ইনস্টাগ্রাম মার্কেটিং কি (what is Instagram marketing in Bangla) – আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বর্তমানে কিছু না কিছু ব্যবসাতে সংযুক্ত হয়ে রয়েছেন।
আমরা প্রত্যেকেই জানি যে, একটি ব্যবসা (business), product বা service এর প্রচার ও মার্কেটিং করাটা অনেক জরুরি।
Business এর marketing না করলে, আপনার business বা product এর বিষয়ে লোকেরা কখনোই জানতে পারবেননা।
আর, যখন আপনার product / service এর বিষয়ে লোকেরা জানতেই পারছেননা, তাহলে সেগুলো বিক্রি ও জনপ্রিয় হবে কিভাবে ?
তাই মনে রাখবেন, যেকোনো ব্যবসার মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের এমন একটি জায়গা, প্লাটফর্ম বা মাধ্যম এর প্রয়োজন,
যেখানে business / products এর ওপর রুচি রাখা লক্ষবস্তু গ্রাহক (customers) বা লোকেরা রয়েছে।
আর যেকোনো ব্যবসার জন্যে এই ধরণের লক্ষবস্তু গ্রাহক আমরা সহজেই পেয়ে থাকি “Facebook“, “Twitter” বা “Instagram” এর মতো online social media platform গুলোতে।
ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রচলন অধিক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা প্রত্যেক বছরে প্রায় হাজার গুনে বৃদ্ধি পাচ্ছে।
এর সাথে সাথে ইনস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারও হাজার গুনে বৃদ্ধি পেয়েই থাকছে।
এই সুযোগের লাভ নিয়ে, আমরা ইনস্টাগ্রাম (Instagram) এর মধ্যে থাকা হাজার লক্ষ ইউসার দের কাছে, আমাদের product বা service এর প্রচার বা মার্কেটিং অনলাইনে ঘরে বসেই করতে পারি।
আর এটাই হলো, ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing) এর গুরুত্ব এবং মূল কাজ।
ইনস্টাগ্রাম এর মাধ্যমে করা ব্যবসার মার্কেটিং এর এই প্রক্রিয়াটিকেই বলা হয় “সোশ্যাল মিডিয়া মার্কেটিং“.
আর এই, social media marketing এর প্রক্রিয়াটি হলো ডিজিটাল মার্কেটিং এর একটি ভাগ বা অংশ।
সূচিপত্র:
Instagram কি ? (What is Instagram in Bengali)
Instagram হলো একটি social networking platform যেটা প্রায় অন্যান্য অনলাইন সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক, টুইটার ইত্যাদি গুলোর মতোই একটি অনলাইন সার্ভিস।
ইনস্টাগ্রাম নামের এই অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে আপনারা নিজের photos, videos বা text status গুলো অন্যান্য Instagram users দের সাথে শেয়ার করতে পারবেন।
Instagram শব্দটি মূলত দুটি শব্দের মিশ্রণ হিসেবে বলা হয়।
সেগুলো হলো, instant camera এবং telegram এই দুটো শব্দের মিশ্রনের ফলে Instagram শব্দটি তৈরি হয়েছে।
২০১০ সালে Kevin Systrom এবং Mike Krieger এর দ্বারা তৈরি করা হয়েছিল।
তবে, প্রায় কিছুদিন পরেই এই application এতটা জনপ্রিয় হয়ে দাঁড়ালো যে, US$1 billion টাকা দিয়ে জনপ্রিয় social media company “Facebook” এর দ্বারা ইনস্টাগ্রাম অর্জিত (acquired) করে নেওয়া হলো।
জনপ্রিয় website statistics analysis ওয়েবসাইট “Statista.com” এর অনুযায়ী,
- ২০১৭ সালে ইনস্টাগ্রাম এর মোট ইউসার এর সংখ্যা ছিল “593.7 million“.
- ২০১৮ সালে ইনস্টাগ্রাম এর মোট ইউসার এর সংখ্যা ছিল “706.5 million“.
- ২০১৯ সালে ইনস্টাগ্রাম এর মোট ইউসার এর সংখ্যা ছিল “766.4 million“.
