এসি (AC) কেনার আগে জেনে নিন এই জরুরি বিষয় গুলো

AC buying guide in Bangla: বর্তমান সময়ে আমাদের ঘরে ঘরে একটি এসি (AC) থাকাটা এক অনেক সাধারণ ব্যাপার।

Air conditioner, আমাদের জীবনধারার এক অনেক গুরুত্বপূর্ণ অংশ।

প্রায় বেশির ভাগ জায়গা গুলোতে, গরমের দিন বেশি তবে শীত কাল অনেক কম।

আর প্রচুর গরমের ফলে, ঘরে বা কাজের জায়গাতে শান্তি ভাবে কাজ করা বা বসাটা প্রচুর কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়।

তাই, একটি ভালো এসি কিনে সেটা ব্যবহার করে নিজের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করাটা অনেক জরুরি।

Air conditioner আমাদের সম্পূর্ণ ঘর ঠান্ডা করে দিয়ে এক ঠান্ডা পরিবেশের তৈরি করে।

তবে, একটি ভালো এসি (AC) কেনার আগেই আমাদের মাথায় অনেক রকমের প্রশ্ন চলে আসে।

যেমন, 

  • কোন ব্র্যান্ডের এসি ভাল  ?
  • উইন্ডো এসি (window AC) না স্প্লিট এসি (split AC), কোনটা ভালো  ?
  • ইনভার্টার এসি কি ?
  • কত টনের এসি কিনবো  ?
  • কত ষ্টার (star) থাকা এসি ভালো ?
  • এসিতে copper wire থাকা ভালো না aluminium wire.

যদি আপনি এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর না জানেন, তাহলে দোকানদার আপনাকে নিজের লাভের হিসেবে এসি বিক্রি করবে।

ফলে, ভবিষ্যতে আপনার প্রচুর সমস্যা হতে পারে।

যেমন, অধিক কারেন্টের বিল আসা বা ঘর ভালো করে ঠান্ডা না হওয়া ইত্যাদি।

তাহলে চলুন বন্ধুরা, একটি সেরা ও ভালো এসি চেনার আগে আমাদের কোন কোন বিষয়ে জেনে রাখাটা জরুরি, সেটা জেনেনেই।

এসি (AC) কেনার আগে কি কি দেখবেন ?

এসি কেনার আগে করণীয়

আমি ওপরে বলা point গুলোতে নজর দিয়ে আপনারা নিঃসন্দেহে একটি ভালো এসি কিনে নিতে পারবেন।

টোন, এই সমস্ত পয়েন্ট গুলোর বিষয়ে salesman বা দোকানদার আপনাকে বলবেনা।

তাই, নিচে আমি প্রত্যেকটি point  ভালো করে বলে দিচ্ছি।

একটি ভালো AC (air conditioner) কেনার জন্য এই বিষয় গুলো আগেই জেনে রাখাটা অনেক জরুরি।

কোন ব্র্যান্ডের এসি ভাল  ?

দেখুন, যেভাবে বিভিন্ন configuration এর mobile phone গুলো বিভিন্ন কোম্পানির দ্বারা বাজারে নিয়ে আসা হয়,

ঠিক সেভাবেই, আলাদা আলাদা features এবং functions এর সাথে বিভিন্ন কোম্পানি গুলো বিভিন্ন AC model বাজারে নিয়ে আসেন।

মনে রাখবেন, যেগুলো এসির কোম্পানি গুলো টিভি (TV) তে অধিক বিজ্ঞাপন দেখিয়ে মার্কেটিং করছে,

সেই কোম্পানির এসির দাম কিন্তু এমনিতেই বেশি হবে।

কারণ, মার্কেটিং এর খরচটাও কিন্তু কোম্পানি সেই এসি বিক্রি করেই তুলে নিবে।

তাই, যেই এসির কোম্পানি গুলো টিভি বিজ্ঞাপনে (TV advertisement) এর ওপরে অধিক টাকা খরচ করছেন, সেই এসির কোম্পানি সিলেক্ট করুন।

কারণ, এই ধরণের AC র company আমাদের একি features, functions এবং configuration দিয়ে দেয় তবে অনেক কম দামে।

