(What is optical fiber in Bengali): আপনাদের মধ্যে হয়তো অনেকেই অপটিক্যাল ফাইবার (optical fiber) এর বিষয়ে অবশই শুনেছেন।
ইন্টারনেটের ক্ষেত্রে ডাটা গুলোকে কিভাবে এতটা তাড়াতাড়ি পাঠানো এবং গ্রহণ করা হয় ?
কিভাবে দূরসঞ্চার (communications) এতটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটা সম্ভব ?
এই ধরণের প্রশ্ন হয়তো আপনাদের মনে একবার হলেও এসেছে।
তবে, এই প্রত্যেক প্রশ্নের উত্তর সংযুক্ত হয়ে রয়েছে “অপটিক্যাল ফাইবার এর সাথে”.
এমনিতে, অনেকেই হয়তো এই ফাইবার এর মানে এখনো বুঝে উঠতে পারেননি।
আর তাই, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে বলবো যে, “অপটিক্যাল ফাইবার কি” এবং কিভাবে কাজ করে এই ফাইবার।
অপটিক্যাল ফাইবার কি ? (what is optical fiber in Bengali)
“Optical-fiber cable“, হলো আসলে এক ধরণের পাতলা তার (wire) যেটাকে কাচ (glass) বা প্লাষ্টিক (plastics) এর দ্বারা তৈরি করা হয়।
এই ফাইবার তার গুলো দেখতে প্রায় মানুষের মাথায় থাকা চুলের মতোই।
অপটিক্যাল ফাইবার তার গুলোকে এমন এক প্রযুক্তি বলে বলা যেতে পারে, যেগুলোর মাধ্যমে তথ্যের সংক্রমণ (data transmission) করানো হয়।
ডাটা বা তথ্যের সংক্রমণ বা আদান প্রদান (transfer) করানোর জন্য আলোর (light) ব্যবহার করা হয়।
সম্পূর্ণ ফাইবার তারের মধ্যে দিয়ে আলোর মাধ্যমে ডাটা বা তথ্য গুলোকে ট্রান্সফার করানো হয়।
এতে, বিদ্যুতের তুলনায় হাজার গুন দ্রুত ভাবে তথ্য (information) বা ডাটা (data) গুলোকে এই অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে ট্রান্সফার করানোটা সম্ভব হয়ে দাঁড়ায়।
তাই আমরা বুঝতে পারলাম যে,
অপটিক্যাল ফাইবারে বিদ্যুতের সঞ্চার করানো হয়না, তবে আলোর (light) সঞ্চার করা হয়।
আর তাই, এই তারের মাধ্যমে information ও data হাজার গুন দ্রুত ভাবে ট্রান্সফার হয়ে যায়।
অন্যান্য বিভিন্ন তার গুলোর তুলনায় এই আধুনিক প্রযুক্তির ফাইবার তার গুলো অনেক দামী।
এই তারের মধ্যে দিয়ে ডাটা (data) প্রায়, ৩ লক্ষ কিলোমিটার প্রত্যেক সেকেন্ড এর দ্রুততার স্পীডে ভ্রমণ করে।
তবে এই দ্রুততা আলোর (light), এবং এই আলোর দ্রুততার মাধ্যমেই ডাটা গুলোকে ট্রান্সফার করা হচ্ছে।
অপটিক্যাল ফাইবার ক্যাবল এর প্রকার বা প্রকারভেদ
Optical fiber এর প্রকার গুলো বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের ওপর নির্ভর করছে।
যেমন,
- ব্যবহার হওয়া materials.
- প্রতিসরাঙ্ক (Refractive index).
