ইউটিউব থেকে শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন? ১মিনিটে

এখন আর সেই সময় নেই যেখানে নানান টপিকে বড় বড় ইউটিউব ভিডিও গুলি আমরা দেখতে পছন্দ করতাম।

এখনের আধুনিক সময়ে ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে শর্টস ভিডিও গুলি। আর, শর্টস ভিডিও বলতে সব থেকে আগে যেই প্লাটফর্মটি সব থেকে অধিক জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হলো, YouTube shorts।

এবার আসল কথাটি হচ্ছে, অনেকেই আছেন যারা ইউটিউব থেকে শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে ভেবে থাকেন। তবে, ইউটিউব শর্টস গুলি ডাউনলোড করার লাভ এবং সুবিধাও কিন্তু রয়েছে।

কেননা, ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার পর, সেগুলিকে আমরা আমাদের WhatsApp বা অন্যান্য social media profile গুলিতে লাগাতে পারি। আবার অনেকেই, তাদের পছন্দের শর্টস গুলিকে তাদের প্রয়োজনেদের সরাসরি চ্যাট মেসেজ এর মাধ্যমে পাঠিয়ে থাকেন।

তাই, যদি আপনিও কেবল ১ থেকে ২ মিনিটের মধ্যে ইউটিউব থেকে নিজের পছন্দের শর্টস ভিডিও গুলিকে ডাউনলোড করে নিচে চাইছেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি অবশই পড়ুন।

আর্টিকেলের মধ্যে আমি আপনাদের ছবি সহ অনেক ভালো করে স্টেপ বাই স্টেপ সবটা বুঝিয়ে বলেছি।

অবশই পড়ুন: ইউটিউব চালু হচ্ছে না কেন? ১১টি কারণ এবং সোজা সমাধান

ইউটিউব থেকে শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন? ১মিনিটে

ইউটিউব থেকে শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
Download any YouTube short video from mobile.

দেখুন, YouTube থেকে সরাসরি যেকোনো ধরণের video বা shorts download করার কিন্তু কোনো ধরণের অপসন নেই।

তবে, যদি আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি external online YouTube video downloader ব্যবহার করতে হবে। একই ভাবে, শর্টস ভিডিও ডাউনলোড করতে হলে একটি online shorts video downloader ব্যবহার করতে হবে।

এখন যদি আপনারা YouTube থেকে shorts video গুলি নিজের মোবাইল দিয়েই মানে YouTube mobile app থেকে download করে নিতে চাইছেন, তাহলে নিচে দিয়ে দেওয়া এই স্টেপ গুলি ফলো করুন।

স্টেপ ১.

Go to YouTube shorts

শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে আগে আপনাকে নিজের মোবাইল থেকে YouTube App-টি ওপেন করে নিতে হবে।

App ওপেন করার পর app-এর একেবারে নিচের দিকে Shorts লেখা দেখবেন। সরাসরি সেখানে click করুন।

স্টেপ ২.

Click on share button in the shorts video

এবার শর্টস ভিডিও পেজ থেকে নিজের পছন্দের ভিডিওটি সিলেক্ট করুন এবং ভিডিওটির মধ্যে ডানদিকে থাকা SHARE অপশনে ক্লিক করুন।

শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ভিডিওটি শেয়ার করার নানান ধরণের অপসন গুলি দেখবেন।

Copy the youtube shorts video link

দিয়ে দেওয়া অপসন গুলির থেকে আমরা সরাসরি, “COPY LINK” এর অপশনে চাপ দিবো। এতে, শর্ট ভিডিওটির লিংক কপি হয়ে যাবে।

স্টেপ ৩.

Go to Google and search for shorts downloader

শর্ট ভিডিওটির লিংক কপি করার পর, এখন আমাদের আসল কাজ শুরু হবে।

এবার আপনাকে, নিজের মোবাইল থেকে Google Chrome Browser ওপেন করে “Download YouTube Shorts” লিখে সার্চ করতে হবে।

এতে, গুগল আপনাকে নানান সেরা অনলাইন শর্টস ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট গুলিকে দেখিয়ে দিবে।

আপনাকে সরাসরি, দেখিয়ে দেওয়া প্রথম ওয়েবসাইটে (ytshorts.savetube.me) প্রবেশ করতে হবে।

তবে, আমি নিচে এই ধরণের নানান শর্টস ডাউনলোডার সাইট গুলির বিষয়ে বলে দিয়েছি, চাইলে সেগুলির মধ্যে একটি ব্যবহার করলেও হবে।

স্টেপ ৪.

