যার ডাউনলোড করতে চান, তাহলে এই অ্যাপ ব্যবহার করার পরামর্শ আমি দিবো।

এটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য হাতে আঁকার মাধ্যমে অ্যানিমেশন তৈরি করার একটি দারুন অ্যাপ্লিকেশন। একজন প্রফেশনাল এবং নতুনদের জন্য এই অ্যাপ অনেক কাজের প্রমাণিত হতে পারে।

তাই, যদি আপনারা হাতে আঁকার মাধ্যমে ফ্রেম-বাই-ফ্রেম প্রফেশনাল অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, তাহলে এই অ্যাপ ব্যবহার করতে পারেন।

কিছু সাধারণ ফীচার গুলো:

  • Unlimited layers এর সাথে timeline পাচ্ছেন।
  • Preview playback করার অপসন থাকছে।
  • অডিও এবং ভয়েস ইম্পোর্ট করা যাবে।
  • ভিডিওর framerate এবং resolution এডজাস্ট করা যাবে।
  • video বা GIF হিসেবে ভিডিও এক্সপোর্ট করা যাবে।

৯. MJOC2

MJOC2, একটি দারুন এবং ফ্রি অ্যানিমেশন ভিডিও বানানোর অ্যাপ যেখানে আপনারা মেক জোক অফ (MJO) ধরণের কার্টুন ভিডিও গুলো বানাতে পারবেন। কাটুন বানানোর এই অ্যাপটি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে আমি নিজেই কিছু কার্টুন ক্লিপ তৈরি করেছি।

কার্টুন বানিয়ে সেগুলোকে সরাসরি নিজের মোবাইলের গ্যালারিতে সেভ করতে পারবেন। চাইলে, সরাসরি ইউটিউবে শেয়ার করার অপশনও ব্যবহার করা যাবে।

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য সরাসরি অ্যাপটি ওপেন করুন, পছন্দ মতো লোকেশন সিলেক্ট করুন, কার্টুন চরিত্র সিলেক্ট করুন এবং শেষে ক্রিয়েটিভ হয়ে ভিডিও স্টোরি রেকর্ড করুন।

অ্যাপ এর কিছু ফীচার গুলো:

  • কার্টুন চরিত্র সিলেক্ট এবং কাস্টমাইজ করুন।
  • কার্টুন চরিত্রের মাথার চুলের রং এবং ধরণ চেঞ্জ করুন।
  • নিজের পছন্দ হিসেবে নতুন নতুন কার্টুন চরিত তৈরি করা যাবে।
  • নিজের ভয়েস এবং মিউজিক যোগ করার অপসন রয়েছে।

অন্যান্য কিছু প্রশ্ন:

Q. মোবাইল দিয়ে সম্পূর্ণ প্রফেশনাল কার্টুন বানানো যাবে?

দেখুন, মোবাইলে কার্টুন বানানোর যেগুলো অ্যাপস রয়েছে সেগুলো অনেক সাধারণ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে সক্ষম। কেননা, এই এপ্লিকেশন গুলির অনেক সীমাবদ্ধতা থেকে থাকে। তাই, আমার হিসেবে এই ধরণের অ্যানিমেশন মেকার অ্যাপ গুলো ব্যবহার করে কেবল সাধারণ এবং সীমিত ফীচার এর সাথে কার্টুন তৈরি করা সম্ভব।

Q. কম্পিউটারে সেরা কার্টুন তৈরি করার সফটওয়্যার কোনটি?

কম্পিউটারের ক্ষেত্রে অনেক ফ্রি তবে সম্পূর্ণ প্রফেশনাল অ্যানিমেশন ভিডিও বানানোর সফটওয়্যার গুলো আপনারা পেয়ে যাবেন। এদের মধ্যে কিছু সেরা এনিমেশন ভিডিও তৈরির সফটওয়্যার গুলো হলো, Animaker, Blender, K-3D, OpenToonz, Pencil2D Animation ইত্যাদি।

Q. এনিমেশন সফটওয়্যার এর দাম কত?

ওপরে মোবাইলের জন্য অ্যানিমেশন সফটওয়্যার গুলির কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে, যদি আপনি একটি প্রফেশনাল অ্যানিমেশন সফটওয়্যার কিনে ব্যবহার করতে চান তাহলে মাসে প্রায় ২০০০ থেকে ৫০০০ টাকা সাবস্ক্রিপশন চার্জ হিসেবে দিতে হবে।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে কার্টুন বানাবেন এবং এন্ড্রয়েড এর সেরা কাটুন ভিডিও বানানোর অ্যাপস গুলো কি কি? এই বিষয় গুলো নিয়ে এখন আপনারা সবটা ভালো করে বুঝতে পেরেছেন বলে আশা করছি। এমনিতে গুগল প্লে স্টোরে কাটুন তৈরির সফটওয়্যার হিসেবে আরো অনেক ধরণের অ্যাপস গুলো আপনারা অবশই পেয়ে যাবেন। তবে এই আর্টিকেলের মধ্যে আমি সেরা এবং সব থেকে ভালো কাটুন বানানোর অ্যাপস গুলো তুলে ধরেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top