ওয়েব সিরিজ কি? ওয়েব সিরিজ কিভাবে দেখা যায়?

ওয়েব সিরিজ কি ? (What is Web Series in Bengali) এবং ওয়েব সিরিজ কিভাবে দেখা যায় ? 

ইন্টারনেটের জগতে ওয়েব সিরিজ শব্দটির সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। সত্যি বলতে কি, এই ওয়েব সিরিজ নিয়ে মানুষের এতো মাতামাতিই বা কেন ? 

আর, আদতে সহজে বিশ্লেষণ করলে বলা যেতে পারে যে, “ওয়েব সিরিজ হল অনেকটা টিভিতে চলা ধারাবাহিক বা সিরিয়াল গুলোর মতো।”

অর্থাৎ, ওয়েব সিরিজ অনেকটা সিরিয়ালের মতো ধারাবাহিকভাবে টেলিকাস্ট হয়ে থাকে, তবে সেটা ওভার-দ্য-টপ বা নানা ডিজিটাল প্ল্যাটফর্মে এভেইল্যাবল, যা দেখার জন্যে আপনার ইন্টারনেট সংযোগের একান্ত প্রয়োজন। 

যাইহোক, সিরিয়াল আর ওয়েব সিরিজের ধারণা অনেকটা কাছাকাছি হলেও, এই দুই ধরণের সম্প্রচারের মধ্যে অনেকটা পার্থ্যকও রয়েছে।  

আজকে আমাদের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো আদতে কি এই ওয়েব সিরিজ সেই বিষয় সম্পর্কে।

এই আর্টিকেল থেকে আজকে আপনারা জানতে চলেছেন – 

  • ওয়েব সিরিজ মানে কি ?
  • ওয়েব সিরিজ বলতে কি বুঝায় ?
  • কিভাবে দেখা যায় ওয়েব সিরিজ ?
  • অনলাইনে ওয়েব সিরিজ দেখার জন্য সেরা বিনামূল্যের অ্যাপ- এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে।

ওয়েব সিরিজ কি? (What Is Web Series)

ওয়েব সিরিজ কি
ওয়েব সিরিজ মানে কি ? ওয়েব সিরিজ দেখার উপায়

এই ওয়েব সিরিজ বা ওয়েব শো হল এক ধরণের স্ক্রিপ্টেড কিংবা নন-স্ক্রিপ্টেড অনলাইন ভিডিও-এর একটা ধারাবাহিকতা। এটি সাধারণত এপিসোডিক আকারে ইন্টারনেট মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। 

মূলত, ১৯৯০ সাল থেকে ওয়েব সিরিজের উদ্ভাবন হলেও, ২০০০-এর গোড়ার দিকে এই ওয়েব সিরিজ আরও স্পষ্ট ধারণা হিসেবে পরিণত হয়। 

যেকোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজ রিলিজ করা হয়ে থাকে।        

ওয়েব সিরিজ মানে কি? (What Do Web Series Mean)

ওয়েব সিরিজ মানে বলতে বোঝায় ইন্টারনেট মাধ্যমে আপলোড করা ধারাবাহিক ভিডিওগুলো, যেগুলো একটা নির্দিষ্ট গল্প, স্ক্রিপ্ট কিংবা নন-স্ক্রিপ্ট গল্প নিয়ে তৈরী হতে পারে। 

একটা ওয়েব সিরিজ যেকোনো বিষয় নিয়েই তৈরী হতে পারে। 

আর, এই সিরিজের প্রতিটি এপিসোড বা পর্বকে ওয়েবিসোড (Webisode) বলা হয়। 

এই ধরণের ইন্টারনেট-ভিত্তিক সিরিয়ালগুলো আপনি নানান ধরণের প্ল্যাটফর্ম, যথা- ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ এমনকি স্মার্টফোনেই দেখতে পারেন।

এমনকি, আপনি আপনার স্মার্ট টিভিতেও এই ওয়েব সিরিজ দেখতে পারেন। 

ওয়েব সিরিজ কিভাবে দেখা যায়?

