অনলাইনে পণ্য বিক্রি কিভাবে করবেন? উপায় এবং কৌশল

যদি আপনারা অনলাইনে পণ্য বিক্রি (how to sell products online in Bangla) করার কথা ভাবছেন তাহলে আমার হিসেবে আপনি একটি অনেক দারুন সিদ্ধান্ত নিয়েছেন

কারণ, বর্তমান সময়ে যেকোনো ব্যবসা, ব্র্যান্ড, পণ্য বা সেবা অনলাইনে অনেক তাড়াতাড়ি এবং সহজেই জনপ্রিয় হওয়া দেখা যাচ্ছে। 

এক্ষেত্রে, যদি আপনি আপনার সেবা বা পণ্য অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে কিছু সঠিক উপায় এবং নিয়ম গুলো অনুসরণ করতে পারলে অবশই দ্রুত গ্রাহক পেতে পারবেন। 

ইন্টারনেট হলো বর্তমান সময়ে যোগাযোগের একটি আধুনিক, দ্রুত এবং সহজ মাধ্যম যার দ্বারা আমরা একে আরেকজনের সাথে সংযুক্ত হতে পারি।

আজকের সময়ে প্রত্যেকের ঘরে ঘরে, দপ্তরে এবং মোবাইলে ইন্টারনেট এর সুবিধা থেকে থাকে। তাই, ইন্টারনেট এর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করার ক্ষেত্রে আমরা সহজেই লক্ষ লক্ষ গ্রাহকের সাথে সংযুক্ত হতে পারি।

সাধারণ ভাবে ব্যবসা করাটা একটি আলাদা বিষয় এবং স্মার্ট ভাবে অনলাইন ব্যবসা করাটা একটি আলাদা বিষয়।

এটা ভাবলেই কতটা অদ্ভুত লেগে থাকে যে, আপনি একটি পণ্য (product) বিক্রি করতে চাইছেন এবং কোনো ভালো জায়গাতে অধিক টাকা খরচ করে একটি দোকান নেওয়ার প্রয়োজন আপনার হচ্ছেনা।

এছাড়া, পণ্য বিক্রি করানোর জন্য কোনো ধরণের দৌড়া-দৌড়ি আপনার করতে হবেনা এবং একটি ল্যাপটপ বা কম্পিউটার বা স্মার্টফোন এর মাধ্যমেই যেকোনো জায়গাতে বসে বসে অনলাইনে গ্রাহক খুঁজতে পারছেন।

ইন্টারনেটের মাধ্যমে আপনি পণ্যের অর্ডার গুলো পাবেন যেগুলোকে নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন।

এবং শেষে, অর্ডার গুলোকে ডেলিভারি বয় (delivery boy) বা কুরিয়ার (courier) এর মাধ্যমে গ্রাহকের দিয়ে দেওয়া ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে।

এই ধরণের ডিজিটাল মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে করা ব্যবসাকে বলা হয় “অনলাইন ব্যবসা“.

আর যখন আপনি অনলাইনে পণ্য বিক্রয় করার কথা বলছেন তখন আপনি সরাসরি অনলাইন ব্যবসা করার কথাই বলছেন। 

যদি আপনিও নিজের products বা services গুলোকে অনলাইনে বিক্রি করার কথা ভাবছেন, তাহলে নিচে দেওয়া উপায় গুলো ব্যবহার করতে পারবেন।

কিন্তু তার আগে চলুন সংক্ষেপে জেনেনেই, অনলাইন ব্যবসার লাভ এবং সুবিধা গুলো কি কি

আর্টিকেল সূচি: show

অনলাইনে পণ্য বিক্রি করার লাভ গুলো কি কি?

নিচে আমি আপনাদের সেই প্রত্যেক উপায় গুলোর বিষয়ে বলবো যেগুলোর মাধ্যমে সহজেই নিজের পণ্যের জন্য অনলাইনে গ্রাহক খুঁজে পেতে পারবেন। মানে, সোজা ভাবে বললে নিজের পণ্য গুলোকে অনলাইনে বিক্রি করাতে পারবেন।

তবে, আগে আমরা এটা স্পষ্ট করে জেনেনি যে অনলাইনে প্রডাক্ট বিক্রি করার ক্ষেত্রে কি কি লাভ আমাদের হয়ে থাকে।