- আলোর প্রচারের পদ্ধতি।
চলুন, বিভিন্ন আলাদা আলাদা বিষয় গুলোর ওপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার এর প্রকার গুলোর বিষয়ে জেনেনেই।
প্রতিসরাঙ্ক (Refractive index) এর ওপর নির্ভর করে অপটিক্যাল ফাইবার এর প্রকার।
- Step Index Fibers: মূলত cladding এর দ্বারা ঘিরে থাকা গঠন যেখানে reflection এর single uniform index রয়েছে।
- Graded Index Fibers: এখানে optical fiber এর refractive index হ্রাস পেতে থাকে যেভাবে যেভাবে ফাইবার এক্সিস এর রেডিকাল দূরত্ব বাড়তে থাকবে।
Materials এর ওপর ভিক্তি করে প্রকার
- Plastic Optical Fibers: আলোর (light) সংক্রমণের (transmission) উদ্দেশ্যে এখানে polymethylmethacrylate নামের transparent thermoplastic টিকে core material হিসেবে ব্যবহার করা হয়।
- Glass Fibers: আলোর (light) সংক্রমণের (transmission) উদ্দেশ্যে এখানে উচ্চমানের গ্লাস ফাইবার (glass fiber) ব্যবহার করা হয়।
আলোর প্রচারের পদ্ধতির ওপর নির্ভর করে
- Single-Mode Fibers: সিগন্যাল এর দীর্ঘ দূরত্বের সংক্রমণ (long distance transmission) করানোর উদ্দেশ্যে এই ফাইবার তার ব্যবহার করা হয়।
- Multimode Fibers: সিগন্যাল এর স্বল্প-দূরত্বের সংক্রমণ (short distance transmission) করানোর উদ্দেশ্যে এই ফাইবার তার ব্যবহার করা হয়।
তাহলে জানলেন তো বিভিন্ন আলাদা আলাদা অপটিক্যাল ফাইবার তার গুলোর বিষয়ে।
অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে ?
কিভাবে কাজ করে ফাইবার অপটিক্যাল ক্যাবল, এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার অল্প ধ্যান দিয়ে বিষয়টি বুঝতে হবে।
আসলে, optical fiber সম্পূর্ণ রূপে “total internal reflections” এর নীতির ওপরে কাজ করে।
এখানে, আলোক রশ্মি (light rays) গুলোকে ব্যবহার করে, ভারী পরিমানের তথ্যের (data) প্রেরণ করা হয়।
সম্পূর্ণ ক্যাবলে ভেতরে আলোর (light) ভ্রমণ একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট পর্যন্ত চলতেই থাকে।
তবে, তারের ভেতরে আলোর ভ্রমণ কিন্তু একেবারেই সমান্তরাল বা সমতল ভাবে হতে পারেনা।
যেহেতু, ফাইবার তার গুলো আকারে সমান নয়, তাই আলোর রশ্মি গুলো তারের ভেতরে বার বার বাউন্স (bounce) খেয়ে এগিয়ে যেতে থাকবে।
Optical fiber এর দ্বারা যেখানে ডাটা গুলোকে গ্রহণ করা হয়, সেখানে একটি transmitter লাগানো থাকছে।
এবং, transmitter এর সাথে সংযুক্ত এই ফাইবার তারের মাধ্যমে ডাটা (data) গুলোকে আলোর মাধ্যমে পাঠানো বা গ্রহণ করা হয়।
ট্রান্সমিটারটি electric pulse information গুলোর সমাধান কোরে সেগুলোকে light pulse এর রূপে optical fiber লাইনে প্রেরণ করে দেয়।
যেই digital data গুলোকে light pulse এর রূপে অপটিক্যাল ক্যাবলের ভেতরে প্রেরণ করা হয়েছে,
সেগুলোকে রিসিভার এন্ড এ গ্রহণ করার পর binary value তে বদলে দেওয়া হয়।
এতে, আপনার কম্পিউটার data এবং information গুলোকে বুঝতে পারে এবং আপনাকে তথ্য প্রদান করে।
অপটিক্যাল ফাইবার ক্যাবলের লাভ (Advantages of optical fiber cable)
এই প্রযুক্তিগত আধুনিক ক্যাবলের লাভ ও সুবিধের কথা বললে কিন্তু সে প্রচুর কথা বলা যেতে পারে।
তবে, আমি কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ও লাভ গুলো আপনাদের বলে দিচ্ছি।
১. Fast & instant
আপনি কল্পনাও করতে পারবেননা যে কতটা তাড়াতাড়ি এই তারের মাধ্যমে ডাটা বা তথ্যের প্রেরণ (transmit) করা যেতে পারে।
এই তারের মাধ্যমে অনেক কম সময়ের মধ্যেই অধিক বেশি দুরুত্ব অতিক্রম করা সম্ভব।
Electric wire এর তুলনায় এই optical wire গুলো ৫০% থেকে ১০০% অধিক দ্রুতভাবে bandwidth এর প্রেরণ করতে পারে।