- ২০২০ সালে ইনস্টাগ্রাম এর মোট ইউসার এর সংখ্যা ছিল “854.5 million“.
তাহলে আপনারা বুঝতেই পারছেন যে, বিগত কিছু বছর ধরেই Instagram ব্যবহার করা লোকেদের সংখ্যা বিশ্বজুড়ে কতটা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে।
এবং, আসছে সময়ে এই photo এবং video sharing app এর জনপ্রিয়তা অবশই প্রচুর বৃদ্ধি পাবে।
আশা করছি, ইনস্টাগ্রাম কি এই বিষয়ে সম্পূর্ণটা বুঝতে পেরেছেন।
ইনস্টাগ্রাম মার্কেটিং কি ? (What Is Instagram Marketing in Bengali)
বর্তমান সময়ে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেকোনো বিষয়ে নিমিষের মধ্যে হাজার হাজার লোকেদের জানিয়ে দিতে পারি।
তবে সেটা, আপনার পার্সোনাল ফটো, ভিডিও, স্টেটাস বা যেকোনো প্রোডাক্ট, সার্ভিস কিংবা ব্যবসাও হতে পারে।
এক্ষেত্রে, যখন আমরা আমাদের ইনস্টাগ্রাম একাউন্ট / প্রোফাইল এর ব্যবহার করে যেকোনো বিষয়ে প্রচার বা মার্কেটিং করে থাকি,
তখন সেই প্রক্রিয়াটিকেই বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং।
উদাহরণ স্বরূপে,
ধরুন আপনার একটি কেক (cake) এর দোকান বা ব্যবসা রয়েছে।
এখন, ইনস্টাগ্রাম এর মাধ্যমে একটি profile তৈরি করে, বিভিন্ন মার্কেটিং এর প্রক্রিয়া গুলো এপ্লাই করে আপনি অনেক সহজেই নিজের কেক এর দোকান এর বিষয়ে লোকেদের জানিয়ে দিতে পারবেন।
এবং, চাইলে নিজের তৈরি করা কেক (cake) গুলোর ডিজাইন ইনস্টাগ্রাম এর মধ্যে শেয়ার করে সেগুলো কেনার জন্য লোকেদের আগ্রহী করতে পারবেন।
এতে, আপনার দোকান বা ব্যবসার বিষয়ে লোকেরা জেনেনিতে পারবেন আর ফলে আপনি প্রচুর নতুন গ্রাহক (customers) পেয়ে যাবেন।
কেবল কেক (cake) বোলে কথা নেই, আপনি যেকোনো product, service বা business কে ইনস্টাগ্রাম প্রোফাইল এর মাধ্যমে প্রচার করতে পারবেন।
ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘরে বসে থাকা অসংখক লক্ষবস্তু গ্রাহক দের কাছে নিজের পণ্যের প্রচার করা।
এবং মার্কেটিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয় business, products বা brand এর সাথে জড়িত বিভিন্ন images, videos বা text কনটেন্ট।
কিভাবে করে ইনস্টাগ্রাম মার্কেটিং ?