  1. অনলাইন সেলিং এর ক্ষেত্রে আপনাকে অধিক টাকা খরচ করে দোকান ভাড়া নিতে হয়না।
  2. নিজের দেশ, শহর, বিশেষ এরিয়া যেকোনো জায়গার থেকে গ্রাহক পাবেন। মানে, ফিজিক্যাল দোকানের মতো জায়গা নিয়ে সীমাবদ্ধতা থাকছেনা। জেকেও যেকোনো জায়গার থেকে পণ্যের অর্ডার (order) করতে পারবেন।
  3. অনলাইন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার বা পণ্যের মার্কেটিং অনেক সহজে এবং তাড়াতাড়ি করা সম্ভব। এছাড়া, বিভিন্ন অনলাইন মার্কেটিং এর প্রক্রিয়া গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে ফ্রীতে প্রচুর গ্রাহক পেতে পারবেন।
  4. User review এর মাধ্যমে গ্রাহকেরা অনেক সহজেই আপনার পণ্যের কোয়ালিটি কিরকম সেটা বুঝতে পারবেন।
  5. আপনি নিজের ঘর থেকে বা আপনার পছন্দের যেকোনো জায়গার থেকে ব্যবসাটি অপারেট করতে পারবেন।
  6. অনলাইন ব্যবসার ক্ষেত্রে আপনার গ্রাহকেরা সম্পূর্ণ ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় আপনার product গুলো order করতে পারবেন। কারণ, একটি অনলাইন ব্যবসা পুরোপুরি ২৪ ঘন্টা সক্রিয় থাকে।
  7. একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে শুরুতেই প্রচুর ইনভেস্টমেন্ট এর প্রয়োজন। তবে, অনলাইন ব্যবসার ক্ষেত্রে আপনি সীমিত পরিমানের ইনভেস্টমেন্ট এর সাথে ব্যবসা শুরু করতে পারবেন।

কি কি মাধ্যমে নিজের পণ্য অনলাইনে বিক্রি করা যাবে?

অনলাইনে পণ্য বিক্রি
How to sell products online?

চলুন, এবার আমরা জেনেনি কি কি মাধ্যমে আপনারা অনলাইনে নিজের পণ্য গুলো বিক্রি করতে পারবেন এবং প্রচুর লাভ আয় করতে পারবেন।

১. আমাজন মার্কেটপ্লেস এর মাধ্যমে:

আমাজন (amazon) বিশ্বজুড়ে একটি অনেক জনপ্রিয় এবং বিখ্যাত অনলাইন ই-কমার্স ওয়েবসাইট যেখানে প্রায় প্রত্যেকটি জিনিস অনলাইনে কিনতে পাওয়া যায়।

তবে, আমাজন হলো একটি e-commerce marketplace যেখানে আমার এবং আপনার মতোই লোকেরা seller হিসেবে নিজেকে register করিয়ে তাদের products গুলোকে online বিক্রি করে থাকেন।

আমাজন আজ সব থেকে অধিক ব্যবহার হওয়া e-commerce website যেখানে প্রত্যেক দিন কোটি কোটি গ্রাহকেরা আলাদা আলাদা রকমের পণ্য কেনার উদ্দেশ্যে চলে আসেন।

এখানে আপনারা আগের থেকে তৈরি থাকা একটি customer base পেয়ে যাচ্ছেন, আর তাই আলাদা ভাবে মার্কেটিং না করলেও প্রচুর গ্রাহক পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

  • আপনাকে amazon seller central এর মধ্যে গিয়ে নিজের একটি seller account বানাতে হবে।
  • সম্পূর্ণ ফ্রীতে কেবল কিছু মিনিটের মধ্যে নিজের সেলার একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
  • একাউন্ট তৈরি করার পর আপনার পণ্যের ছবি এবং পণ্যের সাথে জড়িত তথ্য গুলো আপলোড করতে হবে।
  • এবার, ধীরে ধীরে গ্রাহকেরা আপনার upload করা পণ্য গুলো আমাজন এর ওয়েবসাইটে দেখতে শুরু করবেন এবং তাদের চাহিদা হিসাবে অর্ডার করবেন।
  • যখন আপনি amazon থেকে order গ্রহণ করবেন, তখন আপনাকে সরাসরি product টিকে প্যাক করে গ্রাহকের ঠিকানাতে কুরিয়ার করতে হবে।

২. ফ্লিপকার্ট মার্কেটপ্লেস দ্বারা অনলাইন বিক্রি:

আমাজন এর মতোই ভারতে ফ্লিপকার্ট (Flipkart) অনেক জনপ্রিয় এবং বিখ্যাত একটি অনলাইন ই-কমার্স মার্কেটপ্লেস যেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ গ্রাহকেরা ভিসিট করে থাকেন।

আমাজন এর মতোই Flipkart এর মধ্যেও আমি বা আপনি জেকেও ফ্রীতে নিজের একটি seller account তৈরি করে যেকোনো product এখানে বিক্রি করতে পারবো।

আপনার কাছে একটি product থাকতে হবে এবং কিছু জরুরি documents.

