(১৫+) সেরা নতুন এন্ড্রয়েড গেম গুলো: নতুন বন্ধুরা ২০২০ শেষ হতেই চললো এবং এই বছরটা করোনার ভয়ে ভয়ে ঘরে বসেই আমাদেফ কাটাতে হলো।
তবে, ঘরে বসে সময় কাটানোটা তেমন একটি কষ্টের কাজ না, যদি আপনার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল রয়েছে।
কেননা, বর্তমানে এন্ড্রয়েড মোবাইলের জন্য এমন মজার মজার নতুন গেমস গুলো লঞ্চ করা হয়েছে,
কোনটা ছেড়ে কোনটা খেলবো, সেটা ভাবতে ভাবতেই আমাদের আধা সময় চলে গেছে।
আর তাই, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বলবো ২০২০-২১ এর সেরা নতুন মোবাইল গেম গুলোর বিষয়ে যেগুলো বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে।
বতর্মানে, মোবাইল এর নতুন গেম ডাউনলোড করাটা তেমন একটি চিন্তার বিষয় না।
কারণ, নিচে দেওয়া, নতুন এন্ড্রয়েড গেমস গুলো আপনারা ফ্রীতেই Google Play Store থেকে download করে নিতে পারবেন।
তবে চিন্তা নেই, প্রত্যেকটি গেম এর গুগল প্লে ডাউনলোড লিংক আমি অবশই দিয়ে দিবো।
তাহলে চলুন, নিচে আমরা আমাদের সেরা নতুন মোবাইল গেম গুলোর তালিকা দেখেনেই।
(Latest new Android mobile games in 2020-21)
এন্ড্রয়েড মোবাইল এর সেরা নতুন গেম গুলো ( ফ্রি ডাউনলোড )
বন্ধুরা, এমনিই গুগল প্লে স্টোরে নানান ধরণের এবং মজার মজার গেম গুলো রয়েছে।
এবং, ২০২০ এ আমরা প্রচুর আধুনিক এবং হাই গ্রাফিক্স (high graphics) মোবাইল গেমস দেখতে পেয়েছি।
তবে, নিচে আমি আমার নিজের পছন্দের মোট ১৫ টি Android games গুলোকে তালিকাতে যোগ করেছি।
গেম গুলো নতুন এবং আধুনিক আর আমার খেলে প্রচুর ভালো লেগেছে।
আর তাই,
আশা করছি প্রত্যেকটি গেম আপনারা ডাউনলোড করে অবশই খেলবেন এবং আপনাদের গেম গুলো অবশই ভালো লাগবে।
List of new mobile games in 2020 (Android)
যা আমি ওপরেই বললাম, প্রত্যেকটি গেম ফ্রি এবং গেমগুলোর ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে।
- ১. Baseball superstar 2020
- ২. Tom Clancy's Elite Squad – Military RPG
- ৩. Call of Duty Mobile
- ৪. Genshin Impact
- ৫. MaskGun – Multiplayer FPS
- 6. Anima RPG 2020
- ৭. Asphalt Xtreme: Rally Racing
- ৮. Sniper Fury – online
- ৯. Brothers in arms 3
- ১০. Ice Age adventure
- ১১. Infinity OPS – Online FPS
- ১২. EA SPORTS UFC
- ১৩. Cover fire – Offline shooting game
- ১৪. Gangstar New Orleans (open world)
- ১৫. Armed Heist: TPS 3D
- আমাদের শেষ কথা,
১. Baseball superstar 2020
যদি আপনি baseball games খেলতে পছন্দ করেন, তাহলে এই গেম আপনার জন্যই।
সম্পূর্ণ ফ্রীতেই গুগল প্লে থেকে এই এন্ড্রয়েড গেমটি ডাউনলোড করা যাবে।
আপনি নিজের একটি baseball team তৈরি করে সেগুলোকে নিজের হিসেবে customize করতে পারবেন।
তাছাড়া, খেলার stadium, team logo এবং equipment ইত্যাদি গুলোকেও customize করা সম্ভব।
এটা হলো একটি RPG গেম।
একটি সেরা বেসবল (baseball) আরপিজি (RPG) গেম, যার গেমপ্লে সাংঘাতিক দারুন।
তাছাড়া, গেম এর graphics প্রচুর আধুনিক এবং উন্নত।
এই গেম খেলে কখন আপনার সময় কেটে যাবে, বুঝতেই পারবেননা।
২. Tom Clancy’s Elite Squad – Military RPG
Ubisoft Entertainment থেকে নিয়ে আসা এই গেমটি হলো একটি action RPG game.