আপনাকে ওয়েব সিরিজ দেখতে হলে কোনো না কোনো ওভার-দ্য-টপ প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে হয়। 

বেশিরভাগ ক্ষেত্রেই এই ওটিটি প্ল্যাটফর্মগুলো পেইড সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবা দিয়ে থাকে। 

এখানে আপনি মাসিক কিংবা বাৎসরিক ভিত্তিতে টাকা দিলে, তবেই এই প্ল্যাটফর্মগুলো থেকে ওয়েব সিরিজ দেখতে পাবেন। 

অর্থাৎ, এই সিরিজগুলো দেখার জন্যে আপনাকে নির্দিষ্ট কিছু অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ নিয়ে হবে। 

এছাড়াও, আপনাকে ওয়েব সিরিজ দেখার জন্যে শক্তিশালী ইন্টারনেট সংযোগ ও ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসের প্রয়োজন পড়ে। 

তবে, এক্ষেত্রে আপনি সিরিজগুলো ইন্টারনেটের সাহায্যে ডাউনলোড করে অফলাইনেও এগুলো দেখতে পারবেন। 

ওয়েব সিরিজ দেখার জন্যে বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল – নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, ভুট, ডিজনি+হটস্টার, সোনি লিভ ও এমএক্স প্লেয়ার।    

আপনাকে ওয়েব সিরিজ দেখতে হলে,এই ধাপগুলো মেনে চলতে হয়,

১. আপনার পছন্দমতো ওটিটি প্ল্যাটফর্মগুলো আপনার ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসে ডাউনলোড বা ইনস্টল করতে হবে।

২. ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে আপনার ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সেই প্ল্যাটফর্মে সাইনআপ করতে হবে।

৩. এরপর আপনাকে সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিয়ে, পেমেন্টের প্রস্তুতি নিতে হবে।

৪. আপনাকে ক্রেডিট বা ডেবিট কার্ডের বিবরণ দিতে হবে।

৫. আপনার সংযুক্ত নম্বরে OTP এলে, তা এন্টার করে পেমেন্ট কনফার্ম করতে হবে।

৬. এইবার আপনার অ্যাকাউন্টটি রেডি হয়ে গেলে, আপনি আপনার পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পাবেন।  

বিনামূল্যে অনলাইনে ওয়েব সিরিজ দেখার অ্যাপের তালিকা

(The List of Best Free Apps to Watch Web Series Online)

বিগত কয়েক বছর ধরে, আমরা সকলেই সিনেমা ও একঘেঁয়ে  টিভি সিরিয়ালগুলোর চক্করে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। 

এরপরেই ওয়েব সিরিজের ধারণাটি ব্যপকভাবে আলোড়ন তোলে ও সম্পূর্ণ বিনোদন শিল্পের ধারণাকেই আমূল পাল্টে দেয়। 

আপনি ওয়েব শো দেখতে পারেন এমন অনেক বিনামূল্যে ও পেইড জায়গা আছে। 

প্রথমে, কোনো নির্দিষ্ট থিমের উপর আগ্রহী, এমন শো খুঁজে পেতে গুগুলে অনুসন্ধান করে ওয়েব সিরিজ খুঁজতেই পারেন৷ 

তবে, আপনার সুবিধার জন্যে আমরা এখানে সেরা কতগুলো অনলাইনে বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার অ্যাপ নিয়ে আলোচনা করলাম- 

সেরা ১০টি বিনামূল্য ও পেইড অনলাইনে ওয়েব সিরিজ দেখার অ্যাপ ও ওয়েবসাইট গুলো নিচে বলে দেওয়া হয়েছে।

১. ALT Balaji:

এটি হল বালাজি টেলেফিল্ম লিমিটেডের একটি সহায়ক সংস্থা। 

যার মাধ্যমে এই কোম্পানি প্রথম ডিজিটাল এন্টারটেইনমেন্ট স্পেসে প্রবেশ করে। 

টিভি সিরিয়াল ও ফিল্ম প্রোডাকশনের জন্যে জনপ্রিয় এএলটি বালাজি তাদের ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টায় রয়েছে। 

এই প্ল্যাটফর্মটিতে তারা তাদের নিজস্ব অরিজিনাল, টেইলার-মেড ও এক্সক্লুসিভ শো নিয়ে আসে। 