এখানেও আপনারা আগের থেকে তৈরি একটি দারুন এবং বড় customer base পাবেন, আর তাই আলাদা করে মার্কেটিং এসব এর প্রয়োজন হবেনা।

সরাসরি নিজের Flipkart seller account তৈরি করুন, products এর ছবি এবং details আপলোড করুন এবং অনলাইনে বিক্রি করা শুরু করুন।

এই ধরণের মার্কেটপ্লেস এর লাভ এটাই যে আপনাকে আলাদা করে নিজের একটি e-commerce website বানাতে হয়না, যার ফলে আপনি প্রচুর টাকা সেভ করতে পারছেন।

এছাড়া, নিজের e-commerce website বানালেও সেটাকে ভালো করে marketing না করতে পারলে গ্রাহক পাবেননা।

কিন্তু, Flipkart এর মধ্যে লক্ষ লক্ষ গ্রাহক প্রত্যেক দিন চলে আসছেন, আর তাই আপনার পণ্যের জন্য আপনি নিজে নিজেই গ্রাহক পেতে থাকবেন।

৩. নিজের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন:

অবশই যদি আপনি কিছু investment এর সাথে সম্পূর্ণ professional ভাবে নিজের online selling business শুরু করতে চাইছেন,

তাহলে আপনি নিজের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করিয়ে নিজের একটি অনলাইন ব্র্যান্ড তৈরি করতে পারবেন।

একটি professional e-commerce website তৈরি করার ক্ষেত্রে আপনাকে ২৫ থেকে ৩৫ হাজার টাকা খরচ করতে লাগতে পারে।

তবে, আপনি চাইলে YouTube এর মধ্যে ভিডিও টিউটোরিয়াল দেখে নিজেই একটি ই-কমার্স ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া শিখে নিতে পারবেন।

এছাড়া, আপনার নতুন ওয়েবসাইট এর বিষয়ে গ্রাহকেরা শুরুতে নিজে নিজে জানতে পারবেননা। তাই, আপনাকে নিজের business এর মার্কেটিং প্রচুর ভালো করে করতে হবে।

সঠিক ডিজিটাল মার্কেটিং এর কৌশল এর ব্যবহার করে আপনি অনেক তাড়াতাড়ি নিজের ব্যবসার অনলাইন প্রচার করতে পারবেন।

এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই আপনার নতুন ওয়েবসাইটে ধীরে ধীরে গ্রাহক নিয়ে আসতে পারবেন।

৪. Facebook marketplace দ্বারা অনলাইন বিক্রি:

Facebook অনেক জনপ্রিয় একটি online social media platform যেখানে আমাদের প্রত্যেকের profile অবশই রয়েছে। এখন, ফেসবুক এর মধ্যে একটি সেবা রয়েছে যেটাকে বলা হয় Facebook marketplace

ফেসবুক এর দ্বারা লঞ্চ (launch) করা এই সেবাটির মূল উদ্দেশ্য হলো, ইউসার দের অনলাইনে পণ্যের বেচা-কেনা করার সুবিধা দেওয়া।

আর তাই, যেকোনো ফেসবুক ইউসার এই ফেসবুক মার্কেটপ্লেস এর মধ্যে লগইন করে যেকোনো পণ্য এর মাধ্যমে বিক্রি করাতে পারবেন।

বিশ্বজুড়ে প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন, তাই ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনি প্রচুর গ্রাহক পেতে পারবেন।

  1. আপনার নিজের একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে।
  2. Facebook marketplace এর মধ্যে গিয়ে নিজের ফেসবুক একাউন্ট এর সাথে লগইন করুন।
  3. এবার, আপনি কোন product বিক্রি করতে চাইছেন সেটার কিছু ছবি এবং অন্যান্য ডিটেলস আপলোড করুন।
  4. আপনার আপলোড করা পণ্যটি (product) এবার marketplace এর মধ্যে দেখানো হবে।
  5. যেই যেই ব্যক্তিরা আপনার product কিনতে চাইবেন, তারা আপনাকে সরাসরি ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