আমি এখানে কোনো কোম্পানির নাম নিয়ে বলতে চাচ্ছিনা,

তবে, যেই কোম্পানি গুলো টিভি ইত্যাদিতে বিজ্ঞাপন দেখিলে কোটি কোটি টাকা খরচ করেননা, তারা সেই টাকা গুলোকে product টিকে আরো ভালো করার ক্ষেত্রে খরচ করেন।

তাছাড়া,

  • যেই কোম্পানির এসি কিনবেন সেই কোম্পানির service center আপনার শহরে আছে কি না সেটা দেখবেন।
  • আপনার শহরে সেই এসি কোম্পানির service center না থাকলে, ভবিষ্যতে এসি নষ্ট হলে আপনার সমস্যা হবে।
  • কোম্পানির after sell service অবশই দেখতে হবে।
  • Ac বিক্রি হয়ে যাওয়ার পর, সেই এসিতে (AC) কোনো সমস্যা দেখা দিলে, সেই সমস্যার সমাধান করতে কোম্পানির যোগদান কতটুকু থাকবে, সেটা দেখবেন।
  • AC company র review এবং reputation এর বিষয়ে অবশই যাচাই করবেন।

মনে রাখবেন, যদি আপনারা একটি ভালো সার্ভিস দেওয়া এসি কোম্পানির থেকে এসি না কিনে থাকেন,

তাহলে, AC কিনে নেওয়ার পর আপনার প্রচুর এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা থেকে যায়।

এবং সেই খরচ আপনার এসির (AC) দামের থেকেও বেশি হতে পারে।

তাই, সবচে প্রথমেই আপনি আপনার local market এর মধ্যে গিয়ে দেখুন।

কোন কোন কোম্পানির এসি সেখানে রয়েছে এবং কোন কোম্পানি কিরকম সার্ভিস আপনাকে দিবে সেটা নিশ্চিত করুন।

আর তাই, আমার হিসেবে, সেই এসির কোম্পানি ভালো যদি তার after sell service ভালো এবং কোম্পানির service center আমার শহরে রয়েছে।

উইন্ডো এসি (window AC) না স্প্লিট এসি (split AC), কোনটা ভালো  ?

দেখুন, এসি মূলত দুই প্রকারের থাকে।

  • উইন্ডো এসি (window AC)
  • স্প্লিট এসি (split AC).

এখন, আপনার মনে এই প্রশ্নটি আসতেই পারে যে,

কোন এসি ভালো হবে ? উইন্ডো না স্প্লিট ?

এমনিতে, স্প্লিট এসির দাম উইন্ডো এসির তুলনায় অল্প বেশি।

চলুন, এই দুই ধরণের AC র ওপরে অল্প জ্ঞান নিয়ে নেই।

Window AC কি ?

উইন্ডো এসি হলো সেই এসির প্রকার যেখানে এসিটি আপনার জালনার (window) মধ্যে লাগানোর জন্য তৈরি করা হয়েছে।

আপনার ঘরে যদি জালনা রয়েছে, তাহলে এই ধরণের window ac লাগাতে পারবেন।

তবে, এসিটি লাগানোর পর, আপনার জালনাটি বন্ধ হয়ে যাবে।

এই এসি গুলো split AC গুলোর তুলনায় অল্প সস্তা থাকে।

কিন্তু ঘরে জালনার জায়গা না থাকলে, এই AC লাগানো যাবেনা।

AC টির evaporator coil যেটা রুমের (room) ভেতরে থাকবে, সেটা রুমটিকে ঠান্ডা করে রাখবে।

আবার, এসির পেছনের ভাগটিতে থাকা ( যেই অংশ রুমের বাইরে থাকবে ), condenser coil রুমের ভেতরের গরম হাওয়া বাইরে পাঠানোর কাজ করে।

এমনিতে এই ধরণের AC আগেকার সময়ে প্রচুর ব্যবহার করা হতো।

এবং, বর্তমান সময়েও এই Window AC গুলোর প্রচুর চাহিদা রয়েছে।

আপনার ঘরে যদি জালনা রয়েছে, তাহলে এই এসি লাগাতে পারবেন।

কেননা, একটি রুম (room) ঠান্ডা করার ক্ষেত্রে এই ধরণের এসি কম দামে প্রচুর কাজের।

স্প্লিট এসি (split AC) কি ?

ওপরে আমরা উইন্ডো এসি কি, এই বিষয়ে জেনেনিলাম।

চলুন, এখন আমরা জেনেনেই স্প্লিট এসি কাকে বলে।

Split AC গুলোকে split unit air conditioner বলেও বলা হয়।

এই ধরণের AC ঘরে লাগানোর জন্য আপনার রুমে বা ঘরে জালনা (window) থাকাটা জরুরি না।

কেননা, এই ধরণের এসি গুলো আপনারা ঘরের যেকোনো জায়গাতে নিজের সুবিধে হিসেবে লাগাতে পারবেন।

হে, window AC গুলোর তুলনায় এই ধরণের স্প্লিট এসির দাম অল্প বেশি।

স্প্লিট এসিতে মূলত দুটো আলাদা আলাদা ইউনিট (unit) থাকছে।

  • Water বা air-cooled condensing unit
  • Air handling unit

এই দুটো উনিতে এর ভেতরে একটি আপনার রুম বা ঘরের ভেতরে লাগানো হবে যার মাধ্যমে ঠান্ডা ঠান্ডা হাওয়া বা গ্যাস বের হবে।

আবার, স্প্লিট এসির আরেকটি ইউনিট রয়েছে যেটা আপনার ঘর বা রুমের ঠিক বাইরের ভাগে রেখে দেওয়া হয়।

আপনার ঘরের বাইরে থাকা এসির এই ইউনিট টি, বাইরের ঠান্ডা হাওয়া গুলোকে ভেতরে পাঠায় এবং এসিটিকে ঠান্ডা করে রাখে।

এমনিতে স্প্লিট এসি গুলো উইন্ডো এসির তুলনায় দেখতে সুন্দর এবং আকর্ষণীয়।

তাই, আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে স্প্লিট এসি কেনার পরামর্শ আমি দিবো।

কারণ, split ac এর ক্ষেত্রে আমাদের অধিক options এবং features দেওয়া হয়।

এমনিতে, যদি ঘর বা রুম ঠান্ডা করার ক্ষমতার কথা বলা হয়, তাহলে দুটোয় প্রায় একি।

যত বেশি টন (ton) এর এসি লাগাবেন, ততটাই বেশি ঠান্ডা করার ক্ষমতা থাকবে সেই এসির।

কোন এসি ভালো স্প্লিট না উইন্ডো ?

Split AC এবং window AC এই দুজনের মধ্যে থাকা মূল পার্থক্য হলো,

  • Window ac তে কেবল একটি unit থাকে। তাই, যদি আপনার রুমে জালনা আছে কেবল তখন, সেই জালনার জায়গাতে এই এসি লাগাতে পারবেন। তাছাড়া, wall এর কিছু অংশ ভেংগেও এই এসি লাগানো সম্ভব।
  • Split এসির ক্ষেত্রে, আপনাকে দুটো ইউনিট দেওয়া হয়। তাই, ঘরে জানলা থাকুক বা নাথাকুক এই এসি আপনি অনেক সহজেই নিজের ঘরের ওয়ালে (wall) লাগাতে পারবেন। তাছাড়া, wall ভাঙা বা ফুটা করার কোনো প্রয়োজন হবেনা।

তাহলে, আমরা বুঝলাম যে, split এবং window AC দুটোই ভালো কিন্তু window এসির ক্ষেত্রে একটি সাধারণ অসুবিধে রয়েছে।

তবে, যদি আপনার বাজেট কম এবং ঘরে জালনা রয়েছে, তাহলে উইন্ডো এসি লাগাতে পারবেন কোনো ভয় ছাড়া।

ইনভার্টার এসি কি ?

আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইনভার্টার এসির বিষয়ে শুনেছেন।

আপনি যদি এসি কেনার কথা ভাবছেন, তাহলে আমি পরামর্শ দিবো কেবল ইনভার্টার এসি কিনবেন।

কারণ, inverter ac গুলো আপনার electricity bill ভালো পরিমানে বাঁচাতে পারে।

ইনভার্টার এসি কাকে বলে ?

যেগুলো এসিতে compressor motor এর speed নিয়ন্ত্রণ করার জন্য একটি আলাদা inverter থাকে, সেগুলোকেই ইনভার্টার এসি বলা হয়।

সাধারণ non-inverter ac গুলোর ক্ষেত্রে,

যখন আপনার রাম ঠান্ডা হয়ে যায় তখন এর compressor motor নিজে নিজে বন্ধ হয়ে পরে।

এবং, রুমের তাপমান (temparature) যখন আবার বেড়ে যায় তখন motor বার start হয়ে যায় যাতে রুটিকে আবার ঠান্ডা করতে পারে।

এভাবে মোটর (motor) টিকে বার বার start এবং off করার প্রক্রিয়ার ফলে প্রচুর electricity র প্রয়োজন হয়ে থাকে।

আর শেষে গিয়ে, আপনার electric bill প্রচুর বেশি এসে পরে।

তাহলে ইনভার্টার এসির ক্ষেত্রে কি এমন বিশেষ ব্যাপার ?

ইনভার্টার এসির ক্ষেত্রে,

যখন আপনার রুম (room) বা ঘর ঠান্ডা হয়ে যাবে, তখন compressor motor একেবারে বন্ধ হয়ে যাবেনা।

এর বিপরীতে, মোটরটি (motor) ধীরে ধীরে চলতে থাকবে এবং রুমের ঠান্ডা ভাবটা তার তাপমাত্রা হিসেবে নিয়ন্ত্রণ করতে থাকবে।

ফলে, আপনার রুমের ঠান্ডা ভাব কম বেশি হওয়ার ঝামেলা থাকছে এবং সব সময় একি পরিমানের ঠান্ডা ভাব পাবেন।

তাছাড়া, যেহেতু compressor motor বার বার বন্ধ বা চালু করা হচ্ছেনা, তাই inverter ac ক্ষেত্রে আপনার electric bill কম আসার সম্ভাবনা থাকে।

তাই, আমি পরামর্শ দিবো, যদি এসি কিনার কথা ভাবছেন, তাহলে inverter ac কিনুন।

কত টনের এসি কিনবো  ?

এখন, এসি (AC) বা air conditioner এর ঠান্ডা করার ক্ষমতা নিয়ে যখন কথা বলা হয় তখন আমাদের দেখতে হবে “Air conditioner এর ton কত”.

যত বেশি টনের (ton) এসি হবে, সেটা ততটাই বেশি বড় আকারের রুম বা ঘর ঠান্ডা করতে পারবে।

বাজারে, 0.5 ton এর এসিও আপনারা পাবেন।

তবে, এই এসি অনেক ছোট আকারের room ঠান্ডা রাখতে পারবে।

আবার, যদি আপনার একটি ১২/১২ room ঠান্ডা করার জন্য এসি লাগে, তাহলে কমেও ১ টনের (ton) এসি কিনতে হবে।

এভাবেই, ছোট রুম বা ঘরের জন্য কম টনের এসি এবং অধিক বড় আকারের রুমের জন্য অধিক টন থাকা এসি আপনার কিনতে হবে।

চলুন, নিচে আমরা কিছু উদাহরণ দিয়েদেই।

  • যদি আপনার রুমটি 100 sq ft এর ছোট, তাহলে 0.75/0.8 বা 1 Ton AC কিনলেই হবে। 
  • আবার যদি আপনার রুমটি 100-200 sq ft এর ভেতরে তাহলে, 1 Ton AC কিনলে কাজ হয়ে যাবে। 
  • যদি আপনার room প্রায় 201-300 sq ft এর ভেতরে তাহলে, 1.25 বা 1.5 Ton AC কিনুন। 
  • রুমটি যদি প্রায় 301-500 sq ft এর ভেতরে, তাহলে 1.5 Ton AC কিনুন। 