Paste the shorts video link and click on get link

ওয়েবসাইটের মধ্যে ভিসিট করার সাথে সাথে আপনারা একটি box দেখবেন যেখানে আপনাকে কপি করা সেই শর্ট ভিডিওর লিংকটি পেস্ট করতে হবে।

এবার, লিংকটি পেস্ট করার পর GET VIDEO-এর বাটনে ক্লিক করলেই, আপনার শর্ট ভিডিওটি দেখিয়ে দিবে।

দেখিয়ে দেওয়া ভিডিওটির মধ্যে আপনারা দুটো অপসন দেখবেন।

বাম দিকে থাকা অপসনটি ব্যবহার করে আপনি video quality সেট করতে পারবেন। দান দিকে থাকা GET LINK এর অপশনে ক্লিক করলেই শর্ট ভিডিও ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

তাই, পছন্দমতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে সরাসরি GET LINK এর মধ্যে click করুন।

স্টেপ ৫.

Click on download button

এবার, পরের পেজে, ইউটিউব শর্ট ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনাকে একটি “DOWNLOAD” বাটন দেখিয়ে দেওয়া হবে।

সরাসরি সেই ডাউনলোড বাটনে ক্লিক করুন।

YouTube shorts video has been downloaded

শেষে, দেখবেন আপনার মোবাইলের মধ্যে শর্টস ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে গিয়েছে।

তাহলে, নিজের মোবাইল দিয়ে ইউটিউব থেকে শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন? বিষয়টা বুঝতে পারলেন তো?

জেনেনিন: ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

Best Online YouTube Shorts Downloader Websites:

চলুন, এবার আমরা নিচে এমন কয়েকটা online shorts video downloader website গুলির বিষয়ে জেনেনেই যেগুলি ব্যবহার করে সম্পূর্ণ ভেজালমুক্ত ভাবে যেকোনো শর্টস ডাউনলোড করে নেওয়া যাবে।

১. Ytshortsdown.com:

ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড

যদি আপনি নিজের পছন্দের ইউটিউব শর্টস গুলিকে সম্পূর্ণ ফ্রীতে এবং HD quality সহ ডাউনলোড করে নিতে চাইছেন, তাহলে এই অনলাইন ডাউনলোডারটি অবশই ব্যবহার করতে পারবেন।

আপনারা চাইলে, এখানে নানান YouTube Shorts videos গুলিকে MP3 music formats-এর মধ্যে কনভার্ট করেও ডাউনলোড করতে পারবেন। তাই, কোনো ট্রেন্ডিং ভিডিওর শুধুমাত্র অডিওটি ডাউনলোড করতে চাইলেও এখানে সেই সুবিধা পাবেন।

এই ওয়েবসাইট দ্বারা, YouTube Shorts গুলিকে MP4 video format সহ ডাউনলোড করা যাবে।

২. Publer.io

ইউটিউব শর্টস কিভাবে ডাউনলোড করব

এই ওয়েবসাইট দ্বারা আপনারা, YouTube short video গুলি তো ডাউনলোড করতেই পারবেনই, পাশাপাশি অন্যান্য নানান সোশ্যাল মিডিয়া গুলির ভিডিওস ও ডাউনলোড করতে পারবেন।

যেমন ধরুন, YouTube videos, TikTok videos, Facebook এবং LinkedIn videos, Twitter থেকে ভিডিও ডাউনলোড ইত্যাদি।

তবে, শুধু ভিডিওই না, চাইলে সোশ্যাল মিডিয়া গুলির থেকে ছবি গুলিও ডাউনলোড করার সুযোগ এই সাইট থেকে পাবেন। এছাড়া, ডাউনলোড করা ভিডিও গুলিতে কিন্তু কোনো ধরণের ওয়াটারমার্কও থাকবেনা।

এই সোশ্যাল মিডিয়া ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট থেকেও আপনারা ফুল HD quality সহ শর্টস গুলিকে ডাউনলোড করে নিতে পারবেন।