ইনস্টাগ্রামে অনলাইন মার্কেটিং করার প্রক্রিয়া বিভিন্ন রয়েছে।
মনে রাখবেন, নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে মার্কেটিং করার জন্য, আপনার একাউন্টে প্রচুর ফলোয়ার্স (followers) থাকতে হবে।
আর, followers বাড়ানোর জন্য আপনাকে শুরু থেকে কিছু basic steps গুলোর ওপরে নজর দিতে হবে।
মার্কেটিং এর প্রক্রিয়া গুলো নিয়ে কাজ করার আগেই, আপনাকে ইনস্টাগ্রামের কিছু সাধারণ প্রক্রিয়া গুলো আগেই সম্পূর্ণ করতে হবে।
এই প্রক্রিয়া গুলো আপনার তখন খেয়াল রাখতে হবে যখন আপনি ব্যবসার মার্কেটিং করার জন্য একটি Instagram business account তৈরি করবেন।
Setting Instagram account
যখন আপনারা Instagram app ডাউনলোড করে নিজের মোবাইলে ইনস্টল করবেন, তখন আপনাকে একটি নতুন Instagram account register করতে বলা হবে।
সেখানে, Facebook এর মাধ্যমে এবং Email & phone number এর মাধ্যমে sign up করার অপসন থাকবে।
তাই, মনে রেখে নিজের business email আইডি ব্যবহার করেই একটি একাউন্ট তৈরি করতে হবে।
এতে, আপনার ইনস্টাগ্রাম একাউন্ট আপনার পার্সোনাল ফেসবুক একাউন্টের সাথে সংযুক্ত থাকবেনা।
দ্বিতীয় কথা,
যখন একাউন্ট রেজিস্টার করার সময় আপনার নাম জিগেশ করা হবে, তখন Full Name এর জায়গায় আপনাকে নিজের business এর নাম দিয়ে দিতে হবে।
এতে, ইনস্টাগ্রাম এর মধ্যে লোকেরা আপনাকে আপনার ব্যবসার নাম চিনবেন।
মনে রাখবেন, এখানে দেওয়া নামটি কিন্তু আপনার username না। এটা সেই নামটি যেটাকে আপনার profile এর মধ্যে দেখানো হবে।
যখন আপনাকে একটি username দেওয়ার জন্য বলা হবে, তখন সেটাকে নিজের ব্যবসার নামের সাথে মিলিয়ে রাখবেন।
তাছাড়া, username সব সময় সহজে মনে রাখার মতো করে দিতে হয়। এতে, লোকেরা আপনার profile এর username সহজেই মনে রাখতে পারেন।
Optimizing your Instagram account
নিজের Instagram business profile টিকে professional রাখার জন্য আপনাকে কিছু optimizations অবশই করতে হবে।
সবচেয়ে প্রথমেই, আপনি নিজের profile এর জন্য একটি সেরা profile picture সিলেক্ট করে upload করুন।
মনে রাখবেন, যখন কোনো Instagram user আপনার profile visit করে থাকে, তখন সে প্রথমেই আপনার profile picture এর ওপরেই নজর দিয়ে থাকে।
তাই এটা অনেক জরুরি যাতে আপনার প্রোফাইল পিকচারটি আপনার brand বা business এর সাথে মিল থাকে।
দ্বিতীয়তে,
আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এর মধ্যে থাকা বায়ো (bio) ভাগটি ভালো করে ব্যবহার করুন।
নিজের Instagram bio এর মধ্যে নিজের ব্যবসার বিষয়ে সামান্য কিছুটা লিখুন।
তাছাড়া, কেন লোকেরা আপনার প্রফাইলটি ফলো করবেন, সেটাও সেখানে লিখুন।
Switch to professional account
Instagram settings এর মধ্যে একটি বিশেষ option রয়েছে যাকে বলা হয় “switch to professional account“.
এই অপসন ব্যবহার করলে আপনার প্রোফাইল টিকে একটি business profile হিসেবে দেখানো হবে।
এই অপশনটি enable করার জন্য আপনার যেতে হবে,
Settings >> account >> Switch to Professional Account
তবে মনে রাখবেন, এই option ব্যবহার করার জন্য, আপনার একটি Facebook business page / account অবশই থাকতে হবে।
চলুন, এই প্রত্যেকটি সাধারণ বিষয় গুলো জেনে নেওয়ার পর আমরা এখন ইনস্টাগ্রামে মার্কেটিং করার নিয়ম গুলো জেনেনি।
Post regularly to attract followers
এখন সবটা করার পর, আপনাকে নিয়মিত নিজের প্রোফাইলে পোস্ট পাবলিশ করতে হবে।
রেগুলার নিজের ব্যবসা, ব্র্যান্ড, প্রোডাক্ট গুলোর সাথে জড়িত images, videos, infographics বা অন্যান্য content গুলো publish করুন।
এতে, আপনার profile এবং content গুলো অধিক user দের নজরে পরবে এবং অধিক ফলোয়ার্স পাওয়ার সুযোগ বাড়বে।
Partner with other influencers
যখন কথা আসছে একটি নতুন ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স বৃদ্ধি করার, তখন আপনারা অন্যান্য জনপ্রিয় Instagram influencers এর সাথে partnership অবশই করতে পারবেন।
মানে, অন্যান্য জনপ্রিয় ইনস্টাগ্রাম একাউন্ট এর মালিক দের আপনি অনুরোধ করতে হবে যাতে তারা আপনার প্রোফাইল এর বিষয়ে একটি shoutout দিয়ে থাকে।
এতে, তাদের profile এর মাধ্যমে আপনার প্রোফাইলে কিছু ফলোয়ার্স অবশই চলে আসবে।
তবে মনে রাখবেন, আপনি নিজের business বা product এর সাথে জড়িত Instagram influencers দের সাথেই partnership করলেই আপনি লক্ষবস্তু followers পাওয়ার সুযোগ থাকছে।
Reply to others comments
আপনার ব্যবসা এবং পণ্যের সাথে জড়িত অন্যান্য Instagram posts গুলোতে comment অবশই করবেন।
আপনি কিছু কাজের এবং আকর্ষণীয় কমেন্ট করে থাকলে, লোকেরা আপনার profile অবশই visit করবেন।
এতে, কিছু followers বৃদ্ধি পাওয়ার সুযোগ অবশই থাকছে।
ইনস্টাগ্রাম এর মাধ্যমে অনলাইন মার্কেটিং কিভাবে করবেন ?