একটি এসিকে কেবল তখন ভালো বলা যেতে পারে,

যখন সেটা আপনার রুমটিকে ভালো করে ঠান্ডা করবে এবং কারেন্ট এর কম ব্যবহার করবে।

আর, এইক্ষেত্রে আপনার রুমের sq ft হিসেবে সঠিক টন এর এসি কেনাটা অনেক জরুরি।

দেখুন, 

  • প্রয়োজনের থেকে অধিক টনের এসি কিনলে, আপনার রুম ঠান্ডা তো হবেই, কিন্তু তার সাথে সাথে অপ্রয়োজন এবং অধিক electric bill আসবে।
  • প্রয়োজনের থেকে কম টনের এসি কিনলে, এসিটি আপনার রুম ঠান্ডা করতে অনেক বেশি সময় নিতে পারে। তাছাড়া, বেশি বড় রুমে অধিক কম টনের এসি ব্যবহার করলে, আপনার রুম একেবারেই ঠান্ডা না হওয়ার সম্ভাবনাও থাকে।

তাই, কত টনের এসি কিনবেন, এই প্রশ্নটিকে ভালো করে বুঝে এসি কিনতে যাবেন।

কত ষ্টার (star) থাকা এসি ভালো  ?

যখন প্রশ্ন আসছে, “কত ষ্টার থাকা এসি কিনবো” তখন এর উত্তর অনেক সোজা।

আপনি কমেও ৩ ষ্টার (3 star ac) থাকা এসি কিনুন।

কারণ, বলা হয় যে যত বেশি star থাকা AC কিনবেন, ততটাই কম এসির বিল (bill) আসবে।

তবে এখানেও একটি সমস্যা রয়েছে।

অধিক বেশি ষ্টার থাকা এসি গুলোর দাম ও প্রচুর বেশি।

যদি আপনার বাজেট বেশি তাহলে ৪ ষ্টার বা ৫ ষ্টার থাকা এসি (AC) কিনলে ভালো।

এমনিতে, বেশিরভাগ ক্ষেত্রে 3 STAR AC গুলো অধিক বেশি পরিমানে কেনা হয়।

কারণ, ৩ ষ্টার থাকা air conditioner গুলো ৫ ষ্টার এসির তুলনায় অনেক কম দামেই পাওয়া যায় এবং ১ বা ২ ষ্টার এসির তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে।

ফলে, বাজেট এর মধ্যেই একটি 3 star air conditioner পেয়ে যাবেন যেটা ব্যবহার করলে তুলনামূলক ভাবে কম electric bill আসবে।

এসিতে copper wire থাকা ভালো না aluminium wire ?

Aluminium AC গুলোর তুলনায় copper AC গুলোর দাম কিছু বেশি।

বলা হয় যে, copper প্রচুর তাড়াতাড়ি heat তৈরি করতে পারে এবং সেটার আদান প্রদান ও তাড়াতাড়ি করে ফেলে।

তাই, aluminium এর তুলনায় প্রচুর copper coil থাকা AC গুলো প্রচুর energy efficient এবং কার্যক্ষমতা প্রচুর ভালো।

তাছাড়া, copper coil এর AC ব্যবহার করলে aluminium coil এর AC র তুলনায় কম electric bill আসে।

তাই, আমি পরামর্শ দিবো, copper coil থাকা এসি কিনুন।

 

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম “একটি এসি কেনার আগে আমাদের কি কি জেনে রাখাটা জরুরি” এবং “ভালো এসি চেনার উপায় কি”।

তাছাড়া, কোন AC আপনার জন্য ভালো হবে সেটাও হয়তো আপনারা ভালো করেই বুঝেছেন।

একটি standard bed room এর জন্য 1 TON এর split AC বা window AC লাগালেই হলো।

তবে, copper wire বা coil থাকা AC কেনার পরামর্শ আমি দিবো।

শেষে, কমেও ৩ ষ্টার থাকা এসি কেনার বিষয়টা মনে রাখবেন।

আশা করছি একটি সেরা ও ভালো এসি কেনার ক্ষেত্রে, আপনার মনে যেসব প্রশ্ন ছিল বা যেগুলো জিনিস নিয়ে আপনার যাচাই করা দরকার, সেগুলো সহজেই বুঝতে পেরেছেন।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

তাছাড়া, আর্টিকেল ভালো লাগলে শেয়ার অবশই করবেন।

অবশই পড়ুন:

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top