গেমটিতে আপনার নিজের একটি team তৈরি করতে হবে।
এমনিতে, team তৈরি করার জন্য বিভিন্ন character আপনাকে দেওয়া হবে।
নিজের team তৈরি করার পর single-player campaign খেলতে পারবেন বা online PvP battle mode এর মাধ্যমে নিজের বন্ধুদের সাথে অনলাইন খেলার option ও অবশই রয়েছে।
এখানে, real-time 5v5 battles modes রয়েছে, এবং এক্ষেত্রে আপনারা আলাদা আলাদা combat zones সিলেক্ট করে খেলতে পারবেন।
আলাদা আলাদা soldiers দের সাথে team তৈরি করে গেমটি খেলে আরো মজা পাবেন।
PvP Arena তে অন্যান্য team দের challenge করে জিততে পারলে leaderboard এর মধ্যে ভালো ranking দেওয়া হবে।
এই 5v5 action RPG গেমটি আপনারা ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলে খেলতে পারবেন।
তবে, গেমটির ভেতরে থাকা কিছু item আপনারা চাইলে কিনে ব্যবহার করতে পারবেন।
>> Download Tom Clancy’s Elite Squad
৩. Call of Duty Mobile
2020 এর সব থেকে জনপ্রিয় এবং সর্বাধিক অপেক্ষিত এন্ড্রয়েড গেম হিসেবে আমরা জানি এই গেমটিকে।
Call of Duty Mobile গেমটি, হলো একটি “অনলাইন মাল্টিপ্লায়ার গেম”.
Activision Publishing এর তরফ থেকে কম্পিউটারের জন্য এমনিতে call of duty র প্রায় অনেক কয়টি series আগের থেকেই নিয়ে আশা হয়েছে।
এবং, computer জন্য থাকা call of duty গেম গুলো সারা বিশ্বে সাংঘাতিক জনপ্রিয় গেম হিসেবে আমরা জানি।
তবে, android mobile এর জন্য তৈরি করা এই call duty game টি কিন্তু আমার অনেক ভালো লেগেছে।
গেমটির structure প্রায় কিছুটা pubg mobile এর মতোই।
এটাও pubg mobile এর মতোই একটি PvP (player VS player) অনলাইন মাল্টিপ্লেয়ার গেম।
100 player Battle Royale battleground, Fast 5v5 team deathmatch, Sniper vs sniper battle এই প্রত্যেকটি game mode এখানে থাকছে।
সম্পূর্ণ Console quality HD gaming (High Graphics) এবং সাথে 3D graphics ও sound এর মজা আপনারা এই ফ্রি গেমটি খেলে পাবেন।
অনলাইন গেমটি খেলার সময় voice এবং text chat করার option অবশই দেওয়া হয়েছে।
তাহলে দেরি কেন করছেন, যদি HD graphics থাকা online PvP mobile games খেলতে ভালো পেয়ে থাকেন, Call of Duty mobile এখনি ডাউনলোড করুন।
৪. Genshin Impact
Mihoyo Limited এর তরফ থেকে থাকা এই গেমটি হলো একটি এন্ড্রয়েড এডভেঞ্চার গেম।
গেমটির কাহিনী (story) দারুন এবং যার ফলে গেম খেলেও আলাদা রকমের রুচি পাবেন।
আপনার সাথে আপনার ভাইবোনদের একটি আলাদা দুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে।
এবার আপনাদের মাইল জায়গাটির থেকে বের হতে হবে।
নিজের ভ্রমণে আপনার চড়তে হবে বিভিন্ন পাহাড়, পর্বত, নিদি ইত্যাদি।
একটি সুন্দর ও আকর্ষণীয় environment, world এবং visual experience থাকা এই ওপেন ওয়ার্ল্ড গেমটি (open world game) আপনার অনেক পছন্দ হবে।
এমনিতে গেমটি অনলাইন মাল্টিপ্লেয়ার হিসেবে খেলার অপসন অবশই রয়েছে।
নিজের বন্ধুদের সাথে team তৈরি করেও একসাথে গেমটি খেলতে পারবেন।
গেমটি ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলে খেলতে পারবেন।
৫. MaskGun – Multiplayer FPS
Call of Duty Mobile এর পর আমার সব থেকে প্রিয় গেম হলো “MaskGun”.