৫. YouTube এর মাধ্যমে অনলাইন সেলিং:

YouTube অনেক জনপ্রিয় এবং বিখ্যাত একটি অনলাইন ভিডিও শেয়ারিং এবং স্ট্রিমিং প্লাটফর্ম। গুগল এর পরে ইউটিউব হলো দ্বিতীয় সব থেকে জনপ্রিয় এবং অধিক ব্যবহার হওয়া সার্চ ইঞ্জিন।

আর তাই, এর মাধ্যমে যেকোনো business, brand, product বা service এর অনলাইন প্রচার করে প্রচুর গ্রাহক পাওয়া সম্ভব।

আপনাকে প্রথমে নিজের একটি YouTube channel তৈরি করতে হবে এবং সেখানে নিজের পণ্যের সাথে জড়িত ভিডিও বানাতে হবে।

এবার ধীরে ধীরে প্রচুর লোকেরা ইউটিউবের মাধ্যমে আপনার ভিডিও দেখবেন এবং আপনার পণ্যের (product) এর বিষয়ে জেনেনিতে পারবেন।

এবার, যারা যারা আপনার product কিনে নিতে চাইবেন, তারা আপনাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং product order করতে পারবেন।

দেখুন, YouTube এর মাধ্যমে নিজের products এর জন্য প্রত্যেক দিন হাজার হাজার নতুন নতুন গ্রাহক পেতে পারবেন।

তবে এটা সম্পূর্ণ আপনার ওপরে যে আপনি কেমন কৌশল (strategy) এর সাথে ভিডিও বানাবেন যাতে দ্রুত ভাবে পণ্যের প্রচার সম্ভব হয়ে থাকে।

৬. নিজের অনলাইন শপিং এপস তৈরি করুন:

একটি ই-কমার্স ওয়েবসাইট এর মতোই আপনি নিজের একটি অনলাইন শপিং এপস তৈরি করিয়ে সেই এপস এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন।

বর্তমান সময়ে এরকম প্রচুর online shopping apps রয়েছে যেগুলোর মাধ্যমে online shopping সম্ভব। তবে, একটি shopping app তৈরি করানোর ক্ষেত্রেও আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে।

প্রায় ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে একটি e-commerce app তৈরি করার ক্ষেত্রে। আর মনে রাখবেন, শুরুতে আপনার apps এর বিষয়ে লোকেরা জানবেনা।

তাই, আপনাকে প্রচুর ভালো করে নিজের e-commerce app টির মার্কেটিং করতে হবে যাতে লোকেরা app টির বিষয়ে জানতে পারে।

ভালো মার্কেটিং কৌশল এর সাথে এপস এর প্রচার করতে পারলে, কেবল কিছু সময় পরেই আপনি নিজের app এর মাধ্যমে প্রচুর গ্রাহকের অর্ডার গ্রহণ করা শুরু করবেন।

৭. Social media profile এর মাধ্যমে:

আজকাল নিজের social media profile গুলোতে অনেকেই বিভিন্ন রকমের পণ্য গুলোর বিষয়ে পোস্ট করে থাকেন।

মানে, যদি আপনার যেকোনো সোশ্যাল মিডিয়া একাউন্টে (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি) ভালো পরিমানে friends বা followers রয়েছে,

তাহলে আপনি নিজের পণ্যের প্রচার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চালাতে পারবেন।আপনাকে নিজের পণ্যের ছবি সহ পণ্যের বিষয়ে কিছুটা লিখে পোস্ট আপলোড করতে হবে।

এতে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে আপনি প্রচুর গ্রাহক পেয়ে যেতে পারবেন।

আমি অনেক ফেসবুক ইউসার দের দেখেছি যারা, শাড়ী, জুতা, ঘড়ি, ড্রেস গ্যাজেট ইত্যাদির ছবি এবং ডিটেলস নিজেদের প্রোফাইলে আপলোড করে থাকেন।

এবং অনেকেই সেই product গুলো তাদের থেকে কিনে নেন।

তাই, নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলো ব্যবহার করেই নিজের পণ্য গুলোকে অনলাইনে বিক্রি করানো সম্ভব।

৮. নিজের ব্লগ সাইট তৈরি করে পণ্য বিক্রি:

যদি আপনি সম্পূর্ণ ফ্রীতে অর্গানিক ভাবে নিজের পণ্য গুলিকে অনলাইনে বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি চাইলে নিজের একটি ব্লগ সাইট তৈরি করেও এই কাজটি করতে পারবেন।