৩. Ytshorts.savetube.me

ইউটিউব শর্টস ডাউনলোড

এটাও একটি অনেক দারুন শর্টস ডাউনলোডার ওয়েবসাইট যেটা আপনারা ব্যবহার করতে পারবেন।

বলা হয়েছে যে, এই ওয়েবসাইট থেকে আপনারা অনেক দ্রুত ডাউনলোড স্পিড এর সাথে ভিডিও গুলিকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, এখানে কোনো ধরণের ডাউনলোড লিমিটও সেট করা নেই।

এই free shorts downloader website-টি ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ফ্রীতে আলাদা আলাদা quality সহ ভিডিও গুলি ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে সাউন্ড সহ এবং সাউন্ড ছাড়াও ভিডিও ডাউনলোড করে নিতে পারেন।

৪. Download.solutionexist.com

YouTube app বা website, আমাদের কোনো ধরণের ভিডিও বা শর্টস ডাউনলোড করার কোনো ধরণের অপসন দিয়ে থাকেনা। তাই, অফিসিয়াল ভাবে তো YouTube shorts বা yt shorts download option আপনারা পাবেননা।

তাই, এক্ষেত্রে আপনারা Exist Downloader নামের এই third party online tool-টি ব্যবহার করে নিজের পছন্দমতো যেকোনো ধরণের ইউটিউব ভিডিও বা শর্টস ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

এক্ষেত্রে, ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে আলাদা ভাবে কোনো সফটওয়্যার বা এপ্লিকেশন (apps) নিজের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে হবেনা।

উপরে যেভাবে বলে দিয়েছি, ঠিক সেভাবে YouTube থেকে আপনার পছন্দের short video-এর link-টি কপি করে নিয়ে এই ওয়েবসাইটে পেস্ট করলেই, ভিডিও ডাউনলোড করার অপসন আপনারা পেয়ে যাবেন।

৫. Shortsnoob.com

ইউটিউব শর্টস ভিডিও ডাউনলোড করার এটাও একটি দারুন ওয়েবসাইট বা অনলাইন টুল।

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথে এর প্রথম পাতায় আপনারা Youtube Shorts Downloader লেখা এবং এর নিচে একটি বাক্স দেখবেন। বক্সের মধ্যে ভিডিও লিংকটি পেস্ট করে সার্চ বাটনে click করলেই শর্ট ভিডিও ডাউনলোড করার লিংক আপনারা পেয়ে যাবেন।

এই ওয়েবসাইট দ্বারা আপনারা, original High Quality সহ ভিডিও গুলিকে download করার পাশাপাশি, ভিডিও গুলিকে নিজের মোবাইলের ফোন গ্যালারিতে সেভ করতে পারবেন।

অবশই পড়ুন: কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়?

FAQ: How To Download YouTube Shorts:

১. কিভাবে ডাউনলোড করবেন YouTube shorts ভিডিও?

এমনিতে, ইউটিউবের মধ্যে অফিসিয়াল ভাবে কোনো ধরণের ভিডিও ডাউনলোড করে নিজের মোবাইল বা কম্পিউটারের ডিভাইস এর মধ্যে সেভ করার কোনো অপসন নেই। আর তাই, এই কাজ করার জন্য আপনাকে third-party online downloader tools বা apps গুলির সাহায্য নিতে হবে।

২. শর্টস ডাউনলোড করার ওয়েবসাইট গুলি দিয়ে নরমাল ভিডিও ডাউনলোড হবে?

উপরে বলে দেওয়া বেশিরভাগ ডাউনলোডার ওয়েবসাইট ওয়েবসাইট গুলি দিয়ে আপনারা শর্টস ভিডিও এর পাশাপাশি অন্যান্য নরমাল ভিডিও গুলিকেও ডাউনলোড করে মোবাইলের স্টোরেজে সেভ করতে পারবেন।

৩. ইউটিউব শর্টস গুলিকে ফ্রীতে ডাউনলোড করা যাবে?

অবশই, আপনি উপরে বলে দেওয়া ওয়েবসাইট বা অনলাইন শর্টস ডাউনলোডার গুলি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে এবং আনলিমিটেড শর্টস ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি, কিভাবে নিজের মোবাইল দিয়ে শর্টস ভিডিও গুলি ডাউনলোড করে নিজের মোবাইলের গ্যালারিতে বা স্টোরেজে সেভ করবেন, সেটা এখন হয়তো অনেক ভালো ভাবেই বুঝে গিয়েছেন।

এছাড়া, আমাদের আজকের আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top