এটাও একটি অনলাইন PvP / FPS এন্ড্রয়েড গেম যেখানে অন্যান্য প্লেয়ার দের সাথে লড়াই করতে হবে।
আপনার একটি team থাকবে এবং নিজের team এর সাথে মাইল অন্যান্য team গুলোকে মেরে শেষ করতে হবে।
এই নতুন মোবাইল গেমটি সম্পূর্ণ online multiplayer game.
প্রত্যেকটি match খেলার পর আপনাকে কিছু টাকা দেওয়া হবে যেগুলো ব্যবহার করে কিনে নিতে পারবেন guns, cloths, equipment, explosives ইত্যাদি।
মনে রাখবেন, যতটা বেশি আপনার level বাড়তে থাকবে, সেই হিসেবে নিজের বন্দুক (guns) এবং explosives গুলোকেও upgrade করতে হবে।
গেমটি খেলে সাংঘাতিক রুচি পাবেন।
Sniper, AK47, famas ইত্যাদি বিভিন্ন ধরণের বন্দুক ব্যবহার করে শত্রুদের শেষ করুন।
আপনি নিজের ফেসবুক বন্ধু বা গেম এর মধ্যে বানানো বন্ধুদের সাথে টীম তৈরি করে তাদের সাথে গেমটি খেলতে পারবেন।
অনলাইন এন্ড্রয়েড মাল্টিপ্লেয়ার গেমস এর ক্ষেত্রে “MaskGun” সত্যি একটি সেরা মোবাইল গেম।
6. Anima RPG 2020
যদি আপনারা RPG categories এর অধিক পছন্দ করেন, তাহলে Anima ARPG 2020 গেমটি খেলতে পারেন।
২০১৯ এর শেষের দিকে লঞ্চ হওয়া এই action RPG game টিতে আপনারা প্রত্যেকটি character গুলোকে নিজের হিসেবে customize করতে পারবেন।
Offline single player হিসেবে খেলে গেমটিতে খারাপ শক্তি গুলোকে নষ্ট করতে হবে আপনার।
গেমটিতে একটি ভালো স্টোরি (story) রয়েছে, যার জন্য গেমটি খেলে আরো মজা লাগবে।
সোজা নিজের পথে চলতে থাকুন, খারাপ শক্তি ও শত্রুদের ধ্বংস করুন এবং নিজের রিওয়ার্ড গ্রহণ করুন।
গ্রহণ করা reward গুলো ব্যবহার করে নিজের gaming character টিকে আরো উন্নত ও শক্তিশালী বানিয়ে নিতে পারবেন।
গেমটিতে কি কি রয়েছে ?
- High Quality mobile graphic
- 40+ আলাদা আলাদা levels রয়েছে।
- 10+ secret unique levels রয়েছে।
- সাংঘাতিক ভালো soundtrack.
- Dark fantasy environment.