মূলত, আপনি এখানে ভারতীয় জনগণদের উদ্দেশ্যে তৈরী বিশেষ কনটেন্ট দেখতে পাবেন। 

এই প্ল্যাটফর্মটি পরিচিত লেখক, লোকপ্রিয় তারকা ও সেরা পরিচালকদের নিয়ে তাদের ওয়েব শো তৈরী করে পাবলিশ করে।       

বৈশিষ্ট্য:

  • এখানকার কমেডি ক্যাটাগরি এককথায় দারুণ।
  • এখানে আপনি পুরোনো সিনেমা দেখতে পারেন।
  • এলাকার বেশিরভাগ কন্টেন্টই বিনামূল্যে দেখা যায়।
  • এই অ্যাপের নিজস্ব ইউসার-ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে।

২. TVF Play:

দ্য ভাইরাল ফিভারের প্রিমিয়াম কন্টেন্টের প্রধান সূত্র হল এই TVF Play অ্যাপটি। 

আপনি যদি হিন্দি কনটেন্ট দেখতে ভালোবাসেন, তাহলে এটি হল আপনার জন্যে সেরা একটা অপশন। 

এই ওটিটি প্ল্যাটফর্মটি অনেকগুলো সেরা ভারতীয় ওয়েব সিরিজও লঞ্চ করেছে। 

এইসব ওয়েব সিরিজ আপনি এখানে ফ্ৰীতেই দেখতে পারেন। 

এখানে এর নিজস্ব কনটেন্ট ছাড়াও, বিভিন্ন বিশ্বব্যাপী কনটেন্টও দেখতে পাবেন। 

এই অ্যাপটি থেকে আপনি রেগুলার কনটেন্টও ব্রাউস করতে পারবেন। 

এইখানে কনটেন্ট শুরুর আগে আপনাকে স্বল্প পরিমাণে বিজ্ঞাপন দেখতে পাবেন। 

আপনি এখানে 240 থেকে শুরু করে 1080p পর্যন্ত স্ক্রিন রেসল্যুশনে কনটেন্ট দেখতে পাবেন। 

আর, এই প্ল্যাটফর্মটি বিশেষ করে নতুন প্রজন্মের জন্যে নানান জনারের, যেমন- ট্রেন্ডস, ড্রামা ও হিউমারের মতো বৈচিত্রপূর্ণ বিষয়ে কনটেন্ট নিয়ে আসে।   

বৈশিষ্ট্য:

  • এখানে আপনি হিন্দি ভাষায় কনটেন্ট পাবেন।
  • এর ‘watch on TV’-এর মতো অনন্য অপশনের সাহায্যে আপনি টিভিতেও কনটেন্ট চালাতে পারবেন।
  • এটি হল সম্পূর্ণভাবে বিনামূল্যে একটা ওয়েবসাইট ও অ্যাপ। এখানে কোনো অপ্রয়োনীয় বিজ্ঞাপন পাবেন না।
  • ডাউনলোড অপশন থেকে ওয়াচ লেটারে আপনার আধা দেখা ওয়েব সিরিজ পুনরায় দেখা শুরু করতে পারবেন।

৩. Tubi TV:

Tubi হল বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞাপন-পরিচালিত ভিডিও-ওন-ডিম্যান্ড সার্ভিস। 

এখানে আপনি হলিউডের প্রায় ২০,০০০ সিনেমা ও টিভি শো দেখতে পারবেন একদম বিনামূল্যে। 

এটির হেডকোয়ার্টার আমেরিকাতে থাকলেও, আপনি আরামসে ভারতে এর ওয়েবসাইট থেকে কনটেন্ট অ্যাক্সেস করতে পারবেন। 

আপনি এই প্ল্যাটফর্মটি থেকে হলিউডের সেরা স্টুডিও, যেমন- এমজিএম, প্যারামাউন্ট, লায়ন্সগেট, স্টার্জ ও আরও অন্যান্য স্টুডিও-এর কনটেন্ট সরাসরি দেখতে পারবেন। 

এমনকি, এখানে লগ ইন করাও খুব সহজ। এখানে আপনি দারুণ হরর মুভির কালেকশনও পেয়ে যাবেন। 

এছাড়াও, আপনি এখানে ড্রামা, কমেডি, ডকুমেন্টারি, অ্যাকশন কিংবা ছোটদের সিনেমাও পেয়ে যাবেন। 