অন্যান্য তার গুলোর তুলনায় অপটিক্যাল ক্যাবল গুলো অধিক data নিয়ে আসতে এবং পাঠাতে পারে।
২. Power of light
আমরা সবাই জানি যে, বিদ্যুতের দূরত্ব অতিক্রমের শক্তির তুলনায় আলোর রশ্মির দূরত্ব অতিক্রমের শক্তি অনেক গুনে বেশি।
আর তাই, বিদ্যুতিক তার গুলোর তুলনায় এই অপটিক্যাল ফাইবার তার গুলোর দ্রুততা প্রচুর বেশি।
কারণ, এই প্রযুক্তিক তার গুলোর মধ্যে আলোর রশ্মির দ্বারা ডাটা ও তথ্য গুলো প্রেরণ করা হয়।
৩. Very small & flexible
অপটিক্যাল ফাইবার ক্যাবল গুলো অনেক ছোট আকারের থাকে।
যা আমি আগেই বলেছি, এই তার গুলো দেখতে প্রায় আপনার মাথার চুলের মতো মোটা।
আর এর জন্যে, এই তার গুলোর ওজন অনেক বেশি কম।
যার ফলে, তার গুলোকে বহত করাটা সহজ কাজ হয়ে দাঁড়ায়।
৪. Security
নিরাপত্তার দিকদিয়ে দেখতে গেলে এই ফাইবার ক্যাবল গুলোর কিন্তু সুবিধা প্রচুর।
এই তারের মাধ্যমে প্রেরণ করা ডাটা সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ ভাবে পাঠানো সম্ভব।
যিহেতু, এই তারের মাধ্যমে সম্পূর্ণ ডাটা লাইট (light) এর মাধ্যমে পাঠানো হয়, তাই ডাটার সাথে শয়তানি করাটাও তেমন সহজ কাজ না।
এর নিরাপত্তা প্রণালীকে ভাঙা তেমন সোজা না।
৫. Low power loss
অপটিক্যাল ফাইবার তারের ক্ষেত্রে power loss একেবারেই হয়না বলে বলা যেতে পারে।
আর তাই, কোনো সমস্যা ছাড়া ডাটা গুলো অনেক দূর পর্যন্ত সমান দ্রুততা বজায় রেখে প্রেরণ করা সম্ভব।
৬. Electric shot-circuit
Copper cable এর তুলনায় এই optical fiber cable গুলোতে কোনো ধরণের ইলেকট্রিকাল শর্ট সার্কিট এর ভয় থাকছেনা।
কারণ, এই ধরণের ফাইবার তার সিলিকা গ্লাস এবং প্লাষ্টিক দ্বারা তৈরি হয়ে থাকে।
Optical fiber cable এর অসুবিধা (Disadvantages of optical fiber wire)
বন্ধুরা, যেই জিনিসের লাভ ও সুবিধে রয়েছে সেই জিনিসের কিছু হলেও অসুবিধে অবশই থাকবে।
এবং, তাই অপটিক্যাল ফাইবার এর অবশই কিছু হলেও অসুবিধে রয়েছে।
১. Expensive
অন্যান্য প্রত্যেক ক্যাবল (cable) গুলোর তুলনায় এই অপটিক্যাল ক্যাবল গুলোর দাম অনেক বেশি।
তাছাড়া, এই ক্যাবল গুলোর সংযোগ (connection) করার ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ গুলোর দাম গুলোও কিন্তু অধিক।
২. Splicing issue
যদি তারের ভেতরে কোনসময় কোনো রকমের পেচ (joint) লেগে থাকে বা তারের ভেতরে অন্যান্য সমস্যা দেখা দেয়, তাহলে সেটা ঠিক করাটা প্রচুর কষ্টের কাজ।
ফলে splicing machine এর ব্যবহার করতে লাগতে পারে।
৩. Installation process
অপটিক্যাল ফাইবার এর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যেক উপকরণ গুলোর খরচ তো অনেক বেশি এবং এই ফাইবার তার গুলোর installation এর ক্ষেত্রেও প্রশিক্ষিত লোকেদের প্রয়োজন।
এবং, এই installation এর ক্ষেত্রেও প্রচুর খরচ অবশই হয়ে থাকে।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা আশা করছি আপনারা সম্পূর্ণ ভালো করে বুঝে গেছেন যে, “অপটিক্যাল ফাইবার মানে কি” (what is optical fiber cable in Bangla) এবং এই অপটিক্যাল ফাইবার তার কিভাবে কাজ করে।
তাছাড়া, optical fiber এর সুবিধা ও অসুবিধা নিয়েও আপনার চর্চা করলাম।
আমার সব সময় এটাই চেষ্টা থেকে গেছে যাতে আমি আপনাদের কিছু কাজের তথ্য প্রদান করতে পারি।
আর তাই, “about optical fiber cable” নিয়ে লিখা আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেল শেয়ার অবশই করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ
আমি ভাবছিলাম এটার উপর লিখব। আর হলনা, তুমি যখন লিখেছ ,আমি আর try করবোনা 😊😊😊
শুনে খারাপ লাগলো ভাই ;-).