তাহলে দাঁড়িয়ে রয়েছেন কেন ? এখনি ডাউনলোড করুন এবং খেলুন।
৭. Asphalt Xtreme: Rally Racing
আপনি কি কার রেসিং গেম ডাউনলোড করে খেলতে থাকছেন ? যদি হে, তাহলে Asphalt series এর থেকে ভালো আর কি হতে পারে।
Gameloft এর তরফ থেকে প্রায় প্রত্যেক বছর একটি করে আস্ফাল্ট কার রেসিং গেম লঞ্চ হয়েই থাকে।
এবং, নিতুন asphalt xtreme racing game টি কিন্তু আমার দারুন পছন্দ হয়েছে।
গেমটি একটি rally racing game যেখানে আপনার গাড়ির speed এবং performance এর ওপরেই সবটা নির্ভর করবে।
Rally racing করার জন্য আপনার কাছে বিভিন্ন ধরণের কার (car) ব্যবহার করার option রয়েছে।
একটি, monster truck, muscle Car, agile Buggy, Rally Car, SUV, Jeep, Ford, Mercedes-Benz, Predator, Dodge, Chevrolet ইত্যাদি বিভিন্ন ধরণের গাড়ি ব্যবহার করে রেস করতে পারবেন।
বিভিন্ন ধরণের customization options রয়েছে, যেগুলো ব্যবহার করে নিজের গাড়ি গুলোকে কাস্টোমাইজ করতে পারবেন।
REAL-TIME MULTIPLAYER রেসিং এর সুবিধেও আপনারা পাবেন।
হে, 8-player simultaneous এর মধ্যে থাকা online racing select করে প্লেয়ার দের সাথে অনলাইনে রেসিং করতে পারবেন।
শেষে, গেমের গ্রাফিক নিয়ে তো বলার প্রয়োজন নেই।
সাংঘাতিক আকর্ষণীয় ও HD হাই গ্রাফিক্স gameplay এবং আলাদা আলাদা extreme locations গুলোতে racing করা হবে।
জঙ্গল, পাহাড়, রাস্তা এবং বিভিন্ন জায়গা গুলোতে নিজের গাড়ি গুলোকে দৌড়োতে পারবেন এই গেমটিতে।
>> Download asphalt Xtreme
৮. Sniper Fury – online
Gameloft SE তরফ থেকে লঞ্চ হওয়া এটাও একটি সাংঘাতিক দারুন এবং হাই গ্রাফিক্স এন্ড্রয়েড শুটিং গেম (shooting game)।
এটা একটি sniper shooting game, আর তাই এখানে আপনার সঠিক নিশানা (aim) লাগিয়ে প্রত্যেকটি টার্গেট shoot করতে হবে।
এই Online 3D FPS & Sniper Shooter Game টিতে, আমাদের বিভিন্ন game mode দিয়ে দেওয়া হয়।
মানে আমরা, Single player, multiplayer, Realtime, offline, solo play, clan wars ইত্যাদি বিভিন্ন game mode ব্যবহার করে গেমটি খেলতে পারবো।
গেমটিতে কি কি ফীচার রয়েছে ?
- Online এবং offline game modes
- 3D graphics এবং clear vision
- Sniper rifles, assault guns, shotguns ইত্যাদি নানান ধরণের বন্দুক ব্যবহার করতে পারবেন।
- 32 unique battlefield locations
- Different targets like rival hunter and zombies
- Online multiplayer এবং offline multiplayer দুটোই option রয়েছে।
৯. Brothers in arms 3
এটাও Gameloft SE তরফ থেকে একটি সাংঘাতিক দারুন action game.
