সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত ব্লগ কিংবা কোনো বিজনেস ওয়েবসাইট হোক, ভিডিও এখন মার্কেটে যথেষ্ট আধিপত্য বাড়াচ্ছে।
তবে, অনেক কনটেন্ট ক্রিয়াটারদের কাছেই তাদের আপলোড করার মতো নিজস্ব শ্যুট করা ভিডিও নাও থাকতে পারে।
আবার, এদিকে একটা ছবি হাজার শব্দের সমান।
আর, ভিডিও তো একসাথে অসংখ্য ছবি দেখাতে পারে!
তাই, বর্তমানে শ্রোতারা আরও সহজে আকর্ষণীয় কন্টেন্টের দাবিতে ভিডিও কনটেন্ট চাইছে।
ঠিক এখানেই, কপিরাইট-ফ্রি স্টক ভিডিওগুলোর ডিম্যান্ড শুরু হয়।
এখনকার কপিরাইট-ফ্রি ভিডিও সাইটগুলো বিনামূল্যের ক্লিপ ও ফুটেজের একটা বিস্তৃত কালেকশন রাখে,
যেখানে আপনি কোনো ওয়াটারমার্ক ছাড়াই আপনার সৃজনশীল প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া চ্যানেল ও আরও অনেক কাজে ব্যবহার করার জন্যে ডাউনলোড করতে পারেন।
আর তাই, আজকে আমাদের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো, কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে।
সূচিপত্র:
কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার সেরা ১০টি ওয়েবসাইট
তাহলে চলুন, এখন আমরা এক এক করে সেই প্রত্যেকটি ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনেনেই যেগুলোর মাধ্যমে কপিরাইট ফ্রি ভিডিও গুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
১. Pixabay
Pixabay হল লাখ-লাখ ফ্রি ইমেজ এবং সাথে ভিডিও স্টকের ওয়েবসাইট।
এর ভিডিও গুলো কমার্শিয়াল বা পার্সোনাল দুটো উদ্দেশ্যেই ব্যবহার করা যায়।
তবে, এখানের লাইসেন্সে আপনি ভিডিও নীতিগুলোর সম্পর্কে সমপূর্বটা স্পষ্ট ভাবে জানতে পারবেন।
আপনি আপনার যেকোনো প্রজেক্টের জন্যে এখান থেকে হাজার-হাজার বিনামূল্যের স্টক ছবি, মিউসিক ট্র্যাক, ফটোগ্রাফ, সাউন্ড এফেক্টও খুঁজে পেতে পারেন।
এছাড়াও, এদের লাইব্রেরিতে প্রায় ২৪ হাজারেরও বেশি ফ্রি ভিডিওর চিত্তাকর্ষক কালেকশন রয়েছে।
যা আপনি সহজেই আপনার ক্রিয়েটিভ প্রজেক্টে কাজে লাগাতে পারেন।
ফিচার:
- ভিডিও রেজোলিউশন নির্বাচন করার অপশন
- এক মিলিয়নেরও বেশি বিনামূল্যের ভিডিও স্টক
- ভিডিওগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব
২. Pexels
এখানে বহু ক্যাটেগরির হাজার-হাজার ফ্রি স্টক ভিডিও গুলো রয়েছে যেগুলো জেকেও ডাউনলোড করতে পারবেন।
Pexels-এর ওয়েবসাইট থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করতে এর সাইটে সাবস্ক্রাইব করতে হয় না।
এখানের ভিডিওর মান ও রেসল্যুশন নির্বাচনের স্বাধীনতা আপনার রয়েছে।
এই ওয়েবসাইটে আপনি বিনামূল্যে সাইনআপ করে এখানের ভিডিওগ্রাফারদের খুঁজতে ও ফলো করতে পারবেন।
ওয়াটারমার্ক ছাড়াই আপনি কমার্শিয়াল বা নন-কমার্শিয়াল কাজে এখানে ভিডিও কাজে লাগাতে পারেন।
এই ওয়েবসাইটটির সেরা ব্যাপার হল এই যে, এখানে কোনো বিজ্ঞাপন দেখানো হয় না,
তবে আপনি তাদের ডাউনলোড স্ক্রিনে iStock প্রমোশনগুলো দেখতে পাবেন।
ফিচার:
- সম্পূর্ণভাবে বিনামূল্যে
- পছন্দের রেজোলিউশনে ভিডিও পাওয়া সম্ভব
- ওয়াটারমার্ক বা অ্যাট্রিবিউশন ছাড়া বাণিজ্যিকভাবে ভিডিও ব্যবহার করা সম্ভব
৩. VistaCreate
VistaCreate হল একটা অনলাইন গ্রাফিক ডিজাইনিং প্ল্যাটফর্ম।
