অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য সেরা ওয়েবসাইট গুলোর বিষয়ে আমরা জানবো।
বর্তমান সময়ে চাকরি পাওয়াটা একটি অনেক সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু তার থেকেও অধিক সাংঘাতিক বিষয়টি হলো, চাকরির খবর পাওয়াটা।
আপনার কাছে একটি ভালো কোম্পানিতে ভালো অবস্থানে চাকরি করার ক্ষেত্রে জরুরি প্রত্যেকটি গুন বা দক্ষতা থাকলেও,
অনেক সময় সঠিক চাকরির খবর সঠিক সময়ে না পাওয়ার ফলে, একটি ভালো চাকরির সুযোগ হয়ে উঠেনা।
তবে কিছু বছর আগে পর্যন্ত এই সমস্যা আমাদের পরিবেশে অবশই ছিল যদিও এখন আর এনিয়ে আপনার ভাবতে হবেনা।
ইন্টারনেটের জনপ্রিয়তা এবং ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে।
এবং, এই ইন্টারনেটের মাধ্যমেই আমরা যেকোনো বিষয়ে দেশ বিদেশের যেকোনো খবর সহজেই ঘরে বসে জেনেনিতে পারছি।
আর এভাবেই, আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন “সরকারি” এবং “বেসরকারি চাকরির খবর” গুলো জেনেনিতে পারছি।
ইন্টারনেটে এমন প্রচুর ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে গিয়ে আপনারা নিজের দেশ, শহর বা রাজ্যে কি কি নতুন চাকরির ভেকেন্সি বেরিয়েছে,
সে সবটাই ঘরে বসে জেনেনিতে পারবেন।
ওয়েবসাইট গুলোতে প্রত্যেক দিন নতুন নতুন বেসরকারি ও সরকারি চাকরির খবর গুলো আপডেট করা হয়।
সূচিপত্র:
সরকারি চাকরির খবর পাওয়ার সেরা অনলাইন ওয়েবসাইট গুলো
নিচে চাকরির খবর পাওয়ার ওয়েবসাইট গুলোতে আপনারা ভারতের (India) সরকারি চাকরির খবর পাবেন।
সর্বপ্রথমে আমি আপনাদের সরকারি চাকরির ওয়েবসাইট গুলোর বিষয়ে নিচে বলে দিচ্ছি।
ওয়েবসাইট গুলোতে চাকরির খবর পাওয়ার সাথে সাথে আপনারা চাকরি আপ্লাই করার জন্য কি কি করতে হবে,
সেই বিষয়েও অবশই বলা হবে।
১. 20Govt.com
এটা হলো একটি সেরা job website যেটা মূলত Free Job Alert for Government Vacancies in India নিয়ে খবর পোস্ট করে থাকে।
নতুন নতুন GOVT JOB NOTIFICATIONS গুলো প্রত্যেক দিন এই ওয়েবসাইট আপলোড করা হয়।
এছাড়া, ওয়েবসাইটের মূল আকর্ষণ হলো, এখানে আপনারা state wise চাকরির খবর গুলো খুঁজতে পারবেন।
Job profile এবং job depertment হিসেবেও চাকরি এখানে খুঁজতে পারবেন।
২. Jagranjosh.com
সরকারি চাকরি, পরীক্ষার রেজাল্ট এবং ক্যারিয়ার এর সাথে জড়িত এই ওয়েবসাইট বর্তমানে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা, চাকরির খবর ছাড়াও বিভিন্ন বিষয়ে তথ্য / খবর সংগ্রহ করতে পারবেন।
যেমন, school / board, colleges, MBA, Job alert, Career advice ইত্যাদি।
ওয়েবসাইটে ভিসিট করার পর job alert এর লিংকে ক্লিক করার পর আপনারা “Government Jobs” এর একটি পেজ দেখতে পাবেন।
পেজটিতে আপনারা latest government jobs / job exams notifications গুলো দেখতে পারবেন।
এছাড়া ওপরে ছবিতে দেখতেই পারছেন, jagranjosh এর সাইটে আপনারা আলাদা আলাদা জব প্রোফাইল সহ চাকরির খুঁজতে পারবেন।