এমনিতে একটি ব্লগ সাইট তৈরি করতে আপনার তেমন কোনো খরচ হবেনা। Hosting এবং domain নিয়ে বছরে মোটামোটি ২০০০ টাকা খরচ করেই ব্লগিং শুরু করতে পারবেন।

ব্লগের মধ্যে আপনি আপনার পণ্য বা পরিষেবার সাথে রিলেটেড বিষয় গুলি নিয়ে নিয়মিত ভালো ভালো আর্টিকেল গুলি লিখতে হবে।

এবার, আপনার আর্টিকেল গুলি যখন Google search-এর মধ্যে rank করা শুরু করবে, এবার সার্চ ইঞ্জিন থেকে আপনার ব্লগে প্রচুর ট্রাফিক/ইউসার আসতে শুরু করবে।

এখন, ব্লগে চলে আসা এই রিয়েল ইউসারদের কাছে আপনি নানান মাধ্যমে নিজের product/services গুলির প্রচার চলাতে পারবেন। যেমন ধরুন, আর্টিকেলের মাঝে মাঝে নিজের পণ্যের বিষয়ে বলতে পারেন, notification পাঠিয়ে পণ্যের প্রচার, ব্লগে ব্যানার অ্যাড লাগিয়ে ইত্যাদি।

আপনার ব্লগ সাইটে যদি প্রতিদিন ৫০০ জন user-ও আসে, তাহলেও কিন্তু সেখান থেকে কয়েকজন হলেও আপনার পণ্যের প্রতি রুচি রাখার সম্ভাবনা থাকছে।

অনলাইনে পণ্য বিক্রির কৌশল গুলি জেনে রাখুন:

অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি করার জন্য আপনাকে সবচেয়ে আগেই অনলাইনে পণ্য বিক্রির কৌশল গুলি অবশই জেনে রাখা দরকার। কেননা, যেকোনো কাজ করার ক্ষেত্রে কিছু বেসিক এবং জরুরি কৌশল গুলির প্রয়োজন অবশই হয়ে থাকে।

১. টাকা ম্যানেজ করা জরুরি:

যেকোনো ধরণের অনলাইন ব্যবহার শুরু করার ক্ষেত্রে ব্যবসার আর্থিক পরিচালনা করার কৌশলটি আপনাকে অবশই জানতে ও শিখতে হবে।

কত টাকা কোথায় খরচ করবেন, ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করবেন, প্রতিদিনের খরচ, ইত্যাদি সবটার বিষয়ে ধারণা এবং নিয়ন্ত্র আপনাকে রাখতে হয়। এক্ষেত্রে, আপনি চাইলে নানান accounting/finance software গুলির সাহায্য অবশই নিতে পারেন।

২. ডিজিটাল মার্কেটিং এবং বিক্রি:

Online মাধ্যমে business করার ক্ষেত্রে যেই কৌশলটি সব থেকে অধিক জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো “এই অনলাইন ডিজিটাল ওয়ার্ল্ড এর মধ্যে নিজের অস্তিত্ব বজায় রাখা”।

অনলাইন মাধ্যমে আপনি নিজের পণ্য বা পরিষেবার জন্য আনলিমিটেড গ্রাহক এবং শ্রোতাদের পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কৌশল গুলি অবশই শিখতে হবে।

ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এর দ্বারা কিভাবে নিজের ব্যবসা, পণ্য এবং ব্র্যান্ড গুলিকে টার্গেটেড অনলাইন শ্রোতাদের কাছে পৌঁছানো যাবে, সেই বিষয়ে জানাটা অবশই জরুরি।

এক্ষেত্রে আপনাকে যা যা জানতে হবে সেগুলি হলো,

  • SEO content,
  • Inbound marketing,
  • Pay-per-click (PPC),
  • Affiliate marketing,
  • Native advertising,
  • Email marketing,
  • Social Media Marketing.