এখানে আপনি ইংরেজি ছাড়াও অন্য ভাষার টিভি সিরিজও দেখতে পারেন।        

বৈশিষ্ট্য:

  • এটি একেবারেই বিনামূল্য একটা প্ল্যাটফর্ম।
  • এখানে সমস্ত ওয়েব সিরিজ ইংরেজি ভাসতে উপলব্ধ।
  • এখানে আপনি হলিউডের পাশপাশি বলিউড সিনেমায় দেখতে পাবেন।
  • এর নিজস্ব অরিজিনাল ওয়েব সিরিজের পাশাপাশি নানান মুভি ও টিভি শো আছে।

৪. MX Player:

Mx প্লেয়ারে হিন্দি, ইংলিশ, বাংলাসহ প্রচুর আঞ্চলিক ভাষার ওয়েব সিরিজ রয়েছে। এই ওয়েব সিরিজ প্ল্যাটফর্মটি একেবারে বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকে। 

এখানে আপনি টিভিএফের ওয়েব সিরিজগুলোও পেয়ে যাবেন। এছাড়াও, আপনি হইচই-এর বাংলা ওয়েব সিরিজগুলোর হিন্দি ডাবিংও ফ্রিতে পেয়ে যাবেন। 

এই অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি এএলটি বালাজীর ওয়েব সিরিজও নিয়ে আসে। আর, এর নিজস্ব অরিজিনাল কনটেন্টও রয়েছে। 

এখানে আপনি নানান সিনেমা, ওয়েব সিরিজ, টিভি সিরিজ, শর্ট ও মুভি ভিডিও পেয়ে যাবেন।

বৈশিষ্ট্য:

  • এটি হল একটা ফাইল শেয়ারিং অ্যাপ।
  • এর নিজস্ব অ্যান্ড্রয়েড ভিডিও প্লেয়ার রয়েছে।
  • এর মিউসিক ট্যাব থেকে বিনামূল্যে বিভিন্ন গান শুনতে পারবেন।
  • এখানে আপনার বাচ্চাকে অন্য অ্যাপ ব্যবহার বা কল করা থেকে ব্যাহত রাখে।

৫. Voot:

Voot-এর নিজস্ব একটা ফ্রি ওয়েবসাইট থাকার পাশাপাশি এর একটা পেইড ভার্শন রয়েছে, যার নাম Voot Select। 

এই সিলেক্ট ভার্শনে আপনি স্পেশাল কন্টেন্টের অ্যাক্সেস পান পেইড সাবস্ক্রিপশনের বিনিময়ে। তবে, ভুটের ফ্রি ভার্শনেও আপনি অনেক কনটেন্ট ফ্রিতেই দেখতে পারেন। 

এখানে আপনি কোনোরকমের বিজ্ঞাপন ছাড়াই কনটেন্ট দেখার সুযোগ পাবেন। হিন্দি ছাড়াও, আপনি এখানে একাধিক ভাষার টিভি সিরিয়াল ও সিনেমা দেখতে পারেন। 

এর কনটেন্ট লাইব্রেরিতে Viacom18-এর নেটওয়ার্ক চ্যানেলগুলো, ভুট অরিজিনালসের সমস্ত এক্সক্লুসিভ কনটেন্ট ও এপিসোড এবং নেটওয়ার্ক 18-এর সমস্ত নিউজ চ্যানেলের খবর আপনি এখানে পেয়ে যাবেন।     

বৈশিষ্ট্য:

  • এখানে লাইভ টিভি চ্যানেল দেখা সম্ভব।
  • এখানে আপনি বিভিন্ন জনারের কনটেন্ট পেয়ে যাবেন।
  • ভুট অরিজিনালস-এর কনটেন্টগুলো অসাধারণ হয়ে থাকে।
  • আপনি এখানে ডেইলি সোপের প্রতিটা এপিসোড স্ট্রিম করতে পারবেন।

৬. Viu:

আপনি যদি কোরিয়ান ড্রামার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে Viu আপনাকে সেরা কোরিয়ান কন্টিনের ফ্রি অ্যাক্সেস দিতে পারে। 

এখানে আপনি বিনামূল্যে টিভি সোর্স, মুভিস ও ভিউ অরিজিনালস কন্টেন্টও দেখতে পারেন। 

এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিসটি আপনাকে ইংরেজি, কোরিয়ান, হিন্দি, তেলগু, তামিল, মালায়ালম ও অন্যান্য ভাষাতেও কনটেন্ট ডাউনলোড করতে দেয়। 

এই প্ল্যাটফর্মটি হল এশিয়ান কন্টেন্টের সেরা জায়গা। 

 বৈশিষ্ট্য:

  • এখানে আপনি সেরার সেরা কোরিয়ান কনটেন্ট দেখতে পারেন।
  • এখানে এইচডি ও এসডি কনটেন্ট পাবেন ইংরেজি সাবটাইটেল সমেত।
  • এখানে আপনি ভারতের আঞ্চলিক ভাষার নানান কন্টেন্টও দেখতে পাবেন।
  • এখান থেকে আপনি চীন, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মধ্য প্রাচ্য, মালয়েশিয়া ও তুর্কির টিভি শো দেখতে পাবেন।

৭. Vudu:

এটি সম্পূর্ণভাবে বিনামূল্যের সিরিজ দেখার প্ল্যাটফর্ম না হলেও, এখানে বিনামূল্যে প্রচুর কনটেন্ট দেখা যায়। তবে, এখানে ইংরেজি কন্টেন্টের প্রাধান্যই বেশি। 

আর, এই প্ল্যাটফর্মে আপনি ফ্রি কন্টেন্টগুলোতে সামান্য পরিমাণে বিজ্ঞানপন দেখতে পারেন। এখানে আপনি প্রচুর টিভি সিরিজের পাশাপাশি ভালো-ভালো মুভিও দেখতে পাবেন। 

বৈশিষ্ট্য:

  • এর প্ল্যাটফর্মটি যথেষ্ট ইউসার-ফ্রেন্ডলি।
  • এখানে বিনামূল্যের অনেক কনটেন্ট আছে।
  • আপনি এখানে আরামসে পেইড ভার্শন নিতে পারেন।
  • এখানে প্রায় ১০০০-এরও বেশি বিনামূল্যে বিভিন্ন জনারের সিনেমা রয়েছে।

৮. Jio TV:

আপনার যদি কোনো জিও সিম কার্ড বা নম্বর থাকে, তাহলে সেটা দিয়ে আপনি বিনামূল্যে জিও টিভিতে অ্যাক্সেস পেতে পারেন। 

এখানে আপনি আপনার প্রিয় প্রোগ্রাম ও চ্যানেল দেখতে পাবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন ও ট্যাবলেট থেকেই কনটেন্ট দেখতে পারবেন। 

এখানে ব্যবহারকারীরা তাদের প্রিয় টিভি প্রোগ্রামের সাতদিন পুরোনো কনটেন্ট আরামসে দেখতে পাবেন। 

এই অ্যাপটিতে হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা, তেলেগু, অহমিয়া, উর্দু ও আরও নানান ভাষায় কনটেন্ট দেখতে পারবেন। 

এখানে প্রায় ৬০০-এরও বেশি টিভি চ্যানেল ও ১০০-টারও বেশি HD চ্যানেল রয়েছে। 

বৈশিষ্ট্য:

  • এর অ্যাডভান্সড ভয়েস সার্চ রয়েছে।
  • এই অ্যাপে বিভিন্ন ভাষার অনেক সিনেমা রয়েছে।
  • এখানে স্পোর্টস প্রোগ্রাম ও নিউস চ্যানেল দেখা যায়।
  • JioTV+ এর সাহায্যে আপনি সেরা স্ক্রীনিং এক্সপেরিয়েন্স পাবেন।

৯. Amazon Prime Video (পেইড):

ই-কমার্স জয়েন্ট আমাজনের অধিকৃত এই ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল এই আমাজন প্রাইম ভিডিও। 

এটি ফ্রি না হলেও, এর যৎসামান্য সাবস্ক্রিপশন ফ্রি-এর বিনিময়ে আপনি সেরা কন্টেন্টের অ্যাক্সেস পাবেন। 

এখানে আপনাকে বিনামূল্যে ৩০ দিনের ট্রায়াল দিয়ে থাকে। 

যেখান থেকে আপনি আপনার পছন্দমতো কন্টেন্ট এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে দেখতে পারেন। 