৩. Sarkariclass.com
এটা আরেকটি সেরা এবং অনেক কাজের অনলাইন পোর্টাল যেখানে সরকারি চাকরির সাথে জড়িত প্রত্যেকটি তথ্য আপনারা পাবেন।
নতুন নতুন চাকরির খবর, চাকরির পরীক্ষা, রেজাল্ট, এডমিট কার্ড ইত্যাদি প্রত্যেক বিষয়ে জানতে পারবেন।
ওয়েবসাইটে গিয়ে সোজা “Jobs” এর লিংকে ক্লিক করলেই আপনারা latest jobs এর পেজে চলে আসবেন।
Latest jobs এর পেজে আপনারা একে একে latest government jobs এর news পাবেন।
৪. Freejobalert.com
“www.sarkariclass.com“, হলো এমন এক online job alert portal যেটাকে মূলত career এবং government jobs alert নিয়ে তৈরি করা হয়েছে।
Government jobs, results, admit cards, exam date ইত্যাদি বিভিন্ন বিষয়ে খবর আপনারা এখানে পাবেন।
বিভিন্ন আলাদা আলাদা job profile গুলো যেমন, state government jobs, bank jobs, railway jobs, police/defence jobs ইত্যাদি হিসেবে চাকরির খবর পাবেন।
আলাদা আলাদা state হিসেবে আপনারা নতুন নতুন সরকারি চাকরি গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।
ওয়েবসাইটটি প্রত্যেক দিন আপডেট করা হয় এবং সব রকমের সরকারি চাকরির বিষয়ে জানতে পারবেন।
৫. Sarkariresults.info
প্রত্যেক দিন একাধিক নতুন নতুন গভর্নমেন্ট চাকরির খবর এখানে আপলোড করা হচ্ছে।
এখানেও আপনারা latest jobs এর একটি ভাগ দেখতে পাবেন, যেখানে নতুন নতুন চাকরির বিষয়ে দেওয়া থাকবে।
এছাড়াও, government jobs এর exams এর জন্য জরুরি বিভিন্ন syllabus গুলো আপনারা এখানেই পাবেন।
৬. Fresherslive.com
এই ওয়েবসাইটে আপনারা private এবং government দুটো ক্ষেত্রেও নতুন নতুন চাকরির খবর পাবেন।
এখানে, আলাদা আলাদা State হিসেবে চাকরি গুলোর বিষয়ে দেওয়া আছে।
এমনিতে, ওয়েবসাইটটি অনেক clean এবং simple ভাবে তৈরি করা হয়েছে।
এর ফলে, আপনারা অনেক সহজে বিভিন্ন companies, designation, State, job profile হিসেবে চাকরি গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।
৭. Jobsarkari.com
এটা হলো একটি best government jobs website যেখানে আপনারা top government jobs, recent jobs, popular depertment jobs এবং top updates এর categories এর মধ্যে জব নোটিফিকেশন পাবেন।
এছাড়া, state wise প্রত্যেকটি নতুন jobs গুলোর notifications এখানে দেওয়া হয়।
এমনিতে, রেগুলার নতুন নতুন সরকারি চাকরি গুলোর বিষয়ে জানার জন্যে এই ওয়েবসাইট অনেক ভালো একটি অপসন।
বেসরকারি চাকরির খবর পাওয়ার অনলাইন পোর্টাল / ওয়েবসাইট
চলুন, এখন আমরা এমন কিছু jobs website গুলোর বিষয়ে জেনেনি যেগুলো মূলত latest private job notification এর সাথে জড়িত।
তাই, ভারতে বিভিন্ন বেসরকারি জব গুলোর খবর ঘরে বসেই পেয়ে যাবেন নিচে দেওয়া ওয়েবসাইট গুলোর মাধ্যমে।
১. Indeed.com