৩. কনটেন্ট লেখার দক্ষতা:

অনলাইন ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে কনটেন্ট লেখার দক্ষতা থাকাটা অবশই অনেক জরুরি।

দেখুন, নিজের অনলাইন ব্যবসার প্রচার চালানোর উদ্দেশ্যে আপনাকে নানান ডিজিটাল মার্কেটিং এর কৌশল গুলিকে কাজে লাগাতে হবে।

পণ্যের প্রচারের জন্য করতে হবে এমন নানান ডিজিটাল মার্কেটিং কৌশল গুলির মধ্যে মূলত থাকছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, ব্লগিং, নিউজলেটার, SEO কনটেন্ট লেখা, ইত্যাদি।

এই প্রত্যেকটি ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজির জন্য হাই কোয়ালিটি কনটেন্ট লেখার দক্ষতা থাকাটা অবশই অনেক জরুরি।

৪. সমস্যার সমাধান করার কৌশল:

একজন উদ্যোক্তা (entrepreneur) হিসেবে আপনার মধ্যে যেই কৌশলটি থাকা দরকার সেটা হলো, যেকোনো সমস্যাকে ভয় না পেয়ে সেই সমস্যার সমাধানের ক্ষমতা রাখা।

দেখুন, ব্যবসা অনলাইনে করুন বা অফলাইনে, যেকোনো ব্যবসাতেই কিন্তু ছোট-বড় নানান সমস্যাগুলি চলে আসবে। এক্ষেত্রে ভয় পেলে বা হতাশ হলে কাজ চলবেনা।

সমস্যাটি কেন চলে আসলো, আপনি কি কি ভুল করেছেন এবং কিভাবে সেই সমস্যার সমাধান করা যাবে, আপনাকে এইভাবে পসিটিভ হয়ে চিন্তা করা শিখতে হবে।

অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি করার ক্ষেত্রে, গ্রাহকদের সমস্যা, ওয়েবসাইট নিয়ে সমস্যা, কর্মচারীর থাকলে তাদের সমস্যা, ইত্যাদি এই ধরণের নানান সমস্যা গুলির সাথে দিন কাটানোর অভ্যাস তৈরি করতে হবে।

৫. সোশ্যাল মিডিয়া মার্কেটিং:

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কৌশলটি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ধরা হয়।

তবে মনে রাখবেন, যদি আপনি সোশ্যাল মিডিয়ার দ্বারা সম্পূর্ণ সঠিক ও কার্যকর ভাবে নিজের পণ্য/পরিষেবা গুলিকে প্রচার (marketing) করার কৌশলটি শিখে নিতে পারেন, এক্ষেত্রে শুধুমাত্র এর দ্বারা আনলিমিটেড গ্রাহক অনলাইনে পেয়ে যেতে পারবেন।

এমন হাজার হাজার উদ্যোক্তারা রয়েছেন যারা, Facebook, Instagram, YouTube, শুধুমাত্র এই ধরণের কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিকে কাজে লাগিয়ে প্রিতিদিন হাজার হাজার লোকেদের কাছে নিজের পণ্য গুলিকে বিক্রি করছেন।

তাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কৌশলটি জানা আপনার জন্য অনেক জরুরি।

FAQ:

১. অনলাইনে পণ্য বিক্রির কৌশল গুলি কি কি?

অনলাইনে যেকোনো পণ্য বা পরিষেবা বিক্রি করতে হলে, আপনাকে কিছু বেসিক কৌশল গুলি অবশই জানা দরকার। এগুলির মধ্যে কিছু হলো, SEO, Blogging, Social Media Marketing, Digital Marketing, PPC (ads), Paid Advertising, Time management, ইত্যাদি।

২. অনলাইনে কোন পণ্য গুলি বিক্রি করা যাবে?

বর্তমান সময়ে অনলাইন আপনি যেকোনো ধরণের পণ্য গুলি বিক্রি করতে পারবেন। বই থেকে শুরু করে, কাপড়, গাছ, ডিজিটাল পণ্য, ডিজিটাল পরিষেবা, ই-বই, ইলেকট্রনিক প্রোডাক্ট, জুতা, সাজার আইটেম, বিউটি প্রোডাক্ট, খেলনা, ইত্যাদি।

৩. অনলাইনে সবচেয়ে বেশি কেনা পণ্যটি বিক্রি হয়?

ফ্যাশন এবং পোশাক রিলেটেড পণ্য (Fashion and Apparel/Clothing and accessories) অনলাইনে সব থেকে অধিক পরিমানে সার্চ করার পাশাপাশি সবচেয়ে অধিক পরিমানে বিক্রি হওয়া পণ্য।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এমন কিছু উপায় গুলোর বিষয়ে জানলাম যেগুলোর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রয় করা সম্ভব। 

আশা করছি how to sell products online নিয়ে লিখা আমাদের আর্টিকেল আপনাদের পছন্দ হয়েছে। যদি আমাদের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাকে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top