যা আমি ওপরে আগেই বলেছি, ইনস্টাগ্রামের মাধ্যমে business এর promotion করার জন্য আপনাকে প্রথমেই প্রচুর followers জোগাড় করতে হবে।
আর, একটি নতুন ইনস্টাগ্রাম একাউন্টে তাড়াতাড়ি ফলোয়ার্স পাওয়ার জন্যে, আপনাকে ধর্য্য ধরে ওপরে বলা বিষয় গুলোতে নজর দিতে হবে।
এবার, ইনস্টাগ্রামে যখন আপনার একটি ভালো সংখ্যায় followers দের দল হয়ে যাবে, তখন নিচে দেওয়া প্রক্রিয়া গুলো ব্যবহার করে আপনারা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবেন।
১.Instagram stories এর ব্যবহার
Instagram profile এর মধ্যে আপনারা কেবল ২৪ ঘন্টার জন্য যেকোনো ধরণের পোস্ট করে সেগুলোকে নিজেদের ফলোয়ার্স দের সাথে শেয়ার করতে পারবেন।
Stories এর মধ্যে publish করা আপনার পোস্ট গুলো ২৪ ঘন্টার পর নিজে নিজেই রিমুভ হয়ে যাবে।
তাই, আপনি নিজের business, brand বা product এর সাথে জড়িত বিভিন্ন ধরণের updates গুলো images, videos বা graphics এর মাধ্যমে শেয়ার করতে পারবেন।
ফলে, আপনার followers রা আপনার business এর updates গুলো সাথে সাথেই Instagram stories এর মাধ্যমে দেখে নিতে পারবেন।
Instagram stories হলো একটি free তবে দারুন একটি marketing এবং engagement tool.
২.Create visually compelling content
Instagram হলো এমন একটি platform যেখানে সবটাই চোখের দেখার ওপর নির্ভর করে।
তাই, আপনাকে এমন কনটেন্ট গুলো পাবলিশ করতে হবে যেগুলো দেখতে সাংঘাতিক আকর্ষণীয়।
যদিওবা আপনি আপনার ব্যবসার সাথে জড়িত product বা service এর বিষয়ে post করছেন,
সেক্ষেত্রেও আপনাকে প্রচুর creative হয়ে images, infographics, animations বা videos তৈরি করতে হবে।
Product promotion করার জন্য নিজের product গুলোর sharp, clear এবং HD ছবি publish করাটা জরুরি।
এতে, আপনার পাবলিশ করা product এর image টির আকর্ষণীয়তা অবশই বাড়বে।
Quotes and text-based images, Instructional posts, Videos ইত্যাদি বিভিন্ন আলাদা আলাদা ধরণের পোস্ট আপনার করতে হবে।
এভাবে, আপনি নিজের business, brand বা product এর প্রচার চালিয়ে যেতে পারবেন।
৩.IGTV ব্যবহার করুন
IGTV মানে হলো Instagram TV, যেটার মাধ্যমে আমরা long এবং high quality videos তৈরি করে সেগুলোকে publish করতে পারি।
এমনিতে, আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে কেবল কিছু সেকেন্ডের শর্ট ভিডিও পাবলিশ করতে পারি।
তবে লম্বা (long) প্রায় ৬০ মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করে সেগুলোকে আপলোড করার জন্যে, ইনস্টাগ্রাম এর তরফ থেকে IGTV এর option অবশই দেওয়া রয়েছে।
তাই, নিজের brand, business এবং product গুলোর সাথে জড়িত creative videos তৈরি করে, সেগুলোকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন।
এতে, আপনার followers সহ অন্যান্য অনেক users রা আপনার product বা business এর বিষয়ে জেনেনিতে পারবেন।