সম্প্রতি, এখানে প্রায় লক্ষ-লক্ষ অ্যাক্টিভ ইউসার রয়েছে ও ৫০ হাজারেরও বেশি ডিজাইন টেমপ্লেটের ফীচার এখানে আছে।
এই টুলে আপনি ফটো, ভেক্টর ইমেজের পাশাপাশি ভিডিওর একটা আশ্চর্যজনক কালেকশন পাবেনই।
এখানে মিউসিক, পিপল, ফুড, বার্থডে, ফ্যামিলি, বিজনেস ও ফোনসহ ৭টি ভিডিও ক্যাটেগরি রয়েছে।
এই প্রতিটা বিভাগের অধীনে, প্রাসঙ্গিক কনটেন্ট খোঁজার জন্য বিভিন্ন সাব-ক্যাটেগরিও আছে।
ফিচার:
- নির্বাচিত সেরা ভিডিও ক্যাটেগরি
- বিজ্ঞাপনহীন, সুন্দর, আধুনিক ও পরিষ্কার প্ল্যাটফর্ম
- ভিডিও রিসোলিউশন, বাকগ্রাউন্ড ও পিপল অনুসারে ফিল্টার রয়েছে
৪. Videvo
Videvo থেকে আপনি নন-কমার্শিয়াল কাজের জন্যে ব্যবহৃত ফ্রি, হাই-কোয়ালিটি স্টক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আপনি এখানে ওয়াটারমার্ক ছাড়া, তবে অ্যাট্রিবিউশান সমেত ৩০ সেকেন্ডের ভিডিও পেয়ে যাবেন।
অন্যদিকে, ১০ সেকেন্ডের ভিডিওর জন্যে ওয়াটারমার্ক কিংবা অ্যাট্রিবিউশান কোনোটাই লাগবে না।
এর আবার প্রিমিয়াম ভার্শনও রয়েছে।
ফিচার:
- ফ্রি ও প্রিমিয়াম স্টক ভিডিও
- পেইড স্টক ভিডিওয়ের জন্যে সাবস্ক্রিপশন জরুরি
- প্রতিটা ভিডিও আলাদা ইউসেজ রাইট জানার জন্যে লাইসেন্স পড়াটা জরুরি
৫. Motion Elements
সহজে ফ্রি স্টক ভিডিও পেতে Motion Elements-এর ওয়েবসাইটটি একটি সেরা প্লাটফর্ম।
এখানে আপনাকে ভিডিও ডাউনলোড করতে গেলে বিনামূল্যে সাইনআপ করতে হবে।
তারপর, আপনি পরপর ৫টা ফ্রি ভিডিও প্রতি সপ্তাহে ডাউনলোড করতে পারেন।
এখানে রেফারাল প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্রি ভিডিও ডাউনলোড প্রতি সপ্তাহে ৩-টা পর্যন্ত নিয়ে যেতে পারেন।
এছাড়াও, এখানের ভিডিওগুলো কমার্শিয়াল ও নন-কমার্শিয়াল দুই পারপাসেই ব্যবহার করতে পারেন।
ফিচার:
- অসংখ্য ফ্রি ভিডিও
- HD, HD720, 2K ও 4K-এ ডাউনলোড করা যায়
- ভিডিও ডাউনলোড করতে সাইনআপ করে ভবিষ্যতের ডাউনলোডের জন্য ক্রেডিট অর্জন করা যায়
৬. Videezy
Videezy হল যথেষ্ট জনপ্রিয় একটা ফ্রি ও প্রিমিয়াম ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট।
এখানে আপনি হাই-কোয়ালিটি ফ্রি স্টক ভিডিও পেয়ে যাবেন।
আপনাকে এর লাইসেন্স পড়ে তবে এর স্ট্যান্ডার্ড (ফ্রি) ও পেইড প্রিমিয়াম কনটেন্ট ডাউনলোড করতে হয়।
এর প্রিমিয়াম কন্টেন্টগুলো আপনি কমার্শিয়াল ও নন-কমার্শিয়াল দুটো কাজেই ব্যবহার করতে পারবেন।
তবে, আপনাকে ফ্রি কন্টেন্টগুলো অ্যাট্রিবিউশান সমতে ব্যবহার করতে হবে।
ফিচার:
- প্রিমিয়াম ভিডিওগুলোর জন্য সাবস্ক্রিপশন লাগবে
- বিনামূল্য ও পেইড ভিডিওগুলোর বিশাল কালেকশন
- বিনামূল্যের ভিডিওগুলোর অ্যাট্রিবিউশন সমেত ব্যবহার করা আবশ্যক
৭. Coverr
Coverr হল সম্পূর্ণ বিনামূল্যের একটা সেরা স্টক ভিডিও ওয়েবসাইট।
এই প্লাটফর্ম, মার্কেটার ও উদ্যোক্তাদের তাদের সমস্ত মার্কেটিং ও ব্র্যান্ডিং চাহিদার পূরণের জন্য প্রচুর হাই-কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে দেয়।
এখানে কোনো ওয়াটারমার্ক বা অ্যাট্রিবিউশনের প্রয়োজন হয় না।
ভিডিও ডাউনলোড করার পরে আপনি ZIP ফাইলে JPG থাম্বনেইলের সাহায্যে ভিডিও পেয়ে যাবেন।
ফিচার:
- সম্পূর্ণ বিনামূল্যের ওয়েবসাইট
- ওয়াটারমার্ক বা অ্যাট্রিবিউশন ছাড়া উচ্চমানের ভিডিও রয়েছে
- ভিডিওগুলো ZIP ফাইলে ডাউনলোড হয়, যেখানে JPG থাম্বনেইল ইমেজ থাকে
৮. Vidsplay
Vidsplay-এর ওয়েবসাইট থেকে ভিডিও বেছে নেওয়ার মতো অনেক ক্যাটেগরি রয়েছে।
এর স্টক ভিডিওর কালেকশনের সম্ভার থেকে আপনি বিনামূল্যে সমস্ত HD স্টক ভিডিও ডাউনলোড করতে পারেন।
তবে, এর ভিডিওগুলো ব্যবহার করার জন্যে আপনাকে আপনার ওয়েবসাইট কিংবা অন্য মিডিয়া চ্যানেলের কোথাও একটা লিঙ্কসহ ভিডিও ক্রেডিট দিতেই হবে।
প্রায়শই এই ওয়েবসাইটের ভিডিও কালেকশন কয়েক সপ্তাহ অন্তর নতুন-নতুন ফুটেজ সহ আপডেট করা হয়ে থাকে।
এখানে উপলব্ধ সমস্ত ভিডিওগুলোই আপনি বিনামূল্যে আপনার ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন।
ফিচার:
- সম্পূর্ণ বিনামূল্যে
- HD স্টক ভিডিও রয়েছে
- নির্দিষ্ট ক্রেডিট লিঙ্ক যোগ করা আবশ্যক
৯. Dareful
এই স্টক ভিডিও প্ল্যাটফর্মটি আপনাকে বিনামূল্যে 4K স্টক ফুটেজ অফার করতে সক্ষম।
Dareful-এর ভিডিও কালেকশনটি মোট ২০টিরও বেশি ভাগে বিভক্ত রয়েছে।
এর মধ্যে আপনি পেয়ে হেটে পারেন বোকেহ, এরিয়াল, ওশান, নেচার, সানরাইজ, ক্রিসমাস ও আরও নানান রকমের ভিডিও।
এই প্ল্যাটফর্মটি কোনো নির্দিষ্ট ধরণের ভিডিও খোঁজার জন্য দুর্দান্ত একটা ওয়েবসাইট।
তবে, এখানে আপনি শুধুমাত্র 4K ভিডিওই পাবেন।
অতএব, আপনি যদি আপনার ব্র্যান্ড কিংবা কোনো সৃজনশীল প্রজেক্টের জন্য সমৃদ্ধ মানের ভিডিও ব্যবহার করতে চান, তবে এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আপনার জন্যে।
ফিচার:
- এর ইন্টারফেস যথেষ্ট ইউসার-ফ্রেন্ডলি
- ভিডিও শুধুমাত্র 4K রেসল্যুশনে উপলব্ধ
- অ্যাট্রিবিউশান ছাড়াই ভিডিও ব্যবহার করা সম্ভব
১০. PikWizard
PikWizard হল এমন এক ধরণের স্টক ইমেজ ও ভিডিও ডাউনলোডের প্ল্যাটফর্ম, যেখানে কয়েক লক্ষেরও বেশি হাই-কোয়ালিটির ডিজিটাল রিসোর্সের বিশাল কালেকশন রয়েছে।
আপনি এর ভিডিও ট্যাব থেকে নানান রকমের ভিডিও কালেকশন সহজেই দেখতে পেয়ে যাবেন।
আপনি এখানকার স্লো মোশন ভিডিও, এডুকেশনাল ভিডিও, টেকনিকাল ভিডিও, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ভিডিও, ব্যবসায়িক ভিডিও ও আরও অনেক ক্যাটেগরি নিয়ে প্রায় ২০টিরও বেশি বিভাগ পেতে পারেন।
এই ওয়েবসাইট থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করার সময় আপনি আপনার প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুসারে SD ও HD কোয়ালিটির ভিডিও বেছে নিতে পারেন।
ফিচার:
- প্রচুর স্টক ভিডিও ক্যাটেগরি ও কালেকশন।
- অ্যাট্রিবিউশান সব ভিডিওর জন্যে বাধ্যতামূলক নয়।
- ব্যক্তিগত ও কমার্শিয়াল দুটো পারপাসেই ভিডিও পাওয়া যাবে।
আমাদের শেষ কথা,,
আমাদের আজকের রয়্যালটি-ফ্রি ভিডিও ডাউনলোড করার তালিকাটি এখানেই শেষ হল।
লেখাটি পছন্দ হলে অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না!
এমনিতে, ইন্টারনেটে এই ধরণের কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট বা প্লাটফর্ম কিন্তু প্রচুর রয়েছে।
তবে, তাদের ভিডিও গুলো ব্যবহার করার আগে ব্যবহারের নিয়ম, অনুমতি এবং গাইড অবশই পড়ে নিবেন।