তবে, এর জন্যে আপনাকে আপনার ডেবিট কার্ডের বিবরণ দিয়ে হয়, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এই ৩০ দিনের মধ্যে কোনো টাকা কাটা হয় না। 

এখানেও আমাজন অরিজিনালের অনেক খুব জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। 

বৈশিষ্ট্য:

  • আপনি এখানে ৩০ দিনের ট্রায়াল পিরিয়ড পাবেন।
  • এখানে চিল্ড্রেনদের জন্যে আলাদা সেকশন আছে।
  • আপনি হলিউড ও বলিউড কনটেন্ট দুটোই রয়েছে।
  • এখানে টিভি শো, সিনেমা, আমাজন অরিজিনাল সিরিজ ও আরও অনেক কিছু রয়েছে।

১০. Hoichoi (পেইড):

একমাত্র বাংলার সবথেকে জনপ্রিয় ও প্রথম সারির অন-ডিম্যান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল এই হইচই। 

এর লাইব্রেরিতে প্রায় ৫০০-এরও বেশি বাংলা মুভি রয়েছে। এছাড়াও, এর অরিজিনাল বাংলা ওয়েব সিরিজগুলো তো খুবই জনপ্রিয়। 

এখানে প্রতি মাসেই নতুন নতুন কনটেন্ট পাবলিশ করা হয়। এমনকি, আপনি এই প্ল্যাটফর্মে প্রায় ১০০০-এরও বেশি বাংলা গান পেয়ে যাবেন।  

বৈশিষ্ট্য:

  • একমাত্র সম্পূর্ণ বাংলা কন্টেন্টের প্ল্যাটফর্ম।
  • এখানে আপনি বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট পাবেন।
  • এখানে মিউসিক লাব্রেইরিগুলোতে সব বাংলা গান রয়েছে।
  • এখানে অফলাইন কনটেন্ট ডাউনলোডের অপশন রয়েছে।

FAQ:

১. ওয়েব সিরিজ বলতে কি বুঝায়?

web series গুলিকে আসলে TV series-এর মতো একই ভাবেই ডিজাইন এবং স্ক্রিপ্ট করে তৈরি করা হয়। এখানে একটি গল্প বা কাহিনীকে একাধিক ছোট ছোট ভিডিও এডিসডে ভাগ করে সম্পূর্ণ কাহিনীটি তৈরি করা হয়। এছাড়া, ওয়েব সিরিজ এর ক্ষেত্রে সিরিজ বা সিরিয়েল গুলি আপনাকে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে দেখতে হয়।

২. আপনি কি ওয়েব সিরিজ তৈরি করতে পারবেন?

অবশই পারবেন, যেকোনো ব্যক্তি যার কাছে একটি ভালো ক্যামেরা এবং অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম এর মধ্যে একটি একাউন্ট আছে, সে নিজেই ওয়েব সিরিজ তৈরি করে ইন্টারনেটে ছাড়তে পারবেন। YouTube-এর মতো প্লাটফর্ম এর মধ্যেও আপনারা প্রচুর সিরিজ গুলি দেখতে পাবেন।

৩. ওয়েব সিরিজ কোথায় দেখা যায়?

YouTube-এর মতো, ইন্টারনেটে থাকা যেকোনো ভিডিও শেয়ারিং প্লাটফর্ম গুলিতে আপনারা সম্পূর্ণ ফ্রীতে নানান ওয়েব সিরিজ গুলি দেখতে পারবেন। তবে, যদি আপনি high quality এবং professional ভাবে তৈরি ওয়েব সিরিজ গুলি দেখতে চাইছেন, সেক্ষেত্রে যেকোনো ভালো OTT platform গুলি ব্যবহার করে দেখুন। যেমন, Amazon Prime, Netflix, MX Player, ইত্যাদি।

আমাদের শেষ কথা,,

আমাদের আজকের ওয়েব সিরিজ (web series) নিয়ে লেখা আর্টিকেলটি এখানেই শেষ হল। 

আশা করছি, ওয়েব সিরিজ কি এবং ওয়েব সিরিজ কিভাবে দেখা যায় এই প্রত্যেক বিষয়েই আপনারা সম্পূর্ণটা বুঝে গিয়েছেন। 

এর মধ্যে কোন কোনো প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করছেন বা করতে চান, তা কমেন্টে জানাতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top