তাছাড়া, এভাবে আপনি নিজের customers এবং followers দের সাথে সংযুক্ত (connected) থাকতে পারবেন।
৪.Advertise on Instagram
আপনারা হয়তো অবশই জানেন যে, ফেসবুক এর মতোই ইনস্টাগ্রাম এর মধ্যেও আমরা টাকা দিয়ে advertisement করতে পারি।
মানে, আপনি নিজের post / content গুলোকে paid promotion করে অধিক targeted audience দের কাছে নিজের business এর প্রচার করতে পারবেন।
এক্ষেত্রে, আপনাকে কিছু টাকা ইনস্টাগ্রাম কে দিতে হবে।
Instagram paid promotion বা paid advertisement তখন অনেক ভালো, যখন আপনার প্রোফাইল এর মধ্যে অনেক কম followers রয়েছে।
তাছাড়া, paid advertisement এর মাধ্যমে আপনি বিভিন্ন অপসন সহ কেবল লক্ষবস্তু গ্রাহক / ইউসার দের কাছে নিজের post গুলোকে promote করতে পারবেন।
Instagram ads এর মাধ্যমে আপনারা বিভিন্ন মাধ্যমে advertisement চালাতে পারবেন।
যেমন,
- Stories ads
- Photo ads
- Video ads
- Carousel ads
- Collection ads
- Ads in Explore
তাই, নিজের ক্ষমতা হিসেবে কিছু টাকা দিয়ে আপনি নিজের business এর paid marketing করে নিতে পারছেন।
নিজের business এর ক্যাটেগরীর সাথে জড়িত পপুলার hashtags (#) গুলো নিজের পোস্ট গুলোতে অবশই ব্যবহার করবেন।
Hashtags এর মাধ্যমে আপনি আপনার Instagram post টিকে categorized করতে পারবেন।
যার ফলে, আপনার categorized post এর মাধ্যমে আপনি targeted followers পেয়ে যাবেন।
তাছাড়া, hashtags ব্যবহার করলে আপনার publish করা পোস্ট টিকে সেই hashtag category তে দেখানো হয়।
তাই, hashtag পপুলার হয়ে থাকলে আপনি target audience থেকে প্রচুর views পাবেন।
আর এভাবেও আপনি নিজের পোস্ট করা কনটেন্ট এর মাধ্যমে নিজের business গুলোর প্রচার করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম যে “ইনস্টাগ্রাম মার্কেটিং কাকে বলে” (what is Instagram marketing) এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করে।
মনে রাখবেন, ইনস্টাগ্রাম এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে অসংখক ইউসার রয়েছে।
আর, এই ইউসার গুলোর প্রত্যেকের চাহিদা, ইন্টারেস্ট, রুচি ইত্যাদি সবটাই আলাদা আলাদা।
তাই, যেকোনো ধরণের ব্যবসার প্রচার করার ক্ষেত্রে এই social media platform গুলো কিন্তু অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে।
শেষে, যদি আপনাদের Instagram marketing নিয়ে লিখা আজকের এই আর্টিকেল ভালো লেগে থাকে,
তাহলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট অবশই করবেন।
What wonderful information.
help full guide line
thank you …
সুন্দৰ বন্ধু
ধন্যবাদ বন্ধু।
খুবই কাজের তথ্য দিয়েছেন। এই রকম আরও চাই।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
আপনাকেও ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্যে।
অনেক ভালো গাইড লাইন। ধন্যবাদ ব্রাদার।
আপনাকেও ধন্যবাদ।