তবে, গেমটি কিছু বছর আগে লঞ্চ করা হয়েছিল যদিও গেমটির দারুন graphics এবং gameplay এর জন্য ২০২০ এর সেরা এবং নতুন গেমস এর লিস্ট এর মধ্যে রাখা হয়েছে।
গেমটিতে ৪ টি আলাদা আলাদা ম্যাপ (map) রয়েছে এবং প্রত্যেকটি ম্যাপ দারুন।
এটা একটি action war এবং shooting game যেটা online multiplayer এবং offline single player হিসেবেও খেলা সম্ভব।
২ টো আলাদা আলাদা gameplay modes রয়েছে।
যেমন,
- Free For All
- Team Deathmatch
নিজের weapons গুলোকে সময়ে সময়ে upgrade করে সেগুলোকে আরো অধিক শক্তিশালী করা যাবে।
Assault, Sniper, Siege and Stealth এর মতো আলাদা আলাদা missions আপনাকে দেওয়া হবে।
Gameplay, graphics এবং controls সবটাই দারুন এবং আকর্ষণীয়।
তাছাড়া, গেমটিতে একটি আকর্ষণীয় story রয়েছে যেটা গামেটিকে আরো মজার বানিয়ে তোলে।
Overall, দারুন একটি open world war game আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য।
১০. Ice Age adventure
Ice age adventures গেমটি আপনারা খেলে পছন্দ করবেন।
তবে কোনো action বা shooting game না হলেও এলটি সাংঘাতিযং দারুন adventure game এটা।
Manny, Diego এবং অন্যরা হঠাৎ সমুদ্রতে ভেসে যেতে থাকে এবং তাই একা থাকা sid এর সাহায্য আপনার করতে হবে।
প্রত্তেকজন কে বাঁচাতে এবং উদ্ধার করতে আপনার করতে হবে sid কে সাহায্য।
এবং এটাই হলো গেমটির কাহিনী (story).
বিভিন্ন আলাদা আলাদা character সিলেক্ট করে আপনি গেমটি খেলতে পারবেন।
Snowy island এবং দারুন জায়গা গুলোর মজা নিয়ে গেম খেলতে পারবেন।
3D graphics, character গুলোর official voice এবং unique storyline আপনাকে গেমটির প্রতি আকর্ষিত করে দিবে।
এই গেমটি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে মোবাইলে খেলতে পারবেন।
>> Download Ice Age Adventures
১১. Infinity OPS – Online FPS
গেমটি হলো একটি সেরা multiplayer FPS গেম।
গেমটিতে রয়েছে, detailed 3D character and map modelling যার ফলে গেমের গ্রাফিক্স আরো আকর্ষণীয় হয়ে দাঁড়ায়।
তবে, আপনার মোবাইলে যদি high graphic games চলতে অসুবিধে হয়ে থাকে, তাহলেও কোনো চিন্তা নেই।
আপনি গেম এর graphics adjust করতে পারবেন।
বন্ধুদের সাথে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম হিসেবে এখানে বিভিন্ন game modes রয়েছে।
যেমন,
- Team Deathmatch
- Deathmatch
- HARDCORE
তাছাড়া, গেমটিতে নিজেকে আরো শক্তিশালী বানানোর জন্য ভালো ভালো weapons এবং gadgets কিনে নিতে ও upgrade করতে পারবেন।
গেমটি সম্পূর্ণ ভাবেই একটি online multiplayer FPS / PVP গেম।
১২. EA SPORTS UFC
EA তরফ থেকে এটা একটি সেরা UFC fighting game যেখানে আপনার প্রতিদ্বন্দীর সাথে আপনার লড়াই করতে হবে।
গেমটির graphics, gameplay এবং controls সবটাই দারুন এবং মজার।
HD-quality visuals সহ এই গেমটিতে আপনি আপনার fighter কে ট্রেনিং (training) দিতে পারবেন এবং নতুন নতুন ম্যাচ এর মধ্যে লড়াই করাতে পারবেন।
Live Events গুলো খেলে বিভিন্ন rewards গ্রহণ করতে পারবেন।
এমনিতে, গেমটির বিষয়ে বিশেষ বলার কিছু নেই।
তাই, gameplay দেখে নেওয়ার জন্য ওপরের ভিডিওটি দেখুন।
>> Download game from play store
১৩. Cover fire – Offline shooting game
এই action, adventure এবং first person shooting গেমটি সম্পূর্ণ offline.
গেমটিতে আপনার কাজ হবে যুদ্ধটিকে লিড করা এবং একজন সেরা যোদ্ধা হিসেবে মিশন গুলোকে শেষ করা।
Zombie event, Sniper FPS Black Ops ইত্যাদি বিভিন্ন গেমিং মোড এখানে থাকছে।
গেমটি খেলার জন্য কোনো ধরণের ইন্টারনেটের প্রয়োজন নেই।
Challenging Story mode আপনার সব থেকে পছন্দ হবে, কেননা আপনি একটি যুদ্ধের কাহিনীতে অংশ গ্রহণ করে গেমটি খেলবেন।
Bullet, grenades, massive guns ইত্যাদি নিয়ে নিজের শত্রুদের শেষ করার জন্য তৈরি হয়ে থাকুন cover fire গেমটির মাধ্যমে।
HD Graphics এবং Modern game control রয়েছে যার ফলে গেমটি অধিক বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে।
তবে, multiplayer gaming এর জন্য “online tournaments mode” অবশই রয়েছে।
১৪. Gangstar New Orleans (open world)
আপনি কি open world games পছন্দ করেন ? যদি আপনার উত্তর হে হয়ে থাকে তাহলে Gameloft এর তরফ থেকে Gangstar New Orleans গেমটি অবশই খেলে দেখুন।
Console quality gameplay এবং HD high graphics এর ফলে, মনে হবে আপনি Play Station বা computer এর মধ্যে গেমটি খেলছেন।
আপনি সম্পূর্ণ New Orleans city টিকে explore করতে পারবেন, যেকোনো গাড়ি চালাতে পারবেন, explosives বা weapons ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
আপনি নিজেকে একজন সেরা Gangstar হিসেবে গেমটিতে দেখবেন।
বিভিন্ন story missions রয়েছে, যেগুলো সম্পূর্ণ করে আপনারা অনেক মজা পাবেন।
Bike gang এবং অন্যান্য gangstar গুলোর সাথে লড়াই করুন এবং নিজেকে crime এর দুনিয়ার রাজা হিসেবে প্রকাশ করুন।
Triple-A graphics, game soundtrack এবং প্রত্যেকটি mission এর story গুলো আপনাকে মজার gaming experience দিবে।
যদি আপনারা vice city গেমটি খেলেছেন, তাহলে জেনেনিন ঠিক সেরকম gameplay এই গেমটিতেও আপনারা পাবেন।
তবে, Gangstar New Orleans এর graphics এবং story আরো উন্নত এবং মজার।
Overall, এটা হলো একটি সেরা এবং মজার ওপেন ওয়ার্ল্ড এন্ড্রয়েড গেম।
১৫. Armed Heist: TPS 3D
এটা হলো একটি first person shooting game যেখানে আপনাকে বিভিন্ন ধরণের বন্দুক (guns) এবং weapons দেওয়া হবে।
এখানে আসলে, আপনাকে bank robber এর role play করতে হবে।
৭০ টি আলাদা আলাদা bank shooting challenges এখানে থাকছে।
গেমটিতে আপনার একজন সেরা robbing crime করা bank bobber হিসেবে ছবি তৈরি করতে হবে।
এই third person shooting game টিতে, আপনি আপনার weapons গুলোকে customize এবং upgrade করতে পারবেন।
Pistols, shotguns, snipers এবং assault rifles যেটা খুশি সেটা নিয়েই ব্যাঙ্ক ডাকাতি করতে চলে যান।
Armed Heist গেমটিতে HD graphics দেখতে পাবেন এবং তার সাথে আকর্ষণীয় gameplay ও সহজ control options পাবেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা আশা করছি বর্তমানের সেরা কিছু নতুন মোবাইল গেম গুলোর তালিকা আপনাদের ভালো লেগেছে।
তাছাড়া, প্রত্যেকটি এন্ড্রয়েড গেম গুলোর ডাউনলোড লিংক আপনারা পেয়েছেন।
আশা করছি, New Android Game গুলোর তালিকা আপনাদের ভালো লেগেছে।
তবে, আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগেছে, তাহলে শেয়ার অবশই করবেন।
আর্টিকেলের সাথে জড়িত যদি অন্যান্য কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।
Also read:
ধন্যবাদ।