বিভিন্ন প্রাইভেট কোম্পানি গুলোতে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির ভেকেন্সি বের হতেই থাকে।
এক্ষেত্রে, Indeed হলো অনেক জনপ্রিয় এবং সেরা অনলাইন জব পোর্টাল যেখানে প্রত্যেক দিন প্রচুর চাকরির খবর আপলোড করা হয়।
১২ পাশ, ১০ পাশ, গ্রাজুয়েট ইত্যাদি বিভিন্ন কোয়ালিফিকেশন হিসেবে এখানে চাকরি খুঁজতে পারবেন।
ওয়েবসাইটে ভিজিট করার পর, কোন প্রোফাইল এর চাকরি চাই এবং কোন জায়গায় চাকরি চাই, সেটা লিখে সার্চ করতে হবে।
Job search করার পর আপনার দেওয়া তথ্যের সাথে জড়িত নতুন নতুন চাকরির খবর দেখিয়ে দেওয়া হবে।
চাকরির কেবল খবর না, তবে আপনারা “Apply now” তে ক্লিক করে সেই চাকরির জন্যে সরাসরি এপলাই অবশই করতে পারবেন।
২. Naukri.com
Naukri.com হলো ভারতের অনেক পুরোনো এবং ট্রাস্টেড একটি অনলাইন জব পোর্টাল যেখানে বিভিন্ন বেসরকারি কোম্পানি গুলোর জব ভেকেন্সি গুলোর বিষয়ে আপনাকে জানানো হবে।
প্রত্যেক দিন বিভিন্ন private company গুলোর থেকে বের হওয়া বিভিন্ন বিষয়ের jobs গুলোর সম্পূর্ণ তথ্য এখানে পাবেন।
এছাড়া, আপনারা চাইলে এখান থেকে সরাসরি job গুলোর জন্য apply করতে পারবেন।
এখানেও আপনারা যেকোনো topic, skills, profession বা designation হিসেবে jobs গুলোকে খুঁজতে পারবেন।
হে, আপনি নিজের city, state বা location হিসেবে চাকরির খবর পেয়ে যাবেন।
৩. Freshersworld.com
এখানে আপনারা প্রত্যেক দিন নতুন নতুন বেসরকারি চাকরি গুলোর খবর পেতে থাকবেন।
আপনি কি course করেছেন, সেই কোর্স এর সাথে জড়িত চাকরি খুজার অপসন এখানে রয়েছে।
তাছাড়া, company, profession, designation, roles, location ইত্যাদি বিষয় গুলোর ওপরেও সরাসরি চাকরি খুঁজতে পারবেন।
৪. Monsterindia.com
Online Job Search Service এর ক্ষেত্রে একটি সেরা পোর্টাল হিসেবে আমি এই ওয়েবসাইটটিকে বলবো।
এখানে, আপনারা নিজের পছন্দের বেসরকারি জব খুঁজতে পারবেন।
বিভিন্ন ছোট-বড় কোম্পানি, প্রফেশন, ডেজিগনেশন ইত্যাদির ওপরে এখানে চাকরি খুজুন।
Industry, location, skills, education, company ইত্যাদি বিভিন্ন বিষয় গুলোর ওপরে সহজেই চাকরি গুলো সার্চ করতে পারবেন।
Monsterindia ওয়েবসাইট এর মধ্যে register করে, আপনারা যেকোনো চাকরির ক্ষেত্রে সরাসরি apply করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনারা ঘরে বসে যেকোনো sector, industry, location, designation, education ইত্যাদির ওপরে নিজের জন্য একটি চাকরি খুঁজতে চাচ্ছেন,
সেক্ষেত্রে, ওপরে বলা ওয়েবসাইট গুলো অবশই আপনার সাহায্য করবে।
ওপরে বলা best job search online portals in India গুলোতে গিয়ে,
আপনারা প্রত্যেক দিন নতুন নতুন Government jobs এবং private jobs গুলোর খবর পেতে থাকবেন।
যদি আমাদের আজকের এই আর্টিকেল আপনাদের পছন্দ হয়েছে, তাহলে আর্টিকেলটি অবশই শেয়ার করবেন।
আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানাবেন।